হিসাববিজ্ঞান ৪র্থ অধ্যায় : একটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালব্যাপী চলমান থাকবে, যা সকলেই আশা করে। নির্দিষ্ট সময় পর পর ব্যবসায়ের লাভ-ক্ষতি ও সার্বিক অবস্থা জানাও প্রয়োজন। কিছু লেনদেন এমন, যাদের সুবিধা নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যায় এবং কিছু লেনদেন এমন, যাদের সুবিধা দীর্ঘ সময়ব্যাগী পাওয়া যায়।
এই অবস্থা বিবেচনা করেই লেনদেনসমূহকে মূলধন ও মুনাফা জাতীয় এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। লেনদেনসমূহ সঠিকভাবে বিভক্তকরণের উপরই ব্যবসায়ের প্রকৃত লাত-ক্ষতি ও আর্থিক অবস্থা জানা নির্ভর করে। তাই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করার মাধ্যমে হিসাববিজ্ঞানের উদ্দেশ্য অর্জন ত্বরান্বিদত হয়।
হিসাববিজ্ঞান ৪র্থ অধ্যায়
যে সমস্ত লেনদেনের ফল বর্তমান বছরেই শেষ হয়ে যায় না অর্থাৎ ফল অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। এই ধরনের লেনদেন প্রধানত দুই প্রকার (১) মূলধন জাতীয় প্রাপ্তি/আয় এবং (২) মূলধন জাতীয় ব্যয়।
(১) মূলধন জাতীয় প্রাপ্তি / আয় : যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেমন : মালিক কর্তৃক ব্যবসায়ে মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণগ্রহণ, স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ ইত্যাদি। পক্ষান্তরে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। নিয়মিত ব্যবসায়িক আয় ছাড়া অন্যান্য আয়কে মূলধন জাতীয় আয় বলা হয়। যেমন : স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ।
(২) মূলধন জাতীয় ব্যয় : যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। স্থায়ী সম্পদ (জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি) ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ যেমন : সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় প্রভৃতি মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য।
মুনাফা জাতীয় লেনদেন
যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংঘটিত হয় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। এ ধরনের লেনদেন প্রধানত দুই প্রকার:
(১) মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় : যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয়, যা দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন যাবতীয় ব্যয় মেটানো হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। যেমন : পণ্য বিক্রয়লব্ধ অর্থ, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন ইত্যাদি।
মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক মনে হলেও পার্থক্য বিদ্যমান। অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তির সম্পূর্ণ অর্থই একটি নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় আয় হয় না। ধরা যাক হিসাবকাল ২০১৪ তে ভাড়া পাওয়া গেল ৫০,০০০ টাকা কিন্তু এর মধ্যে ১০,০০০ টাকা আগামী বছরের। এক্ষেত্রে ২০১৪ সালের মুনাফা জাতীয় প্রাপ্তি ৫০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় আয় ৪০,০০০ টাকা।
(২) মুনাফা জাতীয় ব্যয় : ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। যেমন : পণ্য ক্রয়, ভাড়া, বেতন, বিজ্ঞাপন খরচ, মজুরি ইত্যাদি।
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা
একজন ব্যক্তি বা ব্যবসায়ীকে প্রতিবছর বা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়িক লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে হয়। এ সকল আর্থিক ফলাফল ও অবস্থা জানার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়।
বিশদ আয় বিবরণী হতে ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ, মালিকানা স্বত্ব বিবরণী থেকে ব্যবসায় হতে মালিকের পাওনার পরিমাণ এবং আর্থিক অবস্থার বিবরণী হতে সম্পদ ও দায়ের পরিমাণ জানা যায়। আর এসব বিবরণী সঠিকভাবে প্রস্তুত করার জন্য মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করা প্রয়োজন।
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব
শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের ভিত্তিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে ব্যবসায়ের লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। অপরদিকে শুধুমাত্র মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা হয়। এই দুই ধরনের লেনদেন সঠিকভাবে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করা না হলে কখনই ব্যবসায়ের প্রকৃত লাভ-ক্ষতি এবং সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ জানা যাবে না।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছরসমূহে সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়, প্রাথমিক খরচাবলি, গবেষণা ব্যয়, কারখানা স্থানান্তর খরচ, পণ্যের গবেষণা খরচ ও উন্নয়ন ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. মূলধন জাতীয় ব্যয় কোনটি?
