হিসাববিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় mcq : কারবার প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও দক্ষ ব্যবস্থাপনার জন্য এবং মালিক, ব্যবস্থাপনা ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের প্রয়োজনে হিসাব বিজ্ঞানের বা আর্থিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়। আর্থিক হিসাব বিজ্ঞান মূলতঃ হিসাব চক্রের মধ্যে সীমাবদ্ধ।
এর মাধ্যমে সাধারণতঃ জাবেদা লিখন, খতিয়ান প্রস্তুতকরণ, লাভ-ক্ষতি হিসাব নির্ণয় ইত্যাদি কাজ করা হয়ে থাকে। কোন উৎপাদন প্রতিষ্ঠানের দ্রব্য ব্যয় ও মূল্য নির্ধারণ, ব্যয় বিশ্লেষণ, ব্যয় নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে আর্থিক হিসাব বিজ্ঞান কোন ভূমিকা রাখতে পারে না। ফলে এসব কাজের জন্য ব্যয় হিসাব বিজ্ঞান নামে একটি শাখার উৎপত্তি ঘটে। ১৪৯৪ ইতালির গণিতজ্ঞ লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের দু’তরফা দাখিলা পদ্ধতি চালু করেন।
হিসাববিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় mcq
১. শম্পা কোম্পানির প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়ের পরিমাণ যদি যথাক্রমে ৬,০০০ একক, ১৪,০০০ একক ও ২৫,০০০ একক হয়, তবে উৎপাদনের পরিমাণ কত?
ক,. ৫,০০০ একক
● ৩৩,০০০ একক
গ. ১৭,০০০ একক
ঘ. ৪৫,০০০ একক
২. কারখানা উপরিব্যয় হলো-
i. পণ্য নকশার ব্যয়
ii. গ্যাস ও পানির ব্যয়
iii. রক্ষণাবেক্ষণ ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩. সমাপনী মজুদ সমান-
i. প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় – বিক্রীত পণ্যের ব্যয়
ii. হাতে মজুদ পণ্য সংখ্যা x এককপ্রতি ক্রয়মূল্য
iii. হাতে মজুদ পণ্য সংখ্যা x ক্রয়মূল্য – বিক্রীত পণ্যের ব্যয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. কাজের প্রতি উৎসাহী ও উদ্যমী হওয়ার জন্য মালিক কর্তৃক কর্মীদের যে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করা হয় তাকে কী বলে?
ক. মহার্ঘ ভাতা
খ. সম্মানী
● বোনাস
ঘ. মজুরি
৫. বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হলে, বিক্রীত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত?
ক. ৩৩.৫৪%
● ২৫%
গ. ৫৪%
ঘ. ২৩%
৬. সমাপনী মজুদ পণ্যের একক নির্ণয়ের জন্য কোন সূত্রটি গ্রহণযোগ্য?
● প্রারম্ভিক মজুদ পণ্যের একক + তৈরি দ্রব্যের একক – বিক্রীত দ্রব্যের একক
খ. তৈরি দ্রব্যের একক – বিক্রীত দ্রব্যের একক – প্রারম্ভিক মজুদ পণ্যের একক
গ. প্রারম্ভিক মজুদ পণ্যের একক + তৈরি দ্রব্যের একক
ঘ. বিক্রীত দ্রব্যের একক – প্রারম্ভিক মজুদ পণ্যের একক
৭. শ্রমিক-কর্মচারীদের অনার্থিক সুবিধা কোনটি?
● বিনোদনের ব্যবস্থা
খ. মহার্ঘ ভাতা
গ. টিফিন ভাতা
ঘ. উৎসব ভাতা
৮. দৈনিক কত ঘণ্টা কাজ করলে একজন শ্রমিক ওভারটাইম মজুরি পাবে?
ক. ৬ ঘণ্টা
খ. ৭ ঘণ্টা
● ৯ ঘণ্টা
ঘ. ১০ ঘণ্টা
৯. উৎপাদন ব্যয় হিসাবের সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে কী বোঝায়?
ক. উৎপাদন উপরিব্যয়
খ. কারখানা ব্যয়
গ. উৎপাদন ব্যয়
● মুখ্য ব্যয়
১০. একটি পণ্যের কাঁচামালের ব্যয় ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৩২,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ১২,০০০ টাকা এবং রূপান্তর ব্যয় ৮০,০০০ টাকা। পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত?
