আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হিসাববিজ্ঞান ৫ম পত্র সাজেশন বিষয় কোড: ১৩২৫০১। বিষয়: উচ্চতর হিসাববিজ্ঞান।
হিসাববিজ্ঞান ৫ম পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মালিকানা স্বত্ব কী?
উত্তর: মালিকের ইক্যুইটি বলতে কোম্পানির সম্পদের মালিকের দাবীর পরিবমাণকেই বোঝায়। সংক্ষেপে এটি প্রতিষ্ঠানের ‘মূলধন’ বা ‘নীট সম্পদ’ (মোট সম্পদ দায়)। মালিকের স্বত্ত্বাকে ‘অবশিষ্ট দাবী’ (Residual Claim) নামে অভিহিত করা হয়।
২. প্রাথমিক গণপ্রস্তাব কী?
উত্তর: কোন কোম্পানির প্রথম গণপ্রস্তাবকে প্রাথমিক গণপ্রস্তাব বলে।
৩. ট্রেজারী স্টক কী?
উত্তর: কর্পোরেশনের নিজস্ব শেয়ার যেগুলো কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় বা অধিগ্রহণ করে নেয়, কিন্তু কারবার থেকে উঠিয়ে নেয় না এরূপ শেয়ারকে ট্রেজারী স্টক বলে।
৪. IFRS – এর পূর্ণরূপ কী?
উত্তর: IFRS – এর পূর্ণরূপ হল- International Financial Reporting Standard.
৫. রাজস্ব আয় বলতে কী বোঝ?
উত্তর: আর্থিক সুবিধার মোট আগমন (প্রাপ্যসমূহ, অন্যান্য সম্পদ) যেটি সাধারণ পরিচালনা কার্যক্রম থেকে উদ্ভব, (যেমন- পণ্য বিক্রয়, সেবা, সুদ, রয়্যালটি এবং লভ্যাংশ) তাকে রাজস্ব আয় বলে।
৬. আর্থিক অবস্থার বিবরণীগুলো কী কী?
উত্তর: কোম্পানীর আর্থিক অবস্থার বিবরণীর উপাদানগুলো হল- সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ত্ব।
৭. পরিচালন ইজারা কী?
উত্তর: কোন লিজ চুক্তিতে যদি শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি থাকে, তবে তাকে পরিচালন ইজারা বা অপারেটিং লিজ বলা হয়।
৮. অগ্রাধিকারযুক্ত পাওনাদার কারা?
উত্তর: দেউলিয়া দেনাদারের মোট আছে যেগুলো জামানতবিহীন হওয়ার সত্বেও পরিশোধের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা প্রদান করা হলে এমন পাওনাদারকে অগ্রাধিকারযুক্ত পাওনাদার বলে।
৯. নির্বাহী ব্যয় কী?
উত্তর: ইজারা সম্পত্তির জন্য এর আয়ুষ্কালের মধ্যে বীমা রক্ষণাবেক্ষণ ও কর খরচ নির্বাহী ব্যয় হিসেবে গণ্য হয়। মূলধন জাতীয় ইজারার ক্ষেত্রে এই জাতীয় খরচ সাধারণত ইজারা গ্রহীতা বহন করে থাকেন।
১০. সেগমেন্ট ব্যবস্থাপক কে?
উত্তর: সেগমেন্ট ব্যবস্থাপক হলেন এমন একজন ব্যক্তি- যিনি সেগমেন্ট পরিচালনা সংক্রান্ত কার্যাবলী, আর্থিক ফলাফল পূর্বানুমান এবং পরিকল্পনা সম্পর্কে প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারীর (CODMS) সাথে যোগাযোগ প্রভৃতি কার্য সম্পাদন করেন। এক কথায় সেগমেন্টের যাবতীয় কাজে নিযুক্ত ব্যক্তিকে সেগমেন্ট ব্যবস্থাপক বলে।
১১. পূর্ণ জামানতযুক্ত পাওনাদার কী?
উত্তর: যেসব পাওনাদারের পাওয়ার জন্য দেনাদারের সম্পত্তি পর্যাপ্ত পরিমাণ জামানত স্বরূপ পাওনাদারদের অধিকারে থাকে তাকে পূর্ণ জামানতযুক্ত পাওনাদার বলা হয়।
১২. রেভিনিউ স্বীকৃতির পদ্ধতি কত প্রকার ও কী কী?
উত্তর: রেভিনিউ বা আয় স্বীকৃতির প্রকার ৪টি। যথা- ১. পণ্য বিক্রয় থেকে আয়, ২. সেবাধর্মী প্রতিষ্ঠানের আয়, ৩. অন্যান্য খাতে আয় এবং ৪. সম্পতি বিক্রয় হতে মুনাফা।
১৩. ‘স্টক খণ্ডন’ কী?
