আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন, তাহলে আপনি জানেন যে এ্যাড নেটওয়ার্ক আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। গুগল এ্যাডসেন্স এবং ইনস্ট্যান্ট আর্টিকেলসহ অনেক ভালো ভালো এ্যাড নেটওয়ার্ক রয়েছে, যা আপনি আপনার ওয়েবসাইটে প্রয়োগ করতে পারেন। কিন্তু একটি বিষয় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, আর তা হচ্ছে কোন এ্যাড নেটওয়ার্ক আপনার ওয়েবসাইটের জন্য সবথেকে বেশি পারফেক্ট।
ব্লগিং করে অর্থ উপার্জনের অনেকগুলো উপায় রয়েছে। আপনার ব্লগে বিজ্ঞাপন প্রদর্শন করে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জ করতে সক্ষম। আজ আমরা বাংলাদেশের পাবলিশারদের জন্য এমন ১০ টি সেরা এ্যাড নেটওয়ার্ক সম্পর্কে কথা বলতে যাচ্ছি যারা অর্থ পরিশোধ এবং ব্যবহারের সহজতার ক্ষেত্রে দুর্দান্ত।
►► আরো দেখুন: গুগল এ্যাডসেন্স কত প্রকার?
►► আরো দেখুন: গুগল এ্যাডসেন্স কেন এ্যাপ্রুভ হয় না? কারণটা কি?
►► আরো দেখুন: এ্যাডসেন্সে এ্যাড লিমিট কেন হয়? জানা আছে কি?
►► আরো দেখুন: এ্যাডসেন্স এ্যাড ইউনিট: সর্বোচ্চ কয়টি এ্যাড ইউনিট বসাতে পারবেন?
►► আরো দেখুন: গুগল এ্যাডসেন্স নিয়ে কমন কিছু প্রশ্ন ও উত্তর
►► আরো দেখুন: Adsense Ad Placements: কোথায় Ad বসাবেন, কোথায় বসাবেন না?
►► আরো দেখুন: সেরা ১০ টি এ্যাড নেটওয়ার্ক : এ্যাডসেন্সসহ আরো অনেক
এ সকল এ্যাড নেটওয়ার্ক আপনার ওয়েবসাইটের ভিজিটরদের অভিজ্ঞতাকে বাধাগ্রস্ত না করেই আপনাকে উপার্জনের সুযোগ করে দেবে। আপনার শুধু প্রয়োজন এই ১০ টি দুর্দান্ত এ্যাড নেটওয়ার্কের মধ্য থেকে যেকােন একটি পারফেক্ট প্লাটফর্ম বেছে নেয়া, যা আপনাকে ভালো রেভিনিউ এনে দেবে। তাহলে চলুন, শুরু করি।
১. Google Adsense
Adsense হচ্ছে বর্তমান বিশ্বে সবথেকে বেশি প্রচলিত বেস্ট এ্যাড নেটওয়ার্ক, যা প্রায় অধিকাংশ ব্লগারই ব্যবহার করে থাকে। Adsense মূলত CPC নির্ভর বিজ্ঞাপন সরবারহ করে থাকে। যা তাদের অন্যদের মধ্যে সেরা করে তুলেছে। একজন পাবলিশার বিভিন্ন মাধ্যমে Google Adsense ব্যবহার করে উপার্জন করতে সক্ষম।
যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল, এ্যাপ কিংবা ওয়েবসাইটটি Adsense এর মাধ্যমে মনিটাইজ করতে চান, তাহলে আপনাকে গুগলের সব কঠোর গাইডলাইন এবং নীতিমালা মেনে চলার জন্য প্রস্তুত থাকতে হবে। সবকিছু ঠিক-ঠাক থাকলে আপনার কনটেন্টে গুগল তাদের কোয়ালিটি সম্পন্ন বিজ্ঞাপন প্রদর্শন শুরু করবে, যা আপনাকে বেশ ভালো পরিমাণে রেভিনিউ এনে দেব।
