দশম শ্রেণি হিসাববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq
৫৫১. জাবেদা আসলে কী?
ক. হিসাবের প্রাথমিক বই
খ. পাকা খাতা
গ. সহকারী বই
ড়. হিসাবের প্রাথমিক ও সহকারী বই
৫৫২. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
ড়. জাবেদা বই
খ. খতিয়ান বই
গ. নগদান বই
ঘ. রেওয়ামিল
৫৫৩. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
ক. মাসিক
খ. বাৎসরিক
গ. সাপ্তাহিক
ড়. দৈনিক
৫৫৪. জাবেদা বহিকে অভিহিত করা হয়-
র. হিসাবের প্রাথমিক বই
রর. হিসাবের সহকারী বই
ররর. হিসাবের দৈনিক বই
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৫৫৫. জাবেদাকে বলা হয়-
র. প্রাথমিক বই
রর. সহকারী বই
ররর. স্থায়ী বই
নিচের কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫৫৬. হিসাব সংরক্ষণে লেনদেনসমূহ সংরক্ষিত হয়-
ড়. দুটি পর্যায়ে
খ. তিনটি পর্যায়ে
গ. চারটি পর্যায়ে
ঘ. পাঁচটি পর্যায়ে
৫৫৭. লেনদেনগুলো প্রমে লেখা হয়-
ক. বিশদ আয় বিবরণীতে
খ. আর্থিক বিবরণীতে
গ. খতিয়ানে
ড়. জাবেদায়
৫৫৮. জাবেদা ছকের বিবরণ শব্দটির পরিবর্তে আর কী লেখা যায়?
ক. হিসাবের ব্যাখ্যা ও ধরন
খ. হিসাবের নাম ও তারিখ
গ. হিসাবের ধরন ও তারিখ
ড়. হিসাবের নাম ও ব্যাখ্যা
৫৫৯. জাবেদার বিকল্প নাম কী?
ক. শনাক্তকরণ
ড়. লিপিবদ্ধকরণ
গ. শ্রেণিবদ্ধকরণ
ঘ. সংক্ষিপ্তকরণ
৫৬০. কোনটিতে লেনদেনগুলো প্রথম লেখা হয়?
ড়. জাবেদায়
খ. খতিয়ানে
গ. রেওয়ামিলে
ঘ. আর্থিক বিবরণীতে
৫৬১. জাবেদাকে বলা হয়-
ক. হিসাবের পাকা বই
ড়. হিসাবের প্রাথমিক বই
গ. হিসাবের চূড়ান্ত বই
ঘ. লেনদেনের সপক্ষে দলিল
৫৬২. জার্নাল শব্দের ‘জার’ শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?
ক. ইতালি
ড়. ফরাসি
গ. গ্রিক
ঘ. ফারসি
৫৬৩. লেনদেন সংঘটিত হবার পর কোথায় লেখা হয়?
ক. ক্রয় বইতে
খ. বিক্রয় বইতে
ড়. জাবেদায়
ঘ. খতিয়ানে
৫৬৪. জাবেদাভুক্তিকালে প্রধান কাজ হলো-
ক. লেনদেনগুলোকে তারিখের ক্রমানুযায়ী সাজানো
খ. লেনদেনের প্রতিটি দাখিলা প্রদান করা
ড়. প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা
ঘ. লেনদেনের কারণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া
৫৬৫. কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায়?
ক. খতিয়ান
খ. ক্রয়বিক্রয়
গ. লাভ-লোকসান
ড়. জাবেদা
৫৬৬. লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায়-
ক. খতিয়ানের মাধ্যমে
ড়. জাবেদার মাধ্যমে
গ. নগদান বইয়ের মাধ্যমে
ঘ. রেওয়ামিলের মাধ্যমে
৫৬৭. জাবেদা থেকে জানা যায়-
র. মোট লেনদেনের সংখ্যা
রর. মোট অর্থের পরিমাণ
ররর. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৫৬৮. জাবেদায় দাখিলা প্রণয়ন করা হয় কখন?
