হিসাববিজ্ঞান ২য় পত্র ১০ম অধ্যায় mcq : ব্যয়ের ধারণা থেকেই উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান শাস্ত্রের উৎপত্তি। পণ্য বা সেবা উৎপাদনের উদ্দেশ্যে নিয়োজিত উপাদানগুলো অর্জনের জন্য বর্তমানে প্রদত্ত বা ভবিষ্যতে প্রদেয় অর্থই হলো ব্যয়।
যেমন: কলকব্জা ও যন্ত্রপাতি, আসবাবপত্র, দালানকোঠা ইত্যাদি ক্রয়ের জন্য যে আর্থিক ত্যাগ তা হলো ব্যয়। আবার, উৎপাদনকারী প্রতিষ্ঠান নতুন কোনো পণ্য তৈরির জন্য উৎপাদনের উপাদান বাবদ যে অথর্ ত্যাগ করে, তাকেও ব্যয় বলা হয়।
হিসাববিজ্ঞান ২য় পত্র ১০ম অধ্যায় mcq
১. কোন বাজেট সর্বাগ্রে প্রস্তুত করতে হয়?
ক. উৎপাদন
খ. ক্রয়
● বিক্রয়
ঘ. প্রত্যক্ষ মজুরি
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
রাখাল এন্ড কোং-এর উৎপাদনসংশ্লিষ্ট তথ্যাবলি নিম্নরূপ :
স্থির ব্যয় : ১,২০,০০০ টাকা
বিক্রয় : ৮,০০,০০০ টাকা
পরিবর্তনশীল ব্যয় : বিক্রয়ের ৬০%
২. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত টাকা?
ক. ৬,৮০,০০০
● ৩,০০,০০০
গ. ৪,০৯,০০০
ঘ. ৫,৫৬,০০০
৩. যদি দত্তাংশ অনুপাত ৫০% হয় তবে নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত হবে?
ক. ৬,৮০,০০০
● ৫,৬০,০০০
গ. ৪,০৯,০০০
ঘ. ৫,৫৬,০০০
৪. বাজেট হলো-
● ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ
খ. বর্তমান পরিকল্পনার তালিকায় প্রকাশ
গ. অতীত ও ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ
ঘ. অতীত আর্থিক ঘটনার সংখ্যাত্মক প্রকাশ
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
মাহমুদ ট্রেডার্স এর ২০১৮ সালে স্থায়ী খরচের পরিমাণ ১,৮০,০০০ টাকা, এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা এবং এককপ্রতি বিক্রয় ৫০ টাকা। ঐ আর্থিক বছরে তিনি ১০,০০০ একক পণ্য বিক্রয় করেন।
৫. কন্টিবিউশন মার্জিন অনুপাত কত?
● ০.৬০
খ. ০.৭৫
গ. ৫.৯৭
ঘ. ৩.৯৭
৬. স্থায়ী ব্যয় হ্রাস পেলে কারবারে নিচের কোন বিষয়টি প্রভাবিত হবে?
● সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ হ্রাস পাবে
খ. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে
গ. নিরাপত্তা প্রান্ত হ্রাস পাবে
ঘ. কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পাবে
৭. অনুদান প্রান্ত শূন্য হলে বিক্রয়মূল্য দ্বারা কোন ব্যয় মিটানো সম্ভব হয়?
● পরিবর্তনশীল ব্যয়
খ. স্থায়ী ব্যয়
গ. আধা-পরিবর্তনশীল ব্যয়
ঘ. মোট ব্যয়
৮. সমচ্ছেদ বিন্দু ৫,০০০ একক, দত্তাংশ সীমা প্রতি একক ১০ টাকা; বিক্রয় প্রতি একক ২৫ টাকা। স্থায়ী ব্যয় কত হবে?
ক. ৮০,০০০
● ৫০,০০০
গ. ৪৯,০০০
ঘ. ৫৬,০০০
৯. কোন বাজেটের উপর ভিত্তি করে উৎপাদন বাজেট তৈরি করা হয়?
ক. ক্রয় বাজেট
খ. নগদান বাজেট
● বিক্রয় বাজেট
ঘ. সামগ্রিক বাজেট
১০. সাকিব ট্রেডার্সের ২০১৮ সালের পরিবর্তনশীল ব্যয় এককপ্রতি ৪০ টাকা। স্থায়ী ব্যয় ১,৪০,০০০ টাকা এবং বিক্রয়মূল্য প্রতি একক ৬০ টাকা হলে সমচ্ছেদ বিন্দু কত?
