শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সুভা জলকুমারী হলে কী করত?
উত্তর: সুভা জলকুমারী হলে জল থেকে সাপের মাথার মণি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত।
২. সুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন?
উত্তর: নিজের প্রতি প্রতাপকে আকর্ষণ করার জন্য সুভা অলৌকিক সক্ষমতা প্রার্থনা করে।
৩. ‘অনিমেষ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অনিমেষ’ শব্দের অর্থ- অপলক বা পলকহীন।
৪. ‘শুক্লাদ্বাদশী’ অর্থ কী?
উত্তর: ‘শুক্লাদ্বাদশী’ শব্দের অর্থ- চাঁদের বারোতম দিন।
৫. ‘সুভা’ গল্পে সুভার বাবার নাম কী?
উত্তর: ‘সুভা’ গল্পে সুভার বাবার নাম বাণীকণ্ঠ।
৬. সুভার বাবার নাম কী?
উত্তর: সুভার বাবার নাম বাণীকণ্ঠ।
৭. ‘সুভা’ গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
উত্তর: ‘সুভা’ গল্পে গোঁসাইদের ছোটো ছেলে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।
৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার লাভ.করেন।
৯. প্রতাপ সুভাকে কী বলে ডাকত?
উত্তর: প্রতাপ সুভাকে ‘সু’ বলে ডাকত।
১০. সুভা মনে মনে কী হতে চাইত?
উত্তর: সুভা মনে মনে অলৌকিক শক্তির অধিকারী হতে চাইত।
১১. প্রতাপের প্রধান শখ কী?
উত্তর: প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা।
১২. ‘সুভা’ গল্পে পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে কে?
উত্তর: ‘সুভা’ গল্পে পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে সুভা।
১৩. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
উত্তর: ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
১৪. সুভা কার কাছে মুক্তির আনন্দ পায়?
উত্তর: সুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়।
১৫. ‘সুভা’ গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: ‘সুভা’ গল্পে একমাত্র প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
শিক্ষার্থীরা, ওপরে সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post