হিসাববিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় mcq : প্রতিটি কোম্পানি তাদের আর্থিক লেনদেনের চিত্র আথিক বিবরণী তৈরির মাধ্যমে বার্ষিক প্রতিবেদন আকারে প্রকাশ করে। তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণী পত্র পত্রিকায় প্রকাশ করা হয়। এই বার্ষিক প্রতিবেদনসমূহ মালিক, ঋণদাতা, এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবহারের জন্য তৈরি করা হয়।
হিসাববিজ্ঞানের আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা অনুসরণ করে এসব আর্থিক বিবরণী তৈরি করা হয়। বাংলাদেশে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী প্রতিটি পাবলিক লিমিটেড কোম্পানিকে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করতে হয় এবং তা শেয়ারহোল্ডারদের নিকট পাঠাতে হয়।
হিসাববিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় mcq
১. IAS-7 অনুযায়ী কোনটি অর্থসংস্থান কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক. সাধারণ শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করা
● নগদে সাধারণ শেয়ার ইস্যু করা
গ. স্থায়ী-সম্পত্তি বিক্ৰয়জনিত মুনাফা হিসাবভুক্ত করা
ঘ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
বাবলা লিমিটেড-এর সংরক্ষিত আয়ের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা এবং চলতি বছরের নিট মুনাফা ৩০,০০০ টাকা।
২. লভ্যাংশ প্রদান কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক. পরিচালন
খ. বিনিয়োগ
● অর্থায়ন
ঘ. তাৎপর্যপূর্ণ অ-নগদ
৩. চলতি বছরে বাবলা লি.-এর প্রদত্ত লভ্যাংশের পরিমাণ কত?
● ৫০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৭০,০০০ টাকা
ঘ. ৯০,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
১লা জানুয়ারি, ২০১৮ তারিখে উজয়ন লিমিটেড-এর নগদ জমার উদ্বৃত্ত ছিল ২৫,০০০ টাকা এবং প্রাপ্য হিসাব ১০,০০০ টাকা। উক্ত বছরে প্রতিষ্ঠানের অন্যান্য তথ্যাবলি নিম্নরূপ :
নিট আয় ৩০,০০০ টাকা, লভ্যাংশ প্রদান ১২,০০০ টাকা, সাধারণ শেয়ার ইস্যু ৭০,০০০ টাকা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ক্রয় ১,৬০,০০০ টাকা, মেশিন বিক্রয় ৯০,০০০ টাকা যার বইমূল্য ৯৫,০০০ টাকা, অবচয় খরচ ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাবের জের (৩১-১২-১৮) ২৮,০০০ টাকা।
৪. প্রতিষ্ঠানের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত?
● ৭০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা
ঘ. ৯০,০০০ টাকা
৫. প্রতিষ্ঠানের পরিচালনসংক্রান্ত নগদ প্রবাহের পরিমাণ কত?
● ২৭,০০০ টাকা
খ. ৪০,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৯০,০০০ টাকা
৬. শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয় ৫,০০,০০০ টাকা নিচের কোন ধরনের কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক. পরিচালন
খ. বিনিয়োগ
গ. অর্থায়ন
● তাৎপর্যপূর্ণ অ-নগদ দফা
৭. নিচের কোনটি বিনিয়োগ কার্যাবলিসংক্রান্ত নগদ প্রবাহ?
ক. লভ্যাংশ প্রদান
● যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি
গ. দেনাদার থেকে নগদ প্রাপ্তি
ঘ. নগদে বন্ড ইস্যু
৮. রূপা লি. এর পরিচালন ব্যয় ছিল ৯৫,০০০ টাকা। চলতি বছরে তাদের অগ্রিম খরচ কমেছে ৮,২০০ টাকা এবং প্রদেয় খরচ বৃদ্ধি পেয়েছে ৪,৮০০ টাকা। পরিচালনা খরচাবলি বাবদ নগদ প্রবাহের পরিমাণ কত টাকা?
● ৮২,০০০ টাকা
খ. ৪২,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
৯. নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়-
i. নগদ অর্থের আগমন
ii. নগদ অর্থের পরিবর্তন
iii. নগদ অর্থের নির্গমন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. কোন বিবরণীতে নগদ আগমন ও নগদ বহির্গমন দেখানো হয়?
