সুখী মানুষ সৃজনশীল প্রশ্ন ও উত্তর | মমতাজ উদ্দীন আহমদের একটি নাটিকা। এর দুটি মাত্র দৃশ্য। নাটিকাটির কাহিনীতে আছে, মানুষকে ঠকিয়ে, মানুষের মনে কষ্ট দিয়ে, ধনী হওয়া এক মোড়লের জীবনে শান্তি নেই। চিকিৎসক বলেছেন, কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতা কেটে যাবে। কিন্তু পাচ গ্রাম খুজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না।
শেষে একজনকে পাওয়া গেল, যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকানির্বাহ করে সুখে দিনাতিপাত করছে। তার কোনো সম্পদ নেই, ফলে চোরের ভয় নেই। সুতরাং শান্তিতে ঘুমোনোর ব্যাপারে তার কোনো দুশ্চিনতাও নেই। শেষ পর্যনত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার কোনো জামা নেই।
সুতরাং মোড়লের সমস্যার সমাধান হলো না। লেখকের বক্তব্য খুব স্পষ্ট। তা হলো, সম্পদই অশান্তির কারণ। সুখ একটা আপেক্ষিক ব্যাপার । একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই। আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী থাকতে পারে।
সুখী মানুষ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : জোবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য। এই নিয়ে টানা পঞ্চম বারের মত তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন। হবেনাই বা কেন? এলাকার মানুষের অসুখ-বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার শয্যা ছাড়েন না। সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্ন রোচে না। সেই তার অসুখ হলে গাঁয়ের লোক ভেঙে পড়ল। চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করল- আল্লাহ, তুমি আমাদের জোবেদ ভাইকে সুস্থ করে দাও।
ক. আয়ুর্বেদ শাস্ত্রমতে যাঁরা চিকিৎসা করেন তাদেরকে কী বলে?
খ. হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন?
গ. জোবেদ আলীর সঙ্গে ‘সুখী মানুষ’ এর যে মিল আছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না।-’ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সেলিম সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেঝেন। নদীর পাড় ভেঙে পড়ার মতো ইদানীং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না। তার মনে হচ্ছে যাকে তিনি এক সময় সুখের উৎস ভেবে ছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ। ভাঙ্গন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রায়েশ্চিত্তেই যাবে।
ক. নাট্যকার মমতাজ উদ্দীন আহমদ- এর পেশাগত পরিচয কী?
খ. হাসু মোড়লের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন?
গ. মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. ‘মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা।’- উক্তিটি ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : আনোয়ার সাহেব অনেক পরিশ্রম করে সততার সাথে ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছেন। কোনো দিনও করো ক্ষতি করেননি। পরিশ্রম আর সততাই ছিল তার প্রেরণাশক্তি। পক্ষান্তরে রজব আলী সুদের কারাবার করে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। মানুষকে বিপদে ফেলে চড়া সুদে টাকা ধার দেওয়াই তার প্রধান লক্ষ্য। শেষ বয়সে এস তার মনে কোনো সুখ নেই। তার ভেতরে শুশুই অতৃপ্তি আর হাহাকার।
ক. ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের কথিত রোগের নাম কী?
খ. সুখকে বড় কঠিন জিনিস বলা হয়েছে কেন?
গ. উদ্দীপকের রজব আলীর সাথে ‘সুখী মানুষ’ নাটিকার সাদৃৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আনোয়ার সাহেব এবং ‘সুখী মানুষ’ নাটিকার কাঠুরে যেন এক অভিন্ন সত্তা- যুক্তিসহ বুঝিয়ে লেখ।
সৃজনশীল প্রশ্ন ৪ : সবুজ অন্যের জমিজমা আত্মসাৎ করে অঢেল ধন-সম্পত্তির মালিক হয়েছে। কোনো সন্তান না থাকায় সবৃদা তার মনের মধ্যে হাহাকার বিরাজ করছে। অপরদিকে শাহেদ মিয়া ইউনিয়ন পরিষদ সদস্য। এলাকায় তাঁর প্রভাব থাকলেও সম্পদ খুব কম। সৎপথে উপার্জন করে তিনি সংসার চালান। মানুষের বিপদাপদে তিনি সর্বদাই এগিয়ে আসেন।
ক. ‘‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না’’- উক্তিটি কার?
খ. ‘‘সবাই অসুখী। কারও সুখ নেই।”- ‘সুখী মানুষ’ নাটিকায কেন এ কথা বলা হয়েছে?
