দশম শ্রেণি হিসাববিজ্ঞান ২য় অধ্যায় mcq : মানুষ সুপ্রাচীনকাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকালে প্রত্যেকে তাঁর প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত।
যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অকথার পরিবর্তন করে কেবল এ ঘটনাগুলো থেকেই লেনদেনের জনা হয়। সুতরাৎ দেখা যাচ্ছে সকল ঘটনাই লেনদেন হবে না। ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহকিত করা হয়।
দশম শ্রেণি হিসাববিজ্ঞান ২য় অধ্যায় mcq
১১২. লেনদেন হিসাববিজ্ঞানের
ক. কাঠি
খ. পিলার
ড়. মূলভিত্তি
ঘ. ব্যবসায়ের ভাষা
১১৩. লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
ক. ঘটনা থেকে
খ. আদান-প্রদান থেকে
ড়. অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
ঘ. অর্থসম্পর্কহীন ঘটনা থেকে
১১৪. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি
খ. ঘটনা
ড়. অর্থসম্পর্কিত ঘটনা
ঘ. দায়
১১৫. হিসাবরক্ষণের নিয়মকানুন জানার পূর্বে কোনটি জানা অপরিহার্য?
ড়. লেনদেন সম্পর্কে
খ. হিসাব সম্পর্কে
গ. রেওয়ামিল সম্পর্কে
ঘ. সবগুলোর সম্পর্কে
১১৬. যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই
ক. লেনদেন বলে
খ. খতিয়ান বলে
ড়. ঘটনা বলে
ঘ. রেওয়ামিল বলে
১১৭. দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের ফলে কী সৃষ্টি হয়?
ক. ব্যবসায়িক সম্পর্ক
খ. ব্যবসায়িক সমৃদ্ধি
গ. ব্যবসায়িক পরিবর্তন
ড়. ব্যবসায়িক লেনদেন
১১৮. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
ক. ক্রয়
খ. বিক্রয়
ড়. অবচয়
ঘ. বেতন
১১৯. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?
ক. হিসাবের দ্বৈতসত্তা
ড়. লেনদেন
গ. ব্যবসায়
ঘ. হিসাব
১২০. ‘Give and take’ শব্দের অর্থ কী?
ক. ঘটনা
খ. সেবা
ড়. দেওয়া ও নেওয়া
ঘ. ফরমায়েশ
১২১. হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রধান উপাদান কোনটি?
ড়. লেনদেন
খ. দুতরফা দাখিলা
গ. হিসাব
ঘ. জাবেদা
১২২. লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কোনটি?
ক. প্রতিদান
খ. সঞ্চয়পত্র
গ. ভাব-বিনিময়
ড়. গ্রহণ ও প্রদান
১২৩. লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হলো-
র. গ্রহণ ও প্রদান
রর. দেওয়া ও নেওয়া
ররর. Give and take
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
১২৫. ডিসেম্বর মাসে মোট অদৃশ্য লেনদেনের পরিমাণ কত হবে?
ড়. ২,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ. ৮,০০০ টাকা
ঘ. ১৩,০০০ টাকা
১২৬. লেনদেনসংক্রান্ত ঘটনা-
র. দৃশ্যমান হতে পারে
রর. অদৃশ্যমান হতে পারে
ররর. কখনই দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১২৭. অদৃশ্য আর্থিক ঘটনাগুলো কী হবে?
ক. লেনদেনবহির্ভূত
ড়. লেনদেন
গ. সম্ভাব্য লেনদেন
ঘ. হিসাব বহির্ভূত
১২৮. নিচের কোনটিকে আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়?
ক. বিজ্ঞাপন ব্যয়
খ. পণ্য ক্রয়
ড়. যন্ত্রপাতির অবচয়
ঘ. পণ্য বিক্রয়
১২৯. দ্বৈতসত্তা লেনদেনের একটি
ক. সুবিধা
খ. প্রয়োজনীয়তা
গ. উদ্দেশ্য
ড়. বৈশিষ্ট্য
১৩০. যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে কী বলে?
