হিসাববিজ্ঞান ৫ম অধ্যায় : লেনদেন ব্যবসায়ের আর্ধিক অবম্থার পরিবর্তন ত্ঘটায়। লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে, তেমনি প্রদানও ঘটতে পারে; আবার কোনো কোনো লেনদেনের ফলে আয় বা ব্যয়ের শ্বাস-বৃদ্ধি ঘটতে পারে, একইভাবে সম্পদ বা দায়ের শ্বাস-বৃদ্ধি ঘটতে পারে। বিভিন্ন প্রকৃতির অসংখ্য আয়, ব্যয়, সম্পদ ও দায় ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যমান।
হিসাববিজ্ঞান ৫ম অধ্যায়
লেনদেনের ফলে যে সকল আয়, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হবে, তা নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মানুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়।
হিসাবের ধারণা
ছোট, বড় সকল ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনসমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন। লেনদেনের ফলে বিভিন্ন হিসাব খাতের যেমন সম্পদ, দায়, আয়, ব্যয় ও স্বত্বাধিকারের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে যা পর্যায়ক্রমে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে প্রতিটি খাতের নিট পরিমাণ জানা সম্ভব হয়।
হিসাবের ছক
‘T’ ছক : হিসাববিজ্ঞানের বহুল প্রচলিত ছকের মধ্যে ‘T’ ছক অন্যতম ও প্রাচীন পদ্ধতি। ‘T’ ছক অনুযায়ী হিসাবের পাতাকে দুটি সমান ভাগে ভাগ করা হয়। যার বামদিককে বলা হয় ডেবিট দিক এবং ডানদিককে বলা হয় ক্রেডিট দিক। বামদিকে চারটি ও ডানদিকে চারটি মোট আটটি কলাম থাকে। অর্থাৎ প্রত্যেক পাশে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা নামক চারটি করে মোট আটটি কলাম থাকে। ‘T’ ছকে হিসাব শিরোনামের নিচে হিসাবের কোড নম্বর লিখতে হয়।
চলমান জের ছক : বর্তমানে ঞ ছকের একটি বিকল্প ছক ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে একে বলা হয় চলমান জের ছক বা আধুনিক ছক। এ ছকে মোট সাতটি ঘর থাকে তার মধ্যে চারটি টাকার ঘর থাকে এ জন্য একে চারঘরা খতিয়ান ছকও বলা হয়। চারটি টাকার ঘর বাদে আরও তিনটি ঘর হলো তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠার ঘর। হিসাব শিরোনামের বামপাশে হিসাবের কোড নম্বর লিখতে হয়।
হিসাবের শ্রেণিবিভাগ
হিসাব সমীকরণ হলো A = L + E অর্থাৎ সম্পদ = দায় + মালিকানা স্বত্ব। বর্ধিত আকারে হিসাব সমীকরণ হলো A = L + (C + R – E – D) অর্থাৎ সম্পদ = দায় + (মূলধন + রেভিনিউ – ব্যয় – উত্তোলন)। সুতরাং হিসাব পাঁচ প্রকার। যথা : সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, রেভিনিউ ও ব্যয়।
এ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
৪১. ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
ক. ব্যবসায়িক চুক্তি
খ. আর্থিক লেনদেন
গ. ব্যবসা সংক্রান্ত ঘটনা
ঘ. অনার্থিক লেনদেন
৪২. লেনদেনের ফলে রেভিনিউ, ব্যয়, সম্পদ ও দায়ের ক্রমাগত পরিবর্তন জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়?
ক. জাবেদা
খ. নগদান
গ. রেওয়ামিল
ঘ. হিসাব
৪৩. লেনদেনের দ্বারা রেভিনিউ, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হলে তাকে কোন নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয়?
ক. এক তরফা দাখিলা পদ্ধতি
খ. দু’তরফা দাখিলা পদ্ধতি
গ. নগদান হিসাব পদ্ধতি
ঘ. বিকল্প হিসাব দাখিলা পদ্ধতি
৪৪. কীভাবে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে?
ক. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলে
খ. অনার্থিক লেনদেন সংঘটিত হলে
গ. আর্থিক লেনদেন সংঘটিত হলে
ঘ. ব্যবসায়ে যে কোনো ঘটনা ঘটলে
৪৫. হিসাব প্রস্তুত করা প্রয়োজন কেন?
ক. প্রতিটি খাতের পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য
খ. বিশেষ কিছু খাতের পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য
গ. প্রতিটি হিসাব খাতের গুরুত্ব নির্ণয় করার জন্য
ঘ. লাভজনক খাতগুলো আলাদাভাবে চিহ্নিত করার জন্য
৪৬. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা কীভাবে জানা যায়?
