হিসাববিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq : যৌথমূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এমন এক ধরনের বৃহদায়তন ব্যবসায় সংগঠন যা অদৃশ্য, চিরন্তন অস্তিত্বের অধিকারী, যা নিজের নাম ও সিল দ্বারা পরিচিত ও পরিচালিত হয়, যেখানে মালিকানা সীমিত দায়বিশিষ্ট শেয়ার সংখ্যা দ্বারা নির্ধারিত।
কোম্পানির বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করে ১৮৮২ সালে প্রথম ভারতীয় কোম্পানি আইন প্রণয়ন করা হয়। পরে এর ব্যাপক পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করা হয় ১৯১৩ সালে। আবার পরিবর্তন ও পরিবর্ধন করে বাংলাদেশে ১৯৯৪ সালের কোম্পানি আইন প্রবর্তিত হয়, যা আজও কার্যকর রয়েছে।
হিসাববিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq
১. লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়?
● বোনাস শেয়ার
খ. রাইট শেয়ার
গ. প্রাথমিক শেয়ার
ঘ. অগ্রাধিকার শেয়ার
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
এবিসি কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৭৫,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। প্রতি শেয়ার ২০% অধিহারে ৪৫,০০০ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। জনগণ ৩০,০০০ শেয়ারের জন্য আবেদন করে এবং যথারীতি তা বণ্টন করা হয়।
২. কোম্পানির বিলিকৃত মূলধন কত?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ৪,৫০,০০০ টাকা
● ৩,৬০,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
৩. অধিহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাব খাতকে প্রভাবিত করে?
ক. চলতি সম্পদ
● মালিকানাস্বত্ব
গ. দায়
ঘ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ
৪. পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত জন?
ক. ২ জন
খ. ৫ জন
● ৭ জন
ঘ. ৮ জন
৫. বাংলাদেশের কোম্পানিসমূহ কত সালের আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়?
● ১৯৯৪ সালের
খ. ১৯৮৪ সালের
গ. ১৯৯১ সালের
ঘ. ২০০১ সালের
৬. শেয়ার ইস্যু করা যেতে পারে-
i. লিখিত মূল্যের সমান মূল্যে
ii. লিখিত মূল্য হতে বেশি মূল্যে
iii. লিখিত মূল্য হতে কম মূল্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৭. শেয়ারের অভিহিত মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্যকে বলা হয়-
i. শেয়ার অধিহার
ii. শেয়ার অবহার
iii. শেয়ার ইস্যু খরচ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. রাইট শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়?
ক. নতুন শেয়ার আবেদনকারীদের
খ. ঋণপত্রের মালিকদের
● বিদ্যমান সাধারণ শেয়ারমালিকদের
ঘ. বিদ্যমান অগ্রাধিকায় শেয়ারমালিকদের
৯. যৌথমূলধনী কোম্পানির মূলধন কাঠামোর উপাদান-
i. শেয়ার মূলধন
ii. ঋণপত্র
iii. সংরক্ষিত আয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১০. কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণকারীদের কী বলে?
ক. শেয়ারবাজার
খ. শেয়ার দালাল
গ. কমিশন এজেন্ট
● অবলেখক
১১. কোন ধরনের শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য?
ক. বোনাস শেয়ার
খ. রাইট শেয়ার
গ. সাধারণ শেয়ার
● অগ্রাধিকার শেয়ার
উদ্দীপকটি পড় এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :
‘X’ লি. এর অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকা। কোম্পানি উহার তিন-পঞ্চমাংশ শেয়ার অধিহারে পূর্ণ পরিশোধিত হারে বিক্রয় করে ১৩,২০,০০০ টাকা সংগ্রহ করে।
১২. ‘X’ লি. মোট কত শেয়ার বিক্রয় করে?
● ১,২০,০০০
খ. ৩,৫০,০০০
গ. ৪,০০০
ঘ. ৪৫,০০০
১৩. ‘X’ লি. এর শেয়ারপ্রতি অধিহার কত টাকা?
ক. ৩.০০ টাকা
খ. ৪.০০ টাকা
● ১.০০ টাকা
ঘ. ৭.০০ টাকা
১৪. কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডাররা-
i. নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়
ii. লভ্যাংশ পরে পায়
iii. ভোটাধিকার পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. গ্রীন কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত। ইস্যুকৃত মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের ৮০% এবং বিলিকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের ৯০% হলে উক্ত কোম্পানির বিলিকৃত মূলধনের পরিমাণ কত টাকা?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ৪,৫০,০০০ টাকা
● ৩,৬০,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
১৬. অগ্রাধিকারযুক্ত শেয়ারহোল্ডাররা অগ্রাধিকার পায়-
i. লভ্যাংশ প্রাপ্তিতে
ii. মূলধন প্রত্যর্পণে
iii. পরিচালক নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
হিসাববিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq
১৭. নিচের কোনটিকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়?
