সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
উত্তর: ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
২. সুভা কার কাছে মুক্তির আনন্দ পায়?
উত্তর: সুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়।
৩. ‘সুভা’ গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: ‘সুভা’ গল্পে একমাত্র প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
৪. সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?
উত্তর: জন্ম থেকে সুভা কথা বলতে পারত না বলে সুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিলেন।
৫. ‘কিশলয়’ অর্থ কী?
উত্তর: ‘কিশলয়’ অর্থ গাছের নতুন পাতা।
৬. সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?
উত্তর: সুভা দুই বাহুতে প্রকাণ্ড মূক মানবতাকে ধরে রাখতে চায়।
৭. ‘সুভা’ গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
উত্তর: ‘সুভা’ গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।
৮. প্রতাপের প্রধান শখ কী?
উত্তর: প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা।
৯. সুভা জলকুমারী হলে কী করত?
উত্তর: সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথায় মণি ঘাটে রেখে যেত।
১০. ‘গোরা’ কোন শ্রেণির রচনা?
উত্তর: ‘গোরা’ উপন্যাস শ্রেণির রচনা।
১১. সুভার বাবার নাম কী?
উত্তর: সুভার বাবার নাম বাণীকন্ঠ।
১২. বাণীকন্ঠের আর্থিক অবস্থা কেমন?
উত্তর: বাণীকন্ঠের আর্থিক অবস্থা সচ্ছল।
১৩. গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?
উত্তর: গোঁসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ।
১৪. ‘ঝিল্লিরব’ অর্থ কী?
উত্তর: ‘ঝিল্লিরব’ অর্থ ঝিঁঝিঁ পোকার আওয়াজ বা শব্দে মুখর।
১৫. সুভাষিণীর বড় দুই বোনের নাম কী?
উত্তর: সুকেশিনী ও সুহাসিনী।
১৬. সুভা কোথায় বসে থাকত?
উত্তর: সুভা তেঁতুলতলায় বসে থাকত।
১৭. সুভার পুরো নাম কী?
উত্তর: সুভাষিনী।
১৮. ‘সুভা’ কী জাতীয় রচনা?
উত্তর: ‘সুভা’ ছোটগল্প জাতীয় রচনা।
১৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: ‘বনফুল’।
২০. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫ বৈশাখ।
২১. রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৭ই মে।
২২. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?
উত্তর: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
২৩. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার লাভ করেন?
উত্তর: ‘গীতাঞ্জলি’।
২৪. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় তাঁর কত বছর বয়সে?
উত্তর: ১৫ বয়সে।
২৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন?
উত্তর: ১৯১৩ সালে।
২৭. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩৪৮ সনে।
২৮. রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে মৃতুবরণ করেন?
উত্তর: ১৯৪১ সালে।
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কলকাতায়।
৩০. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৩১. বাণীকন্ঠের ছোট মেয়ের নাম কী?
উত্তর: সুভা।
৩২. ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখা হয়েছিল কেন?
উত্তর: বড় দুই বোনের নামের সাথে মিলের অনুরোধে ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখা হয়েছিল।
৩৩. সুভাষিনীকে সবাই কী বলে ডাকত?
উত্তর: সুভা।
৩৪. বাণীকন্ঠের বড় মেয়ে দুটির বিয়ে কীভাবে হয়েছে?
উত্তর: দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বাণীকন্ঠের বড় মেয়ে দুটির বিয়ে হয়েছে।
৩৫. ছোট মেয়েটি পিতা-মাতার কোন অনুভূতির মতো বিরাজ করছিল?
উত্তর: নীরব হৃদয়ভারের মতো।
৩৬. সুভা কথা না বলতে পারলেও কী করতে পারত?
উত্তর: অনুভব করতে।
৩৭. সুভা সবসময় কোন চেষ্টা করত?
উত্তর: সুভা সবসময় নিজেকে সবার কাছ থেকে গোপন করার চেষ্টা করত।
৩৮. সুভা কী মনে করত?
উত্তর: সুভা মনে করত সবাই তাকে ভুলে গেলে সে বাঁচে।
৩৯. সুভার মা সুভাকে কী ভাবতেন?
উত্তর: তার নিজের ত্রুটিস্বরুপ দেখতেন।
৪০. মায়েরা মেয়েকে কিসের অংশরূপে দেখে?
উত্তর: নিজের।
৪১. মেয়ের কোনো ত্রুটি থাকলে মায়েরা তা কীভাবে দেখেন?
উত্তর: নিজের ত্রুটি হিসেবে দেখেন।
৪২. বাণীকন্ঠ তিন মেয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন?
উত্তর: তিনি সুভাকে বেশি ভালোবাসতেন।
৪৩. সুভার মা কী জ্ঞান করে সুভার প্রতি বিরক্ত ছিলেন?
উত্তর: নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে সুভার ওপর তিনি বিরক্ত ছিলেন?
৪৪. সুভার কথা না থাকলেও কী ছিল?
উত্তর: সুভার কথা না থাকলেও সুদীর্ঘপল্লববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল।
৪৫. সুভার ওষ্ঠাধর কিসের মতো কেঁপে উঠত?
উত্তর: কচি কিশলয়ের মতো।
৪৬. সুভা কখনো কখনো কিসের মতো চেয়ে থাকত?
উত্তর: সুভা কখসো কখসো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকত।
৪৭. সুভা অবসর পেলেই কোথায় গিয়ে বসে থাকত?
উত্তর: নদীতীরে।
৪৮.গোয়ালের গাভী দুটি সুভার কে?
উত্তর: অন্তরঙ্গ বন্ধু।
৪৯. সুভা নিয়মিত কয়বার গোয়ালে যেত?
উত্তর: তিনবার।
৫০. ‘সুভা’ গল্পে কোন তিথির কথা উল্লেখ আছে?
উত্তর: শুক্লা দ্বাদশী।
৫১. সুভার ভাষাবিশিষ্ট জীব সঙ্গী কে?
উত্তর: সুভার ভাষাবিশিষ্ট জীব সঙ্গী প্রতাপ।
৫২. বাণীকন্ঠের ঘর কোথায়?
উত্তর: বাণীকন্ঠের ঘর নদীর একেবারে উপরে।
Download সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post