অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৪র্থ অধ্যায় : হিংসা না-করা, সত্যবাদী হওয়া, চুরি না-করা, পবিভ্র থাকা এবং সংযমী হওয়া- এই পাঁচটিকে চতুর্বর্ণের জন্য মনুষ্যত্ব বা ধর্মের সাধারণ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুণগুলো অর্জন করে একজন মানুষ মনুষ্যত্বের অধিকারী হতে পারে।
যদি দেখা যায় একজন মানুষ অন্যকে হিংসা করেন না, জীবনে সত্যকে ধরে রেখেছেন, অপরের সম্পদ চুরি করেন না, পোশাক-পরিচ্ছদ ও চিন্তা-ভাবনায় পরিশুদ্ধ এবং জীবন ধারণের প্রতিটি ক্ষেত্রে সতযমী, তাহলে এঁ ব্যক্তিকে আমরা মনুষ্যত্বের অধিকারী বলব। আর এরপ ব্যক্তিই হবেন হিন্দুধর্মের দৃষ্টিকোণ থেকে আদর্শ মানুষ। তাই এগুলোকে হিন্দুধর্মের সাধারণ লক্ষণ বলা হয়েছে। ধর্ম ধার্মিককে রক্ষা করে। ধর্ম নষ্ট হলে মানুষ আর মানুষ থাকে না।
অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৪র্থ অধ্যায়
১. নিত্যনৈমিত্তিক সদাচার মনুষ্য জীবনের কী?
ক ধর্মকর্ম
খ অমূল্য সম্পদ
গ সফলতা
ঘ মোক্ষ লাভ
২. ধর্মকর্মের মূল আধার কী?
ক ঈশ্বর
খ দেবতা
গ যজ্ঞ
ঘ শরীর
৩. পিতামাতা, বিদ্বান, বয়োবৃদ্ধ ও গুরুজনদের প্রতিদিন কী করা উচিত?
ক শ্রদ্ধা
খ ভালোবাসা
গ নমস্কার
ঘ সমীহ
৪. ‘ভুজঙ্গ’ শব্দের অর্থ কী?
ক নকুল
খ টিকটিকি
গ সাপ
ঘ কেঁচো
৫. নিত্যকর্মগুলো কী?
ক পরম পবিত্র কর্ম
খ আধ্যাÍিক কর্ম
গ সৎকর্ম
ঘ কর্তব্যকর্ম
৬. আমাদের দৈনিক কী করা উচিত?
ক পজা
খ নিত্যকর্ম
গ ব্যায়াম
ঘ যোগাসন
৭. যে যোগাসন করার সময় পায়ের অবস্থান গরুর মুখের মতো হয় তাকে কী বলে?
ক গোমুখাসন
খ সর্পাসন
গ শবাসন
ঘ বজ্রাসন
৮. ভুজঙ্গাসনের অপর নাম কী?
ক শবাসন
খ গোমুখাসন
গ সর্পাসন
ঘ বজ্রাসন
৯. যে আসন অনুশীলনের সময় শরীরের আকৃতি ফনাধারী সাপের মতো হয়, তাকে কী বলে?
ক বজ্রাসন
খ সর্পাসন
গ শবাসন
ঘ গোমুখাসন
১০. ভুজঙ্গাসনে দেহের কী বৃদ্ধি পায়?
ক মেদ
খ ওজন
গ লাবণ্য
ঘ শক্তি
১১. গোমুখাসনটি নিয়মিত অনুশীলন করলে কী দূর হয়?
ক চিন্তা
খ নিদ্রা
গ অনিদ্রা
ঘ হাঁটুর ব্যথা
১২. ভুজঙ্গাসন হৃৎপিণ্ড ও ফুসফুসকে কী করে?
ক দুর্বল
খ অস্থির
গ সুস্থির
ঘ সবল
১৩. যে যোগাসন অনুশীলন করলে দেহের নিুভাগের পেশি ও øায়ু বজ্রের মতো কঠিন, মজবুত ও সুদৃঢ় হয় তাকে কী বলে?
ক শবাসন
খ ভুজঙ্গাসন
গ বজ্রাসন
ঘ গোমুখাসন
১৪. বজ্রাসন নিয়মিত অনুশীলন করলে কী হয়?
ক হাঁটুর ও গোড়ালির গাঁটের বাতের ব্যথা দূর হয়
খ মেরুদণ্ড নমনীয় হয়
গ হৃৎপিণ্ড ও ফুসফুস সবল হয়
ঘ মেরুদণ্ডের বাত সারে
১৫. যোগ হচ্ছে
ক চিত্তবৃত্তির নিরোধ
খ চিত্তবৃত্তির প্রসারতা
গ চিত্তবৃত্তির চঞ্চলতা
ঘ চিত্তকে স্বাভাবিক চঞ্চলতাযুক্ত করা
১৬. জাগতিক কাজকর্ম ত্যাগ করলেও নিুোক্ত কোনটির কাজ চলতেই থাকে?