যদিও এ্যাডসেন্স এ্যাপ্রুভ পাওয়া এখনকার সময়ে সত্যিই খুব কঠিন, কিন্তু একবার এ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনি এর সব সুবিধা ভোগ করতে থাকবেন। এ্যাডসেন্সে আপনার এ্যাকাউন্টে যদি অন্তত ১০০ ডলার থাকে, তাহলেই আপনি তা উত্তোলন করতে পারবেন। আর আপনার ওয়েবসাইটে যদি ভালো কনটেন্ট এবং ট্রাফিক থাকে, তাহলে মাসে ১০০ ডলার ইনকাম খুব কঠিন কিছুই না। এ্যাডসেন্সে্র্ পেমেন্ট মেথড যথাক্রমে Electronic Fund Transfer (EFT), Western Union Quick Cash এবং ব্যাংক ট্রান্সফার।
২. Facebook Instant Article
ওয়েবসাইটের ধীরগতিতে পেজ লোডিং সমস্যাকে চিরতরে দূর করে দিতে ফেসবুক নিয়ে এসেছে নতুন একটি এ্যাড নেটওয়ার্ক, যার নাম ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল। এটি এমন একটি ভিন্নধর্মী এ্যাড নেটওয়ার্ক যা ব্যবহারের ফলে আপনার ওয়েবসাইটে প্রকাশিত কোন পোস্ট বা আর্টিকেল পড়ার জন্য কোন পাঠককে ওয়েবসাইটে ঢুকতে হবে না।
আপনি যখন আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো ফেসবুকে শেয়ার করবেন, তখন কেউ যদি ওই লিংকে ক্লিক করে, তাহলে সে ফেসবুকে থাকা অবস্থাতেই সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে পারবে।আর্টিকেল মাঝে মাঝে ফেসবুক বিভিন্ন এ্যাড শো করাবে, যার দ্বারাই মূলত আপনার ইনকাম হবে।
বর্তমানে বিশ্বের বড় বড় সংবাদমাধ্যম এ্যাডসেন্স বাদ দিয়ে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল এ্যাড নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে। আমেরিকার জনপ্রিয় নিউজপোর্টাল নিউইয়র্ক টাইমস, বাজফিড, ন্যাশনাল জিওগ্রাফিক এই তালিকায় প্রথমে অবস্থান করছে।
বিজ্ঞাপন থেকে ইনকামের পাশাপাশি পাঠকদের কাছে ওয়েবসাইটের লোডিং স্পীড বাড়াতে ওয়াশিংটন পোস্ট, হাফিংটন পোস্ট, দ্য ইনডিপেনডেন্ট, ইন্ডিয়া টুডের মতো জনপ্রিয় গণমাধ্যমগুলোও এখন ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের সঙ্গে একাত্ম হয়েছে। তবে হ্যাঁ, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল শুধু স্মার্টফোন ব্যবহারকারীরাই দেখতে পারবেন।
এটি ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এখনো চালু হয়নি। ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে আয়ের টাকা ১০০ ডলার হলেই তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে । Facebook Instant Article পেপাল এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে থাকে।
৩. Media.net
নতুন এবং সুপ্রতিষ্ঠিত লেখক বা ব্লগারদের জন্য আরেকটি ভালো মানের এ্যাড নেটওয়ার্ক সার্ভিস হচ্ছে Media। মিডিয়া ডট নেট প্রধানত কনটেক্সটচুয়াল বিজ্ঞাপন নিয়ে কাজ করে থাকে যা CPA, CPM, এবং CPC প্রোগ্রামের ভিত্তিতে পরিচালিত হয়।
