অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৫ম অধ্যায় : হিন্দুধর্মের মূল ধর্মপ্রস্থ বেদ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শুদ্র – এই চার বর্ণের কথা বেদ থেকেই জানা যায় । সমাজে সকল মানুষের জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতা সমান নয়। কর্মের যোগ্যতা অনুসারে প্রাচীনকাল থেকেই এ-ধর্মে বর্ণবিভাগ রয়েছে।
সমাজে যারা জ্ঞান-বুদ্ধিতে উন্নত তারা ব্রাহ্মণ নামে পরিচিত হন। তারা জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ এবং ধর্মকর্মে নিযুক্ত থাকতেন৷ আবার রাজকার্ষে কুশলী, দেশরক্ষার কাজে দক্ষ – এই শ্রেণির লোকদের বলা হয় ক্ষত্রিয়। ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং শস্যাদি উৎপাদন কর্মে উৎসাহী ব্যক্তিরা হলেন বৈশ্য৷ আর শ্রমজীবী ব্যক্তিদের শূদ্র শ্রেণির অন্তর্ভূক্ত করা হয়।
অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৫ম অধ্যায়
১. দেবতা বা দেব-দেবী কাকে বলা হয়?
ক ঈশ্বরের বিভিন্ন গুণ বা ক্ষমতার রূপকে
খ ঈশ্বরের প্রতিকৃতিকে
গ ঈশ্বরের আকৃতিকে
ঘ ঈশ্বরের প্রকৃতিকে
২. ধর্মগ্রন্থ অনুসারে আমরা কত প্রকার দেব-দেবীর পরিচয় পাই?
ক দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
৩. ‘পূজা’ শব্দের অর্থ কী?
ক পার্বন
খ আয়োজন
গ অনুষ্ঠান
ঘ শ্রদ্ধা জ্ঞাপন
৪. সৃষ্টির দেবতা কে?
ক ব্রহ্মা
খ বিষ্ণু
গ শিব
ঘ ইন্দ্র
৫. হিন্দুধর্মগ্রন্থ অনুসারে দেবতা কয় প্রকার?
ক দুই প্রকার
খ তিন প্রকার
গ চার প্রকার
ঘ পাঁচ প্রকার
৬. ‘উৎসব’ শব্দের অর্থ কী?
ক আনন্দানুষ্ঠান
খ খুশি
গ উল্লাস
ঘ হৈহুল্লোর
৭. পূজাবিধি কাকে বলা হয়?
ক পূজা করার রীতিনীতি
খ পূজার উপকরণ
গ পূজার অর্ঘ্য
ঘ পূজার সামগ্রী
৮. মঙ্গলঘট কাকে বলা হয়?
ক পূজার জন্য বাটি
খ পূজার জন্য ঘট বা কলস
গ পূজার জন্য হাঁড়ি
ঘ পূজার জন্য ঘণ্টা
৯. দেবী মনসা কী নামে পরিচিত?
ক বিষহরি
খ গৃহলক্ষ¥ী
গ বিদ্যাদেবী
ঘ জ্ঞানের দেবী
১০. মনসাদেবীর কয়টি হাত?
ক ৩টি
খ ৪টি
গ ৫টি
ঘ ৬টি
১১. মনসাদেবীর আরেক নাম কী?
ক জগদ্গৌরী
খ বিশ্বরূপা
গ জগজ্জননী
ঘ অধিষ্ঠার্থী
১২. মনসাদেবীর বাহন কী?
ক সর্প
খ হাঁস
গ ময়ূর
ঘ সিংহ
১৩. ‘মনসার ভাসান’ কাকে বলা হয়?
ক পালাগান
খ গীতবাদ্য
গ উপাখ্যান পাঠ
ঘ বিসর্জন
১৪. বিষ্ণুর সহস্রতম নামের মধ্যে কততম নাম নারায়ণ?
ক ২৪০তম
খ ২৪৫তম
গ ২৫০তম
ঘ ২৫৫তম
১৫. ‘নারা’ শব্দের অর্থ কী?
ক জীব
খ জগৎ
গ মানুষ
ঘ ব্রহ্মাণ্ড
১৬. ‘অয়ন’ শব্দের অর্থ কী?
ক পীঠ
খ স্থান
গ আশ্রয়
ঘ নিরাপদ
১৭. নারায়ণ দেবের কয় হাত?
ক চার
খ পাঁচ
গ ছয়
ঘ আট
১৮. নারায়ণ এ বিশ্বের কী?
ক সৃষ্টিকর্তা
খ পালনকর্তা
গ রক্ষাকর্তা
ঘ প্রলয়কর্তা
১৯. নারায়ণ দেবের বাহন কী?
ক হাঁস
খ সিংহ
গ ময়ূর
ঘ গরুড়
২০. শালগ্রাম নামক গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?