উত্তর: কোন কোম্পানীর বিলিকৃত শেয়ারগুলোর সমমূল্যে (Par value) কমিয়ে আনুপাতিক হারে অধিকসংখ্যক শেয়ার প্রত্যেক শেয়ার মালিকদের মধ্যে বিলি করার পদ্ধতিকে শেয়ার খণ্ডন বা ‘স্টক খণ্ডন’ (Stock split) বলে।
১৪. ‘পূর্ব-ক্রয় অধিকার’ কী?
উত্তর: অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যমান শেয়ার মালিকদের শেয়ার ক্রয়ের অধিকারকে ‘প্রি-এমটিভ বা পূর্ব-ক্রয় অধিকার’ বলে।
১৫. কোম্পানীর আর্থিক বিবরণী ১৯৯৪ সালের কোন ধারা মতে প্রস্তুত করা হয়?
উত্তর: বাংলাদেশে প্রচলিত ১৯৯৪ সালের কোম্পানী আইনের ১৮৫ ধারা তফসিল-১১ এর প্রথম খণ্ডে কোম্পানী উদ্বৃত্তপত্র এবং দ্বিতীয় খণ্ডে লাভ-লোকসান বিবরণী প্রস্তুত করা হয়।
১৬. প্রত্যক্ষ-অর্থায়ন ইজারা কী?
উত্তর: এক পক্ষ অন্য পক্ষের সাথে যে ইজারা দীর্ঘ সময়ের জন্য অবাতিলযোগ্য চুক্তি সম্পাদন করে তাকে প্রত্যক্ষ-অর্থায়ন ইজারা বলে।
১৭. অন্তবর্তী লভ্যাংশ কী?
উত্তর: কোম্পানীর চুড়ান্ত লভ্যাংশ ঘোষণার পূর্বে দুটি সাধারণ সভার মধ্যবর্তী সময়ে যে লভ্যাংশ ঘোষণা করা হয়, তাকে অন্তবর্তী লভ্যাংশ বলে।
১৮. প্রবাহ বিবরণীর উপাদানগুলো কী কী?
উত্তর: International Accounting Standard-7 অনুসারে প্রবাহ বিবরণীর প্রাপ্তি ও পরিশোধের ৩টি প্রধান উপাদান হল- ১. পরিচালনা সংক্রান্ত কার্যকলাপ (Operating Activities), ২. বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ (Investing Activities) ও ৩. অর্থসংস্থান সংক্রান্ত কার্যাবলী (Financing Activities)।
১৯. CODM – এর পূর্ণরূপ কী?
উত্তর: CODM – এর পূর্ণরূপ হল- Chief Operating Decision Marker.
২০. ‘অব্যহতি প্রাপ্ত’ সম্পত্তির সংজ্ঞা দাও।
উত্তর: দেনাদারের যে সম্পত্তির দখল ২৩ ধারায় দখল করা যাবে না, তাকে ‘অব্যহতি প্রাপ্ত’ সম্পত্তি বলে।
২১. অদাবীকৃত লভ্যাংশ কী?
উত্তর: কোম্পানীর ঘোষিত লভ্যাংশের যে অংশ শেয়ার হোল্ডারগণ দাবী করে সেটিই হচ্ছে অদাবীকৃত লভ্যাংশ।
২২. অপারেটিং সেগমেন্ট কী?
উত্তর: একটি মুনাফা কেন্দ্র যা আর্থিক ফলাফল অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রদান করা হয়, তাকে অপারেটিং সেগমেন্ট বলে।
২৩. ঘাটতি হিসাব কী?
উত্তর: দেউলিয়া হওয়ার পর দেউলিয়া দেনাদার যে পরিমাপ দেনা পাওনাদারগণকে পরিশোধ করতে অক্ষম, তার কারণ বিস্তারিতভাবে উল্লেখ করে যে হিসাব প্রস্তুত করা হয়, তাকে ঘাটতি হিসাব (Deficiency Account) বলা হয়।
২৪. রিসিভারকে কে নিয়োগ করেন?
উত্তর: আদালত যাকে উপযুক্ত মনে করেন এমন ব্যক্তিকে সরকার রিসিভার হিসেবে নিয়োগ করে থাকেন।
►► আরো দেখো: ডিগ্রি ৩য় বর্ষের উত্তরসহ অন্যান্য সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য এ সাজেশনটি একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। কোর্সটিকার ডিগ্রি হিসাববিজ্ঞান ৫ম পত্র সাজেশন উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post