অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ১ম অধ্যায় : কত বিচিত্র আমাদের কৃতি এ পরিবেশ। ওপরে অনন্ত আকাশ, নিচে জীবকুল, নদ-নদী, পাহাড়-পর্বত। আমাদের পৃথিবী অফুরন্ত প্রাকৃতিক জল্পদ ও বৈচিত্রে ভরপুর। যেমন – ঋতুচক্রের আবর্তন, দিন-রাত্রির পালাবদল, গ্রহাণুপুঞ্জের আপন কক্ষপথে নিয়মতানত্রিকভাবে আবর্তিত হয় প্রভৃতি|
অনন্ত আকাশে চন্দ্র, সূর্যসহ অসংখ্য গ্রহ, উপগ্রহ ও নক্ষত্র রয়েছে। এসকল গ্রহ, নক্ষত্র ও উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। সংঘাতের সৃষ্টি হচ্ছে না। সবকিছুই একটি গভীর ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে চলছে। এ সবকিছুর কারণ ঈশ্বর এবং তিনিই সবকিছুর নিয়ন্ত্রক| অন্যথায় এ মহাবিস্মের সবকিছু যথানিয়মে আবর্তিত হতো না।
অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ১ম অধ্যায়
১. ঈশ্বর যখন নিরাকার তখন তিনি কী?
ক ব্রহ্ম
খ ভগবান
গ সর্বশক্তিমান
ঘ স্রষ্টা
২. ‘ভগ’ শব্দের অর্থ কী?
ক ঐশ্বর্য
খ ভগবান
গ মুক্তি
ঘ সমাধি
৩. জীবের মধ্যে ব্রহ্ম কীরূপে অবস্থান করেন?
ক ঈশ্বর
খ ভগবান
গ আত্মা
ঘ শক্তি
৪. ঈশ্বর কার নিকট ভগবানরূপে আবির্ভূত হন?
ক জ্ঞানীর
খ যোগীর
গ ভক্তের
ঘ ধার্মিকের
৫. এ বিশ্ব কে সৃষ্টি করেছেন?
ক ঈশ্বর
খ মহাশক্তি
গ ব্রহ্মা
ঘ বিষ্ণু
৬. ভগবানের কয়টি গুণ আছে?
ক চারটি
খ ছয়টি
গ আটটি
ঘ দশটি
৭. জীব ও জড়বস্তু সবকিছুই কীসের মধ্যে আবর্তিত হচ্ছে?
ক গোলকের মধ্যে
খ শখলার মধ্যে
গ বিশখলার মধ্যে
ঘ বায়ুমণ্ডলের মধ্যে
৮. ভগবান কার নিকট রসময় হিসেবে পরিচিত?
ক ভক্তের
খ জ্ঞানীর
গ যোগীর
ঘ সাধকের
৯. ঈশ্বর কী?
ক নিরাকার
খ সাকার
গ নশ্বর
ঘ বস্তুলাকার
১০. নিরাকার ব্রহ্মকে বুঝার জন্য ঋষিরা কী প্রতীকী শব্দ ব্যবহার করেছেন?
ক ওঁ
খ অঁং
গ ঔঁ
ঘ অহং
১১. ব্রহ্মকে আবার কী বলা হয়?
ক জীবআত্মা
খ পরমাত্বা
গ আত্বারূপ
ঘ আত্মারাম
১২. ‘ঈশ্বর’ শব্দের অর্থ কী?
ক প্রভু
খ কর্তা
গ অধিশ্বর
ঘ গুরু
১৩. ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে কী বলে?
ক সাকার
খ দেব-দেবী
গ মূর্তি
ঘ পুতুল
১৪. ভালোবাসার অপর নাম কী?
ক করুণা
খ øেহ
গ সমীহ
ঘ মায়া
১৫. মায়ার জালে সকল জীব কীরূপে আছেন?
ক মিশে
খ জড়িয়ে
গ আবদ্ধ
ঘ শৃখলাবদ্ধ হয়ে
১৬. ভক্তের নিকট ঈশ্বর কীরূপে আবির্ভূত হন?