মিডিয়া ডট নেট Bing এবং Yahoo কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। এর ফলে আপনি তাদের গুণগত মানসম্পন্ন বিজ্ঞাপন ওয়েবসাইটে প্রদর্শন করতে পারেন। এই এ্যাড নেটওয়ার্কের সবথেকে ভালো গুণ হচ্ছে এটি অন্যান্য এ্যাড নেটওয়ার্কের থেকে আলাদা বৈশিষ্টের বিজ্ঞাপন তৈরি করে থাকে। যা একটি ওয়েবসাইটের রঙ, ডিজাইন এবং অন্যান্য উপকরণের সাথে হুবহু মিলে যায়।
এর ফলে বিজ্ঞাপনে ক্লিক করা বা ভিজিট হওয়ার সম্ভাবনা বাড়ে। আর ক্লিক বাড়লে আপনার ইনকামও যে বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। পাশপাশি মিডিয়া ডট নেটে কোন ট্রাফিক টার্গেট নেই। এর ফলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক যদি কমও হয়, আপনি সেখানে এপ্লাই করতে পারবেন। এ্যাডসেন্সের মতো মিডিয়া ডট নেটও ১০০ ডলারের সর্বনিম্ন উইথড্রো লিমিট রাখে। Media.net সাধারণত PayPal এবং Web Money এর মাধ্যমে পাবলিশারদের পেমেন্ট দেয়।
৪. Propeller Ads
তাৎক্ষণিক এ্যাপ্রুভাল পাওয়ার জন্য Propeller Ads এর জননপ্রিয়তা আকাশচুম্বি। হ্যাঁ; Propeller Ads এ সাবমিট দিলে আপনি সাথে সাথেই এ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন। পাশাপাশি এদের ফার্স্ট পেমেন্টের জন্য অনেকেই Propeller Ads কে পছন্দের তালিকায় শীর্ষে রাখেন।
Propeller Ads নেটওয়ার্ক সার্ভিসটি সবচেয়ে ওই সমস্ত ব্লগাররা বেশি পছন্দ করে থাকে, যারা মূলত প্রযুক্তি বিষয়ক কনটেন্ট তৈরি করে থাকে। যেমন ধরুন, আপনি যদি মোবাইল, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, সফটওয়্যার বা গেমস নিয়ে কনটেন্ট লিখতে পছন্দ করেন, তাহলে আপনি Propeller কে বেছে নিতে পারেন।
Propeller Ads এ আপনি ১০০ ডলার হলে উইথড্রো দিতে পারবেন। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে কমপক্ষে ৫৫০ ডলার প্রযোজ্য। Propeller Ads এ আপনি PayZa, Payoneer এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হাতে টাকা পেতে পারেন।
৫. Infolinks
ইনফোলিংকস বা Infolinks হচ্ছে বিশ্বব্যাপী পরিচিত একটি এ্যাড নেটওয়ার্ক যা পাবলিশাল এবং বিজ্ঞাপনদাতাদের উভয়ের জন্য বিজ্ঞাপন সমাধান সরবরাহ করে। Infolinks বিভিন্ন এ্যাড ইউনিট যেমন InFold, InTag, InText, InFrame এবং InArticle অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করে। এটি টেক্সট এবং লিংকের সমন্বয়ে কাজ করে এবং ওয়েবসাইটের মধ্যে পণ্যের লিংক, কিওয়ার্ড বা ট্যাগ প্রদর্শন করে।
