সুখ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : অন্যকে আপন ভেবে, অন্যের সুখ-দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। বস্তুত মানুষ সামাজিক জীব। পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানবসমাজ। এ সমাজে প্রতিটি মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল। তাই অন্যকে বাদ দিয়ে এ সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরের কথা।
সুখ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. সুখ কী?
ক. মনের দুঃখময় অবস্থা
খ. মনের স্বাচ্ছন্দ্যময় অবস্থা
গ. ঈর্ষাপরায়ণতা
ঘ. মনের ব্যাকুলতা
২. প্রকৃত সুখের বাহন কোনটি?
ক. অগাধ টাকাপয়সা
খ. সর্বোচ্চ সুনাম
গ. অন্যের প্রশংসা
ঘ. পরের জন্য ত্যাগ স্বীকার
৩. কবির মতে ‘সমর অঙ্গন’ কোনটি?
ক. পলাশীর প্রান্তর
খ. সংসার
গ. বিদ্যালয়
ঘ. ফসলের মাঠ
৪. সমর অঙ্গনের প্রকৃত স্বরূপ কী?
ক. যুদ্ধক্ষেত্র
খ. নক্ষত্রালয়
গ. সংসারক্ষেত্র
ঘ. তামাশাক্ষেত্র
৫. সুখের জন্য কান্না কখন অর্থহীন হয়?
ক. সকালবেলা কাঁদলে
খ. রাতের বিছানায় কাঁদলে
গ. মনের দুঃখে কাঁদলে
ঘ. সুখ সুখ করে কাঁদলে
৬. অতি কান্নায় কী হয়?
ক. মাথা ন্যাড়া
খ. হৃদয় ভার
গ. হাত অবশ
ঘ. পা অবশ
৭. অন্যের দুঃখে সকলের কোনটি করা উচিত?
ক. পিছিয়ে থাকা
খ. এগিয়ে যাওয়া
গ. বসে থাকা
ঘ. হাসাহাসি করা
৮. মানবের তরে যা আছে তা বুঝতে নিচের কোনটি প্রযোজ্য?
ক. সুখ উচ্চতর
খ. বিলাসিতা
গ. নামধাম
ঘ. টাকাপয়সা
৯. বীরবেশে যা করার জন্য কবি আহ্বান জানিয়েছেন তা বুঝাতে প্রযোজ্য কোনটি?
ক. ধুমধাম
খ. লেখাপড়া
গ. রণ
ঘ. কৃষিকাজ
১০. কবি এ জীবন মন সকলি যেখানে দিতে বলেছেন তা বোঝাতে প্রযোজ্য কোনটি?
ক. অন্যের স্বার্থে
খ. নিজের স্বার্থে
গ. পশুপাখির স্বার্থে
ঘ. টাকাপয়সার স্বার্থে
১১. ‘তার মতো সুখ কোথাও কি আছে’?-কার মতো?
ক. টাকাপয়সার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মতো
খ. অন্যান্য সম্পদের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মতো
গ. অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো
ঘ. নিজের কল্যাণ নিজেকে বিলিয়ে দেওয়ার মতো
১২. ‘সুখ’ কবিতার তাৎপর্যে যা খুঁজে পাওয়া যায় তা বুঝাতে প্রযোজ্য কোনটি?
ক. প্রকৃত সুখের দিকনির্দেশনাও
খ. দুঃখের বৈশিষ্ট্যাবলি
গ. কবির জীবনেতিহাস
ঘ. সকলের ধনসম্পদ
১৩. সুখ অন্বেষণকারী মানুষের কাছে পৃথিবীকে কী মনে হয়?
ক. কণ্টকাকীর্ণ
খ. বিষাদময়
গ. যাতনাময়
ঘ. আনন্দময়
১৪. যাতনে শব্দের অর্থ কী?
ক. যন্ত্রণায়
খ. বেদনায়
গ. ক্ষীণ
ঘ. যাঁতায়
১৫. মানুষের হৃদয়ের ভার বেড়ে যাওয়ার কারণ কী?
