অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৬ষ্ঠ অধ্যায় : নীতি সম্পর্কিত শিক্ষাকে নৈতিক শিক্ষা বলে। নীতি বা নৈতিকতা ধর্মের অঙ্গ। তাই নৈতিক শিক্ষাও ধর্মের অঙ্গ। যত শিক্ষাই গ্রহণ করা হোক-না-কেন, যদি নৈতিকতা অর্জিত না হয়, তাহলে সে শিক্ষা মূল্যহীন।
হিন্দু ধর্মবিষয়ক গ্রন্থসমূহে উপাখ্যানের মধ্য দিয়েও নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এ অধ্যায়ে আমরা দেশত্রেম ও নৈতিক শুণের ধারণা, উক্ত বিষয়ে ধর্মীয় উপাধ্যান এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেম ও অধ্যবসায়ের গুরুত্ব সম্পর্কে জানব ।
অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৬ষ্ঠ অধ্যায়
১. নীতি সম্পর্কিত শিক্ষাকে কী বলে?
ক নৈতিক শিক্ষা
খ ধর্মশিক্ষা
গ পারিবারিক শিক্ষা
ঘ যোগব্যায়াম শিক্ষা
২. কার্তবীর্যার্জুন কোন বংশের রাজা ছিলেন?
ক চন্দ্র
খ সূর্য
গ শূর
ঘ কুরু
৩. দেশপ্রেমিক সব সময় দেশ ও দেশবাসীর কল্যাণে কী করেন?
ক কাজ
খ আশীর্বাদ
গ সাহায্য
ঘ শিক্ষা দিয়ে থাকেন
৪. একলব্যের পিতার নাম কী?
ক হিরণ্যকশিপু
খ হিরণ্যধনু
গ শিবচন্দ্র
ঘ শিবানন্দ
৫. রাবণ পরাজিত হয়ে কার হাতে বন্দি হলেন?
ক রামের
খ লক্ষ্মণের
গ কার্তবীর্যার্জুনের
ঘ পুলস্ত্যমুনির
৬. পুলস্ত্যমুনি কোথায় ছিলেন?
ক অন্তরীক্ষে
খ স্বর্গলোকে
গ মর্ত্যলোকে
ঘ ভূলোকে
৭. রাবণ কার নাতি?
ক পুলস্ত্যমুনির
খ বশিষ্ঠ মুনির
গ বিশ্বামিত্র মুনির
ঘ জরতকার মুনির
৮. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত¦ রক্ষায় নির্দ্বিধায় জীবনকে উৎসর্গ করেন কে?
ক সৈনিক
খ দেশপ্রেমিক
গ পরাধীন ব্যক্তি
ঘ বিবেকবান ব্যক্তি
৯. অধ্যবসায়ের গুণে মানুষ কী হয়?
ক বড়
খ গুণী
গ মহৎ
ঘ জ্ঞানী
১০. ধর্মগ্রন্থে অধ্যবসায়কে কী হিসেবে গণ্য করা হয়েছে?
ক বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য
খ বিশেষ গুণ
গ বিশেষ ধর্ম
ঘ বিশেষ উপাদান
১১. হিরণ্যধনু কোথায় বাস করতেন?
ক অজয়নগরে
খ হস্তিনাপুরের গভীর বনে
গ বিজয়নগরে
ঘ শান্তিনগরে
১২. হিরণ্যধনুর পুত্রের নাম কী?
ক হিরণ্যধন
খ হারাধন
গ গোবর্ধন
ঘ একলব্য
১৩. একলব্য লতাপাতা দিয়ে কী নির্মাণ করলেন?
ক ব্যাগ
খ বাক্স
গ কুটির
ঘ ধনুক
১৪. দ্রোণাচার্য কী শিক্ষা দিতেন?
ক খেলাধুলা
খ অস্ত্রবিদ্যা
গ শাস্ত্রবিদ্যা
ঘ সংগীত
১৫. দ্রোণাচার্য একলব্যের সম্মুখে কী দেখতে পেলেন?
ক একটি কুকুর
খ একটি ধনুক
গ দ্রোণাচার্যের মাটিমূর্তি
ঘ একটি পুতুল
১৬. দ্রোণাচার্যকে দেখে একলব্য কী করলেন?
ক প্রণাম
খ ধন্যবাদ জানালেন
গ প্রশংসা
ঘ সাষ্টাঙ্গে প্রণাম
১৭. সমাজ ও রাষ্ট্রীয় জীবনের জন্য অধ্যবসায় একটি কী?
ক মহৎ গুণ
খ নৈতিক গুণ
গ আদর্শ নীতি
ঘ কর্তব্য জ্ঞান
১৮. অধ্যবসায় ছাড়া শিক্ষা কী হয় না?
ক আÍস্থ
খ পরিপক্ব
গ সূক্ষ্ম
ঘ সুষ্ঠু
১৯. সমাজ তথা রাষ্ট্রীয় জীবনকে বিশ্বসভায় গৌরবজনক আসনে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সকলকেই কী হতে হবে?
