হিসাববিজ্ঞান ২য় পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর : মুনাফাবৃদ্ধিকরণ অথবা লোকসান হ্রাসকল্পে ব্যবস্থাপকদের সাহায্যার্থে যে সকল হিসাববিজ্ঞান পদ্ধতি রীতি কৌশল এবং বিশেষ জ্ঞান ও যোগ্যতা ব্যবহৃত হয় তাকে ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বলে। উপাত্ত সংগ্রহ, উপাত্তের পরিমার্জন, আর্থিক তথ্যের বিশ্লেষন, কার্যের মুল্যায়ন, পরিকল্পনা প্রনয়নে সাহায্য, সমন্বয়সাধন, সমস্যা চিহ্নিতকরন, বাজেট প্রনয়ন, নিয়ন্ত্রন, যোগাযোগ, দ্বৈত ভুমিকা, নীতি নিরূপনে সাহায্য।
হিসাববিজ্ঞান ২য় পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
নিয়মমাফিক ও নির্ভরযোগ্য পরিকল্পনা, সম্পাদিত কাজের পরিমাপ, দক্ষতা বৃদ্ধি, সমন্বয়ের সুবিধা, সুষ্ঠু নিয়ন্ত্রনে সাহায্য, মুনাফাযোগ্যতা বৃদ্ধি, স্থিতিশীলতা, অপচয় হ্রাস, উন্নত গ্রাহক সেবা, উন্নত ব্যবস্থাপনা কর্মী সম্পর্ক।
মুনাফাবৃদ্ধিকরণ অথবা লোকসান হ্রাসকল্পে ব্যবস্থাপকদের সাহায্যার্থে যে সকল হিসাববিজ্ঞান পদ্ধতি রীতি কৌশল এবং বিশেষ জ্ঞান ও যোগ্যতা ব্যবহৃত হয় তাকে ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বলে।
ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেনের জন্য যে সকল হিসাববিজ্ঞান পদ্ধতি রীতি কৌশল এবং বিশেষ জ্ঞান ও যোগ্যতা ব্যবহৃত হয় তাকে আর্থিক হিসাববিজ্ঞান বলে।
বিষয়, প্রকৃতি, উদ্দেশ্য, সময়, ব্যবহার, বাধ্যবাধকতা, নিরীক্ষা, গুরুত্ব।
উৎপাদন ব্যয় নির্ধারন, আর্থিক বিরনী বিশ্লেষন, প্রমান ব্যয় নির্ধারন, বাজেটীয় নিয়ন্ত্রন, প্রত্যক্ষ উৎপাদন ব্যয় নির্ধারন, অপারেশন রিসার্চ কৌশল, বিবিধ কৌশল।
প্রতিষ্ঠান সংক্রান্ত, নির্ভূল হিসাব, সময় উপযোগী, সামঞ্জস্য, পক্ষপাতমুলক, যথাযথ উপস্থাপন, ব্যয় বন্টন, নিয়ন্ত্রন. তথ্যসমুহ একত্রিত করা, সমস্যা অবলোকন, সম্পদের যথার্থ ব্যবহার, আপেক্ষিক গুরুত্ব, প্রয়োজন ভিত্তিক, যথাযথ উপায় নির্ধারন।
তথ্য সরবরাহকারী, বিশ্লেষনাত্বক ব্যবস্থা, বিশেষ কৌশল, সাহায্যকারী ব্যবস্থা, গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন, উদ্দেশ্য পুরন, ভবিষ্যতমুখিতা, আর্থিক তথ্যের বিশ্লেষন ও ব্যাখ্যা এর হিসাবরক্ষন নয়, ধরাবাধা গন্ডীর সীমায় আবদ্ধ নয়, লভ্য সম্পদের সর্বোত্তম ব্যবহারে সহযোগিতা, সংশোধনমুলক ব্যবস্থা।
সমস্যার নির্দিষ্টকরন, সমস্যার বিশ্লেষন, বিকল্প সমাধানের সন্ধান, সর্বোৎকৃষ্ট পন্থা নির্বাচন, সিদ্ধান্ত বাস্তবে রূপায়িতকরন, সিদ্ধান্তের অনুগমন।
পরিকল্পনা,সংগঠন, কর্মীসংস্থান, প্রেষনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রন, বাজেট প্রনয়ন, কর্মীদের প্রেষনাদান, পূর্বাভাস, দুরদর্শিতা, সময়উপযোগী সিদ্ধান্ত।
নীতি নির্ধারনে হিসাববিজ্ঞান, পরিকল্পনার হিসাববিজ্ঞান, সংগঠনে হিসাববিজ্ঞান. প্রেষণায় হিসাববিজ্ঞান, সমন্বয় সাধনে হিসাববিজ্ঞান, নিয়ন্ত্রনে হিসাববিজ্ঞান, যোগাযোগে হিসাববিজ্ঞান, বাজেট প্রনয়নে হিসাববিজ্ঞান, তহবিলের যথাযথ ব্যবহারে হিসাববিজ্ঞান, পেশাগত পরামর্শে হিসাববিজ্ঞান।
কোনো সুবিধা লাভের জন্য যে ত্যাগ স্বীকার করা হয় তাকে ব্যয় বলে। অর্থ প্রদান, অন্য কোনো সম্পদ হ্রাস বা দায় সৃষ্টির মাধ্যমে এরূপ ত্যাগ স্বীকার করতে হয়। সেরূপ সুবিধা লাভ বর্তমান বা ভবিষ্যতে সম্পদ প্রাপ্তি অথবা সেবা প্রদানের সাহায্যে ঘটে এবং অর্থের দ্বারা এ প্রকার ত্যাগ বা সুবিধা লাভের পরিমাপ করা হয়।
১-উৎপাদন ব্যয়-ক)প্রত্যক্ষ ব্যয়-প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। খ)পরোক্ষ ব্যয়। ২-অনুৎপাদন ব্যয়-ক)বাজারজাতকরন বা বিক্রয় ব্যয়, খ) প্রশাসনিক ব্যয়।
নিয়ন্ত্রন, লাভ বা ক্ষতির কারন নির্নয়, আর্থিক বিষয়ে সিদ্বান্ত গ্রহন, উন্নত পদ্ধতির সাহায্যে ব্যয় হ্রাস, বাজেট প্রনয়ন, অদক্ষতা চিহ্নিতকরন ও প্রতিকার, মান ব্যয় ও প্রকৃত ব্যয়ের তুলনা, সঠিক টেন্ডার মুল্য ধার্যকরন, একক উৎপাদন ব্যয় নির্নয়, উৎপাদন পরিকল্পনা প্রনয়ন, কমমূল্যে পন্য সরবরাহ, ভুল জুয়াচুরি বন্ধ করা।
আরো দেখো: HSC হিসাববিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য হিসাববিজ্ঞান ২য় পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post