● নগদ প্রবাহ বিবরণী
খ. নগদ আন্তঃপ্রবাহ বিবরণী
গ. আয় বিবরণী
ঘ. নগদ বহির্গমন বিবরণী
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
২০১৮ আর্থিক বছরে জনাব রহিমের ব্যবসায় হতে নিচের তথ্য সংগৃহীত হয়েছে :
যন্ত্রপাতির অবচয় খরচ ২০,০০০ টাকা; ইজারা সম্পত্তির অবলোপন খরচ ১০,০০০ টাকা; নিট মুনাফা ৭০,০০০ টাকা। নগদে মেশিন বিক্রয় ৮০,০০০ টাকা; নগদে লভ্যাংশ পরিশোধ ৪০,০০০ টাকা; নগদে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ক্রয় ৩০,০০০ টাকা।
১১. জনাব রহিমের ব্যবসায় পরোক্ষ পদ্ধতিতে পরিচালনা কার্যক্রম হতে সরবরাহকৃত অর্থের পরিমাণ কত টাকা?
● ১,০০,০০০ টাকা
খ. ৪২,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
১২. জনাব রহিমের ব্যবসায় বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ আগমনের পরিমাণ কত টাকা?
● ৫০,০০০ টাকা
খ. ৪২,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
১৩. পরোক্ষ পদ্ধতিতে কীভাবে পরিচালন নগদ প্রবাহ নির্ণয় করা হয়?
ক. তুলনামূলক উদ্বতপত্র প্রস্তুতের মাধ্যমে
খ. আয় বিবরণীর মাধ্যমে
● নিট আয়ের সাথে সমন্বয়সাধনের মাধ্যমে
ঘ. নগদ আদান-প্রদান নির্ণয় করে
১৪. অনগদ লেনদেন কোনটি?
ক. প্রদত্ত বেতন
খ. যন্ত্রপাতি ক্রয়
গ. অগ্রিম ভাড়া
● যন্ত্রপাতির অবচয়
১৫. পরোক্ষ পদ্ধতি কোন বিবরণীর পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়?
● নগদ প্রবাহ বিবরণী
খ. নগদ আন্তঃপ্রবাহ বিবরণী
গ. আয় বিবরণী
ঘ. নগদ বহির্গমন বিবরণী
১৬. কোন পদ্ধতিতে পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ নির্ণয় বেশ জটিল ও ঝামেলাপূর্ণ?
ক. নগদ পদ্ধতি
খ. বকেয়াভিত্তিক পদ্ধতি
● প্রত্যক্ষ পদ্ধতি
ঘ. পরোক্ষ পদ্ধতি
১৭. কোনটি নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যাবলিতে নিট আয়ের সাথে যোগ করা হয়?
ক. অগ্রিম খরচ বৃদ্ধি
● বকেয়া খরচ বৃদ্ধি
গ. মজুদ পণ্য বৃদ্ধি
ঘ. বকেয়া খরচ হ্রাস
১৮. নিচের কোনটি অ-নগদি লেনদেন?
ক. অধিহারে শেয়ার ইস্যু
খ. অবহারে শেয়ার ইস্যু
গ. বন্ড ইস্যু
● বন্ডকে শেয়ারে রূপান্তর
১৯. পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে—
i. অবচয় খরচ
ii. যন্ত্রপাতি বিক্ৰয়জনিত ক্ষতি
iii. যন্ত্রপাতি বিক্রয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. অর্থায়নসংক্রান্ত কার্যক্রমের নগদ প্রবাহের উদাহরণ কোনটি?
ক. খরিদ্দার থেকে প্রাপ্তি
খ. যন্ত্রপাতি ক্রয়
● নগদে লভ্যাংশ প্রদান
ঘ. অবচয় খরচ
২১. নিচের তথ্যগুলোর আলোকে পরোক্ষ পদ্ধতিতে পরিচালনসংক্রান্ত কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় কর-
নিট আয় ১,৩২,০০০ টাকা, প্রদেয় হিসাব বৃদ্ধি ১০,০০০ টাকা, মজুদ পণ্য হ্রাস ৭,০০০ টাকা এবং প্রাপ্য হিসাবের বৃদ্ধি ১০,০০০ টাকা।
● ১,৩৯,০০০ টাকা
খ. ৪২,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
২২. IAS-7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীতে নগদ কার্যক্রমকে কতভাগে দেখানো হয়?
● ৩
খ. ৪
গ. ৬
ঘ. ৯
২৩. বিনিয়োগসংক্রান্ত নগদ প্রবাহ কোনটি?