ক অধ্যবসায়ী
খ সুশৃখল
গ জ্ঞানী
ঘ শিক্ষিত
২০. দেশপ্রেম বলতে কী বোঝায়?
ক বন্ধুর প্রতি ভালোবাসা
খ দেশের প্রতি ভালোবাসা
গ নৈতিক শিক্ষার প্রতি ভালোবাসা
ঘ ঈশ্বরের প্রতি ভালোবাসা
২১. জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও-
ক ভালো
খ বড়
গ ছোট
ঘ উত্তম
২২. কার্তবীর্যার্জুন কেমন প্রকৃতির লোক ছিলেন?
ক কর্তব্যপরায়ণ ও দেশপ্রেমিক
খ কর্তব্যকর্মে অমনোযোগী
গ স্বেচ্ছাচারী
ঘ স্বার্থান্বেষী
২৩. গুপ্তচরদের মুখে খবর পেয়ে সুযোগ বুঝে রাবণ কী করলেন?
ক রাজ্য আক্রমণ করলেন
খ রাজ্য রক্ষা করলেন
গ রাজ্যে গুপ্তচর পাঠালেন
ঘ রাজ্য পাহারা দিলেন
২৪. কার্তবীর্যার্জুন অবকাশ যাপন ত্যাগ করে সোজা যুদ্ধক্ষেত্রে চলে এলেন কেন?
ক দেশ শত্র“মুক্ত করতে
খ সন্ধি স্থাপন করতে
গ যুদ্ধ জয়ের জন্য
ঘ পুলস্ত্যমুনির সাথে সাক্ষাৎ করতে
২৫. দেশপ্রেমের জ্বলন্ত প্রমাণ কোনটি?
ক ১৯৭১ এর মুক্তিযুদ্ধ
খ ১৯৪৭ সনের দেশ বিভাগ
গ ১৯৭২ এর নির্বাচন
ঘ ১৯৭৫ এর সামরিক অভ্যুত্থান
২৬. মানুষ কীভাবে বসবাস করে?
ক সুশৃখলভাবে
খ সমাজবদ্ধভাবে
গ বিশখলভাবে
ঘ অসহায়ভাবে
২৭. মাতৃভূমির প্রতি মমত¦বোধই-
ক দেশপ্রেম
খ অধ্যবসায়
গ দেশজয়
ঘ কৃতজ্ঞতা
২৮. পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন সকলেই ছিলেন-
ক বীর
খ দেশপ্রেমিক
গ যোদ্ধা
ঘ স্বেচ্ছাচারী
২৯. ‘আমার রাজ্য আক্রান্ত। আমার মাতৃভূমি শত্র“র বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত! আমি এখনই যুদ্ধে যাব।’ একথা বলেছিলেন-
ক একলব্য
খ ক্ষুদিরাম
গ মাস্টার দা
ঘ কার্তবীর্যার্জুন
৩০. দেশপ্রেম-
ক ধর্মের অঙ্গ
খ একটি গুণ
গ একটি কর্ম
ঘ একটি বিবেক
৩১. জীবনসংগ্রামে সাফল্য লাভের মূলমন্ত হচ্ছে-
ক দেশপ্রেম
খ অধ্যবসায়
গ কর্তব্যকর্ম
ঘ সৎসঙ্গ
৩২. একাগ্রতা, ধৈর্য, দায়িত¦শীলতা ও কর্তব্যপরায়ণ মনোভাবের সমন্বয়ে যে বিশেষ নৈতিক গুণ মানুষের মধ্যে জাগ্রত হয় তাকেই বলা হয়-
ক দেশপ্রেম
খ নৈতিকতাবোধ
গ অধ্যবসায়
ঘ সমাজসেবা
৩৩. যে জাতি যত বেশি অধ্যবসায়ী, সে জাতি তত বেশি-
ক অনুন্নত
খ গর্বিত
গ উন্নত
ঘ সমাদৃত
৩৪. পুলস্ত্যমুনির মাধ্যমে কীসের ভিত্তিতে কর্তবীর্যর্জুনের সাথে রাবণের মধ্যে মৈত্রী স্থাপিত হলো?
ক অগ্নিসাক্ষী
খ ধর্মগ্রন্থ বেদ সাক্ষী
গ সমুদ্রে সাক্ষী
ঘ মন্দির সাক্ষী
৩৫. আÍকেন্দ্রিক মানুষ কখনো কী হয় না?
ক অধ্যবসায়ী
খ দেশপ্রেমিক
গ অহংকারী
ঘ বিরাগী
৩৬. কার্তবীর্যার্জুন ও রাবণের সাথে ভীষণ যুদ্ধ শুরু হলো। একপক্ষ আক্রমণকারী অপরপক্ষ কী?
ক বিষন্ন
খ আক্রান্তু
গ প্রতিহত
ঘ নির্যাতিত
►► আরো দেখো: ৮ম শ্রেণির হিন্দুধর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post