হিসাববিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় প্রশ্নের উত্তর : বর্তমান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক অনন্য ভূমিকা পালন করে আসছে। ব্যবসা বাণিজ্যের সকল প্রকার লেনদেনসমূহ ব্যাংকের মাধ্যমে নিস্পত্তি হয়ে থাকে।
সুতরাং কারবারে রক্ষিত নগদান বহি এবং ব্যাংকে রক্ষিত হিসাব বিবরণী একটি নির্দিষ্ট সময়ে সমান হওয়ার কথা। কিন্তু গড়মিলের কারণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা আবশ্যক।
হিসাববিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় প্রশ্নের উত্তর
ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য
১। গড়মিলের কারণ নির্ণয়: ব্যাংক আমানতকারীর হিসাব রক্ষণাবেক্ষণ করেন। কাজেই আমানতকারীর নগদান বহির “ব্যাংক কক্ষের” উদ্বৃত্তের সাথে ব্যাংকে রক্ষিত “হিসাব বিবরণীর” উদ্বৃত্তের সাথে মিল হওয়ার কথা। কিছু কিছু লেনদেনের জন্য একটি নির্দিষ্ট তারিখে উভয় বহির সাথে গড়মিল দেখা দেয়। যেমন আমানতকারী কর্তৃক চেকের টাকা আদায়ের জন্য জমা, ব্যাংক চার্জ এবং মঞ্জুরীকৃত সুদ প্রভৃতি। যে সমস্ত এন্ট্রির জন্য গড়মিল দেখা দেয় তা খুঁজে বের করে সমন্বয় করা প্রয়োজন।
২। প্রকৃত ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয়: নগদান বহির ব্যাংক কক্ষের উদ্বৃত্তের সাথে ব্যাংকে রক্ষিত হিসাব বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের এন্ট্রিগুলো সমন্বয়পূর্বক প্রকৃত ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করা হয়।
৩। হিসাবের গাণিতিক নির্ভুলতা: যেহেতু কিছু কিছু এন্ট্রির জন্য দুই বহির গড়মিল পরিলক্ষিত হয় সেই এন্ট্রিগুলো সমন্বয় পূর্বক হিসাবের গাণিতিক নির্ভুলতা প্রমাণ করা যায়।
৪। অভ্যন্তরীন নিয়ন্ত্রণ: অভ্যন্তরীন নিয়ন্ত্রণের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রধান উদ্দেশ্য।
৫। নিরীক্ষা কার্যে সহায়তা: হিসাব শুদ্ধভাবে রক্ষিত না হলে নিরীক্ষা কার্য সম্পাদন করা যায় না। কাজেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে নিরীক্ষা কার্য সম্পাদন করা সহজতর হয়।
৬। ভুল ত্রুটি উৎঘাটন: নগদান বহি এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে যে সকল এন্ট্রির জন্য পার্থক্য দেখা দেয় তা খুঁজে বাহির করা সহজ হয়। ভুল ত্রুটি উৎঘাটন করে সমন্বয় করাই এই বিবরণীর মুখ্য উদ্দেশ্য।
৭। নিখুঁত আর্থিক বিবরণী প্রস্তুত: ভুল ত্রুটি সমন্বয়পূর্বক নিখুঁত আর্থিক বিবরণী প্রস্তুত করাই ইহার মুখ্য উদ্দেশ্য।
৮। ভুল বুঝাবুঝির অবসান: আমানতকারী ও ব্যাংক কর্মকর্তা একত্রে বসে নগদান বহির উদ্বৃত্তের সাথে ব্যাংকে রক্ষিত হিসাব বিবরণীর উদ্বৃত্তের গড়মিলের কারণগুলো বিশ্লেষণপূর্বক সমন্বয় সাধন করে থাকেন। এতে করে উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটে।
বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণ
১। জমাকৃত চেক: আমানতকারী চেকের টাকা আদায়ের জন্য ব্যাংকে প্রেরণ করলে তিনি তার নগদান বহির ব্যাংক কলামের ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করে রাখেন। ফলে নগদান বহিতে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়। কিন্তু ব্যাংক উক্ত চেকের টাকা আদায় না হওয়া পর্যন্ত মক্কেলের হিসাব বিবরণীতে লিপিবদ্ধ করেন না। এ জন্যই দুইটি হিসাবের পার্থক্য দেখা দেয়।