ক শেয়ার ইস্যু
খ. অগ্রিম খরচের হ্রাস
● অন্য কোম্পানির শেয়ার ক্রয়
ঘ. লভ্যাংশ পরিশোধ
২৪. পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণীতে নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না?
ক. অবচয়
খ. চলতি দায় হ্রাস
● শেয়ার ইস্যু
ঘ. চলতি সম্পত্তি হ্রাস
২৫. নিচের কোন দফাটি নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক. লভ্যাংশ প্রদান
খ. মনিহারি ক্রয়
● আসবাবপত্র ক্রয়
ঘ. ধার গ্রহণ
২৬. নগদ প্রবাহ বিবরণীতে প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য দেখা যায় কোন কার্যক্রমে?
ক. বিনিয়োগ কার্যক্রমে
● পরিচালন কার্যক্রমে
গ. অর্থায়ন কার্যক্রমে
ঘ. কোনো পার্থক্য নেই
২৭. নিচের কোনটি গুরত্বপূর্ণ অনগদ কার্যক্রম?
ক. ইস্যুকৃত শেয়ার পুনঃক্রয়
খ. সম্পত্তি বিষয়জি
গ. অবচয়
● লভ্যাংশ বাবদ শেয়ার ইস্যু
২৮. বিনিয়োগ কার্যক্রম হতে নগদ আন্তঃপ্রবাহ হলো-
i. স্থায়ী সম্পদ বিক্রয় হতে নগদ প্রাপ্তি
ii. ক্ষণপত্র বিক্রয় হতে নগদ প্রাপ্তি
iii. বিনিয়োগ বিক্রয় হতে নগদ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :
২০১৬ সালের আর্থিক বছরে শিবম লিমিটেড এর নিট লাভ ২,০০,০০০ টাকা উক্ত বছরে কলকব্জা বিক্রয় করে ৫০,০০০ টাকা পাওয়া যায়, পক্ষান্তরে আসবাবপত্র ক্রয় বাবদ ৪০,০০০ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও শেয়ারের বিপরীতে ৫,০০,০০০ টাকার ভূমি ক্রয় করা হয়েছে।
২৯. বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?
● ১০,০০০ টাকা
খ. ৪২,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
৩০. শেয়ারের বিনিময়ে ভূমি ক্রয় না করে নগদ টাকায় ক্রয় করলে এর প্রভাবে-
i. পরিচালনা কার্যক্রমের নিট নগদ প্রবাহ হ্রাস পাবে
ii. বিনিয়োগ কার্যক্রমের নিট নগদ প্রবাহ হ্রাস পাবে
iii. ব্যবসায়ে মোট সম্পদের পরিমাণ অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. নগদ প্রবাহ বিবরণীর তাৎপর্যপূর্ণ অ-নগদ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. শেয়ারকে ঋণপত্রে রূপান্তর
খ. ভূমির বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়
● বন্ডের মূল্য পরিশোধ
ঘ. লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার ইস্যু
৩২. নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্য নগদ প্রদান কোন কার্যক্রমের সাথে জড়িত?
ক. পরিচালন
খ. বিনিয়োগ
● অর্থায়ন
ঘ. গুরত্বপূর্ণ অ-নদী
৩৩. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ ৪৫,০০০ টাকা। স্থায়ী সম্পত্তি ক্রয় ও নগদ লভ্যাংশ পরিশোধ যথাক্রমে ২২,০০০ টাকা ও ১৯,৫০০ টাকা হলে, মুক্ত নগদ প্রবাহের পরিমাণ কত?
● ৩,৫০০ টাকা
খ. ২,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
৩৪. অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে-
ক. অবচয়
খ. জমি ক্রয়
গ. প্রাপ্য হিসাব বৃদ্ধি
● শেয়ার ইস্যু
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও :
একটি কোম্পানির লেনদেনসমূহ হলো স্থায়ী সম্পত্তি বিক্রয় ৫,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায় ২,২০,০০০ টাকা, শেয়ার ইস্যু ৩,০০,০০০ টাকা, নগদে পণ্য ক্রয় ১,০০,০০০ টাকা।
৩৫. কোম্পানিতে নগদ আগমনসংক্রান্ত লেনদেনসমূহ হচ্ছে-
i. স্থায়ী সম্পত্তি বিক্রয়
ii. মজুত পণ্য ক্রয়
iii. শেয়ার ইস্যু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৬. কোম্পানির নিট নগদ প্রবাহ কত টাকা হবে?