● ৪৮,০০০ টাকা
খ. ৫২,০০০ টাকা
গ. ৬০,০০০ টাকা
ঘ. ৪৫,০০০ টাকা
১১. যদি বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হয়; উৎপাদন ব্যয় হয় ১,৬০,০০০ টাকা এবং মোট ব্যয় হয় ২,৪০,০০০ টাকা; তখন বিক্রয়ের পরিমাণ কত হবে?
● ৩,০০,০০০ টাকা
খ. ৫,০২,০০০ টাকা
গ. ৬,০০,০০০ টাকা
ঘ. ৪,০৫,০০০ টাকা
১২. শ্রমিকদের প্রদান করা হয়—
ক. বেতন
● মজুরি
গ. কমিশন
ঘ. সম্মানী ভাতা
১৩. মুখ্য ব্যয়ের উপাদান কোনটি?
ক. পরোক্ষ কাঁচামাল
● প্রত্যক্ষ খরচ
গ. বেতন
ঘ. অবচয়
১৪. রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি?
● প্রত্যক্ষ শ্রম + উৎপাদন উপরিব্যয়
খ. প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম
গ. প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ
ঘ. উৎপাদন উপরিব্যয় + প্রশাসনিক উপরিব্যয়
১৫. প্রারম্ভিক মজুদ পণ্য ২৫০ একক, সমাপনী মজুদ পণ্য ১৫০ একক এবং সারা বছর উৎপাদিত পণ্য ৪০০ একক। পণ্য বিক্রয়ের মাধ্যমে সারা বছরের মুনাফা ১২,০০০ টাকা। এককপ্রতি মোট মুনাফা কত?
ক. ১৫ টাকা
● ২৪ টাকা
গ. ৩০ টাকা
ঘ. ৪০ টাকা
১৬. ক্রয়মূল্যের উপর মুনাফার হার ১৩%। মুনাফার পরিমাণ ২৬,০০০ টাকা হলে বিক্রয়মূল্য কত?
● ২,২৬,০০০ টাকা
খ. ৫,৭২,০০০ টাকা
গ. ২,৪৫,০০০ টাকা
ঘ. ৪,০৫,০০০ টাকা
১৭. মহার্ঘ ভাতা প্রদান করা হয়-
i. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য
ii. মুদ্রাস্ফীতির জন্য
iii. দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সপ্তাহে ৪৮ ঘণ্টা অনুসরণ করা হয়। উক্ত প্রতিষ্ঠানের তথ্যাবলি নিচে প্রদত্ত হলো : প্রতি একক উৎপাদনের প্রমাণ সময় ৫ মিনিট। ঘণ্টাপ্রতি মজুরি ৯ টাকা।
১৮. সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের পরিমাণ কত?
ক. ১৯২ একক
খ. ২৪০ একক
● ৫৭৬ একক
ঘ. ৪৬২ একক
১৯. প্রতি এককের মজুরি কত?
ক. ০.৫৬ টাকা
● ০.৭৫ টাকা
গ. ১.৩৩ টাকা
ঘ. ১.৮০ টাকা
২০. ১০ এককের উৎপাদন ব্যয় ২০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা প্রত্যাশা করে, তাহলে প্রতি এককের বিক্রয়মূল্য কত হবে?
ক. ১৫ টাকা
খ. ২৪ টাকা
গ. ১৬ টাকা
● ২৫ টাকা
২১. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য—
i. ব্যয় নির্ধারণ
ii. হিসাববিজ্ঞান নীতি বিশ্লেষণ
iii. ব্যয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
প্রারম্ভিক মজুত (৫০০ একক) ৪,৫০০ টাকা, উৎপাদন (১০,০০ একক) ১,১০,০০০ টাকা, সমাপ্তি মজুত ২,০০০ একক, বিক্রয় ১,১৫,৬২৫ টাকা।
২২. বিক্রীত পণ্যের পরিমাণ কত?
● ৮,৫০০ একক
খ. ১০,৫০০ একক
গ. ১১,৫০০ একক
ঘ. ১২,০০০ একক
২৩. মুনাফার শতকরা হার কত?
ক. ব্যয়ের ২০%
● বিক্রয়ের ২০%
গ. বিক্রয়ের ২৫%
ঘ. ব্যয়ের ৩৩%
২৪. মহার্ঘ ভাতা কী ধরনের সুবিধা?