ব্যানার এ্যাড অনেক জনপ্রিয় হলেও এর কিছু সমস্যা রয়েছে।অনেক সচেতন ব্যবহারকারীই ব্যানার এ্যাডকে উপেক্ষা করে এবং এড়িয়ে চলে। Infolinks এই সমস্যাটির গুরুত্ব অনুধাপন করে নতুন এক বিজ্ঞাপন পদ্ধতি চালু করে, যা মূলত কোন ছবি বা ব্যানার নয়। বরং লিংক প্রদর্শনের মাধ্যমে পণ্যের প্রচার করার একটি উপায়।
Infolinks বর্তমানে এতটাই জনপ্রিয় যে eBay, ফেসবুক, এ্যামাজন এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো তাদের সার্ভিস প্রচারণার ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকে। জনপ্রিয় এই এ্যাডনেটওয়ার্কে আপনার এ্যাকাউন্টে মাত্র ৫০ ডলার থাকলেই আপনি তা উত্তোলনের ব্যবস্থা করতে পারবেন। Infolinks প্রধানত PayPal, Payoneer, ব্যাংক ট্রন্সফার এবং ই-চেকের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করে।
৬. Revenuehits
প্রতিদিন ১০ থেকে ১০০ ডলার উপার্জনের একটি দুর্দান্ত মাধ্যম হচ্ছে Revenuehits।এটি একটি CPA নির্ভর এ্যাড নেটওয়ার্কিং সিস্টেম যা পাবলিশারদের প্রতিটি কাজ সম্পন্ন করার সাথে সাথেই পেমেন্ট জমা করে দেয়। প্রায় প্রতিটি কাজের জন্য এখানে ১০ থেকে ১০০ ডলার পেমেন্ট করা হয়। Revenuehits অন্য নেটওয়ার্কগুলোর তুলনায় কোনও ক্লিক বা ইমপ্রেশনের ওপর ভিত্তি করে অর্থ প্রদান করে না তবে খুব উচ্চমানের সিপিএ হার দেয়।
গুগল এ্যাডসেন্সের মতো Revenuehits এ এ্যাড ফরমেটের ভিন্নতা রয়েছে, যা একজন এডমিন তার ওয়েবসাইটে প্রয়োগ করতে পারে। এটি তাৎক্ষণিক এ্যাপ্রুভাল দিয়ে থাকে, ফলে ওয়েবসাইটের ট্রাফিক কম না বেশি তা নিয়ে দুঃশ্চিন্তা করতে হয় না। Revenuehits এ সর্বনিম্ন ৫০ ডলার উইথড্রো করা যায়। এদের পেমেন্ট হচ্ছে Payoneer, PayPal এবং ব্যাংক ট্রান্সফার।
৭. MGID
আপনার ওয়েবসাইটে যদি ভালো রকমের ট্রাফিক থাকে তাহলে আপনি MGID ট্রাই করতে পারেন। MGID সাধারণত নিয়মিত ৩০০০ ইউনিক ভিজিটর আসে, এমন ওয়েবসাইটকে মনিটাইজ করে থাকে। অন্যান্য এ্যাড নেটওয়ার্কের মতো MGID ও কনটেক্টচুয়াল এ্যাড সার্ভ করে থাকে। তবে তাদের বিজ্ঞাপনের ধরনটা ভিন্ন।
MGID ন্যাটিভ বিজ্ঞাপন প্রদর্শনের জন্য সেরা একটি প্লাটফরম। এখন নিশ্চই প্রশ্ন জাগে, ন্যাটিভ এ্যাড কি? ন্যাটিভ এ্যাড (Native Ads) হচ্ছে বিজ্ঞাপন প্রদর্শনের এমন এক কৌশল, যার আপনার ওয়েবাসাইটের ডিজাইন এবং কনটেন্টের সাথে মিল রেখে তৈরি করা হয়। অর্থাৎ, আপনার ওয়েবসাইটের কনটেন্টের স্টাইল যেমন হবে, ন্যাটিভ এ্যাডের ডিজাইনও ঠিক তেমন হবে।
ন্যাটিভ এ্যাডের বড় সুবিধা হচ্ছে এতে ক্লিক পড়ার সম্ভাবনা অন্য সকল এ্যাডের থেকে বেশি। এ ধরনের এ্যাড সাইটের কনটেন্টের সাথে মিল থাকায় অনেকেই এগুলোকে মূল কনটেন্ট ভেবে ক্লিক করে থাকেন। আর এ জন্যই পাবলিশারদের কাছে ন্যাটিভ এ্যাড বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করছে।