ক. ৮,০০০
● ৭,০০০
গ. ৯,০০০
ঘ. ৬,০০০
১১. বিক্রয় রেখা ও মোট ব্যয় রেখা যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
ক. নিরাপত্তা প্রান্ত
খ. দত্তাংশ
● সমচ্ছেদ বিন্দু
ঘ. মুনাফা বিন্দু
১২. বিক্রয় – পরিবর্তনশীল ব্যয় = ?
ক. নিরাপত্তা প্রান্ত
খ. সমচ্ছেদ বিন্দু
● দত্তাংশ
ঘ. মুনাফা
১৩. একটি কোম্পানির স্থায়ী ব্যয় ১,৪০,০০০ টাকা এবং দত্তাংশ ৪০%। যদি কোম্পানিটি চলতি বৎসরে ১,৬০,০০০ টাকা মুনাফা করতে চায় তবে কত টাকা মূল্যের পণ্য বিক্রয় করতে হবে?
ক. ৮,৪০,০০০
● ৭,৫০,০০০
গ. ৯,৫৬,০০০
ঘ. ৬,৬৪,০০০
১৪. কোন বাজেটকে সকল বাজেটের ভিত্তি বলা হয়?
ক. উৎপাদন বাজেট
খ. কাঁচামালের বাজেট
● বিক্রয় বাজেট
ঘ. ক্রয় বাজেট
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
আবরার এন্ড কোং-এর এককপ্রতি বিক্রয়মূল্য ৫০ টাকা, এককপ্রতি পরিবর্তন ব্যয় ৩০ টাকা এবং মোট স্থির ব্যয় ৩,০০,০০০ টাকা। কোম্পানি এ বছর ২০,০০০ এককপ্রতি বিক্রয় করে।
১৫. কোম্পানিটির কন্ট্রিবিউশন মার্জিনের অনুপাত কত?
● ৪০%
খ. ৫০%
গ. ৫৮%
ঘ. ৬০%
১৬. মোট সমচ্ছেদ বিক্রয় একক কত হবে?
ক. ৪০,০০০
● ১৫,০০০
গ. ১৬,০০০
ঘ. ৬২,০০০
১৭. সকল বাজেটীয় সিদ্ধান্ত যে বাজেটের তথ্যের ওপর নির্ভর করে তার নাম হলো-
ক. উৎপাদন বাজেট
খ. কাঁচামালের বাজেট
● বিক্রয় বাজেট
ঘ. ক্রয় বাজেট
১৮. ফরাসি শব্দ ‘Budgetee’ অর্থ কী?
ক. পরিকল্পনা
● ব্যাগ বা থলে
গ. হিসাব
ঘ. সরকার
১৯. মেঘনা লি. তোমাকে নিম্নোক্ত তথ্য সরবরাহ করেছে-
মোট বিক্রয় ১,০০,০০০ টাকা, মোট বিক্রীত একক ১০,০০০, স্থায়ী ব্যয় ৪৮,০০০, পরিবর্তনশীল ব্যয় ৬০,০০০ টাকা ।
এককপ্রতি অনুদান কত?
● ৪ টাকা
খ. ৮ টাকা
গ. ৭ টাকা
ঘ. ১০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
XYZ লি. এর বিক্রয়ের পরিমাণ ২,০০,০০০ টাকা এবং এককপ্রতি বিক্রয়মূল্য ২০০ টাকা। স্থায়ী ব্যয় ৪০,০০০ টাকা এবং নিরাপত্তা প্রাপ্ত অনুপাত ৪০% হলে-
২০. সমচ্ছেদ বিন্দুর পরিমাণ (মূল্য) কত?
ক. ১,৪০,০০০
● ১,২০,০০০
গ. ২,৫৬,০০০
ঘ. ২,৬৪,০০০
২১. যদি এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ১২০ টাকা হয়, তবে দত্তাংশ অনুপাত কত হবে?
● ৪০%
খ. ৫০%
গ. ৫৮%
ঘ. ৬০%
২২. স্থায়ী ব্যয় নির্ণয়ের সূত্র হলো-
i. অনুদান প্রান্ত – মুনাফা ব্যয়
ii. মোট ব্যয় – পরিবর্তনশীল ব্যয়
iii. অনুদান প্রান্ত + ক্ষতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী তিনটি প্রশ্নের উত্তর দাও :
নিচের তথ্যাবলি তাহসিন লি. থেকে নেওয়া হয়েছে :
স্থায়ী খরচ ১,৮০,০০০ টাকা, এককপ্রতি ব্যয় ২০ টাকা, এককপ্রতি বিক্রয়মূল্য ৫০ টাকা এবং বৎসরে বিক্রয়ের পরিমাণ ৫,০০,০০০ টাকা।
২৩. এককপ্রতি অনুদান কত?
