জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের গবেষণা পদ্ধতিশাস্ত্র সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: গবেষণা পদ্ধতিশাস্ত্র, বিষয় কোড: ২৪২৫১৭।
গবেষণা পদ্ধতিশাস্ত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. সিকিউরিটি বিশ্লেষণ কি?
উত্তর : সিকিউরিটি বিশ্লেষণ বলতে মূলত ঝুঁকি আয় বৈশিষ্ট্যের ভিত্তিতে সিকিউরিটি সমূহের যাচাই-বাছাইকে বুঝায়।
২. দক্ষ পোর্টফোলিও কি?
উত্তর : যে পোর্টফোলিওতে নির্দিষ্ট ঝুঁকি স্তরে সর্বোচ্চ আয় পাওয়া যায় তাকে দক্ষ পোর্টফোলিও বলে।
৩. ঝুঁকি বলতে কি বুঝায়?
উত্তর : আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে।
৪. একটি স্টকের বেটা সহগ ০.৭ বলতে কি বুঝ?
উত্তর : একটি স্টকের বেটা সহগ ০.৭ বলতে বুঝায় বাজার আয় পরিবর্তনের ফলে স্টকের আয় ০.৭ গুণ পরিবর্তিত হবে।
৫. স্বল্প বিক্রয় কি?
উত্তর : স্বল্প বিক্রয় হলো অন্যের শেয়ার বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা।
৬. সর্বোত্তম পোর্টফোলিও কি?
উত্তর : সর্বনিম্ন ঝুঁকি গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ প্রতিদানের আশায় যে প্রচেষ্টা করা হয় তাকে সর্বোত্তম পোর্টফোলিও বলে।
৭. ঝুঁকি প্রিমিয়াম কি?
উত্তর : ঝুঁকি গ্রহণের জন্য ঝুঁকিহীন আয় অপেক্ষা বিনিয়োগকারীদের যে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করা হয় তাকে ঝুঁকির প্রিমিয়াম বলে।
৮. অবলেখকের কমিশন কি?
উত্তর : বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিকিউরিটি বিক্রয় করে যে আয় অর্জন করে তাকে অবলেখকের কমিশন বলে।
৯. আর্বিট্রেজ কি?
উত্তর : অপেক্ষাকৃত কম বিনিয়োগের মাধ্যমে সমান মুনাফা অর্জন করার প্রক্রিয়াকে আর্বিট্রেজ বা মিমাংসা বলে।
১০. বন্ড ইনডেঞ্চার কি?
উত্তর : বন্ড-ইনডেঞ্চার এমন একটি আইনসম্মত দলিল যাতে বন্ডহোল্ডারের অধিকার এবং বন্ড ইস্যুকারীর দায়িত্ব উল্লেখ থাকে।
১১. অপশন কি?
উত্তর : যে চুক্তি দ্বারা ক্রেতা-বিক্রেতার ক্রয়-বিক্রয় সংক্রান্ত অধিকার সংরক্ষণ করা হয় তাকে অপশন বলে।
১২. মেয়াদপূর্তি আয় হার কি?
উত্তর : ঋণপত্র বন্ডের উপর প্রত্যাশিত উপার্জন হার।
১৩. পোর্টফোলিও ব্যবস্থাপনা কি?
উত্তর : যেকোনো ঝুঁকির মাত্রায় প্রত্যাশিত প্রতিদান অর্জনের জন্য বিনিয়োগকারীকে সিকিউরিটিজ নির্বাচনের সহায়ক পদ্ধতিকে পোর্টফোলিও ব্যবস্থাপনা বলে।
১৪. ওটিসি মার্কেট কি?
উত্তর : যে সকল সিকিউরিটিসমূহ ব্রোকারেজ হাউজের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের পরিবর্তে সরাসরি ফ্লোরে বসে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নগদে লেনদেন করা হয় তাকে ওটিসি বা Over the Counter Market বলে।
১৫. মার্কেট অর্ডার কি?
উত্তর : কোনো বিনিয়োগকারী কর্তৃক নির্দিষ্ট মূল্য উল্লেখ না করে তার ব্রোকারের নিকট সিকিউরিটি ক্রয় বা বিক্রয়ের অর্ডার দেয়াকে মার্কেট অর্ডার বলে।
১৬. মার্জিন কল কি?