আপনার ওয়েবসাইটে দৈনিক ৩০০০ হাজার এবং মাসিক ৯০,০০০ হাজার ইউনিক ট্রাফিক থাকলে আপনি MGID এ ট্রাই করতে পারবেন। MGID পাবলিশারদের ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট নিশ্চিত করে। আপনার একাউন্টে ১০০ ডলার হলেই তা উত্তোলন করা সুযোগ পাবেন। আপনি MGID থেকে পেপালের মাধ্যমে টাকা তুলতে পারবেন। অথবা চাইলে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে সর্ব নিম্ন ১০০০ ডলার হতে হবে।
৮. Popads
ছোট এবং নতুন পাবলিশারদের জন্য Popads দুর্দান্ত এক বিজ্ঞাপন নেটওয়ার্ক। এটি একটি প্রিমিয়াম এ্যাড নেটওয়ার্ক সার্ভিস। এখানে আপনি এপ্লাই করার সাথে সাথেই এ্যাপ্রুভাল পেয়ে যাবেন। Popads অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কের চেয়ে ভাল সিপিএম রেট প্রদান করে এবং এখানে কোনও ন্যূনতম ট্র্যাফিকের প্রয়োজনীয়তা নেই। এর ফলে আপনার ওয়েবসাইটের ভিজিটর যতই হোক না কেন, আপনি এ্যাপ্রুভাল পাবেন।
Popads শুধু ব্লগ বা কনটেন্ট ভিত্তিক ওয়েবসাইটই নয়, যেকোন ধরনের ওয়েবসাইট সাপোর্ট করে। আপনি মাত্র ৫ ডলার হলেই Popads থেকে টাকা উইথড্রো করতে পারবেন। Popads Payoneer এবং Paypal এর মাধ্যমে পেমেন্ট প্রদান করে। পাশাপাশি এখানে অটো উত্তোলন সেট আপ করার বিকল্পও রয়েছে।
৯. Hilltop Ads
বর্তমানে হাতে গোণা যে সকল এ্যাড নেটওয়ার্ক সার্ভিসগুলো anti-adblocker প্রযুক্তি ব্যবহার করে, Hilltop Ads তাদের মধ্যে অন্যতম। Hilltop Ads সাধারণত মাঝারি ও বড় ধরনের ওয়েবসাইটের জন্য ব্যবহার উপযোগি। সুতরাং আপনার ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা যদি বেশি হয়, তাহলে আপনি Hilltop Ads ব্যবহার করতে পারেন।
কম ট্রাফিকের ওয়েবসাইটের ওয়েবসাইটে Hilltop Ads এ্যাপ্রুভাল দেয় না। কারণ, তারা যেহেতু anti-adblocker প্রযুক্তি ব্যবহার করে, এর ফলে আপনার ওয়েবসাইটের প্রতিটি ভিজিটরের জন্য আপনাকে পে করা হবে। আর এ জন্য আপনার ওয়েবসাইটে ট্রাফিকের সংখ্যাও ভালো থাকতে হবে।
Hilltop Ads থেকে আপনি সর্বনিম্ন ৫০ ডলার উঠাতে পারবনে। এরা Payoneer দিয়ে পেমেন্ট করে থাকে। পাশপাশি Bitcoin এর মাধ্যমেও এখান থেকে টাকা উত্তোলন করা যায়। যা অনেক এ্যাড নেটওয়ার্কেই সম্ভব নয়।
১০. Taboola