ক. বেতনের সাথে চলমান একটি আর্থিক সুবিধা
খ. বেতন কমিশন কর্তৃক প্রদত্ত স্থায়ী আর্থিক সুবিধা
● সাময়িক সময়ের জন্য প্রদত্ত আর্থিক সুবিধা
ঘ. শুধু এক বছরের জন্য প্রদত্ত সুবিধা
২৫. উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য হলো-
● ব্যয় নির্ণয়
খ. ব্যয় নিয়ন্ত্রণ
গ. মুনাফা নির্ণয়
ঘ. বিক্রয়মূল্য নির্ণয়
২৬. মুখ্য ব্যয় + কারখানার উপরিব্যয় =
ক. রূপান্তর ব্যয়
খ. মোট ব্যয়
● কারখানা ব্যয়
ঘ. বিক্রীত পণ্যের ব্যয়
২৭. কোনো পণ্যের মুনাফার হার বিক্রয়মূল্যের উপর ২০% সে ক্ষেত্রে ঐ পণ্যের ক্রয়মূল্য অথবা উৎপাদন ব্যয়ের উপর লাভের হার কত হবে?
● ২৫%
খ. ২০%
গ. ৩৭%
ঘ. ৫০%
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান ৮,০০০ একক দ্রব্য উৎপাদন করতে কাঁচামাল বাবদ এককপ্রতি ৫০ টাকা এবং মজুরি বাবদ এককপ্রতি ৪০ টাকা ব্যয় করে। কারখানার উপরিব্যয় হয় ২,৮০,০০০ টাকা। যদি বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা ধার্য করা হয় তবে-
২৮. পণ্যটির এককপ্রতি উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য কত হবে?
● ১২৫ টাকা ও ১৫৬.২৫ টাকা
খ. ১২৫ টাকা ও ১৫০ টাকা
গ. ১৫২ টাকা ও ১৮২.৪০ টাকা
ঘ. ১৫৬.২৫ টাকা ও ১৯৫.৩০ টাকা
২৯. যদি কোম্পানি ১০,০০০ একক পণ্য উৎপাদন করে তবে-
i. কাঁচামালের এককপ্রতি ব্যয়ের কোনো পরিবর্তন হবে না
ii. শ্রম ব্যয় আনুপাতিক হারে বাড়বে
iii. কারখানার উপরিব্যয়ও আনুপাতিক হারে বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩০. উৎপাদন ব্যয় হিসাবের প্রধান দুটি উদ্দেশ্য হলো-
● ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ
খ. এককপ্রতি ব্যয় নির্ধারণ ও লাভ-ক্ষতি নির্ধারণ
গ. বিক্রয়মূল্য নির্ধারণ ও তথ্য সরবরাহ
ঘ. তথ্য সরবরাহ ও ব্যয় নির্ধারণ
৩১. প্রারম্ভিক কাঁচামাল ৮০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ৭০,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ৪,৫০,০০০ টাকা, ক্রয় পরিবহন ১০,০০০ টাকা এবং বিক্রয় পরিবহন ১৫,০০০ টাকা হলে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত?
● ৪,৭০,০০০ টাকা
খ. ৪,৭২,০০০ টাকা
গ. ২,৪৫,০০০ টাকা
ঘ. ৪,০৫,০০০ টাকা
৩২. বেতন পূরক হলো-
i. বাড়ি ভাড়া ভাতা
ii. টিফিন ভাতা
iii. বিনিয়োগ ভাতা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৩. কারখানা যন্ত্রপাতির অবচয় কোন ধরনের খরচ?
● কারখানা উপরিব্যয়
খ. প্রশাসনিক খরচ
গ. বিক্রয় খরচ
ঘ. প্রত্যক্ষ খরচ
৩৪. দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে তাল মিলানোর জন্য কী প্রদান করা হয়?
ক. বেতন
● মহার্ঘ ভাতা
গ. পরিপুরক সুবিধা
ঘ. মজুরি
৩৫. বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক নির্ধারিত কার্যসময়-
● ৪৮ ঘণ্টা
খ. ৪৪ ঘণ্টা
গ. ২৬ ঘণ্টা
ঘ. ৫৪ ঘণ্টা
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
জনতা ম্যানুফ্যাকচারিং কোং এবং প্রারম্ভিক কাঁচামাল, ব্যবহৃত কাঁচামালের ব্যয় ও সমাপনী কাঁচামাল ছিল যথাক্রমে ১২,০০০ টাকা, ৯০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা। এ ছাড়াও কোম্পানির প্রত্যক্ষ খরচ ও কারখানা ভাড়া ২০,০০০ টাকা ও ১৮,০০০ টাকা ছিল।
৩৬. কাঁচামাল ক্রয়ের পরিমাণ কত?
● ৯৩,০০০ টাকা
খ. ৭২,০০০ টাকা
গ. ৪৫,০০০ টাকা
ঘ. ৯৫,০০০ টাকা
৩৭. মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ কত?
