হলুদ টিয়া সাদা টিয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর : চাষি দম্পতির ছিল এক সহজ-সরল মেয়ে। মেয়েটির বাবা-মা জুমচাষের জন্য সেই ভোরে বেরিয়ে যেত আর কাজ শেষে ফিরত সন্ধ্যায়। তারা তাকে ঘর পাহারা দেওয়া ও অন্যান্য কাজের দায়িত্ব দিয়ে রেখে যেত। একবার ধান শুকাতে গিয়ে মেয়েটি দেখল, একদল হলুদ ও সাদা টিয়া পাখি সব ধান খেয়ে ফেলছে। অনেক অনুরোধ করেও সে তাদের থামাতে পারল না।
পরপর কয়েক দিন একই ঘটনা ঘটায় বাবা-মা রেগে গিয়ে মেয়েটিকে তাড়িয়ে দিল। সে তখন খোঁজ খবর নিয়ে টিয়াদের রাজ্যে পৌঁছালে সম্পদশালী টিয়া পাখিরা তাকে অনেক আদর-যত্ন করল। কিন্তু মেয়েটি লোভ না করে সাদাসিধে জিনিস বেছে নিল। টিয়া পাখিরা খুশি হয়ে তাকে সাত কলস সোনার ও রূপার মোহর দিয়ে তার বাবা-মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করল। বাবা-মাও ভীষণ খুশি হলো।
হলুদ টিয়া সাদা টিয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর
সৃজনশীল প্রশ্ন—১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
রহমত আলীর হাঁসের খামার ছিল। প্রতিদিন হাঁসের ডিম বেচে তার আর্থিক উন্নতি ঘটতে লাগল। একসময় তারা তিনটি খামার হলো। কিন্তু রহমত আলীর প্রতিবেশী ছিল ছকু বিশ্বাস। তার একটি হাঁসের খামার ছিল। কিন্তু এ খামার থেকে তেমন কোনো আয় রোজগার হতো না। তাই প্রতিবেশী রহমতের প্রতি সে কিছুটা ঈর্ষান্বিত হয়ে ওঠে। তাই একদিন ঈর্ষাপরায়ণ হয়ে ছকু বিশ্বাস বিষ মেশানো খাবার রহমতের খামারে দিয়ে আসে। এ দিকে খুব ভোরে ছকু বিশ্বাসের ছোট ছেলে বিষ মাখানো খাবার হাঁসগুলোকে দেওয়া মাত্র চোখের সামনে হাঁসগুলো ছটফট করতে থাকে। ব্যাপারটি হলো ছকু বিশ্বাস রাতের অন্ধকারে বিষমুক্ত খাবারের পাত্র ভুল করে রহমতের খামারে রেখে আসে। ছকু বিশ্বাস তার সঙ্গে ঘৃণ্য কর্মের জন্য রহমতের কাছে ক্ষমা চায়। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না।
ক. জুমচাষি দম্পতি মেয়েটির কাছে উঠোনে কী শুকাতে দিয়ে গেল?
খ. সাদা টিয়া ও হলুদ টিয়ারা মেয়েটির ওপর খুশি হলো কেন?
