এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সৃজনশীল প্রশ্ন | পাকিস্তানি উপনিবেশিক রাষ্ট্রকাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করে কারাবরণ করেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃতে আওয়ামী লীগ অর্জন করে নিরঙ্কুশ বিজয়। তবুও পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেয়।
১৯৭১ সালের ২রা মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় ৭ই মার্চ ১৯৭১-এ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) প্রায় দশ লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণ ৭ই মার্চের ভাষণ হিসেবে বিখ্যাত।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র- যেখানে সবারই সমান স্বাধীনতা থাকে। যেখানে প্রত্যেকেই হবে তার জগৎ নিয়ন্তা। এটাই সেই গণতন্ত্র যাতে আপনাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। একদিন আপনারা বুজতে পারবেন, হিন্দু ও মুসলমানদের মধ্যে পার্থক্য ভুলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন, এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে ব্রতী হবেন।
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে?
খ. ‘বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস’- বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- ভাষণটির সম্পূর্ণভাব ধারণ করে- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : ইংরেজ শাসকদের কাছ থেকে উপমহাদেশের মুক্তির জন্য মহাত্মা গান্ধী এক সময় এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন। নানাভাবে তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিক ফসল স্বদেশী আন্দোলন, অহিংস আন্দোলন ইত্যাদি। কালের বিবর্তনে জন্ম পাকিসÍান ও ভারত নামক দুটি পৃথক রাষ্ট্রের এবং পরবর্তীকালে বাংলাদেশের।
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কোথায়?
খ. ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলার কারণ কী?
গ. উদ্দীপকটিতে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি যেন ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষনটির মূলভাবকে ধারণ করে’’- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি বর্ণবাদের সম্মুখীন হন। বাধ্য হয়ে তিনি ভারতবর্ষে ফেরত আসেন। তিনি ছিলেন অহিংস ও অসহযোগ আন্দোলনের প্রবক্তা। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে মূল নেতৃত্ব প্রদান করেন। অপার নির্যাতন ও অত্যাচার সহ্য করে তিনি স্বাধীন ভরতের অভ্যুদয়ে মুখ্য ভূমিকা পালন করেন।
ক. ‘জাতীয় পরিষদ’ কী?
খ. আমি প্রধান মন্ত্রিত্ব চাই না- এ উক্তির কারণ কী?
গ. উদ্দীপকের মহাত্মা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধুর সাদৃশ্যের দিকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনা অবলম্বেেন দেখাও।
ঘ. “উদ্দীপকের মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর অবদান জাতির মুক্তির প্রশ্নে অভিন্ন কিন্তু তাদের কর্মকৌশল ও প্রজ্ঞা আলাদা”- মূল্যায়ণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা সারা জীবনই সংগ্রাম করেছেন বর্ণনাকারে বিরুদ্ধে। এ কারণে তিনি জেল-জুলুম, অত্যাচার- নির্যাতনের শিকার হন সাতাশটি বছর। তিনি ছিলেন কারা অভ্যন্তরে কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজয়ী হন। মানবতা ও স্বাধীনতার কেতন উড়িয়ে দেন স্বদেশের আকাশে।
ক. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
খ. ২৩ বছরের করুণ ইতিহাস বলতে কী বোঝানো হয়েছে?
গ. নেলসন ম্যান্ডেলার সাথে বঙ্গবন্ধুর গুণাবলির সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. মানবতা ও স্বাধীনতার কেতন উড়িয়ে দেন স্বদেশের আকাশে বাক্যটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৫ :
উদ্দীপক-১ প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
উদ্দীপক-২ শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না
প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা
পরো- পরো যুদ্ধের সজ্জা।
ক. আরটিসি- এর পূর্ণরূপ কী?
খ. ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপক-১ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার কোন দিককে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক-২ এর চেতনা ‘এবারের সংগ্রম স্বাধীনতার সংগ্রাম’ রচনাটির মূল চেতনাকে ধারণ করে- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : বিজয় দিবসে লিপি তার বাবার সাথে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যায়। বাবা তাকে বুঝিয়ে দেন সাতজন বীরশ্রেষ্ঠের প্রতীক হিসেবে নির্মিত হয়েছে এর সাতটি স্তম্ভ। তখন লিপির মনে কৌত’হল জাগে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ জাদুঘরসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত অন্যাণ্য স্থাপনা ঘুরে দেখার। সোহরাওয়ার্দী উদ্যানে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ভাস্কর্যটি তাকে গভীরভাবে আকৃষ্ট করে। মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে থেকে স্বাধীনতার মহানায়ককে নিয়ে স্বপ্নের জাল বুনতে বুনতে তারা পৌঁছে যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে ‘৭১-এর হানাদারদের অত্যাচারের চিত্র দেখে লিপি অনেকক্ষণ হতবাক থেকে বলে ওঠে, ‘কী ভয়াবহ নিষ্ঠুরতা।’
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটিকে কার ভাষণের সাথে তুলনা করা হয়?
