অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৩য় অধ্যায় : সংস্কৃত ধৃ-ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগে ধর্ম শব্দটি গঠিত হয়েছে। এর অর্থ যা ধারণশক্তি-সম্পন্ন তা-ই ধর্ম। হিংসা না-করা, ছুরি না-করা, সত্যনিষ্ঠ হওয়া, দেহ-মনে পবিত্র থাকা এবং সত্যনী হওয়া- এ পাঁচটি গুণ হিন্দুধর্মের সাধারণ লক্ষণ।
আবার ধর্ম-অধর্ম নির্ণয়ে পবিত্র বেদ, স্মৃতিশাস্ত্র, সন্ক্তিদের আচার-আচরণ এবং বিবেকের নির্দেশ- এই চারটি হচ্ছে হিন্দুধর্মের বিশেষ লক্ষণ। বহু যুগের বহু সাধকের সাধনায় এ ধর্ম ক্রমশ বিকশিত হয়েছে হিন্দুধর্ম বছকালের প্রাচীন। চলার পথে মাঝে-মাঝে নতুন ধর্মীয় চিন্তা এতে যুক্ত হয়েছে। এ ধর্মের বিধি-বিধান অনুশীলন করে জীবনকে সুন্দর ও শক্তিময় করা যায়।
অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৩য় অধ্যায়
১. হিন্দুধর্ম শাস্ত্রে ধর্মের লক্ষণসমূহকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক ২ ভাগে
খ ৩ ভাগে
গ ৪ ভাগে
ঘ ৫ ভাগে
২. কয়টি গুণকে মন্যুতে¦র লক্ষণ বলা হয়?
ক দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
৩. কোন যুগকে মানব সভ্যতা বিকাশের প্রাথমিক পর্যায় ধরা হয়?
ক সত্য
খ ত্রেতা
গ দ্বাপর
ঘ কলি
৪. ধৃ-ধাতুর অর্থ কী?
ক যুক্ত করা
খ ধারণ করা
গ সংযোজন করা
ঘ ধৃত করা
৫. শিবরাত্রি ব্রত পালন করা হয় কোন ঋতুতে?
ক শরৎ খ হেমন্ত
গ শীত
ঘ বসন্ত
৬. ‘ধর্ম’ শব্দটিতে কী বোঝায়?
ক জ্ঞান
খ ধারণশক্তি
গ গুণ
ঘ স্বভাব
৭. মানুষের ধর্ম কী?
ক বিবেক
খ বুদ্ধি
গ মনুষ্যত¦
ঘ জ্ঞান
৮. হিন্দুধর্মের বিশেষ লক্ষণ কয়টি?
ক ২টি
খ ৩টি
গ ৪টি
ঘ ৫টি
৯. বৈদিক যুগে ধর্মকর্ম করা হতো কী রূপে?
ক যজ্ঞকর্ম রূপে
খ দেব-দেবীরূপে
গ নিরাকার রূপে
ঘ সাকার রূপে
১০. উপনিষদের যুগে মুক্তি লাভের জন্য মানুষ কীসের আরাধনা করত?
ক দেবতাদের
খ একব্রহ্মের
গ বহুত¦বাদের
ঘ শ্রীরামের
১১. বিষ্ণুর উপাসকদের কী বলা হয়?
ক শাক্ত
খ শৈব
গ বৈষ্ণব
ঘ যোগী
১২. হিন্দুধর্মে বর্ণ বিভাগ কী অনুসারে প্রচলিত হয়েছে?
ক জš§ অনুসারে
খ কর্মের যোগ্যতা অনুসারে
গ বংশ অনুসারে
ঘ সামাজিক প্রথা অনুসারে
১৩. প্রাচীন কালে ঋষিগণ মানবজীবনকে কয়টি পর্যায়ে ভাগ করে দেখেছেন?
ক ২টি
খ ৩টি
গ ৪টি
ঘ ৫টি
১৪. হিন্দুধর্ম মতে, যুগ কয়টি?
ক ২টি
খ ৩টি
গ ৪টি
ঘ ৫টি
১৫. শ্রীচৈতন্য কোন যুগে আবির্ভূত হন?
ক সত্যযুগে
খ দ্বাপর যুগে
গ ত্রেতা যুগে
ঘ কলিযুগে
১৬. যুগধর্মে কয় যুগের আচরণের জন্য শাস্ত্রে ধর্ম-কর্মের নির্দেশ দিয়েছে?
ক ৬ যুগের
খ ৫ যুগের
গ ৪ যুগের
ঘ ৩ যুগের
১৭. সত্যযুগের প্রধান ধর্ম কী ছিল?
ক তপস্যা
খ জ্ঞান
গ যজ্ঞ
ঘ দান
১৮. দ্বাপর যুগের প্রধান ধর্ম কী ছিল?