ক হরি
খ মঙ্গলময়
গ মহামায়া
ঘ ভগবান
১৭. ‘ভগ’ বলতে ঈশ্বরের কয়টি গুণের কথা বলা হয়েছে?
ক ৪টি
খ ৫টি
গ ৬টি
ঘ ৭টি
১৮. ঈশ্বর বা ব্রহ্মের আরেক নাম কী?
ক পরমাÍা
খ ভগ
গ জীবাÍা
ঘ অধিশ্বর
১৯. ঈশ্বরকে যিনি জ্ঞানের মধ্য দিয়ে উপলব্ধির চেষ্টা করেন তিনি কী?
ক গুণী
খ জ্ঞানী
গ বুদ্ধিমান
ঘ প্রাজ্ঞ
২০. ঈশ্বর লাভের বিভিন্ন পথকে কী বলা হয়?
ক সাধনা
খ উপাসনা
গ যোগসাধনা
ঘ ধ্যান
২১. যাঁরা ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করেন তাঁদেরকে কী বলা হয়?
ক ভক্ত
খ জ্ঞানী
গ যোগী
ঘ বিরাগী
২২. জ্ঞানীদের কাছে ঈশ্বর কীরূপ?
ক আত্মারূপ
খ পরমেশ্বর
গ ব্রহ্ম
ঘ বিশ্বরূপ
২৩. জ্ঞান কত প্রকার?
ক ৪ প্রকার
খ ৩ প্রকার
গ ২ প্রকার
ঘ ৫ প্রকার
২৪. যাঁরা সংসারের বিষয় ও বৈষয়িক কর্মের মধ্যে থেকে সর্বশক্তিমান ভগবানের উপাসনা করেন তাঁদেরকে কী বলা হয়?
ক বিরাগী
খ সন্ন্যাসী
গ ভক্ত
ঘ যোগী
২৫. যজুর্বেদের প্রধান বিষয় কী?
ক সংগীত
খ পূজা-পার্বণ
গ যজ্ঞ ও যজ্ঞ প্রণালি
ঘ ভেষজ প্রণালি
২৬. শ্বেতাশ্বতর উপনিষদে কী ব্যাখ্যা করা হয়েছে?
ক ব্রহ্মের স্বরূপ
খ ভেষজ বিদ্যা
গ যোগসাধনা
ঘ যজ্ঞ প্রণালি
২৭. সৃষ্টির প্রথম কারণ-
ক ঈশ্বর
খ অবতার
গ ব্রহ্মা
ঘ অধিশ্বর
২৮. জ্ঞানী, যোগী ও ভক্ত নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের কীরূপ উপলব্ধি করেন?
ক বিশ্বরূপ
খ স্বরূপ
গ নিরাকার
ঘ সাকার
২৯. বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুর নিয়ন্ত্রক-
ক ঈশ্বর
খ অবতার
গ ব্রহ্মা
ঘ অধিশ্বর
৩০. ঈশ্বর নিরাকার-
ক শক্তি
খ প্রভু
গ ব্রহ্ম
ঘ জ্ঞানী
৩১. শৃখলার মধ্যে কী আবর্তিত হচ্ছে?
ক জীব ও জড়বস্তু
খ গ্রহ-নক্ষত্র
গ নক্ষত্রমণ্ডল
ঘ ভূমণ্ডল
৩২. জীবাÍার কী নেই?
ক জš§
খ ধ্বংস
গ ক্ষয়
ঘ রূপ
৩৩. ন্যায়শাস্ত্র অনুসারে শুভ কীসের ফল?
ক ভালো কাজের
খ মন্দকাজের
গ সৎ চিন্তার
ঘ অসৎ চিন্তার
৩৪. অদৃশ্যভাবে কে সবকিছু নিয়ন্ত্রণ করেন?
ক ব্রহ্মা
খ অবতার
গ ঈশ্বর
ঘ মহেশ্বর
৩৫. পুণ্যাÍাকে কে সুখী করেন?
