এসএসসি ২০২৪ সেইদিন এই মাঠ কবিতার mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য সেইদিন এই মাঠ কবিতার mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৪ সেইদিন এই মাঠ কবিতার mcq প্রশ্ন উত্তর
১. ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. জসীমউদ্দীন
গ. জীবনানন্দ দাশ
ঘ. ফররুখ আহমদ
২. জীবনানন্দ দাশ ছিলেন-
ক. গণমানুষের কবি
খ. আধুনিক জীবন চেতনার কবি
গ. সাম্যবাদের কবি
ঘ. স্বভাব কবি
৩. ‘সেইদিন এই মাঠ’ কবিতার কবি কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. জসীমউদ্দীন
গ. জীবনানন্দ দাশ
ঘ. ফররুখ আহমদ
৪. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে?
ক. কদমফুল
খ. বকুলফুল
গ. চালতা ফুল
ঘ. ঝিঙেফুল
৫. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোন পাখির উল্লেখ রয়েছে?
ক. কোকিল
খ. মাছরাঙা
গ. লক্ষ্মীপেঁচা
ঘ. ময়না
৬. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় শিশিরের জলে কোনটি ভেজার কথা উল্লেখ রয়েছে?
ক. কদমফুল
খ. বকুলফুল
গ. চালতা ফুল
ঘ. ঝিঙেফুল
৭. কোনটি জীবনানন্দ দাশের কাব্য রচনার মৌলিক প্রেরণা?
ক. পাশ্চাত্যের জীবনযাপন
খ. নাগরিক জীবন
গ. নিসর্গের রহস্যময়তা
ঘ. ইতিহাস ও ঐতিহ্য
৮. জীবনানন্দ দাশের মায়ের নাম কী?
ক. কামিনী দাশ
খ. কসুমকুমারী দাশ
গ. বঙ্কাবতী দাশ
ঘ. কিরণমালা দাশ
৯. জীবনানন্দ দাশের মা কোনটি ছিলেন?
ক. অভিনেত্রী
খ. ঔপন্যাসিকা
গ. স্বভাব কবি
ঘ. সংগীতশিল্পী
১০. ‘পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়’— এ ভাবটি কোন চরণে নিহিত আছে?
ক. সেদিনো দেখিবে স্বপ্ন
খ. এশিরিয়া ধুলো আজ
গ. আমি চলে যাব বলে
ঘ. চারিদিকে শান্ত বাতি
১১. কোনটির ধারাবাহিকতা অনন্তকালব্যাপী বিস্তৃত নয়?
ক. চালতাফুলের শিশিরে ভেজা
খ. বেবিলনের প্রাণস্পন্দন
গ. সোনার স্বপ্নের সাধ
ঘ. সঙ্গিনীর তরে লক্ষ্মীপেঁচার গান
১২. জীবনানন্দ দাশকে কোনটি বলা হয়?
ক. গণমানুষের কবি
খ. প্রকৃতির কবি
গ. সাম্যবাদের কবি
ঘ. স্বভাব কবি
১৩. ‘পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল’- চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. প্রকৃতির রহস্যময়তা
খ. প্রকৃতির স্নিগ্ধতা
গ. প্রকৃতির শাশ্বত রূপ
ঘ. প্রকৃতির রুদ্ররূপ
১৪. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় লক্ষ্মীটির তরে লক্ষ্মীপেঁচার কী করার কথা উল্লেখ আছে?
ক. নাচার কথা
খ. গান গাওয়ার কথা
গ. খাবার সংগ্রহের কথা
ঘ. জীবন দেওয়ার কথা
১৫. ‘লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে’— পঙক্তিটিতে কিসের প্রকাশ ঘটেছে?
ক. প্রাণিজগতের ভাব-ভালোবাসা
খ. প্রকৃতির সৌন্দর্যের বহমানতা
গ. অবোধ প্রাণীদের অনুভূতি
ঘ. তীব্র মর্ত্যপ্রীতি
১৬. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় পৃথিবীতে কী চিরকাল বেঁচে থাকার কথা বলা হয়েছে?
ক. নত্য
খ. গল্প
গ. সংগীত
ঘ. নাটক
১৭. কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
ক. সাতটি তারার তিমির
খ. আনন্দের মৃত্যু
গ. পঞ্চাশ সহস্ৰবৰ্ষ
ঘ. ধূলি ও সাগর দৃশ্য
১৮. জীবনানন্দ দাশ কী দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেন?
ক. বিমান দুর্ঘটনা
খ. নৌ দুর্ঘটনা
গ. ট্রাম দুর্ঘটনা
ঘ. বাস দুর্ঘটনা
১৯. জীবনানন্দ দাশ কত সালে ট্রাম দুর্ঘটনায় পতিত হন?
