হিসাববিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর : যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালে সাধারণত এক বছর মুনাফা ক্ষতির পরিমাণ জানার জন্য আয় বিবরণী তৈরি করা হয়। আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায় ও মূলধন নিয়ে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্তপত্র প্রস্তুত করা হয়। প্রতিষ্ঠানে লেনদেনের মাধ্যমে তৈরি হয় উপাত্ত।
হিসাববিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
এগুলো আবার হিসাব বিজ্ঞানের প্রক্রিয় তথ্যে পরিণত হয়। প্রতিষ্ঠানের আর্থিকতথ্যসমূহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ও বিষয়ের ভিত্তিতে বিচার- বিশ্লেষণ করে তথ্য ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করা হয়। নানা কৌশল অনুসরণ করে আর্থিক বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের সাফল্য বা ব্যর্থতা সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করা এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ করা যায়।
আর্থিক বিশ্লেষণ কাকে বলে?
আর্থিক বিশ্লেষণ বলতে বিভিন্ন ধরনের বিবরণী যেমন- আয় বিবরণী, আর্থিক বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, লাভ-ক্ষতি হিসাব ও উদ্ধর্ত্তপত্র ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক নির্ণয় করে কোম্পানির সার্বিক আর্থিক অবস্থা চিহ্নিত করাকে বুঝায়। ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায় ও মুলধন নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালে মুনাফা বা ক্ষতি যে বিবরণীর সাাহয্যে জানা যায় তাকে আয় বিবরণী বলে।
সাধারনত সংরক্ষিত আয় বিবরণীতে বিগত বছরের আয়ের সাথে চলতি হিসাবকালের নিট আয় যোগ করে তা হতে লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, বিভিন্ন ফান্ড সৃষ্টি বাদ দিয়ে দেখাতে হয়। নগদ অর্থের আগমন এবং নির্গমন সংক্রান্ত তথ্যের বিবরনী হলো নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বলতে সাধারনত নগদ অর্থের গ্রহণ এবং প্রদানকে বুঝায়। যেমন- (ক) পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ, (খ) বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ ও (গ) অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ।
নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের দু’টি পদ্ধতি রয়েছে, যেমন- (ক) যে পদ্ধতিতে নিট আয় অর্থাৎ কর পরবর্তী আয় নিয়ে শুরু করা হয় এবং নিট আয়কে সমন্বয় করে পরিচালন কার্যক্রম কর্তৃক প্রদত্ত নিট নগদ প্রবাহ নির্ণয় করা হয় পরোক্ষ পদ্ধতি বলে এবং (খ) প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রাপ্তি ও নগদ পরিশোধ সমূহের পার্থক্যকে পরিচালন কার্যক্রম কর্তৃক প্রদত্ত নিট নগদ প্রবাহ বলে।
১। কোন কোম্পানির একটি নির্দিষ্ট সময়ের পরিচালন, বিনিয়োগ ও অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ সম্পর্কে জানা যায় তাকে কী বলে?
ক. নগদ প্রবাহ বিবরণী
খ. আয় বিবরণী
গ. সংরক্ষিত আয় বিবরণী
ঘ. আর্থিক অবস্থার বিবরণী
২। মুনাফা বা লোকসান নির্ণয়ের সাথে সংশিষ্ট লেনদেন ও ঘটনাকে কোন ধরণের কার্যক্রম বলা হয়?
ক. বিনিয়োগ
খ. পরিচালন
গ. অর্থায়ন
ঘ. অনগদ
৩। দীর্ঘমেয়াদি সম্পত্তির ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলীকে কী বলে?
ক. পরিচালন
খ. অর্থায়ন
গ. বিনিয়োগ
ঘ. অনগদ
৪। শেয়ার ইস্যুর মাধ্যমে স্থায়ী সম্পদ ক্রয় নিচের কোনটির অন্তর্ভুক্ত?