উত্তর : মার্জিনের পরিমাণ রক্ষণাবেক্ষণ মার্জিনের নিচে নেমে গেলে সমন্বয়ের উদ্দেশ্যে ব্রোকারেজ ফার্ম বিনিয়োগকারীকে যে তাগাদা দেয় তাকে মার্জিন কল বলে।
১৭. CAPM অনুসারে ন্যূনতম আয়ের হারের সূত্রটি লিখ।
উত্তর : CAPM অনুসারে ন্যূনতম আয়ের হারের সূত্রটি E (R) = Rf + (Rm – R f) β.
১৮. ভগ্ন বিন্দু কি?
উত্তর : গুরুত্ব প্রদত্ত গড় মূলধনের ব্যয় বৃদ্ধি না করে যে পরিমাণ অর্থায়ন করা সম্ভব তাকে ভগ্ন বিন্দু বলে।
১৯. মূলধন ব্যয় কি?
উত্তর : কোনো নির্দিষ্ট উৎস থেকে মূলধন সংগ্রহ করলে সেই উৎসের মালিককে প্রতিদান হিসেবে যে অর্থ প্রাদান করতে হয় তাকে মূলধন ব্যয় বলে।
২০. ট্রেজারি বিল কি?
উত্তর : পরিশোধের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে সরকার যে স্বল্পমেয়াদি বিল ইস্যু করে তাকে ট্রেজারি বিল বলে।
২১. পূর্ব ক্রয় অধিকার কি?
উত্তর : পুরাতন শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার ক্রয়ের অধিকারকে পূর্ব-অধিকার বা প্রি-এমটিভ রাইট বলে।
২২. শূন্য কুপন বন্ড কাকে বলে?
উত্তর : যে বন্ডের ধারককে কোনো সুদ প্রদান করা হয় না তাকে শূন্য কুপণ বন্ড বলে।
২৩. Risk-Return Trade-off কি?
উত্তর : কম ঝুঁকির জন্য কম আয় এবং অধিক ঝুঁকির জন্য অধিক আয়, এভাবে ঝুঁকি ও আয়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করাকে ঝুঁকি আয় সমন্বয় (Risk-Return Trade-off) বলা হয়।
২৪. মূলধন বাজার রেখা কি?
উত্তর : ঝুঁকিমুক্ত বিনিয়োগের আয় এবং বাজার বিনিয়োগের আয়ের সংযোগকারী রেখাকে মূলধন বাজার রেখা বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রত্যক্ষ ও পরোক্ষ বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখাও।
২. আধুনিক পোর্টফোলিও তত্ত্বটি বর্ণনা কর।
৩. সাধারণ শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও।
৪. কাম্য বা সুষম মূলধন কাঠামো বলতে কি বুঝ?
5. Mohona Company Ltd. currently pays a annual dividend of Tk. 10 which is expected to grow at 6% constantly cost of common stock is 12%. Calculate the value of common stock.
6. A 12%, 10 years bond of Tk. 5,000 has been issued at 5% discount and redeemable at 5% premium. It flotation cost is 2%, calculate its approximate YTM.
7. Assume both portfolios A and B are well diversified, E (R) of A = 13.5% and E (R) of B = 14.8%. If the economy has only one factor and beta of A = 1.0 while beta of B = 1.2. What must be the risk-free rate?
8. The square company’s expected annual net operating income (EBIT) is 12.5% the number of shares of the company is 2400. Find out the overall cost (Ko) of the firm and market price per share.
৯. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য বর্ণনা কর।
১০. মূলধন ব্যয়ের অনুমিত শর্তাবলি কি?
১১. মুদ্রাবাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১২. APM কিভাবে CAPM থেকে উৎকৃষ্ট?
13. Mir Bannya bought 250 shares of common stock of AB Co. Ltd. for Tk. 8,750, After on year she sold the stocks for Tk. 10,000. During the year AB Co. Ltd. declared and paid dividend @ Tk. 1.50 per share. Both of purchase and sales value are excluding brokerage commission @ 0.4% on transaction value.
Find out the rate of return on her investment.
14. Lawrence industries most recent annual dividend was Tk. 20 per share. It is expected to grow @ 20% for the next four years and followed by @ 8% constant growth rate from year 5 to infinity.