ক. ১৯২১ সালে
খ. ১৯৩৪ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৫৪ সালে
২০. জীবনানন্দ দাশ কোন তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ১৪ই অক্টোবর ১৯৫৪
খ. ১৪ই আগস্ট ১৯৫৪
গ. ২২ শে অক্টোবর ১৯৫৪
ঘ. ২২শে আগস্ট ১৯৫৪
২১. কোনটি স্তব্ধ হবে না বলে কবির জানা আছে?
ক. এই মাঠ
খ. এই স্বপ্ন
গ. এই গাণ
ঘ. এই সাধ
২২. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় নক্ষত্রের তলে কোনটির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে?
ক. সমুদ্রের
খ. নদীর
গ. মাঠের
ঘ. পাহাড়ের
২৩. জীবনানন্দ দাশের মতে কখনোই কোনটি ঝরে পড়ে না?
ক. চালতাফুল
খ. ভিজে গন্ধ
গ. সোনার স্বপ্নের সাধ
ঘ. নক্ষত্রের বাতি
২৪. লক্ষ্মীপেঁচা কার তরে গান করবে?
ক. মানুষের তরে
খ. সঙ্গীনির তরে
গ. বঙ্গজ জনের তরে
ঘ. পল্লিজননীর তরে
২৫. খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে?
ক. ঘাটের কাছে
খ. চরের কাছে
গ. নদীর মোহনায়
ঘ. সমুদ্রসৈকতে
২৬. ‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’— এখানে কোন ভাবটি প্রকাশিত হয়েছে?
ক. প্রকৃতির স্থায়িত্ব
খ. প্রাণের অমরত্ব
গ. প্রকৃতির নশ্বরতা
ঘ. প্রাণের ক্ষণস্থায়িত্ব
২৭. ‘বেবিলন ছাই হয়ে আছে’ – কথাটির মাধ্যমে কী বোঝানো হয়েছে?
ক. মানুষের গড়া সভ্যতা ধ্বংস হয়ে গেছে
খ. প্রকৃতির কাছে মানুষ অসহায়
গ. মানুষ চাইলে সবই সম্ভব
ঘ. প্রকৃতি ক্ষণস্থায়ী হলেও জীবন অনন্ত
২৮ সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো কেন?
ক. মানুষ বাঁচিয়ে রাখবে বলে
খ. প্রকৃতির ঐশ্বর্য টিকে থাকবে বলে
গ. মানুষের গড়া বলে
ঘ. পরিবেশ দূষণ বন্ধ হবে বলে
২৯. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় ‘এইসব গল্প’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রকৃতির রূপ-রস-গন্ধ
খ. কবির সমস্ত সৃষ্টিকর্ম
গ. লক্ষ্মীপেঁচার কথামালা
ঘ. মানবসৃষ্ট সভ্যতাসমূহ
৩০. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কিসের প্রতি কবির অনুরাগ লক্ষ করা যায়?
ক. স্বদেশের প্রতি
খ. মাতৃভাষার প্রতি
গ. প্রকৃতির প্রতি
ঘ. অমরত্ব লাভের প্রতি
৩১. লক্ষ্মীপেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়?
ক. অশুভ সংকেত
খ. মঙ্গলবার্তা
গ. নতুন দিনের সূচনা
ঘ. দিন শেষের সংকেত
৩২. কোনটির মৃত্যু আছে?
ক. মানুষের স্বপ্নের
খ. মানুষের দেহের
গ. জগতের সৌন্দর্যের
ঘ. প্রকৃতির ঐশ্বর্যের
৩৩. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত চারিদিকে অনুভূতি গন্ধটি কেমন?
ক. শুকনো
খ ভেজা
গ. মিষ্টি
ঘ. ঝাঁঝালো
৩৪. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় প্রকাশিত হয়েছে-
i. কবির সৌন্দর্য চেতনা
ii. কবির অমরত্ব লাভের বাসনা
iii. প্রকৃতির শাশ্বতরূপের উপস্থাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘির ঐ পাড়
এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার।
৩৫. ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত?
ক. প্রকৃতিমুগ্ধতা
খ. বেঁচে থাকার আনন্দ
গ. জগতের বহমানতা
ঘ. সভ্যতার বিনির্মাণ
৩৬. উক্ত অনুভূতি কবিতার যে চরণে প্রতিফলিত—
i. আমি চলে যাব বলে
ii. চালতাফুল কি ভিজিবে না শিশিরের জলে
iii. খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ সেইদিন এই মাঠ কবিতার mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post