অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৮ম অধ্যায় : ব্যক্তি, সমাজ বা জাতি ও বৈশ্বিক পর্যায়ে একজন ব্যক্তি বা জাতির আচরণ অন্য ব্যক্তি ও সমাজ বা জাতির প্রতি কেমন হবে, তা নির্ধারণের মাপকাঠিই হচ্ছে নৈতিক মূল্যবোধ | এই মূল্যবোধ কতিপয় গুণের সমন্বয়ে গড়ে ওঠে, যেমন- মানবতাবোধ, সৎসাহস, ন্যায়বিচার, সৎসঙ্গ, সংযম, অহিংসা প্রভৃতি ।
আমরা জানি, নৈতিক মূল্যবোধের মাপকাঠিতে বিচার করা যায় কে বা কোন জাতি কতটা সভ্য। ব্যক্তি ও সামাজিক ক্ষেত্রে ধর্ম নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে । আবার নৈতিক মূল্যবোধ থেকে বোঝা যায়, কে কতটা ধর্মীয় মহৎ আদর্শ লালন করে । সুতরাং ধর্মের সঙ্গে নৈতিক মূল্যবোধের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। হিন্দুধর্মের ক্ষেত্রেও একথা প্রযোজ্য ।
অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৮ম অধ্যায়
১. ‘নীতি’ কথাটির অর্থ কী?
ক ভালো কাজে উদ্বুদ্ধ হওয়া
খ মন্দ কাজে উদ্বুদ্ধ হওয়া
গ জ্ঞানীর পরিচয় দেওয়া
ঘ বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া
২. প্রহ্লাদের পুত্রের নাম কী?
ক বিরোচন
খ সুধন্বা
গ অভয়চরণ
ঘ শিবচন্দ্র
৩. ‘মূল্য’ কথাটা দ্বারা কী বোঝায়?
ক মান
খ দাম
গ প্রকৃতি
ঘ অবস্থা
৪. যোগশাস্ত্রে ধর্মের কয়টি ভিত্তির কথা বলা হয়েছে?
ক দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
৫. এক সঙ্গে বসবাস করতে গিয়ে মানুষ যে প্রতিষ্ঠান গড়ে তোলে তার নাম কী?
ক সমাজ
খ গোত্র
গ বংশ
ঘ উপাধি
৬. প্রহ্লাদের ছেলের নাম কী?
ক একলব্য
খ বিরোচন
গ সুধন্বা
ঘ বৃত্ত
৭. ব্রাহ্মণ ছেলেটির নাম কী?
ক সুধন্বা
খ বিরোচন
গ একলব্য
ঘ বৃত্ত
৮. ‘সংযম’ কথাটির অর্থ কী?
ক আÍরক্ষা করা
খ বিশ্বাসী হওয়া
গ নিজেকে নিয়ন্ত্রণ রাখা
ঘ পরোপকারী হওয়া
৯. ‘দম’ শব্দের অর্থ কী?
ক দমন করা
খ দান করা
গ দয়া করা
ঘ দয়ালু হওয়া
১০. ‘ইন্দ্রিয়নিগ্রহ’ শব্দের অর্থ কী?
ক ইন্দ্রিয়কেদূরে রাখা
খ ইন্দ্রিয়কে নিকটে রাখা
গ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা
ঘ ইন্দ্রিয়প্রবণ
১১. যোগশাস্ত্রে ধর্মের কয়টি ভিত্তির কথা বলা হয়েছে?
ক দুটি
খ তিনটি
গ চারটি
ঘ পাঁচটি
১২. সংযম ছাত্রজীবনের কী?
ক অঙ্গ
খ অবলম্বন
গ চলার পথ
ঘ চিরসাথী
১৩. যোগশাস্ত্রে কয়টি অঙ্গের কথা বলা হয়েছে?
ক ৫টি
খ ৬টি
গ ৭টি
ঘ ৮টি
১৪. অহিংসা ধর্মের কী?
ক অঙ্গ
খ বহিরাঙ্গ
গ অকল্যাণ
ঘ অশান্তি
১৫. কোনো অবস্থাতেই আমরা জীবকে কী করব না?
ক উপেক্ষা
খ ধ্বংস
গ হিংসা
ঘ অবিচার
১৬. শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশ অনুসরণ করে ক্রোধ ও ঈর্ষাকে আমরা কোথায় রাখব?
