সেই ছেলেটি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : নাটিকাটিতে একটি বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত) শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়োদের মমত্ববোধ। আরজু, সোমেন ও সাবু তিন বন্ধু একই স্কুলে একই শ্রেণিতে পড়ে। কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আরজুর খুব কষ্ট হয়। মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে। বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না। কখনো কখনো বসে পড়ে।
বন্ধুরা আরজুর জন্যে আস্তে আস্তে হাঁটে। তাতে স্কুলে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে বকুনি খায়। আসলে হয়েছিল কি, আরজু ছোটোবেলায় ভীষণ অসুখে পড়েছিল। তাতে তার পা সরু হয়ে যায়। কিন্তু আরজু জানে না কেন তার পা অবশ হয়ে আসে। তার মা জানেন আরজুর অসুখের কথা। তিনি কাঁদেন।
সেই ছেলেটি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. আরজু কোথায় বসে ছিল?
উত্তর: আরজু আমবাগানে বসে ছিল।
২. আরজুর পায়ের সমস্যা সম্পর্কে সাবু কী বলেছিল?
উত্তর: সাবু বলেছিল, ‘রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারব না।’
৩. আইসক্রিমওয়ালা আরজুকে কী পরামর্শ দিয়েছিল?
উত্তর: আইসক্রিমওয়ালা পরামর্শ দিয়েছিল, ‘স্কুলে যাও, স্কুল ফাঁকি দেওয়া খারাপ।’
৪. আরজু আইসক্রিমওয়ালাকে কী প্রশ্ন করেছিল?
উত্তর: আরজু আইসক্রিমওয়ালাকে প্রশ্ন করেছিল, ‘তুমি কোন দিকে যাচ্ছ?’
৫. হাওয়াই মিঠাইওয়ালা আরজুকে কী বলেছিল?
উত্তর: হাওয়াই মিঠাইওয়ালা বলেছিল, ‘শুধু শুধু ডাকছ কেন? এভাবে সময় নষ্ট হলে হাওয়াই মিঠাই শূন্যে মিলিয়ে যাবে।’
৬. আরজু কেন স্কুলে যাচ্ছিল না?
উত্তর: আরজু হাঁটতে পারছিল না, তাই সে স্কুলে যাচ্ছিল না।
৭. লতিফ স্যার কেন আরজুকে খোঁজ করছিলেন?
উত্তর: লতিফ স্যার আরজুকে না দেখে, সে কোথায় গেছে তা জানার জন্য খোঁজ করছিলেন।
৮. সাবু কেন আরজুকে মাঝপথে ফেলে চলে গিয়েছিল?
উত্তর: সাবু আরজুকে বলেছিল, ‘তোরা যা, আমি একাই এক্ষুনি যাব,’ এবং সে চলে গিয়েছিল।
৯. লতিফ স্যার আরজুর বিষয়ে কী ভাবছিলেন?
উত্তর: লতিফ স্যার মনে করেছিলেন যে আরজুর পায়ে কিছু সমস্যা থাকতে পারে।
১০. মিঠু কোথায় আরজুকে দেখেছিল?
উত্তর: মিঠু আমবাগানে আরজুকে বসে থাকতে দেখেছিল।
১১. আরজু কেন কাঁদছিল?
উত্তর: আরজু কাঁদছিল কারণ তার পা অবশ হয়ে গেছে এবং সে স্কুলে যেতে পারছিল না।
১২. আরজুর বাবা কী বলেছিলেন তার পায়ের সমস্যার ব্যাপারে?
উত্তর: আরজুর বাবা বলেছিলেন, “হাঁটাহাঁটি করলেই সব ঠিক হয়ে যাবে।”
১৩. লতিফ স্যার আরজুর পায়ের সমস্যার বিষয়ে কী জানতে পেরেছিলেন?
উত্তর: লতিফ স্যার জানতে পেরেছিলেন যে আরজুর পায়ে একটা রোগ আছে এবং তার পা চিকন হয়ে গেছে।
১৪. সোমেন আর সাবু আরজুকে কেন সাহায্য করেনি?