ক ঈশ্বর
খ ব্রহ্মা
গ অবতার
ঘ মহেশ্বর
৩৬. দুষ্টের দমন করার জন্য ঈশ্বর কোন রূপে পৃথিবীতে নেমে আসেন?
ক দেবতা
খ অবতার
গ সৃষ্টিকর্তা
ঘ ভগ
৩৭. দেবতারা ঈশ্বরের কোন রূপ?
ক অবতার
খ নিরাকার
গ সাকার
ঘ ব্রহ্ম
৩৮. যোগীর দৃষ্টিতে ঈশ্বর কোন রূপ?
ক পরমাÍা
খ সর্বশক্তিমান
গ ব্রহ্ম
ঘ ভগবান
৩৯. ভক্তের দৃষ্টিতে ঈশ্বর কোন রূপ?
ক ব্রহ্ম
খ ভগবান
গ পরমাÍা
ঘ সর্বশক্তিমান
৪০. ভক্ত ও ভগবানের কাছে নিজেকে
ক উৎসর্গ করেন
খ সমর্পণ করেন
গ করুণা করেন
ঘ ত্যাগ করেন
৪১. হিন্দুধর্মানুসারে দেহের ধ্বংস আছে, কিন্তু জীবাÍার কী নেই?
ক পরিবর্তন
খ পরিবর্ধন
গ ধ্বংস
ঘ অবক্ষয়
৪২. এ বিশ্বব্রহ্মাণ্ডে একাধিক ঈশ্বর থাকলে নিয়মতান্ত্রিকভাবে মহাকাশের গ্রহ-নক্ষত্রগুলো সুনির্দিষ্ট কক্ষপথে কী করতে পারত না?
ক চলতে
খ ঘুরতে
গ উঠতে
ঘ ডুবতে
৪৩. ‘ব্রহ্ম’ শব্দের অর্থ-
ক নিরাকার
খ সাকার
গ বৃহৎ
ঘ সর্ববৃহৎ
৪৪. আমাদের আনন্দ ব্রহ্মেরই কী?
ক নিরানন্দ
খ আনন্দ
গ সুখ
ঘ কর্ম
৪৫. ‘ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণ আছে বলেই ঈশ্বরকে বলা হয়
ক ভগ
খ ভগবত
গ ভগবান
ঘ ঈশ্বর
৪৬. ধর্মশাস্ত্র অনুসারে আত্মাও ব্রহ্ম সম্বন্ধে জ্ঞানী ব্যক্তিদের বলা হয়-
ক জ্ঞানী
খ সর্বজ্ঞানী
গ বিজ্ঞ
ঘ অভিজ্ঞ
৪৭. জীবের সেবা করলেই ঈশ্বরের কী করা হয়?
ক ভক্তি
খ পূজা
গ সেবা
ঘ আরাধনা
৪৮. ‘জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর।’ উক্তিটি কে করেছেন?
ক স্বামী স্বরূপানন্দ
খ শ্রীরামকৃষ্ণ
গ শ্রীহরিচাঁদ ঠাকুর
ঘ স্বামী বিবেকানন্দ
৪৯. ভক্তরা সর্বজীবে ঈশ্বরের কী উপলব্ধি করেন?
ক অস্তিত¦
খ অবস্থান
গ মহিমা
ঘ কীর্তি
৫০. ঈশ্বরের সৃষ্টিকেও যেন গভীরভাবে ভালোবাসতে পারে সেজন্য ভক্ত তাঁর নিকট কী করেন?
ক করুণা
খ প্রার্থনা
গ পূজা
ঘ সমীহ
৫১. জীব ও জগতের মধ্যে আমরা ঈশ্বরের যে বৈশিষ্ট্যের পরিচয় পাই সেটা হলো-
ক বৈচিত্র্য
খ লীলা
গ রূপ ও শক্তির
ঘ সৃষ্টির
►► আরো দেখো: ৮ম শ্রেণির হিন্দুধর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post