হিসাববিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় mcq : কার্যপত্র এর অর্থ হলো কার্যবিবরণী বা তালিকা। এটি কোনো প্রতিষ্ঠানের হিসাব প্রদর্শনের এমন একটি মাধ্যম যেখানে রেওয়ামিল থেকে শুরু করে চূড়ান্তভাবে আর্থিক অবস্থা প্রস্তুত করা পর্যন্ত একসাথে দেখানো যায়। হিসাবরক্ষণের ক্ষেত্রে শুধুমাত্র কার্যপত্রের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে একসাথে একই ছকে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ করা যায় না।
হিসাববিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় mcq
১. নিচের কোন ব্যবসায় প্রতিষ্ঠানে তুমি নিত্য মজুদ পণ্য পদ্ধতিতে হিসাবরক্ষণের সুপারিশ করবে?
ক. খুচরা ব্যবসায়
খ. মুদি দ্রব্যাদির ব্যবসায়
● মোটর সাইকেল ব্যবসায়
ঘ. প্রসাধনীর ব্যবসায়
২. মাল খতিয়ান হতে জানা যায়-
i. প্রাপ্ত মালের পরিমাণ, দর ও মূল্য,
ii. উদ্বৃত্ত মালের পরিমাণ, দর ও মূল্য
iii. ইস্যুকৃত মালের পরিমাণ, দর ও মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩. প্রারম্ভিক মজুদ একক + ক্রয় একক – বিক্রীত একক =
ক. মোট লাভ
খ. বিক্রীত পণ্যের ব্যয়
● সমাপনী মজুদ একক
ঘ. পরিচালন মুনাফা
৪. কোন সময়ে মজুদ পণ্য মূল্যায়ন করতে হয়?
● নির্দিষ্ট হিসাবকালের শেষে
খ. নির্দিষ্ট হিসাবকালের প্রারম্ভে
গ. বছরের শুরুতে
ঘ. বছরের মাঝামাঝি সময়ে
৫. বিন কার্ড থেকে কী জানা যায় না?
● মজুদ মালের মূল্য
খ. মজুদ মালের পরিমাণ
গ. মজুদ মালের প্রাপ্তি
ঘ. মজুদ মালের নির্গমন
৬. ১৮২. একজন ক্রেতা ২০,০০০ টাকা মূল্যের পণ্যের চালান বিক্রেতা হতে পেল এবং যাতে লেখা ছিল শর্ত ২/১০, নিট/৪৫, এখানে ২/১০ কী?
● বাট্টার সময়কাল
খ. ঋণের সময়কাল
গ. নগদ বাট্টা
ঘ. ক্ৰয় বাট্টা
৭. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের চলতি সম্পত্তিসমূহ ক্রয়মূল্য বা বাজারমূল্যের মধ্যে যেটি কম সেই মূল্যে প্রদর্শন করতে হয়?
ক. মিলকরণ নীতি
খ. পূৰ্ণ প্ৰকাশ নীতি
● রক্ষণশীল নীতি
ঘ. সমন্বয় নীতি
৮. মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে কোন পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা যৌক্তিক?
● FIFO
খ. LIFO
গ. সাধারণ গড় পদ্ধতি
ঘ. ভারযুক্ত গড় পদ্ধতি
৯. পণ্য পরিবহনসংক্রান্ত শর্ত হচ্ছে-
i. ২/১০, net/৩০
ii. FOB destination
iii. FOB shipping point
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
১০. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুদ রাখা আবশ্যক তাকে কী বলে?
ক. গড় মজুদ
খ. সর্বোচ্চ সীমা
গ. সর্বনিম্ন সীমা
● নিরাপত্তা মজুদ
১১. বিন কার্ডে কোনটি লিপিবদ্ধ থাকে?
i. প্রাপ্ত মালের পরিমাণ
ii. ইস্যুকৃত মালের পরিমাণ
iii. মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. ২/১০ নিট ৩০ বলতে বোঝায়—
i. ১০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টা
ii. ৩০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টা
iii. ৩০ দিনের মধ্যে অবশ্যই দেনা পরিশোধ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. তাৎক্ষণিক মজুদ পণ্যের পরিমাণ জানার পদ্ধতি হলো-
● নিত্য মজুদ পদ্ধতি
খ. কালান্তিক মজুদ পদ্ধতি
গ. সরেজমিন গণনা পদ্ধতি
ঘ. তৈরি মজুদ পদ্ধতি
১৪. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে কয়ভাগে বিভক্ত করা হয়?