ক দান
খ তপস্যা
গ জ্ঞান
ঘ যজ্ঞ
১৯. কলিযুগের প্রধান ধর্ম কী?
ক তপস্যা
খ যজ্ঞ
গ দান
ঘ জ্ঞান
২০. শিব কীসে সন্তুষ্ট হন?
ক বিল্বপত্র দানে
খ আম্রপল্লব দানে
গ জবা ফুলে
ঘ তুলসী পাতা দিলে
২১. কলিযুগের প্রধান ধর্ম কোনটি?
ক হরিনাম
খ দান
গ পূজা
ঘ সাহায্য
২২. একজন মানুষ মনুষ্যতে¦র অধিকারী হতে পারে কীসে?
ক মনুষ্যতে¦র গুণগুলো অনুশীলন করলে
খ সৎপথে চললে
গ ঈশ্বরের আরাধনা করলে
ঘ চুরি না করলে
২৩. হিংসা না করা, চুরি না করা, সংযমী হওয়া, পবিত্র থাকা এবং সত্যবাদী হওয়া- এই পাঁচটি গুণের মধ্যে কী রয়েছে?
ক মনুষ্যত¦
খ সংযমী হওয়া
গ বিবেকবান হওয়া
ঘ সত্যাশ্রয়ী হওয়া
২৪. হিন্দুধর্মের দৃষ্টিকোণ থেকে আদর্শ মানুষ কীভাবে হওয়া যায়?
ক আদর্শবান হলে
খ পরিশোধিত ব্যক্তি হলে
গ সৎপথে চললে
ঘ ন্যায়বান হলে
২৫. জটিল পরিস্থিতিতে মানুষকে কোনটির নির্দেশ নিয়ে ধর্মাধর্ম নির্ণয় করতে হয়?
ক বুদ্ধিমত্তার নির্দেশ
খ ধর্মীয় বিশ্বাসের নির্দেশ
গ বিবেকের বাণীর নির্দেশ
ঘ সদগুরুর নির্দেশ
২৬. শ্রীকৃষ্ণ আবির্ভূত হন কোন যুগে?
ক কলিযুগে
খ সত্যযুগে
গ দ্বাপর যুগে
ঘ ত্রেতাযুগে
২৭. ভগবানের বিরাট কর্মক্ষেত্র কোনটি?
ক ভূমণ্ডল
খ বিশ্বজগৎ
গ নভোমণ্ডল
ঘ ভূপৃষ্ঠ
২৮. ধর্ম এসেছে কেন?
ক সৎ পথে চলার জন্য
খ সৎ কর্ম করার জন্য
গ মানব কল্যাণের জন্য
ঘ ধর্মালোচনা করার জন্য
২৯. মানবসেবা করা কী?
ক জীবসেবা
খ অতিথিসেবা
গ ঈশ্বরসেবা
ঘ গুরুসেবা
৩০. শিব কেমন?
ক উগ্র
খ মঙ্গলময়
গ শান্তিপ্রিয়
ঘ গুণময়
৩১. সনাতন ধর্মের ভিত্তি মূলে রয়েছে-
ক গীতা
খ উপনিষদ
গ বেদ
ঘ মহাভারত
৩২. মিথ্যা বললে যদি একজন মানুষের জীবন রক্ষা পায় তখন মিথ্যা বলাই-
ক অধর্ম
খ ধর্ম
গ পাপ
ঘ অনাচার
৩৩. ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস- এই চতুরাশ্রমের নির্ধারিত কর্মই হচ্ছে-
ক আশ্রম ধর্ম
খ বানপ্রস্থ
গ সংসার ধর্ম
ঘ গার্হস্থ্য ধর্ম
৩৪. ব্রতকে কেন্দ্র করে উপবাসের মধ্য দিয়ে দেহ ও মন-
ক সংযত হয়
খ মনস্থির হয়
গ সুস্থ হয়
ঘ আবেগদূর হয়
উচ্চতর দক্ষতামূলক
৩৫. বেদ, স্মৃতিশাস্ত্র, সদাচার ও বিবেকের বাণী- এই চারটিকে অনুসরণ করলে ধর্মাধর্ম নির্ণয় করা যায়; কারণ এই চারটি হলো-
ক ধর্মের বিশেষ লক্ষণ
খ ধর্মের সাধারণ গুণ
গ ধর্মের সারবস্তু
ঘ ধর্মের বিষয়বস্তু
৩৬. জীবনক্ষেত্রে কোনটা ধর্ম, কোনটা অধর্ম তা মীমাংসার প্রশ্নে কার মতামত গ্রহণ করতে হয়?
ক বেদের
খ চতুর্বেদের
গ সংহিতার
ঘ গীতার
►► আরো দেখো: ৮ম শ্রেণির হিন্দুধর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post