উত্তর: তারা বুঝতে পারেনি যে আরজুর পায়ে সমস্যা আছে, তাই সাহায্য করেনি।
১৫. আরজু কোন পাখিকে অনুসরণ করার চেষ্টা করেছিল?
উত্তর: আরজু শালিক পাখিকে অনুসরণ করার চেষ্টা করেছিল।
১৬. লতিফ স্যার আরজুকে কী পরামর্শ দিয়েছিলেন?
উত্তর: লতিফ স্যার পরামর্শ দিয়েছিলেন, “‘তোমরা খেয়াল কর, আমরা তোমার চিকিৎসার জন্য কিছু করতে পারি।’
১৭. আরজু কেন পাখির সাহায্য চেয়েছিল?
উত্তর: আরজু পাখির সাহায্য চেয়েছিল কারণ সে চাইছিল, পাখি তাকে স্কুলে নিয়ে যাবে।
১৮. সোমেন ও সাবু আরজুকে কীভাবে সাহায্য করেছিল?
উত্তর: সোমেন ও সাবু আরজুকে কাঁধে হাত দিয়ে সাহায্য করেছিল এবং তাকে স্কুলে নিয়ে গিয়েছিল।
১৯. লতিফ স্যারের কাছ থেকে আরজু কী ধরনের সহানুভূতি পেয়েছিল?
উত্তর: লতিফ স্যারের কাছ থেকে আরজু সহানুভূতি পেয়েছিল, তিনি তার পায়ের সমস্যা বুঝতে পেরেছিলেন এবং তাকে চিকিৎসার সাহায্য দেওয়ার কথা বলেন।
সপ্তম শ্রেণির বাংলা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মামুনুর রশীদ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: মামুনুর রশীদ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন।
২. ‘সেই ছেলেটি’ নাটিকাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর: ‘সেই ছেলেটি’ নাটিকাটি পাঠের উদ্দেশ্য হলো শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি মমতাবোধ সৃষ্টি।
৩. ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
উত্তর: ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা মামুনুর রশীদ।
৪. মোমেন, সাবু ও আরজু কীসের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল?
উত্তর: মোমেন, সাবু ও আরজু গ্রামের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল।
৫. কে আরজুকে বলে স্কুল ফাঁকি দেয়া কিন্তু খারাপ?
উত্তর: আইসক্রিমওয়ালা আরজুকে বলে স্কুল ফাঁকি দেয়া কিন্তু খুব খারাপ।
৬. আরজু কোথায় বসে আছে?
উত্তর: আরজু পলাশতলীর আমবাগানে বসে আছে।
৭. ছোটবেলা থেকে আরজুর পা-টা কেমন ছিল?
উত্তর: ছোটবেলা থেকেই আরজুর পা-টা চিকন ছিল।
৮. কার বাজারের সময় চলে যায়?
উত্তর: আইসক্রিমওয়ালার বাজারের সময় চলে যায়।
৯. কার ডানায় ভর করে আরজু স্কুলে যেতে চায়?
উত্তর: পাখির ডানায় ভর করে আরজু স্কুলে যেতে চায়।
১০. রোজ রোজ কে স্যারের বকুনি খায়?
উত্তর: রোজ রোজ সাবু স্যারের বকুনি খায়।
১১. বন্ধুরা স্কুলে চলে যাবার পর আরজুর সঙ্গে প্রথমে কার দেখা হলো?
উত্তর: বন্ধুরা স্কুলে চলে যাবার পর আরজুর সঙ্গে প্রথমে দেখা হলো আইসক্রিমওয়ালার।
১২. আইসক্রিমওয়ালার পর কার সঙ্গে আরজুর দেখা হয়েছিল?
উত্তর: আইসক্রিমওয়ালার পর হাওয়াই মিঠাইওয়ালার সঙ্গে আরজুর দেখা হয়েছিল।
১৩. লতিফ স্যার কখন আসেন?
উত্তর: লতিফ স্যার টিফিনের ঘণ্টা বাজার পর আসেন।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে সেই ছেলেটি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post