খ. ‘আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবাতে পারবে না।’- উক্তিটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের লিপির যে অনুভূতি তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, তা ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের নির্মমতার চিত্র ‘এবারের সংগ্রাম স্বার্ধনতার সংগ্রাম’ রচনায় বর্ণিত চিত্রের সমান্তরাল বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ :
এই বাংলায় শুনেছি আমরা সকল করিয়া ত্যাগ,
সন্ন্যাসী বেশে দেশ- বন্ধুর- শান্ত- মধুর ডাক।
শুনেছি অমরা গান্ধীর বাণী জীবন কলিয়া দান,
মিলতে পারিনি প্রেম-বন্ধনে হিন্দু মুসলমান।
তারা যা পারেনি তুমি তা করেছ, ধর্মে ধর্মে আর,
জাতিতে জাতিতে ভুলিয়াছে ভেদ সন্তান বাংলার।
তোমার হুকুমে রেল- জাহাজের চাকা চলেনি যে আর।
ক. ব্যারাক কী?
খ. ‘আজ দঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের সাথে কতটুকু সম্পর্কিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সাথে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের বৈসাদৃশ্য কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : টেলিভিশনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নূপুরের বাবা মনোযোগের সাথে শুনছিলেন। এদিকে নূপুরের মা ব্যসÍ হয়ে উঠছিলেন হিন্দি সিরিয়ালের সময় পেরিয়ে যাচ্ছে বলে। বাবা তখন সবার সামনে ভষণটির তাৎপর্য ব্যাখ্যা করলেন। বললেন, পাকিস্তানি শোষণ-বঞ্চনার শিকল ভাঙার মন্ত্র উচ্চারিত হয়েছিল ঐ ভাষণে। আজকের বাংলাদেশ ঐ ভাষণটির হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে।
ক. ১৯৭০ সালে নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
খ. ‘‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’’- উক্তিটি ব্রঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে যে ভাষণের কথা বলা হয়েছে,‘‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ’’ তোমার পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ভাষণ সম্পর্কে নূপুরের বাবার বক্তব্য কতটা সমর্তনযোগ্য? ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- এ উক্তির আলোকে তা ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৯ :
শত বছরে শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দ্ঁড়ালেন।
…
সকল দুয়ার খোলা। কে রোধে তাঁহার বজ্রকন্ঠবাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর
অমর কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
ক. ৭ই মার্চ ঢাকার রেচকোর্স ময়দানে কত লোক উপস্থিত হয়েছিল?
খ. ‘আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।’- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথাটি কেন বলেছিলেন?
গ. উদ্দীপকে ‘এবারের সংগ্রাম স্বাদীনতার সংগ্রাম’ প্রবন্ধের কতটুকু ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের অনেকাংশ অপ্রকাশিত রয়ে আছে। উক্তিটি মূল্যায়ণ কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : সত্য, সুন্দর, কল্যাণ ও ন্যায়ের পক্ষে যাঁরা কথা বলেন, প্রতিবাদ করেন, তারাই শাসকদের চক্ষুশূল হন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এঁদের কপালে জেল-জুলুম-হুলিয়াই জোটে। তবে সাধারণ মানুষ তাঁদের কথায় জীবন পর্যন্ত বাজি রাখতে প্রস্তুত। আমাদের ‘স্বাধীনতাযুদ্ধ’ তেমনই এক চেতনার ফসল।
ক. ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি বিশ্বের কোন বিখ্যাত ব্যক্তিত্বের ঐতিহাসিক ভাষণের সাথে তুলনীয়?
খ. “মার্শাল-ল’ উইথড্র” বলতে কী বোঝানো হয়েছে?
গ. “তবে সাধারণ মানুষ তাঁদের কথায় জীভন পর্যন্ত বাজি রাখতে প্রস্তুত”- উদ্দীপকের এ সত্য, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- এর সাথে সাদৃশ্য স্থাপন কর।
ঘ. “আমাদের স্বাধীনতাযুদ্ধ’ তেমনই এক চেতনার ফসল”- উদ্দীপকের এ বক্তব্যকে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- এর আলোকে তুলনামূলক আলোচনা কর।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post