● ৩ ভাগে
খ. ২ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৭ ভাগে
১৫. একটি পণ্যের বিক্রীত পণ্যের ব্যয় ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা?
ক. ৫০০ টাকা
● ১,৫০০ টাকা
গ. ২,৫০০ টাকা
ঘ. ২,০০০ টাকা
১৬. প্রারম্ভিক মজুদ ৪ টাকা দরে ৬০০ একক, চলতি মাসে ৬ টাকা দরে ৪০০ একক ক্রয় করা হয়। বিক্রয় ৮ টাকা দরে ৮০০ একক হলে ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত টাকা?
ক. ৫৮০ টাকা
● ৯৬০ টাকা
গ. ৫০০ টাকা
ঘ. ২৭০ টাকা
১৭. সমাপনী মজুদ পণ্য বৃদ্ধির ফলে-
i. মোট মুনাফা বৃদ্ধি পায়
ii. নিট ক্রয় বৃদ্ধি পায়
iii. বিক্রীত পণ্যের ব্যয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
এশা লি. এর ২০২০ সালের জুন মাসের মাল খতিয়ানে প্রারম্ভিক মজুদ ছিল ১০০ কেজি ১০ টাকা দরে। ১৫ জুন তারিখে ক্রয় ২৪০ কেজি ১১ টাকা দরে এবং ২৬ জুন তারিখে ইস্যু ২৬০ কেজি।
১৮. FIFO পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?
ক. ৫০০ টাকা
● ৮৮০ টাকা
গ. ২,৫০০ টাকা
ঘ. ২,০০০ টাকা
১৯. ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রতি একক ইস্যু মূল্য কত?
ক. ১০.০০ টাকা
খ. ১০.৩০ টাকা
● ১০.৭০ টাকা
ঘ. ১১.০০ টাকা
২০. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে-
i. মালের আগমন
ii. মালের নির্গমন
iii. মালের দর
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি mcq
২১. বাজারমূল্য নিম্নগামী হলে কোন পদ্ধতি অধিক কার্যকরী?
● FIFO
খ. LIFO
গ. Simple Average
ঘ. Weighted Average
২২. “প্রারম্ভিক মজুদ + ক্রয় – ইস্যু – সমাপনী মজুদ” -এই সমীকরণের মাধ্যমে কী নির্ণয় করা যায়?
ক. সরবরাহকারীকে প্রদত্ত ফরমায়েশের পরিমাণ
খ. বিক্রয় একক
● ঘাটতি মজুদ
ঘ. নিরাপত্তা মজুদ
উদ্দীপকটি পড় এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও :
আবদুল্লাহ লি. জুন ১০, ১৫ ও ১৮ তারিখে যথাক্রমে ১০ টাকা হারে ২০০ একক, ১১ টাকা হারে ২৫০ একক এবং ১২ টাকা হারে ৩০০ একক কাঁচামাল ক্রয় করে।
২৩. ‘আগের মাল আগে যাবে’ পদ্ধতিতে জুন ২০ তারিখে ১০০ একক মাল ইস্যু করা হলে তার মোট মূল্য কত টাকা হবে?
ক. ৫,০০০ টাকা
● ১,০০০ টাকা
গ. ২,৫০০ টাকা
ঘ. ২,০০০ টাকা
২৪. ভারযুক্ত গড় পদ্ধতিতে জুন ৩০ তারিখে এককপ্রতি মজুদ পণ্যের মূল্য কত হবে?
ক. ৫.০০ টাকা
● ১১.১৩ টাকা
গ. ২.০০ টাকা
ঘ. ২.৮০ টাকা
২৫. নিত্য মজুদ পদ্ধতিতে ‘ক্রয় ফেরত’ এর জাবেদা কোনটি?