ক. অদৃশ্যমান ঘটনা
ড়. ঐতিহাসিক ঘটনা
গ. দৃশ্যমান ঘটনা
ঘ. সম্ভাব্য ঘটনা
১৩১. নিচের কোনটি ঐতিহাসিক ঘটনা?
ক. অনাদায়ি পাওনা
ড়. অনাদায়ি পাওনা সঞ্চিতি
গ. আগুনে পণ্য বিনষ্ট
ঘ. ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকের মৃত্যু
১৩২. লেনদেনের বৈশিষ্ট্য কয়টি?
ক. পাঁচটি
খ. ছয়টি
ড়. সাতটি
ঘ. আটটি
১৩৩. ঘটনা ও লেনদেন সম্পর্কে যে বিবরণটি সত্য নয়
ক. সকল লেনদেন ঘটনা
ড়. সব ঘটনাই লেনদেন
গ. সকল লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে
ঘ. লেনদেনগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়
১৩৪. ঘটনা ও লেনদেন
ড়. একই অর্থবোধক নয়
খ. একই অর্থবোধক
গ. একটি আরেকটির পরিপূরক
ঘ. উভয়ই পৃথক পৃথক হিসাব
১৩৫. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলোর প্রত্যেকটি-
ড়. স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
খ. পরস্পর সম্পর্কযুক্ত
গ. কখনো কখনো নির্ভরশীল ও স্বতন্ত্র
ঘ. সর্বদা দৃশ্যমান
১৩৬. কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়?
ক. অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
খ. স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
গ. অদৃশ্যমান লেনদেন
ড়. ব্যয় নিয়ন্ত্রণ
১৩৭. জনাব রফিকের ক্যাশ বাক্স থেকে ৫০০ টাকার দুটি নোট চুরি হয়েছে। এটি একটি ব্যবসায়িক লেনদেন। কেননা
র. এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে
রর. সাধারণ ঘটনা মাত্র
ররর. এতে দুটি পক্ষ জড়িত রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৩৮. লেনদেন সর্বদা পরিবর্তন আনে –
ক. মোট সম্পত্তির
খ. মোট দায়ের
গ. মোট মুনাফার
ড়. আর্থিক অবস্থার
১৩৯. লেনদেনের পক্ষ দুটি হলো –
ক. পাওনাদার ও দেনাদার
ড়. দাতা ও গ্রহীতা
গ. ক্রেতা ও বিক্রেতা
ঘ. মূল্য গ্রহণকারী ও প্রদানকারী
১৪০. লেনদেনের দ্বৈতসত্তা কীভাবে বিশ্লেষণ করা যায়?
ড়. একটি পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ প্রদান করবে
খ. কেবল একটি পক্ষ গ্রহণ করবে
গ. উভয়পক্ষ গ্রহণ করবে
ঘ. কেবল অপর পক্ষ গ্রহণ করবে
১৪১. “দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না।” লেনদেনের এই বৈশিষ্ট্যকে কী বলে?
ক. দাতাগ্রহীতা
খ. স্বয়ংসম্পূর্ণতা
গ. পরিপূর্ণতা
ড়. দ্বৈতসত্তা
১৪২. রকিব খরিদ্দারের নিকট ১,০০০ টাকার পণ্য বিক্রয় করে তিন দিন পরে ২০০ টাকা পায়-
ক. এখানে লেনদেন একটি
খ. লেনদেন দুটি সম্পর্কহীন
ড়. লেনদেন দুটি সম্পর্কযুক্ত ও স্বতন্ত্র
ঘ. লেনদেন দুটি সম্পর্কহীন ও স্বতন্ত্র
১৪৩. অবচয় একটি কারবারি লেনদেন, কেননা-
র. এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে
রর. এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
ররর. এতে দুটি পক্ষ জড়িত রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
১৪৪. কোনটি ব্যবসায়িক লেনদেন?
