হাতে কলমে জাভাস্ক্রিপ্ট pdf download বইটি গ্র্যাকটিক্যাল নলেজ সমৃদ্ধ করার উদ্দেশ্যে লেখা হয়েছে। আর তাই পুরোটা বইয়ে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো আপনি বোঝার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করে যাবেন। প্রথমে এখানে দেখানো উদাহরণগুলো প্র্যাকটিস করবেন, তারপর নিজে থেকে প্র্যাকটিস করবেন।
আপনি পুরো বইটি টপিক বাই টপিক ভাগ করে পড়তে পারবেন এবং একই সঙ্গে প্র্যাকটিসও করতে পারবেন। কমপ্লিট করে তারপর বিরতি দেবেন। কখনো কোনো টপিকের মাঝখান থেকে বিরতি নেবেন না। নিলেও পরে আবার সেই টপিকটা শুরু থেকে শুরু করবেন । তাহলে আপনার মাথায় পুরো ব্যাপারটা ঠিকমতো নিতে পারবেন।
হাতে কলমে জাভাস্ক্রিপ্ট pdf download
কোনো কোনো সময়ে একটা টপিক বোঝার জন্য আগের কোনো টপিকের নলেজও প্রয়োজন হতে পারে । সে ক্ষেত্রে আগে কী কী কমপ্লিট করলেন, সেটাও একবার ফ্ল্যাশব্যাক করে নেবেন। কোনো ব্যাপার অনেকবার পড়ার পর বুঝতে না পারলে সেটা প্র্যাকটিস করুন।
প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করবেন কেন এই জিনিসটা এ রকমভাবে কাজ করছে বা কেন করছে না। যদি তাও বুঝতে না পারেন, তাহলে সেটা স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন। অথবা আপনার সমস্যাটা স্পেসেফিকভাবে গুগুল করেও দেখে নিতে পারেন। অনলাইনে একই টপিকের ওপর হাজারো রকমের ডিসকাশন পাবেন, এর মধ্যে কোনো একটা হয়তো আপনার বোঝার জন্য বেশ ভালো কাজ করবে।
কিছু কিছু জায়গাতে এরর আসতে পারে । তখন আপনাকে অবশ্যই ভালো করে এররটা পড়তে হবে যে আসলে কিসের জন্য এররটা এলো। যেমন ইএস৬ এ ভ্যারিয়েবল ডিক্লেয়ারশনের নতুন আরও দুইটি কিওয়ার্ড এসেছে, যেগুলো একটু অন্য রকমভাবে কাজ করে।
এগুলো দিয়ে কোনো ভ্যারিয়েবল একবার ডিক্লেয়ার করা হয়ে পরে আর ডিক্লেয়ার করা যায় না। তো আগে আপনি ভালো করে দেখে নেবেন হয়তো একদম ছোটখাটো এ রকম সিম্পল ভুলের কারণে আপনার কোড ঠিকমতো কাজ করছে না । এররটা ভালো করে পড়লেই এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন ।
আমরা এই বইয়ে সবকিছু পড়ার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করব। সে জন্য অবশ্যই প্রথমে আমাদের এনভারোমেন্ট ঠিকঠাকমতো সেটআপ করে নেব। প্রথম দিকে কোনো রকম ঝামেলায় না পড়ার জন্য চেষ্টা করবেন আমি ঠিক যেভাবে করেছি, সেভাবেই করার। কিন্তু মনে রাখবেন, আমি ঠিক যে উপায়ে কাজ করব, সেটাই একমাত্র আর শেষ উপায় নয়।
একটা কাজ অনেক রকমভাবে করা যেতে পারে ।
কিন্তু আপনি যদি আ্যাডভান্স লেভেলে চলে যান আপনার ইচ্ছামতো যেভাবে ইচ্ছা সেভাবেই সবকিছু কনফিগার করে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি এখন শিখতে চান, তাহলে আমার মতো করে ফলো করে যাওয়াটাই ভালো উপায় হবে । আগে ভালো করে শিখে নেবেন, পরে আপনি আপনার মনমতো যা ইচ্ছা করতে পারবেন।
►► ডাউনলোড : HTML 5 Bangla PDF Book
►► ডাউনলোড : JavaScript বাংলা ই-বুক
►► ডাউনলোড : CSS বাংলা পিডিএফ ই-বুক
►► ডাউনলোড : PHP বাংলা পিডিএফ ই-বুক
►► ডাউনলোড : এসইও বাংলা ই-বুক
►► ডাউনলোড : Bootstrap চিটশিট PDF eBook
►► ডাউনলোড : ওয়ার্ডপ্রেস বাংলা পিডিএফ ই-বুক
►► ডাউনলোড : ফটোশপ বাংলা পিডিএফ ই-বুক
প্রিয় পাঠক, কোর্সটিকা ব্লগে আপনি কোন বিষয়ে লেখা চান, তা লিখে নিচে কমেন্ট করুন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post