ক. বিবরণপত্র
খ. নিবন্ধনপত্র
গ. পরিমেল নিয়মাবলি
● স্মারকলিপি
১৮. বাংলাদেশের কোম্পানি আইনে কয় ধরনের কোম্পানির উল্লেখ আছে?
● ২
খ. ৫
গ. ৬
ঘ. ১
১৯. নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়-
● অগ্রাধিকার শেয়ারহোল্ডারগণ
খ. সাধারণ শেয়ারহোল্ডারগণ
গ. উদ্যোক্তা শেয়ারহোল্ডারগণ
ঘ. বন্ডহোল্ডারগণ
২০. মূলধনের অসম মূল্যের অংশকে কী বলা হয়?
ক. অগ্রাধিকার শেয়ার
● স্টক
গ. বন্ড
ঘ. সাধারণ শেয়ার
২১. ঋণপত্রের মালিকদের অর্জন কী?
ক. লভ্যাংশ
● সুদ
গ. সম্মানি
ঘ. ভাতা
২২. সর্বোচ্চ শতকরা কত হারে একটি কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করতে পারে?
● ১০%
খ. ২৯%
গ. ১৫%
ঘ. ৩০%
২৩. ১০০ টাকা মূল্যের শেয়ার ৯০ টাকায় ইস্যু করা হলে শেয়ার মূলধনের কত টাকা করে হিসাবভুক্ত হবে?
ক. ১০ টাকা
● ১০০ টাকা
গ. ১৯০ টাকা
ঘ. ১১০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
গামা কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। প্রথম বছর কোম্পানি ১ টাকা অধিহারে ৬০,০০০ শেয়ার ইস্যু করে। ৮০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল।
২৪. শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ৫০,০০০ টাকা
● ৬০,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
২৫. শেয়ার আবেদনে কত টাকা পাওয়া গেল?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ৪,৫০,০০০ টাকা
● ৮,৮০,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
২৬. কোনটিকে কোম্পানির সনদ বলা হয়?
ক. নিবন্ধনপত্র
● পরিমেল বন্ধ
গ. পরিমেল নিয়মাবলি
ঘ. ঘোষণাপত্র
২৭. একটি যৌথমূলধনী কোম্পানি-
i. চিরন্তন অস্তিত্বসম্পন্ন
ii. নিবন্ধিত
iii. সীমাহীন দায়বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. বর্তমানে বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয়?
ক. ১৯৩২
● ১৯৯৪
গ. ১৯৯৯
ঘ. ১৯৯৫
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
সুরমা লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩,৮০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়ার ৬,৪০,০০০ টাকায় বিলি করল।
২৯. কোম্পানির মোট অধিহারের পরিমাণ কত?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ৪,৫০,০০০ টাকা
● ২,২০,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
৩০. মোট বিলিকৃত মূলধনের পরিমাণ কত?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ৪,৫০,০০০ টাকা
● ৮,০০,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
৩১. কোম্পানি কখন অধিহারে শেয়ার ইস্যু করতে পারে?
ক. কোম্পানির হাতে প্রচুর নগদ অর্থ থাকলে
● বাজারে কোম্পানির প্রচুর সুনাম থাকলে
গ. কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পেলে
ঘ. কোম্পানির নিট সম্পদের পরিমাণ হ্রাস পেলে
৩২. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত?
i. সর্বনিম্ন ২ জন
ii. সর্বোচ্চ ৫০ জন
iii. শেয়ার দ্বারা সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৩. বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কী প্রভাব পড়ে?
i. নগদ হ্রাস
ii. শেয়ার সংখ্যা বৃদ্ধি
iii. কার্যকর মূলধন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
● iii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৪. শেয়ার অধিহার হলো-
ক. মুনাফাজাতীয় প্রাপ্তি
খ. মুনাফাজাতীয় প্রদান
গ. মূলধনজাতীয় প্রদান
● মূলধনজাতীয় প্রাপ্তি
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও :
রাফি লিমিটেড এর অনুমোদিত মূলধন ৫০,০০০ টাকা। প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ৫% অবহারে ৩,৫০০ শেয়ার ইস্যু করে।
৩৫. কোম্পানির মোট আদায়কৃত মূলধনের পরিমাণ কত?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ৫০,০০০ টাকা
● ৩৫,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
৩৬. কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করলে অবহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাব খাতকে প্রভাবিত করবে?