ক ভারতের গণ্ডকী নদী
খ ভারতের ভাগরথী নদী
গ ভারতের গঙ্গা নদী
ঘ ভারতের সরস্বতী নদী
২১. শনিদেবতা কার পুত্র?
ক সূর্য ও ছায়ার
খ চন্দ্রের
গ বৃহ¯ক্সতির
ঘ শুক্রদেবের
২২. শনিপূজায় কত রকমের ফুলের প্রয়োজন হয়?
ক পাঁচ
খ ছয়
গ সাত
ঘ আট
২৩. সাধারণত শনিপূজা কী বারে অনুষ্ঠিত হয়?
ক প্রতি শনিবার
খ প্রতি বৃহ¯ক্সতিবার
গ প্রতি মঙ্গলবার
ঘ প্রতি রবিবার
২৪. পূজার কোন উপকরণের সাথে সজীবতার স¤ক্সর্ক রয়েছে?
ক প্রদীপ
খ চন্দন
গ আম্রপল্লব
ঘ পান-সুপারি
২৫. ঈশ্বর কিরূপ?
ক সাকার
খ নিরাকার
গ সনাতনী
ঘ অবিনশ্বর
২৬. ব্রহ্মা কীসের দেবতা?
ক সৃষ্টির
খ রক্ষা করার
গ প্রতিপালন করার
ঘ ধ্বংসের
২৭. বিষ্ণু কীসের দেবতা?
ক প্রতিপালন ও রক্ষাকারীর
খ সৃষ্টির
গ ধ্বংসের
ঘ সংহার
২৮. যেসব দেবতার নাম বেদে আছে তাঁরা কোন দেবতা?
ক বৈদিক
খ লৌকিক
গ পৌরাণিক
ঘ সৃষ্টির
২৯. যেসব দেবতার নাম পুরাণে আছে তাঁরা কোন দেবতা?
ক লৌকিক
খ পৌরাণিক
গ বৈদিক
ঘ স্বর্গের
৩০. যেসব দেবতার নাম বেদে ও পুরাণে উল্লেখ নেই; তবে লৌকিকভাবে পূজিত হন তাঁরা কোন দেবতা?
ক পৌরাণিক
খ বৈদিক
গ লৌকিক
ঘ স্বর্গের
৩১. পৃথিবী নির্দেশ করে কলসের কোন অংশটি?
ক চওড়া অংশ
খ প্রসারিত অংশ
গ কলসের ঘাড়
ঘ কলসের মুখের অংশ
৩২. অগ্নিকে নির্দেশ করে কলসের কোন অংশ?
ক চওড়া অংশ
খ কলসের ঘাড় অংশ
গ কলসের মুখের অংশ
ঘ কলসের প্রসারিত অংশ
৩৩. পূজার মঙ্গলঘটের মাধ্যমে প্রকাশ পায়
ক সজীবতা
খ সচেতনতা
গ একাÍতা
ঘ সাম্য
৩৪. কলস বা ঘটকে কার সাথে তুলনা করা হয়েছে?
ক মা পৃথিবীর
খ সূর্যের
গ গ্রহের
ঘ চন্দ্রের
৩৫. আম্রপল্লব ও নারিকেল নির্দেশ করে
ক মহাবিশ্বকে
খ মহাকালকে
গ নক্ষত্রমণ্ডলীকে
ঘ সূর্যদেবকে
৩৬. সকল জীবের আশ্রয়স্থল
ক ব্রহ্মা
খ শিব
গ ভগবান নারায়ণ
ঘ গণেশ
৩৭. শালগ্রাম শিলা এক প্রকার
ক সামুদ্রিক জীবাশ্ম
খ সামুদ্রিক মাছ
গ সামুদ্রিক শূখ
ঘ সামুদ্রিক ঝিনুক
৩৮. সজল সকল বাধাবিপত্তি অতিক্রম করতে চাইলে তাকে কার পূজা করা উচিত?
ক নারায়ণের
খ শনিদেবের
গ মনসাদেবীর
ঘ সরস্বতী দেবীর
৩৯. শনিদেবের পূজা করলে আমাদের
ক আপদ-বিপদ দূর হয়
খ ধনস¤ক্সদ বৃদ্ধি পায়
গ সুনাম অর্জিত হয়
ঘ বিদ্যাবুদ্ধি বৃদ্ধি পায়
৪০. শ্রীমদ্ভগবদ্গীতা ও পুরাণ অনুসারে সর্বশ্রেষ্ঠ দেবতা হিসেবে অভিহিত করা হয়েছে কাকে?
ক দেবতা নারায়ণকে
খ ব্রহ্মাকে
গ শিবকে
ঘ শনিদেবকে
►► আরো দেখো: ৮ম শ্রেণির হিন্দুধর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৫ম অধ্যায় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post