ড়. বিক্রয়ের উদ্দেশ্যে বাকিতে পণ্য ক্রয় ২,০০০ টাকা
খ. পণ্য বিক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল ৫,০০০ টাকা
গ. ৩,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ
ঘ. মাসিক ২,০০০ টাকা ভাড়ায় অফিস নেওয়ার সিদ্ধান্ত
১৪৫. কোন ঘটনাটি লেনদেন নয়?
ড়. আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ
খ. বেতন প্রদান
গ. মনিহারি দ্রব্যাদি ক্রয়
ঘ. সুদপ্রাপ্তি
১৪৬. ধারে পণ্য ক্রয় করা হলে হিসাব সমীকরণের কোন কোন উপাদান প্রভাবিত হয়?
ক. A ও L উপাদান
খ. A ও E উপাদান
ড়. L ও E উপাদান
ঘ. A ও E উপাদান
১৪৭. কোনটি ব্যবসায়ের জন্য শুধুমাত্র একটি ঘটনা?
ক. জামালের নিকট হতে ধারে পণ্য ক্রয় ২,০০০ টাকা
খ. পলাশের নিকট ৬,০০০ টাকা পণ্য বিক্রয়
ড়. তানিয়ার নিকট ২,০০০ টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
ঘ. পলাশ ২,৫০০ টাকার পণ্য ফেরত দিল
১৪৮. কোনটি লেনদেন নয়?
ক. পণ্য ক্রয় ১০০ টাকা
খ. পণ্য বিক্রয় ২০০ টাকা
গ. ধারে ক্রয় ৩০০ টাকা
ড়. পণ্য সরবরাহের ফরমায়েশ ৪০০ টাকা
১৪৯. ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল একটি –
ড়. কারবারি লেনদেন
খ. ব্যক্তিগত লেনদেন
গ. অব্যবসায়ী লেনদেন
ঘ. কোনো লেনদেন নয়
১৫০. করিম রহিমকে একটি কলম উপহার দিল। এটি
ক একটি লেনদেন
খ একটি বিনিময়
ড় কোনো লেনদেন নয়
ঘ পুঁজি
১৫১. কোনটি কারবারি লেনদেন নয়?
ক. পার্থের নিকট থেকে ৮,০০০ টাকার পণ্য খরিদ
ড়. সৌরভের নিকট একটি মূল্য তালিকা পাঠানো হলো
গ. কবিরের নিকট ৭,০০০ টাকা পণ্য বিক্রয় করা
ঘ. বিপ্লবের ১,০০০ টাকার পণ্য ফেরত দিল
১৫২. ক্রয় ব্যবস্থাপককে ৩,০০,০০০ টাকার পণ্য ক্রয়ের নির্দেশ দেওয়া হলো- এটি কোন ধরনের লেনদেন?
ক. দৃশ্যমান
খ. অদৃশ্যমান
গ. বাকিতে লেনদেন
ড়. লেনদেন নয়
১৫৩. নগদে মাল ক্রয় করা হলো ১০,০০০ টাকা। উক্ত লেনদেনের ফলে-
র. খরচ বৃদ্ধি পেল
রর. নগদ টাকা হ্রাস পেল
ররর. ব্যবসায়ের সম্পদ ও মালিকানাস্বত্বের পরিবর্তন হলো
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
১৫৪. বাকিতে পণ্য ক্রয় হলো-
র. বহিঃলেনদেন
রর. অদৃশ্যমান লেনদেন
ররর. দৃশ্যমান লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৫৫. মালিকের ছেলের স্কুলের বেতন নিজ তহবিল হতে প্রদান করলে সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন হয় না?
