হিসাববিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর : একটি প্রতিষ্ঠান যখন কোনো পণ্য দ্রব্য সংগ্রহ বা সেবা গ্রহণের বিনিময়ে অথর্ ত্যাগ করে তখন তাকে ব্যয় বলা হয়। যেহেতু পণ্য দ্রব্য সংগ্রহ বা সেবা ভোগের বিষয়টি স্বল্পকালীন কিংবা দীর্ঘকালীন উভয়ই হতে পারে, সেহেতু ব্যয়ও স্বল্পকালীন কিংবা দীর্ঘকালীন পণ্য, সেবা অথবা কোনো কাজ সম্পর্কিত হয়ে থাকে।
এটি অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে পরিমাপযোগ্য প্রদেয় অর্থ। ব্যয় সব সময় মেয়াদ উত্তীর্ণ একটি বিষয়- যা আয় হতে বাদ দেওয়া হয়। ব্যয়কে একটি বাস্তব পরিমাপের ভিত্তিতে প্রকাশ করতে হয়, যাকে ব্যয় একক বলা হয়। যেমন: গাড়ি ব্যবসায়ের ক্ষেত্রে প্রতি টিপ্র , সিমেন্ট কারখানার ক্ষেত্রে প্রতি টন সিমেন্ট, ইট ভাটার ক্ষেত্রে প্রতি হাজার ইট, বিদ্যুৎ শিল্পের ক্ষেত্রে কিলোওয়াট কিংবা মেগাওয়াট ইত্যাদি।
হিসাববিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
ব্যবসায়ের ধরন, কাজের প্রকৃতি, পণ্যের ধরন, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি নানাবিধ বিষয় বিবেচনায় নিয়ে ব্যয়কে শ্রেণিবিন্যাস করতে হয়। ব্যবসায়ী, অব্যবসায়ী, উৎপাদনকারী, খুচরা বিক্রেতা এবং সেবা প্রদানকারী প্রায় সব ধরনের প্রতিষ্ঠানেই ব্যয় সংঘটিত হয়ে থাকে।
এ সকল প্রতিষ্ঠানের ব্যয়সমূহকে সঠিকভাবে শ্রেণিবিন্যাস করা না হলে ব্যবসায়ের সঠিক আর্থিক ফলাফল পাওয়া যায় না। প্রতিষ্ঠানের সার্বিক সফলতার জন্যেও ব্যয় নিয়šণ ও ব্যয় হ্রাস অতীব জরুরি একটি বিষয়। ব্যয় নিয়ন্ত্রণ ও ব্যয় হ্রাস বিষয়টি নিশ্চিত করা হয় ব্যয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে।
ব্যয়ের ধারণা থেকেই উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান শাস্ত্রের উৎপত্তি। পণ্য বা সেবা উৎপাদনের উদ্দেশ্যে নিয়োজিত উপাদানগুলো অর্জনের জন্য বর্তমানে প্রদত্ত বা ভবিষ্যতে প্রদেয় অর্থই হলো ব্যয়। যেমন: কলকব্জা ও যন্ত্রপাতি, আসবাবপত্র, দালানকোঠা ইত্যাদি ক্রয়ের জন্য যে আর্থিক ত্যাগ তা হলো ব্যয়। আবার, উৎপাদনকারী প্রতিষ্ঠান নতুন কোনো পণ্য তৈরির জন্য উৎপাদনের উপাদান বাবদ যে অথর্ ত্যাগ করে, তাকেও ব্যয় বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আসবাবপত্র উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান আসবাবপত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান
ব্যয় তত্ত্ব
দীর্ঘমেয়াদি সুবিধা লাভের জন্য বর্তমান ত্যাগকে আমরা ব্যয় বলে থাকি। ব্যয়ের এ সংজ্ঞা বিশ্লেষণ করে আমার এর কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। যথা:
১। ব্যয় কোনো ঘটনা, কাজ, পণ্য বা সেবাকে কেন্দ্র করে সৃষ্টি হয়।
২। ব্যয় টাকায় পরিমাপযোগ্য হয়ে থাকে।
৩। ব্যয় অতীত, বর্তমান বা ভবিষ্যতে প্রদেয় হতে পারে।
৪। এটি প্রকৃত কিংবা অনুমান নির্ভর হয়ে থাকে।
৫। ব্যয়ের বিপরীতে দীর্ঘমেয়াদি সুধিধা পাওয়া যায়।
উপাদানভিত্তিক ব্যয়ের শ্রেণিবিভাগ
ব্যয় নির্ণয়, নিয়ন্ত্রণ , হ্রাস, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে, ব্যয়ের নিজস্ব কিছু সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে গুচ্ছ অনুযায়ী সাজানোকে ব্যয়ের শ্রেণিবিভাগ বলে। ব্যবসায়ী, অব্যবসায়ী, উৎপাদনকারী, খুচরা বিক্রেতা এবং সেবা প্রদানকারী প্রায় সব ধরনের প্রতিষ্ঠানেই ব্যয় সংঘটিত হয়ে থাকে। ব্যবস্থাপনীয় হিসাববিজ্ঞানে প্রতিষ্ঠানভেদে ব্যয় বিভিন্ন রকমের হয়ে থাকে। প্রতিষ্ঠানের ব্যয়সমূহকে সঠিকভাবে শ্রেণিবিন্যাস করা না হলে ব্যবসায়ের সঠিক আর্থিক ফলাফল পাওয়া যায়না। এ পাঠে আমরা ব্যয়ের উপাদানভিত্তিক শ্রেণিবিন্যাস নিয়ে আলোচনা করব। পণ্য উৎপাদনের সাথে জড়িত ব্যয়গুলোর স্বাভাবিক শ্রেণিকে উপাদানভিত্তিক শ্রেণিবিন্যাস বলা হয়। সাধারণত উৎপাদনের উপাদান তিনটি যথা: ১। কাঁচামাল ২। শ্রম বা মজুরি ৩। অন্যান্য খরচ (উপরিখরচ)।
আচরণভিত্তিক ব্যয়ের শ্রেণিবিভাগ
হিসাবশাস্ত্রবিদগণ প্রতিষ্ঠানের ব্যয়গুলোর আচরণ অনুযায়ী পূবর্ থেকে অনুমান করে বাজেট নির্ধারণ করে থাকেন। আচরণগত বৈশিষ্ট্যের কারণে কিছু কিছু ব্যয় একটি নির্দিষ্ট উৎপাদন সীমা পর্যন্ত কিংবা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে। আবার কিছু কিছু ব্যয় উৎপাদনের হ্রাস-বৃদ্ধির সাথে সাথে ওঠানামা করে। বিশেষ কিছু ব্যয় রয়েছে যাদের একটি নির্দিষ্ট অংশ স্থির, বাকি অংশটুকু পরিবর্তনশীল। উৎপাদন পরিমাণের পরিবর্তনের সাথে সাথে উৎপাদন ব্যয়ের আচরণেরও বিভিন্নতা দেখা যায়।
আরো দেখো: HSC হিসাববিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য হিসাববিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post