ক. ৩৮ টাকা
● ৩০ টাকা
গ. ৫০ টাকা
ঘ. ২৬ টাকা
২৪. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত?
ক. ৩,৪০,০০০
● ৩,০০,০০০
গ. ৩,০৬,০০০
ঘ. ২,৬৪,০০০
২৫. মুনাফার পরিমাণ কত?
ক. ১,৪০,০০০
● ১,২০,০০০
গ. ২,৫৬,০০০
ঘ. ২,৬৪,০০০
২৬. দত্তাংশ নির্ণয়ের সূত্র কী?
ক. বিক্রয় – স্থির খরচ
খ. ক্রয় – স্থির খরচ
গ. বিক্রয় + আধা-পরিবর্তনশীল খরচ
● বিক্রয় – পরিবর্তনশীল খরচ
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
হেলাল এন্ড কোং-এর ২০১৫ সালে ৩,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ১০,০০০ টাকার ক্ষতি হয়। পক্ষান্তরে, ২০১৬ সালে ৩,৬০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ২০,০০০ টাকা মুনাফা হয়।
২৭. কোম্পানির দত্তাংশের হার কত?
ক. ৪০%
● ৫০%
গ. ৫৮%
ঘ. ৬০%
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি mcq
২৮. প্রতিষ্ঠানটির ২০১৬ সালে নিরাপত্তা প্রান্ত কত টাকা?
ক. ৩০,০০০
● ৪০,০০০
গ. ৫৬,০০০
ঘ. ২৪,০০০
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
এককপ্রতি ও পরিবর্তনশীল খরচ যথাক্রমে ১০০ টাকা ও ৮০ টাকা এবং স্থায়ী খরচ ২,০০,০০০ টাকা।
২৯. সমচ্ছেদ বিক্রর একক কত?
ক. ৩০,০০০
● ১০,০০০
গ. ৫৬,০০০
ঘ. ২৪,০০০
৩০. যদি মুনাফা ৫০,০০০ টাকা করতে হয় তবে কত টাকার পণ্য বিক্রয় করতে হবে?
ক. ৩,৪০,০০০
● ১২,৫০,০০০
গ. ৫,৫৬,০০০
ঘ. ৩২,৫৪,০০০
৩১. বাজেট হলো-
ক. অতীত কার্যাবলির সংখ্যাত্মক পরিকল্পনা
খ. ভবিষ্যৎ কার্য পরিকল্পনা
● ভবিষ্যৎ কার্যাবলির সংখ্যাত্মক প্রকাশ
ঘ. বর্তমান কার্যাবলির সংখ্যাত্মক প্রকাশ
৩২. বিক্রয় ৮,০০,০০০ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ২৫%, সমচ্ছেদ বিক্রয় ২,০০,০০০ টাকা হলে স্থির ব্যয় কত টাকা?
ক. ৩০,০০০
● ৫০,০০০
গ. ৫,০০০
ঘ. ৩২,০০০
৩৩. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের প্রধান কাজ কোনটি?
● তথ্য সরবরাহকারণ
খ. জাবেদা লিখন
গ. খতিয়ান প্রস্তুতকরণ
ঘ. আর্থিক বিবরণী নিরীক্ষণ
৩৪. একটি প্রতিষ্ঠানের বিক্রয় ২৫,০০০ একক, স্থিরব্যয় ১,০০,০০০ টাকা, এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন ৫ টাকা, নিরাপত্তা প্রান্ত কত একক?
ক. ৩,০০০
● ৫,০০০
গ. ৬,০০০
ঘ. ২,০০০
৩৫. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নিচের কোনটি?
ক. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
● সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ
গ. আর্থিক ফলাফল নির্ণয়
ঘ. আর্থিক ফলাফল বিশ্লেষণ
৩৬. নিচের কোনটি সমচ্ছেদ বিন্দু (একক) নির্ণয়ের সূত্র?
ক.এককপ্রতি অনুদান প্রান্ত/স্থায়ী ব্যয়
● স্থায়ী ব্যয়/এককপ্রতি অনুদান প্রান্ত
গ. স্থায়ী ব্যয় x এককপ্রতি অনুদান প্রান্ত
ঘ. পরিবর্তনশীল ব্যয়/এককপ্রতি অনুদান প্রান্ত
৩৭. একটি পণ্যের এককপ্রতি ব্যয় ৫,০০০ টাকা। কোম্পানি যদি বিক্রয়মূল্যের ২০% মুনাফা করতে চায় তবে প্রতিটি এককের বিক্রয়মূল্য কত হবে?