২। ইস্যুকৃত চেক: আমানতকারী কোন কারণে পাওনাদারকে চেক ইস্যু করলে তিনি তার নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিট পার্শ্বে লিপিবদ্ধ করেন। ফলে নগদান বহির ব্যাংক উদ্বৃত্ত কমে যায়। পাওনাদার উক্ত চেকটি ব্যাংকে উপস্থাপন না করা পর্যন্ত ব্যাংক তার মক্কেলের হিসাব বিবরণীতে লিপিবদ্ধ করতে পারেন না। কাজেই দুইটি হিসাবের মধ্যে গড়মিল দেখা দেয়।
৩। ব্যাংক কর্তৃক সরাসরি আদায়: ব্যাংক আমানতকারীর পক্ষে লভ্যাংশ, বিনিয়োগের সুদ, প্রাপ্য হিসাবের টাকা সরাসরি আদায় করে আমানতকারীর হিসাবে ক্রেডিট করে অর্থাৎ ব্যাংকে আমানতকারীর জমা টাকার পরিমাণ বেড়ে যায়। কিন্তু আমানতকারী এই ঘটনা না জানা পর্যন্ত তার নগদান বহির ব্যাংক কলামে ডেবিট করতে পারেন না। ফলে এই দুই
হিসাবের মধ্যে গড়মিল দেখা দেয়।
৪। ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ: ব্যাংক আমানতকারীর পক্ষ হয়ে বা তার স্থায়ী নির্দেশে প্রদেয় হিসাবের টাকা, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধ করে মক্কেলের হিসাবে ডেবিট করে দেয় অর্থাৎ আমানতকারীর ব্যাংক ব্যালেন্স কমিয়ে দেয়। কিন্তু আমানতকারী এই ঘটনা না জানা পর্যন্ত তার নগদান বহির ব্যাংক কলামে ক্রেডিট করতে
পারেন না। ইহার ফলে এই দুই হিসাবের মধ্যে গড়মিল দেখা দেয়।
৫। ব্যাংকে জমাকৃত চেক ও প্রাপ্য নোটের অমর্যাদা: প্রাপ্য নোট এবং চেকের টাকা আদায়ের জন্য আমানতকারী তার ব্যাংকে জমা দিলে তিনি তার নগদান বহির ব্যাংক কলামে ডেবিট করে থাকেন। কিন্তু উক্ত নোট এবং চেকের টাকা আদায় না হলে ব্যাংক আমানতকারীর হিসাবে লিপিবদ্ধ করেন না। ফলে এই দুইটি হিসাবের মধ্যে গড়মিল দেখা দেয়।
৬। প্রদেয় নোট ও ইস্যুকৃত চেকের অমর্যাদা: প্রদেয় নোট পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হলে বা চেক ইস্যু করা হলে আমানতকারী তার নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিট পার্শ্বে এন্ট্রি দিয়ে থাকেন। কিন্তু ব্যাংক উক্ত নোট এবং চেকের টাকা পরিশোধ না করলে অর্থাৎ আমানতকারীর হিসাবে ডেবিট না করলে উক্ত দুটি হিসাবের মধ্যে গড়মিল
দেখা দেয়।
৭। মঞ্জুরীকৃত সুদ: আমানতকারীর ব্যাংক হিসাবে যে উদ্বৃত্ত অর্থ ব্যাংকে জমা থাকে এই জমাকৃত টাকার উপর নির্দিষ্ট হারে ব্যাংক সুদ মঞ্জুর করে তার হিসাবে ক্রেডিট করে থাকেন। এই ঘটনাটি আমানতকারী না জানা পর্যন্ত তার নগদান বহির ব্যাংক কলামে ডেবিট করেন না। ফলে দুইটি বহির মধ্যে পার্থক্য দেখা দেয়।
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। ব্যাংক বিবরণী কী?
ক) ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত আমানতকারীর হিসাব বিবরণী।
খ) ব্যাংকে টাকা জমা দেওয়ার বিবরণী।
গ) ব্যাংক হতে টাকা উঠানোর বিবরণী।
ঘ) এটি একটি সমন্বয় বিবরণী।
২। ব্যাংক সমন্বয় বিবরণী কী?
ক) ব্যাংকে টাকা জমা দেওয়ার বিবরণী।
খ) ব্যাংক হতে টাকা উঠানোর বিবরণী।
গ) নগদান বহি এবং হিসাব বিবরণীর উদ্বৃত্তের মিলকরণ বিবরণী।
ঘ) ব্যাংকে টাকা জমা দেওয়া এবং উঠানোর বিবরণী।
৩। পাশ বহি কী?