● ১,২৮,০০০ টাকা
খ. ৪,৭২,০০০ টাকা
গ. ২,৪৫,০০০ টাকা
ঘ. ৪,০৫,০০০ টাকা
৩৮. কোনটি মুখ্য ব্যয়ের উপাদান?
● প্রত্যক্ষ কাঁচামাল
খ. অফিস খরচ
গ. কারখানা ভাড়া
ঘ. বিক্রয় খরচ
৩৯. ‘পণ্যের নমুনা বিতরণ’ কোন ধরনের উপরিব্যয়?
ক. কারখানা উপরিব্যয়
● বিক্রয় উপরিব্যয়
গ. প্রশাসনিক উপরিব্যয়
ঘ. পরিবর্তনশীল উপরিব্যয়
৪০. নিচের কোনটি রূপান্তরিত ব্যয়ের উপাদান?
ক. কাঁচামাল
খ. অফিস ভাড়া
● মজুরি
ঘ. বিজ্ঞাপন
৪১. মূল্যস্ফীতির সাথে আয়ের সামঞ্জস্য রাখার জন্য কর্মচারীদেরকে নিচের কোনটি প্রদান করা হয়?
ক. বোনাস
● মহার্ঘ ভাতা
গ. যাতায়াত ভাতা
ঘ. আনুতোধিক সুবিধা
৪২. বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ২৫% হলে ক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
● ৩৩.৩৩%
খ. ৪৫.৬%
গ. ৪৬.৮৬%
ঘ. ৩৬.৭৫%
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও :
সায়েম ইলেক্ট্রনিকস VR BOX উৎপাদক। বিগত বৎসরে তাদের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল ৫০ একক এবং সমাপনী মজুদপণ্যের পরিমাণ ছিল ৮০ একক। সে বছর তারা ১৭০ একক পণ্য বিক্রয় করেছিল। ব্যয় বিশ্লেষণ করে দেখা গেল যে, কাঁচামাল ব্যবহার হয়েছে ৬০,০০০ টাকা। মজুরি ব্যয় ৪০,০০০ টাকা, উপরিব্যয় মঞ্জুরির ৮০% প্রশাসনিক ও বিক্রয় ব্যয় উপরিব্যয়ের ৫০%।
৪৩. যদি বিক্রয় মূল্যের ওপর ২০% লাভ ধার্য করা হয় তবে এককপ্রতি বিক্রয়মূল্য কত হবে?
● ৯২৫ টাকা
খ. ৭২০ টাকা
গ. ৪৫০ টাকা
ঘ. ৯৫০ টাকা
৪৪. যদি এককপ্রতি বিক্রয়মূল্য ৯৬২ টাকা নির্ধারণ করা হয় তবে এ উৎপাদন ব্যয়ের ওপর মুনাফার হার কত?
ক. ১০%
খ. ২৩%
● ১১.৭৭%
ঘ. ৩৪.৬%
৪৫. যদি বিক্রীত পণ্যের ব্যয় ১,৮০,০০০ টাকা এবং বিক্রয়ের ওপর মোট লাভের হার ২০% হয় তবে মোট মুনাফার পরিমাণ কত?
● ৪৫,০০০ টাকা
খ. ৭২,০০০ টাকা
গ. ৪৮,০০০ টাকা
ঘ. ৯৫,০০০ টাকা
৪৬. কোনটি মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত?
ক. ভাড়া প্রদান
খ. পরোক্ষ মজুরি
● প্রত্যক্ষ মজুরি
ঘ. পরোক্ষ মাল
৪৭. কোনটি সঠিক?
ক. মুখ্য ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = কারখানা ব্যয়
খ. উৎপাদন ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = মোট ব্যয়
● মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয় = কারখানা ব্যয়
ঘ. কারখানা ব্যয় + বিক্রয় উপরিব্যয় = উৎপাদন ব্যয়
৪৮. যে ব্যয় কারখানায় পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত থাকে তাকে কী বলে?
ক. সুযোগ ব্যয়
● উৎপাদন ব্যয়
গ. কালীন ব্যয়
ঘ. অপ্রাসঙ্গিক বায়
৪৯. পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, কারখানার বিদ্যুৎ ব্যয় ও বিক্রয় বিলি খরচ হলো-
i. বিক্রয় উপরিব্যয়
ii. কারখানা উপরিব্যয়
iii. মোট উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. কোন ব্যয়টি মুখ্য ব্যয় ও রূপান্তর ব্যয়?
ক. কাঁচামালের ব্যয়
খ. কারখানা উপরি ব্যয়
● প্রত্যক্ষ শ্ৰম
ঘ. প্রশাসনিক উপরি ব্যয়
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post