ক. পাওনাদার হিসাব ডেবিট
ক্রয় ফেরত হিসাব ক্রেডিট
● পাওনাদার হিসাব ডেবিট
মজুদ পণ্য হিসাব ক্রেডিট
গ. ক্রয় হিসাব ডেবিট
ক্রয় ফেরত হিসাব ক্রেডিট
ঘ. ক্রয় হিসাব ডেবিট
মজুদ পণ্য হিসাব ক্রেডিট
২৬. ব্যবসায় প্রতিষ্ঠানের স্বাভাবিক ক্রয়-বিক্রয় প্রক্রিয়ায় যে পরিমাণ বিক্রয়যোগ্য পণ্য একটি নির্দিষ্ট তারিখে অবিক্রীত অবস্থায় থাকে তাকে কী বলে?
ক. ক্রয়কৃত পণ্য
খ. সংরক্ষিত পণ্য
গ. বিক্রয়যোগ্য পণ্য
● মজুদ পণ্য
২৭. পণ্যের দাম ক্রমহ্রাসমান হলে মজুদ পণ্য মূল্যায়নে কোন পদ্ধতি প্রযোজ্য?
● FIFO
খ. LIFO
গ. ভারযুক্ত গড়
ঘ. সরল গড়
২৮. মজুদ মূল্যায়নে নিম্নের কোনটি বিবেচনা করা হয়?
● ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম
খ. ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি বেশি
গ. ক্রয়মূল্য
ঘ. বাজারমূল্য
২৯. কালান্তিক মজুদ পদ্ধতিতে কখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করা হয়?
ক. হিসাবকালের শুরুতে
● হিসাবকালের শেষে
গ. হিসাবকালের মাঝামাঝি
ঘ. প্রত্যেক লেনদেনের পর
৩০. প্রারম্ভিক মজুদ বেশি দেখালে কী বেশি দেখানো হবে?
ক. নিট ক্রয়
খ. নিট আয়
● বিক্রীত পণ্যের ব্যয়
ঘ. সম্পত্তি
৩১. সর্বশেষ ক্রয়ের দরে ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে?
ক. সরল গড় পদ্ধি
খ. ভারযুক্ত গড় পদ্ধতি
● শেষে আসলে আগে যায় পদ্ধতি
ঘ. আগে আসলে আগে যায় পদ্ধতি
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও :
X কোম্পানি লি. এর প্রারম্ভিক মজুদ ৩০০ একক, প্রতি একক ১০ টাকা দরে। প্রতিষ্ঠানটি পণ্য ক্রয় করে ২৫০ একক প্রতিটি ১২ টাকা দরে এবং কারখানায় ইস্যু করে ৩২০ একক। কোম্পানি মজুত পণ্য মূল্যায়ন FIFO পদ্ধতি প্রয়োগ করে।
৩২. সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত একক?
ক. ২৫০ একক
খ. ৩০০ একক
গ. ৫৫০ একক
● ২৩০ একক
৩৩. সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা?
ক. ৫,৭৬০ টাকা
● ২,৭৬০ টাকা
গ. ২,৫৯০ টাকা
ঘ. ২,৩৫০ টাকা
৩৪. যে পন্যতিতে আগে ক্রয়কৃত মান আগে ছাড়া হয় তাকে কী বলে?
● FIFO পদ্ধতি
খ. LIFO পদ্ধতি
গ. Weighted Average পদ্ধতি
ঘ. Simple Average পদ্ধতি
৩৫. মজুদ মাল নিয়ন্ত্রণের কার্যকরী হাতিয়ার হলো-
i. বিন কার্ড
ii. মাল খতিয়ান
iii. অবিরত মজুদ তালিকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৬. যখন মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকে তখন FIFO পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়নের প্রভাবে-
i. মোট মুনাফা কমে
ii. বিক্রীত পণ্যের ব্যয় কমে
iii. নিট মুনাফা বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৭. মজুদ পণ্যের ক্রয়মূল্য নির্ণীত হয়—
i. বিক্রীত পণ্যের ক্রয়মূল্য
ii. অবিক্রীত পণ্যের ক্রয়মূল্য
iii. ক্রয়কৃত পণ্যের বিক্রয়মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮. কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে এককপ্রতি মূল্য বের করা হয়?
ক. সরল গড় পদ্ধতি
● ভারযুক্ত গড় পদ্ধতি
গ. FIFO পদ্ধতি
ঘ. LIFO পদ্ধতি
৩৯. বিন কার্ড সংরক্ষণ করেন কে?