ক. অপরের সুখ চিন্তা
খ. সবসময় কাঁদা
গ. শুধু সুখ অন্বেষণ করা
ঘ. দুঃখকে ত্যাগ করা
ষষ্ঠ শ্রেণির বাংলা বহুনির্বাচনি প্রশ্ন
১৬. সুখ কথাটির সাথে সম্পর্কিত নিচের কোন শব্দটি?
ক. বিত্তের
খ. আত্মার
গ. দেহের
ঘ. সম্পদের
১৭. যে সবসময় নিজেকে নিয়ে বেশি চিন্তা করে এক কথায় তাকে কী বলে?
ক. আত্মভোলা
খ. আত্মকেন্দ্রিক
গ. আপনভোলা
ঘ. ঘরকেন্দ্রিক
১৮. ‘সুখ’ কবিতায় কয়টি চরণ কী?
ক. ২৪
খ. ২৮
গ. ১৪
ঘ. ২০
১৯. কবি ‘সমর-অঙ্গন’ বলতে কোনটিকে বুঝিয়েছেন?
ক. প্রান্তরকে
খ. সংসারকে
গ. যুদ্ধকে
ঘ. ঘরের অঙ্গনকে
২০. ‘যাও বীরবেশে কর গিয়া রণ’- এই ‘বীরবেশে’ বলতে কবি বুঝিয়েছেন-
ক. যুদ্ধসাজে
খ. বীরের মতো বেশে
গ. সাহসের সঙ্গে
ঘ. যুদ্ধ করতে
২১. যে জিনিবে সুখ লভিবে সে-ই’- এখানে কীসের জিনিস?
ক. সশস্ত্র সংগ্রামে
খ. জীবন সংগ্রামে
গ. যুদ্ধ ময়দানে
ঘ. কঠিন পরীক্ষায়
২২. ‘পরের কারণে’ মানে-
ক. নিজের জন্য
খ. বোনের জন্য
গ. ভাইয়ের জন্য
ঘ. অন্যের জন্য
২৩. ‘সুখ’ কবিতায় পারস্পরিক ত্যাগের মধ্য দিয়ে কী গড়ে ওঠার কথা বলা হয়েছে?
ক. ভ্রাতৃত্ববোধ
খ. সংস্কৃতি
গ. সভ্যতা
ঘ. মানবসমাজ
২৪. প্রকৃত সুখী বলতে তাকেই বোঝায়-
ক. যে ত্যাগ স্বীকার করে
খ. যে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করে
গ. যে নিজেকে নিয়ে ভাবে
ঘ. যে পরের কল্যাণ করে
২৫. বীরবেশে যা করার জন্য কবি আহ্বান জানিয়েছেন, তা বুঝতে প্রযোজ্য-
ক. রণ
খ. লেখাপড়া
গ. ধুমধাম
ঘ. কৃষিকাজ
২৬. ‘সুখ’ কবিতায় বাহন কোনটি?
ক. জীবনে সুখের প্রকৃত স্বরূপ
খ. উচ্চাশা
গ. মরণেও সুখ
ঘ. পাহাড়ী জীবনে সুখ
২৭. ‘সুখ’ কবিতা পড়ে তুমি কী শিখবে?
ক. সত্যবাদী
খ. দেশপ্রেম
গ. ত্যাগী হতে
ঘ. পরোপকারী হতে
২৮. সুখের প্রকৃত উপায় কোনটি?
ক. অর্থ
খ. খ্যাতি
গ. ত্যাগ
ঘ. ভোগ
২৯. মরণেও সুখ আছে-
i. মানুষের কল্যাণে
ii. অন্যের জন্য
iii. টাকা-পয়সার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
৩০. যে চেতনা বুকে লালন করে প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায় তা হলো-
i. মানুষ মানুষের জন্য
ii. জীবন জীবনের জন্য
iii. জীবন আত্মত্যাগের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে সুখ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post