ক. জাবেদা প্রস্তুত করার মাধ্যমে
খ. হিসাব প্রস্তুত করার মাধ্যমে
গ. রেওয়ামিল প্রস্তুত করার মাধ্যমে
ঘ. নগদান প্রস্তুত করার মাধ্যমে
৪৭. হিসাব প্রস্তুত করার মাধ্যমে হিসাবরক্ষক ব্যবসায়ের মালিককে নিচের কোন তথ্যটি প্রদান করতে সক্ষম হয়?
ক. হিসাব খাতের ক্রমাগত পরিবর্তন
খ. প্রতিটি লেনদেনের আর্থিক ফলাফল
গ. ব্যবসায়ের ভবিষ্যৎ কর্মপন্থা
ঘ. ব্যবসায়ের চূড়ান্ত মুনাফার পরিমাণ
৪৮. লেনদেনের দ্বারা যে হিসাব খাতসমূহ প্রভাবিত হয় সেগুলো নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় কেন?
ক. প্রতিটি খাতের সহিত সংশ্লিষ্ট হিসাব শ্রেণি নির্ণয়ের জন্য
খ. প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য
গ. প্রতিটি খাতের ফলাফল ও অবস্থা জানার জন্য
ঘ. প্রতিটি খাতের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য
৪৯. কোনটি নিরূপণ করা ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য?
ক. সামাজিক মর্যাদা
খ. লেনদেনের কারণ
গ. ব্যবসায়ের প্রকৃতি
ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা
৫০. ব্যবসায়ের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণে কোনটি প্রয়োজন?
ক. দক্ষ হিসাবরক্ষক নিয়োগ
খ. সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ
গ. সঠিক আয় বিবরণী প্রস্তুত
ঘ. লেনদেনের সুষ্ঠু ও সুশৃঙ্খল লিপিবদ্ধকরণ
৫১. লেনদেনের ফলে প্রতিটি হিসাব খাতে কিরূপ পরিবর্তন ঘটে?
ক. খাতগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পায়
খ. খাতগুলো পর্যায়ক্রমে হ্রাস পায়
গ. খাতগুলো ক্রমাগত বৃদ্ধি ও হ্রাস পায়
ঘ. খাতগুলো কখনো কখনো পরিবর্তন হয়
৫২. ব্যবসায়ের সম্পদ বা দায় কীভাবে হ্রাস বা বৃদ্ধি পায়?
ক. ব্যবসায়ে নতুন বিনিয়োগ আনয়ন করলে
খ. ব্যবসায়ে আর্থিক লেনদেন সংঘটিত হলে
গ. ব্যবসায়ে অনার্থিক লেনদেন সংঘটিত হলে
ঘ. ব্যবসায়ে যেকোনো ঘটনা ঘটলে
৫৩. ব্যবসায়ের সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য নিচের কোনটি প্রয়োজন?
ক. ঘটনাসমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা
খ. আর্থিক ও অনার্থিক ঘটনা পৃথক করা
গ. লেনদেনসমূহ ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা
ঘ. লেনদেনসমূহ বিশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা
৫৪. নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাব খাতের কী জানা প্রয়োজন?
ক. মোট দায়
খ. মোট সম্পদ
গ. মোট পরিমাণ
ঘ. নিট পরিমাণ
৫৫. নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি খাতের নিট পরিমাণ জানতে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কোনটি প্রস্তুত করে?
ক. জাবেদা
খ. রেওয়ামিল
গ. নগদান
ঘ. হিসাব
৫৬. প্রতিষ্ঠানের প্রতিটি খাতের অবস্থা কোথায় প্রকাশিত হয়?
ক. হিসাব ছকে
খ. আর্থিক অবস্থার বিবরণীতে
গ. মালিকানা স্বত্ব বিবরণীতে
ঘ. বিশদ আয় বিবরণীতে
৫৭. হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের কোনটি প্রকাশিত হয়?
ক. প্রতিটি খাতের ফলাফল ও গুরুত্ব
খ. প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা
গ. প্রতিটি লেনদেনের ফলাফল ও গুরুত্ব
ঘ. প্রতিটি হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল
৫৮. হিসাব ছককে আর কী নামে অভিহিত করা যায়?
ক. হিসাব চুক্তি
খ. হিসাব বিবরণী
গ. হিসাব ঘর
ঘ. হিসাব নমুনা
►► আরো দেখো: হিসাববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৯ম ও ১০ম শ্রেণির হিসাববিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post