ক. ৩,০৬০
● ৬,২৫০
গ. ৬,৪৫০
ঘ. ২,৬০০
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী তিনটি প্রশ্নের উত্তর দাও :
শান্ত কোম্পানির স্পির ব্যয়ের পরিমাণ ১,৯০,০০০ টাকা। এককপ্রতি পরিবর্তনশীল বায় ৫ টাকা। চলতি বছরের মোট ২০,০০০ এককের বিক্রয়মূল্য ৩,০০,০০০ টাকা।
৩৮. এককপ্রতি অনুদান প্রাপ্ত কত?
ক. ৫ টাকা
খ. ১৫ টাকা
● ১০ টাকা
ঘ. ২০ টাকা
৩৯. সম আয়-ব্যয় বিক্রয়ের পরিমাণ কত একক?
ক. ৫৩,০০০
● ১৯,০০০
গ. ৪৬,০০০
ঘ. ৩২,৬০০
৪০. মুনাফার পরিমাণ কত?
ক. ৪৩,০০০
● ১০,০০০
গ. ৬,৪০০
ঘ. ২,৬০০
৪১. নিচের কোনটি বিবেচনার মাধ্যমে বাজেটিং কার্য শুরু হয়?
● বিক্রয় পূর্বাভাস
খ. পণ্যের মূল্য
গ. মালিকের ইচ্ছা
ঘ. ব্যবস্থাপনার দক্ষতা
৪২. একটি সমচ্ছেদ চিত্রে নিচের কোন বিন্দুতে একটি ব্যবসায়ের সম আয়-ব্যয় হয়?
ক. যেখানে পরিবর্তনশীল ব্যয় রেখা, স্থায়ী ব্যয় রেখাকে ছেদ করে
খ. যেখানে স্থায়ী ব্যয় রেখা, বিক্রয় রেখাকে ছেদ করে
গ. যেখানে মোট ব্যয় রেখা, স্থায়ী ব্যয় রেখাকে ছেদ করে
● যেখানে বিক্রয় রেখা, মোট ব্যয় রেখাকে ছেদ করে।
৪৩. ১০ ইউনিটের উৎপাদন ব্যয় ২০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা আশা করে, তাহলে প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত টাকা?
● ২৫
খ. ৩০
গ. ৩৫
ঘ. ৪৫
৪৪. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদাই মজুদ রাখা হয় তাকে কী বলা হয়?
ক. সর্বোচ্চ সীমা
খ. সর্বনিম্ন সীমা
গ. গড় মজুদ
● নিরাপত্তা মজুদ
৪৫. সমচ্ছেদ বিন্দুতে কোনটি সঠিক?
● মোট বিক্রয় মোট খরচের সমান হয়
খ. মোট বিক্রয় পরিবর্তনশীল ব্যয়ের সমান হয়
গ. মোট বিক্রয় স্থায়ী ব্যয়ের সমান হয়
ঘ. মোট বিক্রয় মুনাফার সমান হয়
৪৬. সমচ্ছেদ বিক্রয়ের পরবর্তী এক একক পণ্য বিক্রয়ের মুনাফা কার সমান হবে?
ক. পরিবর্তনশীল ব্যয়ের
● কন্ট্রিবিউশন মার্জিনের
গ. স্থায়ী ব্যয়ের
ঘ. বিক্রয় মূল্যের
৪৭. বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনার কোন ধরনের কাজের মধ্যে পড়ে?
ক. প্রেষণা
খ. নির্দেশনা
● পরিকল্পনা
ঘ. নিয়ন্ত্রণ
৪৮. বাজেট কিসের সংখ্যাত্মক প্রকাশ?
● ভবিষ্যৎ পরিকল্পনার
খ. বর্তমান পরিকল্পনার
গ. অতীত পরিকল্পনার
ঘ. বাজেট পরিকল্পনার
৪৯. একটি কলমের এককপ্রতি বিক্রয়মূল্য ৫ টাকা এবং এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৩ টাকা। যদি উক্ত কলম উৎপাদনের স্থায়ী ৩০,০০০ টাকা হয় তবে সমচ্ছেদ বিন্দু কত এককে হবে?
ক. ৫১,০০০
● ১৫,০০০
গ. ৪৬,০০০
ঘ. ৩২,৬০০
৫০. বাজেট ব্যবস্থার ভিত্তি কী?
ক. ক্রয় পূর্বাভাস
● বিক্রয় পূর্বাভাস
গ. নগদ পূর্বাভাস
ঘ. উৎপাদন পূর্বাভাস
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ২য় পত্র ১০ম অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post