ক সন্নিকটে
খ দূরে
গ হৃদয়ে
ঘ বুকে
১৭. এইডস রোগের ভাইরাসটির নাম কী?
ক এইচআইভি
খ এএইচভি
গ এইচভি
ঘ আরআরভি
১৮. এইডস রোগ কীসের থেকে হয়?
ক অতি ক্ষুদ্রাকৃতির জীবাণু থেকে
খ ক্ষুদ্রাকৃতির যেকোনো জীবাণু থেকে
গ অব্যবহৃত সিরিঞ্জ থেকে
ঘ যেকোনো জীবাণু থেকে
১৯. ‘সকল জীবে অহিংসা পরম ধর্ম বলে জানবে’- ভীষ্ম এ উপদেশ কাকে দিয়েছিলেন?
ক যুধিষ্ঠিরকে
খ অর্জুনকে
গ ভীমকে
ঘ সহদেবকে
২০. ঈশ্বর জীবের মধ্যে কীরূপে বিরাজ করেন?
ক আÍারূপে
খ জীবরূপে
গ দেবতারূপে
ঘ সৃষ্টিরূপে
২১. নৈতিকতাবোধ জাগ্রত হয় কোত্থেকে?
ক নৈতিক শিক্ষা
খ জীবনযাপন
গ জীবনধারা
ঘ আচার-অনুষ্ঠান
২২. সকল মানুষের কী থাকা প্রয়োজন?
ক শিক্ষা
খ মূল্যবোধ
গ সংস্কার
ঘ শিল্পজ্ঞান
২৩. সৎলোক কারও ক্ষতি তো করেনই না বরং পারলে কী করেন?
ক উপকার
খ অপকার
গ ভর্ৎসনা
ঘ সহযোগিতা
২৪. লোহাকে স্বর্ণে পরিণত করে কোনটি?
ক সবুজ পাথর
খ কালো পাথর
গ নীল পাথর
ঘ পরশ পাথর
২৫. সৎসঙ্গের ‘আদর্শ’-এর কথা আমরা কোথা থেকে পাই?
ক বই পুস্তক
খ ধর্মগ্রন্থ
গ মহাপুরুষদের বাণী
ঘ সৎসঙ্গ
২৬. মূল্যবোধকে যখন নীতির সঙ্গে স¤ক্সর্কিত করে দেখা হয় তখন তাকে বলা হয়-
ক মূল্যবোধ
খ নৈতিক মূল্যবোধ
গ আদর্শবোধ
ঘ নীতিবোধ
২৭. ধর্মের সঙ্গে নৈতিক মূল্যবোধের রয়েছে-
ক গভীর স¤ক্সক
খ গভীর অমিল
গ পর¯ক্সর বিপরীত
ঘ অন্যের সহায়ক
২৮. ন্যায়বিচার করা হয় কোনো পক্ষের প্রতি?
ক পক্ষপাতিত¦ না দেখিয়ে
খ পক্ষপাতিত¦ করে
গ স্বজনপ্রীতি করে
ঘ সুপারিশ করে
২৯. শ্রীধর কোথায় বাস করত?
ক গ্রামে
খ শহরে
গ বন্দরে
ঘ নগরে
৩০. সংযম জীবনের-
ক বন্ধু
খ সহায়ক
গ সহপাঠী ঘ চলার পথ
৩১. এইডস একটি-
ক সংক্রামক রোগ
খ পানিবাহিত রোগ
গ মারাÍক রোগ
ঘ ছোঁয়াচে রোগ
৩২. “যিনি নিষ্ঠুর আচরণ করেন না, কাউকে হিংসা করেন না, তিনি স্বর্গলোক জয় করতে পারেন।” কোন গ্রন্থে বলা হয়েছে?
ক বেদ
খ গীতায়
গ উপনিষদে
ঘ মনুসংহিতায়
৩৩. ‘পাপকে ঘৃণা কর, পাপীকে নয়’- কোন ধর্মে বলে?
ক খ্রিষ্টধর্মে
খ ইসলামধর্মে
গ হিন্দুধর্মে
ঘ বৌদ্ধধর্মে
৩৪. ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।’- এটি কী?
ক প্রবচন
খ নীতিবাক্য
গ ঋণাÍক বচন
ঘ প্রবাদবাক্য
►► আরো দেখো: ৮ম শ্রেণির হিন্দুধর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম mcq ৮ম অধ্যায় প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post