ক. অর্থায়ন
খ. বিনিয়োগ
গ. অনগদ
ঘ. পরিচালন
ব্রেক-ইভেন বিশ্লেষণ
Breakeven analysis inducates the level of operations necessary to cover all operating costs and the profitablity associated with various level of sales. অর্থাৎ বিভিন্ন পরিমাণ বিক্রয়ের সাথে জড়িত মুনাফা এবং সকল পরিচালনা ব্যয় মেটাতে কী পরিমাণ উৎপাদন ও বিক্রয় করা প্রয়ােজন তা ব্রেক ইভেন বিশ্লেষণ নির্দেশন করে। যে কৌশল বিশ্লেষণের সাহায্যে প্রতিষ্ঠানের মোট পরিচালন ব্যয় ফেরত আসতে কী পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করতে হবে তা জানায় যায় তাকে ব্রেইভেন বিশ্লেষণ বলে। এ কৌশল এর মাধ্যমে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ এবং পণ্যদ্রব্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার মধ্যে পারস্পারিক সম্পর্ক নির্ধারণ করা হয়।
ব্রেক ইভেন বিন্দু
সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একজন আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই উপরের প্রশড়বগুলোর উত্তর জেনে নিতে হয়। ব্রেক ইভেন পদ্ধতি গাণিতিকভাবে এ প্রশেড়বর উত্তর দিয়ে থাকে বিধায় অর্থায়ন শাস্ত্রে এর খুব জনপ্রিয়তা রয়েছে। যে বিন্দুতে মোট বিক্রয়লব্ধ আয় ও মোট ব্যয় রেখা পরস্পরকে ছেদ করে ঔ বিন্দুকে ব্রেক ইভেন বিন্দু বলে। এটিতে হল এর জ্যামিতিক ব্যাখ্যা। প্রশ্ন হল এ থেকে কী জানা যায়? এর সার্বিক সংবাদটিই বা কী? এর মাধ্যমে কি পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রয় করলে পরিচালন ব্যয় ফেরত আসবে তা পরিচালন ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণের মাধ্যমে জানা যায়।
ব্রেক-ইভেন বিশ্লেষণের সুবিধা
ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ ও ক্ষতি, প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ ইত্যাদি বিষয় জানার জন্য ব্রেক-ইভেন পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এর বিশ্লেষণের বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। নিচে এগুলো আলোচনা করা হলো।
১. ব্রেক ইভেন বিশ্লেষনের মাধ্যমে সহজেই টার্গেট উৎপাদন এবং বিক্রয় নির্ধারণ করা যায়।
২. এর মাধ্যমে মোট পরিচালন ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় নিরূপণ করা যায়।
৩. এর মাধ্যমে ব্যয় ও মুনাফার সম্পর্ক নির্ণয় করা যায়।
৪. ব্রেক ইভেন বিশ্লেষনের মাধ্যমে দু’টো প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করা যায়।
৫. মুনাফা পরিকল্পনায় ব্যবহার করা যায়।
৬. এর মাধ্যমে উৎপাদনের বিভিন্ন মাত্রায় উৎপাদন ব্যয় নিরূপণ করা যায়।
৭. ব্রেক ইভেন বিশ্লেষণের সাহায্যে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়।
ব্রেক-ইভেন বিশ্লেষণের অসুবিধা
ব্রেক-ইভেন বিশ্লেষণের সুবিধা থাকলেও এর কিছু অসুবিধাও রয়েছে। নিচে এগুলো আলোচনা করা হলো:
১. ব্রেক-ইভেন বিশ্লেষণের অনুমিত শর্তানুযায়ী সব সময় বিক্রয় মূল্য একই থাকবে, কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়।
২. এটির ক্ষেত্রে মোট ব্যয়কে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ে ভাগ করা হয়। কিন্তু একটা নির্দিষ্ট উৎপাদন মাত্রা
পর্যন্ত স্থায়ী থাকে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধির কারণে অনেক সময় একক প্রতি পরিবর্তনশীল ব্যয়েরও পরিবর্তন ঘটে।
৩. এটি বিশ্লেষণের সময় প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনি মজুদ পণ্যকে কোন গুরুত্ব দেওয়া হয় না। এতে সিদ্ধান্তগ্রহণ ভুল হতে পারে।
৪. এটি বিশ্লেষণের মাধ্যমে শুধুমাত্র ব্যয়, বিক্রয় থেকে আয়ের পরিমাণ ও মুনাফার মধ্যে সম্পর্ক দেখানো হয়, কিন্তু মোট মূলধনের পরিমাণ, বাজারের ধরণ এবং সরকারি নীতির প্রভাবকে গুরুত্ব দেওয়া হয় না।
অর্থায়নের উপর আর্থিক বিশ্লেষণের প্রভাব
অর্থশাস্ত্রে বিভিন্ন বিশ্লেষণের কৌশল প্রয়োগ করে যথাযথ অর্থায়ন সিদ্ধান্ত নেওয়া হয়। তাই অর্থায়নের উপর আর্থিক বিশ্লেষণের প্রভাব অনেক বেশি। নগদ প্রবাহ বিশ্লেষণের মাধ্যমে পরিচালন কার্যক্রম থেকে কি পরিমাণ নগদ অর্থের আগমন ও নির্গমন হয়েছে তা জানা যায়। সুতরাং এটি চলতি মূলধনের সাথে সম্পৃক্ত। পর্যপ্ত পরিমাণ নগদ আন্ত:প্রবাহ হলে তা দিয়ে চলতি মূলধনের প্রয়োজন পূরণের জন্য ব্যবহার করা যায়। কোন নতুন প্রকল্পে বিনিয়োগ করার জন্য অর্থের উৎস কি হবে তা নগদ প্রবাহ বিশ্লেষণের মাধ্যমে জেনে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়।
আরো দেখো: HSC হিসাববিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য হিসাববিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post