ক. মালিক কর্তৃক প্রদত্ত মূলধন
খ. মেশিন বিক্রির খরচ
গ. মেশিন ক্রয়
ঘ. ব্যবসায় পরিচালনার দৈনন্দিন ব্যয়
২. যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে?
ক. ব্যাংক ব্যালেন্স
খ. দেনাদার
গ. পাওনাদার
ঘ. নীট মুনাফা
৩. মুনাফা জাতীয় ব্যয় হল-
i. বিক্রয়ের জন্য গাড়ী ক্রয়
ii. ব্যবসায়ের ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয়
iii. ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স ও বীমা প্রিমিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. যন্ত্রপাতি ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ-
ক. মূলধন জাতীয় প্রাপ্তি
খ. মূলধন জাতীয় আয়
গ. মুনাফা জাতীয় আয়
ঘ. মুনাফা জাতীয় প্রাপ্তি
৫. রমজান মিয়া তাঁর ব্যবসায়ের জন্য পণ্য আমদানি করে। পণ্য আমদানির শুল্ক-
ক. মূলধন জাতীয় ব্যয়
খ. মুনাফা জাতীয় ব্যয়
গ. অব্যবসায়ী ব্যয়
ঘ. মুনাফা জাতীয় আয়
৬. সুকমল বড়ুয়া তাঁর ব্যবসায়ের জন্য এক খণ্ড জমি ক্রয় করেন। জমির রেজিষ্ট্রেশন করতে তিনি ৫,০০০ টাকা ব্যয় করেন। এই রেজিষ্ট্রেশন খরচ-
ক. মুনাফা জাতীয় ব্যয়
খ. মূলধন জাতীয় ব্যয়
গ. মুনাফা এবং মূলধন জাতীয় উভয় ব্যয়ই হতে পারে
ঘ. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
৭. বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে-
i. মুনাফা জাতীয় ব্যয়
ii. মুনাফা জাতীয় আয়
iii. মূলধন জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, iii ও iii
৮. আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে-
i. মূলধন জাতীয় প্রাপ্তি
ii. মুনাফা জাতীয় ব্যয়
iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. ব্যবসায়ে পণ্য আনয়নের জাহাজ ভাড়া কোন ধরনের লেনদেন?
ক. মুনাফা জাতীয়
খ. মূলধন জাতীয়
গ. বিলম্বিত মুনাফা জাতীয়
ঘ. ব্যবসায় পরিচালন
১০. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়-
i. ৩ বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ এ্যাড ফার্মকে প্রদান ১,০০,০০০ টাকা
ii. ৩ মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হল ১৫,০০০ টাকা
iii. ধানমণ্ডি হতে মতিঝিলে ব্যবসায়ের অফিস স্থানান্তর বাবদ ব্যয়
২৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্ধৃতিটুকু পড়ে ১১, ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন ভৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। যন্ত্রটি তিনি ২০১৩ সালে ২৫,০০০ টাকায় বিক্রয় করেন; এ সময় যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেয়ার পর ছিল ২৪,০০০ টাকা।
১১. প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা গণ্য হবে-
ক. মূলধন জাতীয় প্রাপ্তি
খ. মুনাফা জাতীয় ব্যয়
গ. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ. মূলধন জাতীয় ব্যয়
১২. চার বছরে উক্ত যন্ত্রের মোট কত টাকা অবচয় হয়েছে?
ক. ১৫,০০০ টাকা
খ. ১৬,০০০ টাকা
গ. ২০,০০০ টাকা
ঘ. ২১,০০০ টাকা
১৩. যন্ত্রটির বিক্রয়মূল্য ও পুস্তকমূল্যের পার্থক্যকে কী বলে চিহ্নিত করা হয়?
ক. মূলধন জাতীয় আয়
খ. মুনাফা জাতীয় আয়
গ. মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ. মূলধন জাতীয় প্রাপ্তি
►► আরো দেখো: হিসাববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৯ম ও ১০ম শ্রেণির হিসাববিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post