ট্যাবুলা বা Taboola বর্তমানে শীর্ষস্থানীয় একটি এ্যাড নেটওয়ার্ক সার্ভিস। আপনার কনটেন্ট যা নিয়েই লেখা হোক না কেন Taboola আপনাকে এ্যাপ্রুভাল দেবে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে Taboola ছোট কিংবা মাঝারী ধরনের ওয়েবসাইটের জন্য উত্তম কোন এ্যাড নেটওয়ার্ক সার্ভিস না। Taboola তে এপ্লাই করার জন্য আপনার ওয়েবসাইটের মিনিমাম ৫০০,০০০ মাসিক ভিজিটর লাগবে।
অন্যান্য এ্যাড নেটওয়ার্ক সার্ভিসগুলোর মতো ট্যাবুলাতে কোন বাধা-নিষেধ নেই। এখানে আপনি যেকোন কনটেন্টের ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবেন। সুতরাং আপনার যদি বড় ধরনের ওয়েবসাইট থাকে যেখানে প্রতি মাসে অজস্র ভিজিটর আসে, তাহলে Taboola হতে পারে আপনার জন্য ভালো একটি এ্যাড নেটওয়ার্কিং প্লাটফর্ম।
Taboola তে আপনি সরারসরি Payoneer এর মাধ্যমে একাউন্টে টাকা নিতে পারবেন। ব্যালেন্স উইথড্রোর ক্ষেত্রে তাদের কোন লিমিটেশন নেই।
শেষ কথা
আপনি যদি ওয়ার্ডপ্রেস এবং ব্লাগার ব্যবহার করে থাকেন, তাহলে উপরে উল্লেখিত ১০ টি এ্যাড নেটওয়ার্ক আপনার জন্য সেরা হতে পারে। নতুন এবং প্রতিষ্ঠিত পাবলিশারদের জন্য এগুলো সত্যিই বেশ কার্যকরী। এ সকল এ্যাড নেটওয়ার্ক বিশ্বস্ত বিজ্ঞাপন বিতরণ করে এবং সময় মতো পেমেন্ট প্রদান করে, যাতে বিশ্বজুড়ে পাবলিশাররা তাদের বিজ্ঞাপনগুলির মাধ্যমে উপার্জন করতে পারেন।
এই এ্যাড নেটওয়ার্কগুলো বিজ্ঞাপনের ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইটে প্রদর্শনের ক্ষেত্রেও চমৎকার উপযোগি। যার ফলে আপনার ওয়েবসাইটের থিম, লে-আউট বা গঠন যেমনই হোক না কেন, বিজ্ঞাপন প্রকাশের পরে আপনার ওয়েবসাইটটি দেখতে সুন্দর লাগবে। সুতরাং এখন আপনার প্রয়োজন এই ১০ টি দুর্দান্ত এ্যাড নেটওয়ার্কের মধ্য থেকে যেকােন একটি পারফেক্ট প্লাটফর্ম বেছে নেয়া, যা আপনাকে ভালো রেভিনিউ এনে দেবে।
তাহলে আপনার জন্য কোন এ্যাড নেটওয়ার্কটি সেরা? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। কোন এ্যাড নেটওয়ার্ক নিয়ে জানতে চাইলে আপনার মন্তব্যটি নিচে করুন। আমরা খুব শীঘ্রই আপনার সমস্যা নিয়ে কোর্সটিকায় লিখবো।
►► আরো দেখুন: গুগল এ্যাডসেন্স কত প্রকার?
►► আরো দেখুন: গুগল এ্যাডসেন্স কেন এ্যাপ্রুভ হয় না? কারণটা কি?
►► আরো দেখুন: এ্যাডসেন্সে এ্যাড লিমিট কেন হয়? জানা আছে কি?
►► আরো দেখুন: এ্যাডসেন্স এ্যাড ইউনিট: সর্বোচ্চ কয়টি এ্যাড ইউনিট বসাতে পারবেন?
►► আরো দেখুন: গুগল এ্যাডসেন্স নিয়ে কমন কিছু প্রশ্ন ও উত্তর
►► আরো দেখুন: Adsense Ad Placements: কোথায় Ad বসাবেন, কোথায় বসাবেন না?
►► আরো দেখুন: সেরা ১০ টি এ্যাড নেটওয়ার্ক : এ্যাডসেন্সসহ আরো অনেক
আমরা আছি ইউটিউবেও। গুগল এ্যাডসেন্সের ওপর বাংলায় টিউটোরিয়াল ও আপডেট পেতে আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post