ক দেহ ও মনের
খ বুদ্ধি বৃত্তির
গ জ্ঞান বৃদ্ধির
ঘ মস্তিষ্কের
১৭. ভুজঙ্গাসন অনুশীলনে নিুোক্ত কোনটি ঘটে?
ক দেহের লাবণ্য বৃদ্ধি
খ হৃৎপিণ্ড ও ফুসফুস সবল হয়
গ কোমরের মেদ কমে
ঘ অসমান কাঁধ সমান হওয়া
১৮. প্রবীর যখন আসন অনুশীলন করে তখন তার শরীরের ওপরের অংশ পিছনে বেঁকে যায়। প্রবীর কোন আসনটি অনুশীলন করে?
ক গোমুখাসন
খ বজ্রাসন
গ শবাসন
ঘ ভুজঙ্গাসন
১৯. জাগতিক ও পারমার্থিক মঙ্গল লাভ হয় কোন কর্মটি অনুশীলন করলে?
ক নিত্যকর্ম
খ শরীর চর্চা
গ ব্যায়াম
ঘ নিদ্রা
২০. দেহকে নীরোগ ও মন শান্ত রাখার জন্য সকলের কী করা অবশ্য কর্তব্য?
ক অনুশীলন
খ যোগাসন
গ ব্যায়াম
ঘ শরীর চর্চা
২১. ভুজঙ্গাসন অভ্যাসকালে
ক শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে
খ শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক থাকবে
গ দেহ ও মন সুস্থির থাকে
ঘ হজমশক্তি বৃদ্ধি পায়
২২. কোন আসন অনুশীলন করলে দেহের লাবণ্য বৃদ্ধি পায়?
ক পদ্মাসন
খ শবাসন
গ ভুজঙ্গাসন
ঘ গোমুখাসন
২৩. সুদীপ্ত তার স্বাস্থ্য সুন্দর ও লাবণ্যময় করতে চায়, শুধু তাই নয়, সে তার মনের চঞ্চলতা দূর করার জন্যও দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য সুদীপ্ত কোন আসন অনুশীলন করবে?
ক গোমুখাসন
খ ভুজঙ্গাসন
গ বজ্রাসন
ঘ সুখাসন
২৪. গোমুখাসন অনুশীলনের সময় ধীরে ধীরে গভীরভাবে শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হবে
ক ১/৫ বার
খ ৫/১০ বার
গ ১০/১৫ বার
ঘ ৭/১২ বার
২৫. নিত্যকর্মের দ্বারা শুভ কর্মের ফল সর্বদাই
ক পরোক্ষ করা যায়
খ প্রত্যক্ষ করা যায়
গ অনুভব করা যায়
ঘ ভোগ করা যায়
২৬. গোমুখাসনে অবস্থানকালে আসন অবস্থানকারীর পায়ের অবস্থান
ক গরুর মুখের মতো হয়
খ গরুর মাথার মতো হয়
গ সাপের মুখের মতো হয়
ঘ গরুর মতো হয়
২৭. বজ্রাসন নিয়মিত অনুশীলন করলে
ক স্বাস্থ্য সুন্দর ও লাবণ্যময় হয়
খ স্নায়ুমণ্ডলী সতেজ হয়
গ মেরুদণ্ড নমনীয় হয়
ঘ অনিদ্রা দূর হয়
উচ্চতর দক্ষতামূলক
২৮. দেহ ও মনকে অবশ্যই সুস্থ রাখতে হবে কেন?
ক কোনো কাজ সঠিকভাবে স¤ক্সাদন করার জন্য
খ জাগতিক ও পারমার্থিক মঙ্গল লাভের জন্য
গ কঠিন রোগ হতে মুক্ত থাকার জন্য
ঘ সর্বদা কর্তব্য-কর্ম সমাধান করার জন্য
২৯. শরীরের ওপর ভুজঙ্গাসনের ফলাফল কী?
ক শরীরের নিস্তেজভাব দূর হয় এবং নতুন শক্তি জš§ায়
খ অসমান কাঁধ সমান হয়
গ হাঁটুর বাত নিরাময় হয়
ঘ মনের চঞ্চলতা দূর হয়
►► আরো দেখো: ৮ম শ্রেণির হিন্দুধর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post