ক. A উপাদানের
খ. E উপাদানের
গ. L উপাদানের
ড়. A = L + E সমীকরণের উপাদানগুলোর
১৫৬. মি. করিমের ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলে তাদের বেতনের ৫% প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এটি ব্যবসায়িক লেনদেন নয়, কেননা-
র. এতে হিসাব সমীকরণের অ উপাদানের পরিবর্তন হয় নি
রর. এতে হিসাব সমীকরণের ঊ উপাদানের পরিবর্তন হয় নি
ররর. এতে হিসাব সমীকরণের খ উপাদানের পরিবর্তন হয় নি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
১৫৭. ‘বাকিতে আসবাবপত্র ক্রয়’ হিসাব সমীকরণের
ক. A বৃদ্ধি ও A হ্রাস
খ. A বৃদ্ধি E হ্রাস
গ. L বৃদ্ধি A হ্রাস
ড়. A বৃদ্ধি খ বৃদ্ধি
১৫৮. ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলে হিসাব
সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন হবে?
ক. শুধু A
খ. শুধু L
খ. শুধু E
ড়. A ও A
১৫৯. ‘আলমারি ক্রয় ১০,০০০ টাকা’ উক্ত ঘটনায় হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে?
ক. E উপাদানকে
ড়. A উপাদানকে
গ. A এবং E উপাদানকে
ঘ. A এবং L উপাদানকে
১৬০. ব্যবসায় হতে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০০ টাকা উত্তোলন করলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটে?
ক. A উপাদানের
ড়. A এবং E উপাদানের
গ. E উপাদানের
ঘ. L উপাদানের
১৬১. ব্যবসায় হতে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ১,০০০ টাকা উত্তোলন করলে সমীকরণে A = L + E উপাদানের পরিবর্তন ঘটে
র. অ উপাদান
রর. খ উপাদান
ররর. ঊ উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৬২. ব্যবসায়ের কর্মচারীদের বেতন প্রদান করা হলো। এটি কারবারি লেনদেন। কারণ-
র. এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে
রর. এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
ররর. এতে মালিকের ব্যক্তিগত খরচ বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ড় র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৬৩. বাট্টা প্রদত্ত হলে হিসাব সমীকরণের কী ঘটে?
ক. E উপকরণের হ্রাস ঘটে
খ. A উপকরণের হ্রাস ঘটে
গ. L উপকরণের হ্রাস ঘটে
ড়. E ও A উপকরণের হ্রাস ঘটে
১৬৪. অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের কোন উপাদানের হ্রাস ঘটে?
ক. E উপাদানের
খ. A উপাদানের
গ. L উপাদানের
ড়. A ও E উপাদানের
১৬৫. বাকিতে পণ্য বিক্রয় একটি
ক আন্তঃলেনদেন
খ নগদ লেনদেন
গ অদৃশ্য লেনদেন
ড় বহিঃলেনদেন
১৬৬. নিচের কোনটি অভ্যন্তরীণ লেনদেন?
ড়. বকেয়া বেতন
খ. প্রদেয় বিল
গ. অনাদায়ি পাওনা
ঘ. বাকিতে বিক্রয়
১৬৭. লেনদেনের ক্ষেত্রে বহির্ভূত থাকে
র. পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
রর. পণ্য ক্রয়ের জন্যে চুক্তিবদ্ধ হওয়া
ররর. চাকরির নিয়োগপত্র প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
১৬৮. ‘১০,০০০ টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়’ এই লেনদেনটি হিসাব সমীকরণ = L + E এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
ড়. শুধু A উপাদানের
খ. A এবং E উপাদানের
গ. A এবং L উপাদানের
ঘ. E এবং L উপাদানের
১৬৯. স্বত্বাধিকার বৃদ্ধি পাবে যখন
র. বিনিয়োগের মাধ্যমে
রর. ব্যয়/খরচের মাধ্যমে
ররর. আয়/রাজস্বের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। তোমার কোন সাবজেক্টের সলুশন লাগবে, তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post