ক) ব্যাংকে টাকা জমা দেওয়ার বহি।
খ) ব্যাংক হতে টাকা তুলে আনার বহি।
গ) ব্যাংক লেনদেনের একটি বিবরণী বহি।
ঘ) ব্যাংকে আমানতকারীর নামে রক্ষিত হিসাবের লেনদেন সংক্রান্ত নকল বিবরণীই পাশ বহি।
৪। লেনদেনের প্রমাণ স্বরূপ বর্তমানে ব্যাংক আমানতকারীকে সরবরাহ করে নিচের কোনটি?
ক) ব্যাংক সমন¦য় বিবরণী
খ) হিসাব বিবরণী
গ) পাশ বহি
ঘ) কোনটিই নয়
৫। চেক ইস্যু করা হয়েছে কিন্তু প্রাপক কর্তৃক উপস্থাপিত হয় নি ফলে কোনটি বেশী দেখানো হবে?
ক) নগদান বহি
খ) চেক বই
গ) ব্যাংকের হিসাব বিবরণী
ঘ) জমা বই
৬। ২০,০০০ টাকার একখানা চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই তথ্য হতে নিচের কোনটি সঠিক ?
ক) নগদান বইয়ে ২০,০০০ টাকা বেশি দেখানো হবে।
খ) ব্যাংক বিবরণীতে ২০,০০০ টাকা কম দেখানো হবে।
গ) নগদান বইয়ে ২০,০০০ টাকা কম দেখানো হবে।
ঘ) চেক বইয়ে ২০,০০০ টাকা বেশি দেখানো হবে।
৭। ৫,০০০ টাকার চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ব্যাংক চেকের টাকা আদায় করতে পারেনি। তাহলে নিচের কোনটি সঠিক?
ক) ব্যাংক বিবরণীতে ৫,০০০ টাকা বেশি দেখানো হয়েছে।
খ) ব্যাংক বিবরণীতে ৫,০০০ টাকা কম দেখানো হয়েছে।
গ) নগদান বহিতে ৫,০০০ টাকা কম দেখানো হয়েছে।
ঘ) চেক বহিতে ৫,০০০ টাকা কম দেখানো হয়েছে
৮। “ব্যাংক বিবরণী” আমানতকারীর ব্যাংক হিসাবে কী?
ক) দলিল
খ) চুক্তি
গ) প্রতিচ্ছবি
ঘ) বিবরণী
৯। ইস্যুকৃত চেক সময়মতো ব্যাংকে উপস্থাপন না করা হলে নগদান বহি ও ব্যাংক বিবরণীর মধ্যে কী হবে?
ক) গড়মিল হয় না
খ) গড়মিল হয়
গ) মিল হয়
ঘ) সঠিক ব্যালেন্স হয় না
১০। ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,০০০ টাকা। আমানতকারীর বহিতে ডেবিট হবে কোনটি?
ক) নগদান হিসাব
খ) ব্যাংক হিসাব
গ) বিক্রয় হিসাব
ঘ) ক্রয় হিসাব
১১। নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১৫,৫০০ টাকা। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,৫০০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে। ব্যাংকে তার ব্যালেন্স কত?
ক) ১৯,০০০ টাকা
খ) ১২,০০০ টাকা
গ) ১৫,৫০০ টাকা
ঘ) ১২,৫০০ টাকা
১২। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ২১০০০ টাকা। পাওনাদারকে ইস্যুকৃত ৪৫০০ টাকার চেক ব্যাংক পরিশোধ করেনি। নগদান বহি অনুসারে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কত?
ক) ১৬,৫০০ টাকা
খ) ২৫,৫০০ টাকা
গ) ২১,০০০ টাকা
ঘ) ৩০,০০০ টাকা
১৩। নগদান বহি অনুসারে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ৩৫৮০০ টাকা। দেনাদার সরাসরি ১৫,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছেন। ব্যাংক বিবরণী অনুসারে ব্যালেন্স অথবা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কত?
ক) ব্যাংকে জমা ২০,৮০০ টাকা
খ) ব্যাংক জমাতিরিক্ত ৫০,৮০০ টাকা
গ) ব্যাংক জমাতিরিক্ত ২০,৮০০ টাকা
ঘ) ব্যাংকে জমা ৫০,৮০০
শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় প্রশ্নের উত্তর পেতে উপরের বাটনে ক্লিক করো। কোর্সটিকায় রয়েছে এইচএসসি সকল বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর। যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তাই নিয়মিত আমাদের শীট ও সাজেশনগুলাের আপডেট পেতে কোর্সটিকার YouTube চ্যানেলটি SUBSCRIBE করে নাও।
Discussion about this post