If the required rate of return is expected to be 15% find out the price at which the shares should sell. (PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
16. The observed return, Beta and Residual Variance of portfolio X are 0.15, 1.20 and 0.06 respectively. The Risk free rate is 5%. The return on the market portfolio is 0.12 and the standard deviation of the market is 0.04. Compute the Sharp Index for portfolio X.
18. Silva Line Co. Ltd. supplies you the following data:
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. (ক) ওয়ারেন্ট কি? ওয়ারেন্ট ইস্যুর কারণ বর্ণনা কর।
(খ) প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
২. (ক) ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক বর্ণনা দাও।
(খ) প্রয়োজনীয় আয় হারের নির্ধারকসমূহ আলোচনা কর।
৩. (ক) NI ও NOI তত্ত্বের পার্থক্যসমূহ লিখ।
(খ) NI তত্ত্বের শর্তাবলি কি কি?
4. Assume an initial margin requirement of 50% and a maintance margin of 30%. An investor buys 200 shares of stock on margin at Tk. 60 per share. The price of the stock subsequently drops to Tk. 50.
Required:
(i) What is the actual margin at Tk. 50?
(ii) The price per share raised to Tk. 55. Is the account restricted?
(iii) If the price declines to Tk. 49 is there a margin call?
(iv) Assume the price declines to Tk. 45. What is the amount of margin call?
5. (K) CML I SML এর মধ্যে পার্থক্য বর্ণনা কর।
(L) A stock has an expected retum of 16.25 percent, A beta of 1.75 and the expected retum on the market is 11 percent. What must the risk free rate be?
6. The following information is available for stock X, Y and Z: (PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
Required:
(i) Calculate the expected rate of return for each stock.
(ii) Calculate the standard deviation for each stock.
(ii) Assume Mr. Nihan invests his Tk. 5,00,000 portfolios into X Tk. 1,00,000 and rest of them equally into stock Y and Z equally. What is your portfolio return?
7. Banani Ltd. currently pays an annual dividend of Tk. 18 per share of common stock. The required rate of return of common stock of the company is 12%. Estimate the value of the common stock under assumptions that dividends are expected to grow at an annual rate of 5% for each of the next 3 years followed by a constant growth rate of 4% from year 4 to infinity.
১১. (ক) অপসন ও ফিউচারের মধ্যে পার্থক্য নির্ণন কর।
(খ) Mr. Afnan, an investor, buPs 5,000 shares of common stock of Square Pharma Ltd. @ Tk. 50 each from broker, where he has put pu Tk. 1,25,000 to initiate the transaction. You are required to find out:
(i) The initial margin;
(ii) The actual margin when the share price drops to Tk. 45 per share. Does the investor need to satisfy a call margin if the maintenance margin is 35%?
(iii) What is the amount of margin call at a market price of Tk. 40?
13. Company U and Company L are identical in every respect that U is unleveled, while L has.Tk. 10,00,000 of 5% bonds outstanding.
Assume that:
(i) All of the M-M assumptions are met;
(ii) There are 40% corporate taxes;
(iii) The EBIT is Tk. 2,00,000;
(iv) The cost of equity to company U is 10%.
Required:
(a) The value of U firm.
(b) The value, of L firm.
(c) The cost of equity of U firm.
(d) The cost of equity of L firm.
(e) WẠCC of L firm.
১৪. (ক) বন্ড কি? বন্ডের বৈশিষ্ট্য বর্ণনা দাও।
(খ) A 10 year, 14% semi-annual coupon bond just been issued with per value Tk. 10,000, may be called in 4 years at a call price of Tk. 10,600. 6
The bond sells for Tk. 11,000.
Required:
(i) Find out the bond’s yield to maturity.
(ii) Find out the bond’s current yield.
(iii) What is the bond’s yield to call?
১৫. (ক) অপসন চুক্তির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
১৬. (ক) বিনিয়োগ কোম্পানির শেয়ার কিভাবে মূল্যায়ন করা হয়?
(খ) আবদ্ধ-প্রান্ত ও খোলা-প্রান্ত বিনিয়োগ কোম্পানির মধ্যে পার্থক্য বর্ণনা কর।
(গ) শার্প পোর্টফোলিও দক্ষতা পরিমাপ কৌশলটি বর্ণনা কর।
আরো দেখো : হিসাববিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান গবেষণা পদ্ধতিশাস্ত্র সাজেশন pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post