সূরা ফাতিহা মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন এর প্রথম সূরা । ৭টি আয়াত নিয়ে গঠিত এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। মুসলিমদের অন্যতম ফরজ ইবাদত নামাজের প্রতিটি রাকআতে এই সূরা পড়তে হয়।
অন্যান্য সুরাগুলোর চেয়ে সূরা ফাতিহাকে বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে বলা হয়েছে। কোরআনের বিভিন্ন সূরাগুলো আল্লাহ তায়ালা রাসূল (সাঃ) এর কাছে ভেঙে ভেঙে দিতেন। কিন্তু, সূরা ফাতিহা পরিপূর্ণ রূপে রাসূল (সাঃ) এর কাছে নাযিল হয়েছে।
অন্যান্য সূরার মতো বিসমিল্লাহির রাহমানির রাহীম বলেই সূরা ফাতিহা শুরু করতে হয়। অন্যান্য সূরার মতোই সূরা ফাতিহা পাঠ করতে হয়। তবে, মক্কী সূরা হিসেবে চিহ্নিত এই সূরাটি ভেঙে পড়ার কোন বিধান নেই। এই সূরাটি ভেঙে পড়া হয় না বিধায় সূরা ফাতিহাকে অনেকে অখণ্ড সূরা বলে ডাকেন।
সূরা ফাতিহা
সূরা ফাতিহা আল কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাগুলোর মধ্যে অন্যতম । ফাতিহা শব্দের অর্থ উন্মুক্তকরণ বা ভূমিকা। সূরা ফাতিহাকে কোরআনের সারমর্ম বলা হয়। চলুন ৭ আয়াত বিশিষ্ট এই সূরাটির আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ জেনে আসি।
অন্যান্য সূরার মতো প্রথমে বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে শুরু করতে হবে।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রহিম
অনুবাদ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি।
১. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: আলহামদুলিল্লা-হি রব্বিল আ-লামীন
অনুবাদ: সকল প্রশংসা জগতসমূহের পালনকর্তা আল্লাহর জন্য।
২. الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: আর রহমা-নির রহীম
অনুবাদ: যিনি অতীব দয়ালু ও মেহেরবান।
৩. مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ: মা-লিকি ইয়াওমিদ্দি-ন
অনুবাদ: বিচার দিনের একমাত্র মালিক।
৪. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ: ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যা-কানাছতাইন
অনুবাদ: আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য কামনা করি।
৫. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুসতাকি-ম
অনুবাদ: আমাদের সরল পথের নির্দেশ দান করুন।
৬. صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
উচ্চারণ: সিরা-তাল্লাযীনা আন’আম’তা আলাইহিম
অনুবাদ: তাদের পথ, যাদের তুমি অনুগ্রহ দান করেছ।
৭. غَيۡرِ ٱلْمَغْضُوبِ عَلَيۡهِمۡ وَلَا اَ۬لضَّآلِّينَ
উচ্চারণ: গাইরিল মাগদূ’বি আলাইহীম ওয়ালাদ্দাল্লীন (আমিন)
অনুবাদ: তাদের পথ নয়, যারা তোমার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট হয়েছে।(কবুল করুন)
যারা সূরা ফাতিহার আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থের PDF পেতে চান তারা এখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করুন।
শেষ কথা
সূরা ফাতিহা আল কোরআনের গুরুত্বপুর্ণ একটি সূরা। এই সূরা দিয়েই পবিত্র কোরআন শুরু করা হয়েছে এবং এই সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করতে হয়। এই সূরায় সমস্ত কোরআনকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। অন্যান্য সূরাগুলো সূরা ফাতিহার’ই বিস্তৃত রূপ। তাই হাদিস এর মধ্যে সূরা ফাতিহাকে কোরানে আযীম, উম্মুল কিতাব ও উম্মুল কুরআন বলা হয়েছে। উক্ত সূরাটি সম্পর্কে জেনে নামাজে ও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা প্রতিটি ব্যক্তির জন্য ফরজ।
Discussion about this post