গ. উদ্দীপকের সবুজ ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. শাহেদ চরিত্র ‘সুখী মানুষ’ নাটিকায় মূলভাব ধারণ করেছে কি? তোমার যুক্তিপূর্ণ মতামত তুলে ধর।
সৃজনশীল প্রশ্ন ৫ :
অংশ-১:
‘ভাঙা কুঁড়েঘর, ছেঁড়া কাঁথা
তবুও এখানে আমার শান্তি গাঁথা।।’
অংশ-২:
‘যার নেই- তারে যদি দাও/ পাবে দ্বিগুন ফিরে
নিজের শুধু ভাব যদি/ দুঃখ থাকবে ঘিরে।’
ক. কবিরাজ কোন কঠিন কাজটি করতে বলেছিলেন?
খ. ‘মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না।’- কথাটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের অংশ-১-এ ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অংশ-২ ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের জন্য কতটা শিক্ষণয়ি তা মূল্যায়ণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ :
উদ্দীপক-১: ব্যবসায়ী সুমন অসুদপায় অবলম্বন করে অনেক সম্পদের মালিক হয়। এতেও সে তৃপ্ত নয়। সে আরো সম্পদের নেশায় দিনরাত ভাবতে থাকে। একসময় সুমন অসুস্থ হয়ে মৃত্যুপথে পতিত হয়।
উদ্দীপক-২:
আমি সেই জগতে হারিয়ে যেতে চাই
যেথায় লোকে সোনারূপার
পাহাড় জমায় না।
বিত্ত সুখের দূর্ভাবনায় আয়ু কমায় না।
ক. ‘সুখী মানুষ’ নাটিকায় ওষুধে কাজ হয় না কেন?
খ. ‘সুখ বড় কঠিন জিনিস।’- বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপক-১-এর সুমন ‘সুখী মানুষ’ নাটিকার যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপক-২-এর মূলভাব যেন ‘সুখী মানুষ’ নাটিকার সুখী মানুষেরই আকাক্সক্ষার প্রতিফলন।”- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ :
স্তবক-১:
“আমি সেই জগতে হারিয়ে যেতে চাই,
যেথায় গভীর নিশুত রাতে/ জীর্ণ বেড়ার ঘরে
নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই।।”
স্তবক-২:
‘‘স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে,
সে কখনো শেখেনি বাঁচিতে।”
ক. নাড়ি পরীক্ষা কী?
খ. “একটি কঠিন কর্ম করতে হবে।”- বুঝিয়ে লেখ।
গ. স্তবক-১-এর ভাবনায় ‘সুখী মানুষ’ নাটিকার যে চরিত্রের মনোভাবের বর্ণনা রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “স্তবক-২-এর মূলভাবে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়ল চরিত্রের প্রতিফলন ঘটেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : রফিক সাহেব একজন স্কুলশিক্ষক। ব্যক্তিজীবনে বিত্তবৈভব তাঁকে করতে পারেনি। তাঁর ছেলে-মেয়ে দু’জনকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। এখন তাঁর পরিবারে সুখের কোনো শেষ নেই। কিন্তু তাঁর ছোট ভাই শফিক অবৈধ পথে অর্থ উপার্জনের দায়ে কারাগারে কষ্টকর জীবনযাপন করছে।
ক. ‘সুখী মানুষ নাটিকায় মোড়লের বয়স কত?
খ. ‘আমার কত টাকা, কত বড় বাড়ি! আমার মনে দুঃখ কেন?- ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়ল কেন এ কথা বলেছেন ?
গ. উদ্দীপকের রফিক সাহেব ‘সুখী মানুষ’ নাটিকার কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শফিক কী ‘সুখী মানুষ’ নাটিকার মোড়ল চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : হাসান সাহেব একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি আজ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। দেশ- বিদেশে অনেক চিকিৎসা করিয়েও সুস্থ হননি। অথচ একসময় তিনি মানুষের জায়গা-জমি জোরপূর্বক দখল করে সর্বশান্ত করেছেন। সবকিছুর বিনিময়ে হলেও তিনি এখন সুস্থ হতে চান।
ক. কবজির নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয় করাকে কী বলে?
খ. সুখূ মানুষটির প্রাণখোলা হাসির কারণ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সাথে ‘সুখী মানুষ’ নাটিকার কোন দিকটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের হাসান সাহেবের মতো মানুষদের চেতনা জাগাতে ‘সুখী মানুষ’ নাটিকার শিক্ষা কি যথেষ্ট? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ :
উদ্দীপক-১:
স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে
সে কখনো শেখেনি বাঁটিতে।
উদ্দীপক-২:
পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও
তার মত সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও।
ক. মানুষ এবং প্রাণী অমর নয়- উক্তিটি কার?
খ. সবাই অসুখী, কারও সুখ নেই- ‘সুখী মানুষ’ নাটিকায় কেন এ কথা বলা হয়েছে?
গ. উদ্দীপক-১-এর ভাবার্থ ‘সুখী মানুষ’ নাটিকায় কোন চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘‘মোড়ল যদি উদ্দীপক-২-এর শিক্ষা গ্রহন করত, তাহলে তার জন্য সুখী মানুষের জামার প্রয়োজন হতো না।”- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post