ক. স্থায়ী সম্পন
● ভূয়া সম্পদ
গ. মালিকানাস্বত্ব
ঘ. দীর্ঘমেয়াদি দায়
যৌথমূলধনী কোম্পানির মূলধন mcq
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও :
কামাল কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩,৭০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়ার ৬,৪০,০০০ টাকায় বিলি করল।
৩৭. কামাল কোম্পানি লি. এর মোট অধিহারের পরিমাণ কত?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ২,৫০,০০০ টাকা
● ২,১০,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
৩৮. উক্ত কোম্পানির মোট বিলিকৃত মূলধনের পরিমাণ কত?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ৫০,০০০ টাকা
● ৮,০০,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
৩৯. বাংলাদেশে বর্তমানে কত সালের কোম্পানি আইন প্রচলিত?
● ১৯৯৪
খ. ১৯৯৯
গ. ১৯৯২
ঘ. ১৯৯৩
৪০. কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায় সেই মূলধনকে বলে-
● অনুমোদিত মূলধন
খ. তলবকৃত মূলধন
গ. ইস্যুকৃত মূলধন
ঘ. আদায়কৃত মূলধন
৪১. শেয়ার অধিহারকে অন্য কী নামে অভিহিত করা যায়?
ক. মূলধনজাতীয় ব্যয়
খ. মুনাফাজাতীয় আয়
● অতিরিক্ত পরিশোধিত মূলধন
ঘ. কার্যকরী মূলধন
৪২. কোনটি হাইব্রিড সিকিউরিটি?
ক. সাধারণ শেয়ার
খ. ঋণপত্র
● অগ্রাধিকার শেয়ার
ঘ. বোনাস শেয়ার
৪৩. কোম্পানির অনুমোদিত মূলধনের যে অংশ বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করা হয় তাকে কী বলে?
ক. বিলিকৃত মূলধন
● ইস্যুকৃত মূলধন
গ. সংরক্ষিত মূলধন
ঘ. পরিশোধিত মূলধন
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী দু’টি প্রশ্নের উত্তর দাও :
বুলু লি. প্রতিটি ৮ টাকা মূল্যের ৭০,০০০ শেয়ারে নিবন্ধিত হলো। কোম্পানি এর ৭০% শেয়ার ৭% অধিহারে ইস্যু করে।
৪৪. কোম্পানির ইস্যুকৃত শেয়ারসংখ্যা কত?
● ৪৯,০০০
খ. ৫৬,০০০
গ. ৪৪,০০০
ঘ. ৩৪,০০০
৪৫. কোম্পানির অতিরিক্ত পরিশোধিত মূলধনের পরিমাণ কত?
ক. ৪৯,০০০ টি।
খ. ১১,৭৬০ টাকা
● ২৭,৪৪০ টাকা
ঘ. ৩৯,২০০ টাকা
৪৬. যে প্রতিষ্ঠান কমিশনের বিনিময়ে কোনো পাবলিক লিমিটেড কোম্পানির সমস্ত বা আংশিক শেয়ার বিক্রি করে দেয়ার নিশ্চয়তা প্রদান করে তাকে কী বলে?
ক. সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন
খ. স্টক এক্সচেঞ্জ
গ. স্টক ব্রোকার
● অবলেখক
৪৭. কোনটি কোম্পানির মূল সনদ?
ক. শেয়ার
● স্মারকলিপি
গ. ঋণপত্র
ঘ. নিবন্ধনপত্র
নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও :
মিতালী লি. ২০২০ সালের জানুয়ারি ১ তারিখে ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ শেয়ারে নিবন্ধিত হয়। কোম্পানি প্রতি শেয়ার ১০% অবহারে ১,৫০,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য প্রচারপত্র বিলি করেন। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হলো।
৪৮. শেয়ার অবহারের পরিমাণ কত?
ক. ৩,০০,০০০ টাকা
খ. ২,৫০,০০০ টাকা
● ১,৫০,০০০ টাকা
ঘ. ৭,৫০,০০০ টাকা
৪৯. শেয়ার অবহারের ফলে কোম্পানির-
i. চলতি সম্পদ হ্রাস পাবে
ii. মূলধনীয় ক্ষতি বৃদ্ধি পাবে
iii. মালিকানাস্বত্ব প্রভাবিত হবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. নিচের কোনটি প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য?
ক. বিবরণপত্র তৈরি ও প্রচার করা
● নিবন্ধনপত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারে
গ. আইনগত কড়াকড়ির মাত্রা বেশি থাকে
ঘ. কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post