আজ কোর্সটিকায় সুভা গল্পের নৈর্ব্যত্তিক প্রশ্ন ও উত্তর থাকছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোট গল্প “সুভা”। এ গল্পে কবি একজন বাকপ্রতিবন্ধী মেয়ের জীবনের করুণ পরিস্থীতিগুলো বর্ণনা করেছেন।
কোর্সটিকায় আজ দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুভা গল্পের ২৫ টি নৈর্ব্যত্তিক প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। অন্যান্য বিষয় এবং অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করতে নিচে দেয়া লিংকে ক্লিক করো।
সুভা গল্পের mcq
১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক ১৮৫১ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬১ খ্রিষ্টাব্দে
গ ১৮৭১ খ্রিষ্টাব্দে
ঘ ১৮৮১ খ্রিষ্টাব্দে
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ গ্রহণ করেন?
ক ১২৬১
খ. ১২৬২
গ. ১২৬৮
ঘ ১২৭২
৩. কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
ক মানসী, সোনার তরী, চিত্রা, বিসর্জন
খ ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, শেষের কবিতা
গ রক্তকরবী, চোখের বালি, কল্পনা, চিত্রা
ঘ. চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী
৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
খ. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সুরেন্দ্রনাথ ঠাকুর
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
ক ক্ষণিকা
খ মানসী
গ সোনার তরী
ঘ. গীতাঞ্জলি
৬. এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রম নোবেল পুরস্কার পান কে?
ক কেনজাবুরো ওয়ে
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নাগিব মাহফুজ
ঘ. অরহান পামুক
৭. “তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।” উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য?
ক প্রমথ চৌধুরী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
৮. ‘বিসর্জন’ ও ‘রক্তকরবী’র মধ্যে মিল কিসে?
ক. দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক
খ. দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস
গ. আঙ্গিক ভিনড়ব হলেও দুটির বিষয়বস্তু অভিনড়ব
ঘ. দুটিই প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ৭ই মে ও ৭ই আগস্ট কীভাবে সম্পর্কিত?
ক. জন্ম ও মৃত্যুতে
খ. জন্ম ও বিবাহে
গ. মৃত্যু ও নোবেল প্রাপ্তিতে
ঘ. নোবেল ও জমিদারি পত্তনে
১০. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪১ খ্রিষ্টাব্দে
খ. ১৯৩৮ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪২ খ্রিষ্টাব্দে
১১. রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিশ্বাস ত্যাগ করেন
ক. কলকাতায়
খ. শান্তিনিকেতনে
গ. উড়িষ্যায়
ঘ. ব্রিটেনে
১২. সুভার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কিসের মতো কেঁপে উঠত?
ক. হরিণের মতো
খ. কচি কিশলয়ের মতো
গ. নির্জীবের মতো
ঘ. অসহায়ের মতো
১৩. “তখন কে জানিত সে বোবা হইবে?” এখানে কার কথা বলা হয়েছে?
ক. সুভাষিণীর
খ সুকেশিনীর
গ সুহাসিনীর
ঘ সুনয়নার
১৪. সুভাষিণীরা কয় বোন?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
১৫. সুভাষিণীর নাম কে রাখেন?
ক. তার মা
খ. সুভাষিণীর বাবা
গ. তার বড় বোন
ঘ. তার মামা
১৬. সুভাষিণীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিণী?
ক. নিজের নামের ভিত্তিতে
খ. অন্যের কথায়
গ. প্রতিবেশীর কথায়
ঘ. বড় দুই মেয়ের নামের ভিত্তিতে
১৭. ‘সুভাষিণী’ অর্থ কী?
ক. মধুরভাষী
খ. সুন্দর মুখ
গ. উজ্জ্বল
ঘ. সুন্দর কথা
১৮. সুভাষিণীকে সবাই সংক্ষেপে কী নামে ডাকে?
ক. সুভাষী
খ. ভাষিণ
গ. সুভা
ঘ. সুণী
১৯. সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিণীর সম্পর্ক কী?
ক. বোন
খ. বান্ধবী
গ. খালাতো বোন
ঘ. চাচাতো বোন
২০. দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে কাদের বিয়ে হয়ে গেছে?
ক. সুভার
খ. সুভার বোনদের
গ. সুভার বান্ধবীর
ঘ. প্রতাপের
২১. “এখন ছোটোটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে।” এখানে ‘ছোটোটি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সুকেশিনীকে
খ. সুহাসিনীকে
গ. সুনয়নাকে
ঘ. সুভাষিণীকে
২২. ‘সে কথা বলতে পারে না’ এখানে যাকে নির্দেশ করা যায়
ক. সুকেশিনীকে
খ. সুহাসিনীকে
গ. সুভাষিণীকে
ঘ. প্রতাপকে
২৩. কার সাক্ষাতেই সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে?
ক. প্রতাপের
খ. সুভার
গ. সুহাসিনীর
ঘ. সুকেশিনীর
২৪. ‘এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত’- দুশ্চিন্তা প্রকাশের কারণ কী?
ক সুভা জেদি
খ. সুভা বোবা
গ. সুভা অন্ধ
ঘ. সুভা কালো
২৫. কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপরূপে জন্মগ্রহণ করেছে?
ক. প্রতাপ
খ. সুভার মা
গ. সুভা
ঘ. সুভার বোন
এসএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post