● ৯,২০,০০০ টাকা
খ. ২,০০,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
৩৭. নিচের কোনটি ব্যয় অর্থসংস্থান কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক. সরঞ্জাম ক্রয়
খ. সরঞ্জাম বিক্রয়
গ. প্রাপ্য হিসাব হ্রাস
● লভ্যাংশ প্রদান
৩৮. পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে-
ক. স্থায়ী সম্পদের হ্রাস যোগ করা হয়
● চলতি সম্পদের হ্রাস যোগ করা হয়
গ. চলতি সম্পদের বৃদ্ধি যোগ করা হয়
ঘ. স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ যোগ করা হয়
৩৯. ব্যবসায়ে অনগদ লেনদেন কোনটি?
ক. বেতন
● অবচয়
গ. কমিশন
ঘ. ভাড়া
৪০. আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রকৃত করা হয়?
ক. IAS-6
খ. IAS-8
● IAS-7
ঘ. IAS-9
৪১. মেঘনা লি.-এর পরিচালন খরচ ছিল ১,০০,০০০ টাকা। চলতি বছরের অগ্রিম খরচাবলি হ্রাস হয়েছিল ৭,৬০০ টাকা এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল ৩,৪০০ টাকা। পরিচালনসংক্রান্ত খরচাবলির নগদ প্রদানের পরিমাণ কত?
● ৮৯,০০০ টাকা
খ. ২,০০,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
৪২. পরোক্ষ পদ্ধতি মোতাবেক কোনটি পরিচালনা কার্যক্রমের দফা নয়?
ক. চলতি বছরের নিট লাভ
খ. চলতি সম্পদের হ্রাস-বৃদ্ধি
গ. চলতি দায়ের হ্রাস-বৃদ্ধি
● দীর্ঘমেয়াদি বন্ডের হ্রাস-বৃদ্ধি
৪৩. তানিশা অ্যান্ড কোং-এর নিট লাভের পরিমাণ ২,০০,০০০ টাকা। বছরান্তে মজুদপণ্যের পরিমাণ ২০,০০০ টাকা বৃদ্ধি পেলে এবং প্রদেয় হিসাবের পরিমাণ ১০,০০০ টাকা হ্রাস পেলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?
● ১,৭০,০০০ টাকা
খ. ২,০০,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
৪৪. অনগদ ব্যয় হলো-
i. সম্পত্তির অবচয় খরচ
ii. সুনামের অবলোপন খরচ
iii. সুদ খরচ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণীর কোন শ্রেণির কার্যাবলি?
ক. পরিচালন কার্যক্রম
খ. বিনিয়োগ কার্যক্রম
● অর্থায়ন কার্যক্রম
ঘ. অপরিচালন কার্যক্রম
৪৬. নগদান প্রবাহ বিবরণী-
i. নগদ অবস্থার মূল্যায়ন করে
ii. কারবারের মোট মুনাফা নির্ণয় করে
iii. নিট নগন পরিবর্তন প্রকাশ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৭. আন্তর্জাতিক হিসাব মান-৭ অনুযায়ী কোন বিবরণী প্রস্তুত করা হয়?
ক. আয় বিবরণী
খ. সংরক্ষিত আর বিবরণী
● নগদ প্রবাহ বিবরণী
ঘ. উদ্বৃত্তপত্র
৪৮. ইয়ারা লি.-এর নিট লাভ ১২,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ২,০০০ টাকা, বিনিয়োগ বিক্ৰয়জনিত লাভ ৫০০ টাকা, স্থায়ী সম্পত্তির অবচয় ১,৫০০ টাকা। ইরারা লি.-এর পরিচালন কর্মকাণ্ড হতে নগদ প্রবাহের পরিমাণ কত?
● ১১,০০০ টাকা
খ. ২,০০,০০০ টাকা
গ. ৭৭,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
৪৯. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার পদ্ধতি কয়টি?
ক. একটি
খ. তিনটি
● দুইটি
ঘ. চারটি
৫০. অনগদ কার্যক্রম কোনটি?
ক. ঋণপত্র ইস্যু
খ. শেয়ার ইস্যু
গ. লভ্যাংশ প্রদান
● শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post