সেইদিন এই মাঠ কবিতার mcq
১১৯৪. জীবনানন্দ দাশ কী কবি হিসেবে পরিচিত?
ক. প্রকৃতির কবি
ড়. আধুনিক জীবনচেতনার কবি
গ. নাগরিক কবি
ঘ. বাস্তববাদী কবি
১১৯৫. কবি জীবনানন্দ দাশের চিত্ত নিমগ্ন
ক. বাংলার ইতিহাস ঐতিহ্যে
ড়. বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে
গ. বাংলার আন্দোলনের চেতনায়
ঘ. ছন্নবছাড়া মানুষের জীবনব্যবস্থায়
১১৯৬. ‘ধূসর পাণ্ডুলিপি’ জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?
ক. গল্পগ্রন্থ
ড়. কাব্যগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
১১৯৭. ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে-
ক. কবির প্রেমিকার নামানুসারে
ড়. একটি কবিতার নামানুসারে
গ. কবির মেয়ের নামানুসারে
ঘ. কবির স্ত্রীর নামানুসারে
১১৯৮. ১৯৫৪ সালের অক্টোবর মাসের কত তারিখে জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় আহত হন?
ক. ১০
খ. ১২
ড়. ১৪
ঘ. ১৬
১১৯৯. জীবনানন্দ দাশ অক্টোবর মাসের কত তারিখে মারা যান?
ক. ২০
ড়. ২২
গ. ২৪
ঘ. ২৬
১২০০. “সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি।” এখানে ‘সেই দিন’ বলতে কোন দিনের কথা বলা হয়েছে?
ক. কবির জন্মদিন
খ. কবির কবিতা প্রকাশের দিন
গ. কবির বিষণ্ন মুহূর্ত
ড়. কবির মৃত্যুর পরের দিনগুলো
১২০১. ‘আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই’ গানের এ পঙ্ক্তির সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতার?
ক. সাহসী জননী বাংলা
ড়. সেইদিন এই মাঠ
গ. আমার সন্তান
ঘ. আমি কোনো আগন্তুক নই
১২০২. লক্ষ্মীপেঁচার সাথে কোন সময়ের সাদৃশ্য রয়েছে?
ক. সকালের
খ. দুপুরের
গ. বিকেলের
ড়. রাতের
১২০৩. ‘আমি চলে যাব’ কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? [অনু. ২]
ক. গ্রামে
খ. শহরে
ড়. পরপারে
ঘ. বিদেশে
১২০৪. শিশিরের সাথে সম্পৃক্ত কোন মাস?
ড়. পৌষ
খ. জ্যৈষ্ঠ
গ. শ্রাবণ
ঘ. ভাদ্র
১২০৫. ‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে’ পঙ্ক্তি দ্বারা কী বোঝায়?
ড়. কবি না থাকলেও প্রকৃতি মানুষের সাধ কল্পনাকে তৃপ্ত করবে
খ. মানুষের মনের আশা চিরদিনই বিরাজ করে
গ. সুন্দর স্বপড়বগুলো পৃথিবীতে থেকে যায়
ঘ. শরতের সকাল স্মৃতিতে ভাসে
১২০৬. চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ
ক. নক্ষত্রের আলো
খ. প্রকৃতির সুবাস
গ. নরম ঢেউ
ড়. মৃদু কলরব
১২০৭. কার গল্প বেঁচে রবে চিরকাল?
ক. জীবনানন্দ দাশের
খ. সত্যানন্দ দাশের
গ. কুসুম-কুমারী দাশের
ড়. পৃথিবীর
১২০৮. জীবনানন্দ দাশের কবিতার মূলগত প্রেরণা কী?
ড়. প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
খ. রহস্যময়ী মানুষ
গ. রহস্যময় প্রাণিজগৎ
ঘ. নগরের বাস্তবতা
১২০৯. কবি কী জানেন?
ক. বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তাঁর আপন অস্তিত্ব হারিয়ে ফেলবে না
খ. মানুষ অমর হয় তার কর্মের গুণে
গ. সবাই ভুলে গেলেও প্রকৃতি কবিকে মনে রাখবে
ঘ. কবি চলে গেলে প্রকৃতি তাঁর অভাব বোধ করবে
১২১০. পৃথিবীতে সবাই-
ক. স্বার্থপর
খ. লোভী
গ. মানবদরদি
ড়. চিরস্থায়ী নয়
১২১১. শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধ কত দিন থাকবে?
ক. পাঁচ দিন
খ. সাত দিন
গ. দশ দিন
ড়. অনন্তকাল
১২১২. এশিরিয়া বেবিলন এখন কেমন?
ক. পরিপূর্ণ গড়া সভ্যতা
খ. এখনও সৌন্দর্যে ভরপুর
ড়. ধ্বংসস্তূপ
ঘ. ফুলে-ফলে ভরা
১২১৩. ‘সাধ’ শব্দের অর্থ হলো
ক. খোয়াব
খ. পুলক
ড়. স্পৃহা
ঘ. মমতা
১২১৪. ‘আমি চলে যাব বলে’ এখানে ‘আমি’ কে?
ড়. কবি
খ. প্রকৃতি
গ. স্বপ্ন
ঘ. সৌন্দর্য
১২১৫. ‘একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ’ কিসের?
ক. ইতিহাসের
খ. মানুষের
গ. প্রকৃতির
ড়. সভ্যতার
১২১৬. মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু চিরকালের ব্যস্ততা থাকে
ক. সমুদ্রে
খ. পাহাড়ে
গ. আকাশে
ড়. প্রকৃতিতে
১২১৭. শিশির কোন ফুলে পড়ে?
ক. পলাশ
খ. শিমুল
গ. শিউলী
ড়. চালতা
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর।
শিক্ষার্থীরা, ওপরের বাটনে ক্লিক করে সেইদিন এই মাঠ কবিতার mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post