গ. উদ্দীপকের ছকু মিয়া ‘হলুদ টিয়া সাদা টিয়া’ রূপকথার কার সঙ্গে তুল্য—উপস্থাপন কর।
ঘ. প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও ‘হলুদ টিয়া সাদা টিয়া’ এ রূপকথার মূলচেতনা অভিন্ন ধারায় গ্রোথিত—তোমার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক বিশ্লেষণ কর।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. জুমচাষি দম্পতি মেয়েটির কাছে উঠোনে ধান শুকাতে দিয়ে গেল।
খ. সাদা টিয়া ও হলুদ টিয়ারা মেয়েটির দুঃখের কথা শুনে তার ওপর খুশি হলো।
টিয়ারা ধান খেয়েছে বলে মেয়েটির বাবা-মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মেয়েটি অতি দুঃখ-কষ্টে টিয়ার দেশে এসে টিয়াদের কাছে তার সব কিছু বলে। টিয়ারা তার দুঃখের কথা শুনে খুবই খুশি হয়। কারণ এমন নির্লোভ মেয়েকে তারা খুঁজছিল। ভালো ভালো খাবার-দাবার পোশাক পরিচ্ছদ, সোনা-রূপাসহ তারা মেয়েকে পুরস্কার দেয়।
গ. উদ্দীপকের ছকু মিয়া ‘হলুদ টিয়া সাদা টিয়া’ রূপকথার লোভী বাবা-মার সঙ্গে তুল্য।
লোভী মানুষ অপরের সুখ-শান্তি দেখে হিংসায় জ্বলতে থাকে। ঈর্ষার কারণে সে অন্যের ভালো মেনে নিতে পারে না। অপরের উন্নতি দেখে সে হিংসাপরায়ণ হয়ে ওঠে। এ জন্য আমাদের সবার উচিত লোভী মানসিকতা ত্যাগ করা।
উদ্দীপকের ছকু মিয়া একজন লোভী ও ঈর্ষাপরায়ণ লোক। প্রতিবেশী রহমতের হাঁসের খামারের উন্নতি দেখে সে হিংসার আগুনে জ্বলতে থাকে। ঈর্ষার কারণে সে বিষমিশ্রিত খাবার রহমতের খামারে রাখলে, সেই খাবারে তার হাঁসই মারা যায়। ‘হলুদ টিয়া সাদা টিয়া’ রূপকথার লোভী পরিবার তার মেয়েকে মেরে টিয়ার দেশে পাঠিয়ে দেয়। টিয়ারা মেয়েটি এবং তার পরিবারের লোভবুঝতে পারে। টিয়ারা সাত কলস বিষধর সাপ দিয়ে মেয়েটিকে তার বাবা-মার কাছে পাঠিয়ে দেয়। মেয়েটির পরিবার সেই সাপের কামড়ে মারা যায়। এই লোভী পরিবারের সাথে উদ্দীপকের ছকু মিয়ার তুলনা করা যায়।
ঘ. প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও ‘হলুদ টিয়া সাদা টিয়া’ রূপকথার মূল চেতনা অভিন্ন ধারায় গ্রোথিত।
অল্পতে সন্তুষ্ট থাকলে মানবজীবনে শান্তি আসে। কিন্তু পরের সম্পদে লোভ করলে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এতে পারিবারিক জীবন ধ্বংস হয়। তাই আমাদের সবার উচিত লোভহীন চেতনা ধারণ করা।
উদ্দীপকের রহমত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের হাঁসের খামারে আর্থিক উন্নতি করে। তার আর্থিক উন্নতি দেখে প্রতিবেশী ছকু মিয়া ঈর্ষার আগুনে জ্বলতে থাকে। সে প্রতিহিংসার কারণে রহমতের হাঁসের খামারে বিষমিশ্রিত খাবার রেখে আসে। কিন্তু ঘটনাক্রমে ছকু মিয়ার হাঁসই সে বিষমিশ্রিত খাবার খেয়ে মারা যায়। হলুদ টিয়া সাদা টিয়া রূপকথার গল্পে জুমচাষি দম্পতির মেয়ে নির্লোভ বলে তাকে টিয়ারা সোনাদানা উপহার পাঠায়। আবার তাদের প্রতিবেশী লোভী বলে টিয়ার দেশ থেকে বিষধর সাপ ভর্তি সাতটি কলস পাঠায়। বিষধর সাপের কামড়ে লোভী পরিবার নির্বংশ হয়ে যায়।
উপরের দুটি আলোচনার প্রেক্ষাপট ভিন্ন হলেও এর মূল চেতনা লোভের পরিণাম দেখানো। উদ্দীপকের ছকু মিয়া এবং গল্পের লোভী পরিবার একই বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছে। তাই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গল্পের মূল চেতনা অভিন্ন।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের আনন্দপাঠ বই থেকে হলুদ টিয়া সাদা টিয়া গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post