● গুদামরক্ষক
খ. ক্যাশিয়ার
গ. ফোরম্যান
ঘ. হিসাবরক্ষক
৪০. চলতি বছরের সমাপনী মজুদকে পরবর্তী বছরের কী হিসেবে গণ্য করা হয়?
ক. ক্রয়কৃত পণ্য
খ. সমাপনী মজুদ পণ্য
গ. অবিক্রীত পণ্য
● প্রারম্ভিক মজুদ পণ্য
৪১. চলতি বছরে কোন পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?
● বিক্রীত পণ্যের ব্যয়
খ. অবিক্রীত পণ্যের ব্যয়
গ. ক্রয়কৃত পণ্যের ব্যয়
ঘ. নিট অর্জন ব্যয়
৪২. বিন কার্ডের বৈশিষ্ট্য হলো-
i. কাঁচামালের ক্রয় ও ইস্যু লিপিবন্ধকরণ
ii. মজুত মালের হিসাবরক্ষণ
iii. বিক্রয়মূল্য লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৫০০ একক মাল ১০ টাকা দরে এবং ৫ই জানুয়ারি ৮০০ একক মাল ১১ টাকা দরে ক্রয় করা হয়। ৬ই জানুয়ারি তারিখে ৭০০ একক মাল ইস্যু করা হলে এবং আগের দর আগে ছাড় পদ্ধতিতে অনুসরণ করা হলে ইস্যুকৃত মালের মূল্য কত হবে?
ক. ৫,০০০ টাকা
● ৭,২০০ টাকা
গ. ৫০,০০০ টাকা
ঘ. ৫৪,৫০০ টাকা
৪৪. মজুদ মূল্যায়ন পদ্ধতি-
i. আগের দরে আগে ছাড় পদ্ধতি
ii. শেষের দরে শেষে ছাড় পদ্ধতি
iii. শেষের দর আগে ছাড় পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ থেকে ৪৬নং প্রশ্নের উত্তর দাও :
একটি কারখানায় ২০১৭ সালের জানুয়ারি মাসে ৬ তারিখে ১,০০০ একক, ১০ তারিখে ১,২০০ একক এবং ২০ তারিখে ২,০০০ একক মাল ১০০ টাকা, ১০৫ টাকা এবং ১১০ টাকা দরে ক্রয় করা হয়। উক্ত মাসের ৮ তারিখে ১,৩০০ একক মাল এবং ২৫ তারিখে ৮০০ একক মূল ইস্যু করা হয়। প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল ৬০০ একক মাল যার মোট মূল্য ছিল ৫৭,০০০ টাকা।
৪৫. উক্ত মাসের মোট ক্রয়ের পরিমাণ কত?
ক. ৫,৫৬,০০০ টাকা
● ৪,৪৬,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা
ঘ. ৫৪,৫০০ টাকা
৪৬. আগের দর আগে ছাড় পদ্ধতিতে মোট ইস্যুকৃত পণ্যের মূল্য কত?
ক. ৫,৪৬,০০০ টাকা
● ২,০৯,৫০০ টাকা
গ. ৫,৫০,০০০ টাকা
ঘ. ৫,৯৪,৫০০ টাকা
৪৭. শেষের দর আগে ছাড় পদ্ধতিতে ৮ তারিখের ইস্যুর মূল্য কত?
ক. ১,২৪,০০০ টাকা
● ১,২৮,৫০০ টাকা
গ. ৫০,০০০ টাকা
ঘ. ৫৪,৫০০ টাকা
৪৮. বিন কার্ডে সংরক্ষণ করা হয় পণ্যের-
ক. মূল্য
● পরিমাণ
গ. মূল্য ও পরিমাণ
ঘ. গুণাগুণ
৪৯. গাড়ির ফুয়েলিং স্টেশনে কোন পদ্ধতিতে হিসাব রাখা হয়?
ক. আগে আসে আগে যায়
● পরে আসে আগে যায়
গ. সাধারণ গড়
ঘ. ভারযুক্ত গড়
৫০. অস্থিতিশীল ও বাজারমূল্য ঊর্ধ্বগামী হলে নির্গত মালের মূল্যায়নে কোন পদ্ধতি সুবিধাজনক?
ক. FIFO পদ্ধতি
● LIFO পদ্ধতি
গ. সাধারণ গড় পদ্ধতি
ঘ. ভারযুক্ত গড় পদ্ধতি
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post