ক. লেনদেনের চুক্তি হওয়ার সাথে সাথে
খ. পণ্য বা সেবা সরবরাহের ফরমায়েশ পাওয়ার সাথে সাথে
ড়. লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সাথে সাথে
ঘ. পণ্যদ্রব্য সরবরাহ করার পর
৫৬৯. লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সাথে সাথে হিসাবরক্ষকের কী করা উচিত?
ক. খসড়া বইতে লেনদেন সম্পর্কে নোট রাখা
খ. ভাউচার প্রস্তুত করে রাখা
ড়. জাবেদায় দাখিলা প্রণয়ন
ঘ. খতিয়ানে দাখিলা স্থানান্তর
৫৭০. জাবেদার সুবিধা হলো-
র. এর মাধ্যমে লেনদেনের বিশ্লেষণ করা যায়
রর. এর সাহায্যে সহজে খতিয়ান প্রস্তুত করা যায়
ররর. এর সাহায্যে সরাসরি রেওয়ামিল প্রস্তুত করা যায়
নিচের কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫৭১. লেনদেনের বিস্তৃত, পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য কেন্দ্র কোনটি?
ড়. জাবেদা
খ. খতিয়ান
গ. রেওয়ামিল
ঘ. নগদান
৫৭২. জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা-
ক. দুটি
খ. তিনটি
ড়. পাঁচটি
ঘ. সাতটি
৫৭৩. ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায়-
ক. রেওয়ামিল থেকে
খ. খতিয়ান থেকে
ড়. জাবেদা থেকে
ঘ. প্রকৃত জাবেদা থেকে
৫৭৪. জাবেদার প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা জাবেদার সাহায্যে-
র. সহজে খতিয়ান করা যায়
রর. ভবিষ্যতে তথ্য সরবরাহ করা যায়
ররর. হিসাবের গাণিতিক শুদ্ধতা প্রমাণ করে
নিচের কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫৭৫. প্রতিষ্ঠানের হিসাব কেমন হওয়া উচিত?
ক. পরিষ্কার পরিচ্ছন্ন
খ. নির্ভুল
গ. স্বচ্ছ
ড়. নির্ভুল ও স্বচ্ছ
৫৭৬. কোনটি হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে সহায়তা করে?
ক. লেনদেন
ড়. জাবেদা
গ. খতিয়ান
ঘ. নগদান
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৭৭ থেকে ৫৭৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মালিক কারবার হতে নিজের জন্য ব্যাংক হতে টাকা তুললেন। ব্যাংকের মাধ্যমে স্বীকৃত বিল পরিশোধ করল। দেনাদারের মধ্যে কিছু টাকা আদায় করা সম্ভব নয়। ক্যাশ বাক্স হতে কিছু টাকা হারিয়ে গেল। এসব লেনদেন লেখার জন্য জাবেদা বইতে লিখতে হবে।
৫৭৭. দেনাদারের মধ্যে আদায়যোগ্য নয় তার জন্য ক্রেডিট হবে-
ক. নগদান হিসাব
ড়. দেনাদার হিসাব
গ. অনাদায়ি পাওনা হিসাব
ঘ. পাওদার হিসাব
৫৭৮. স্বীকৃত বিল পরিশোধ করা হলো এক্ষেত্রে কোন বিল হিসাবভুক্ত হবে?
ক প্রাপ্য বিল হিসাব
ড় প্রদেয় বিল হিসাব
গ স্বীকৃত বিল হিসাব
ঘ দেনাদার হিসাব
৫৭৯. ক্যাশ বাক্স হতে হারিয়ে গেল এক্ষেত্রে ডেবিট হবে-
ক. নগদান হিসাব
ড়. বিবিধ ক্ষতি
গ. ক্যাশ বাক্স হিসাব
ঘ. সুনাম হিসাব
৫৮০. ধারে বিক্রয়কৃত পণ্য খরিদ্দারগণ কোনো কারণে ফেরত পাঠালে যে বইতে লিপিবদ্ধ করা হয় তার নাম কী?
ক. ডেবিট নোট
খ. ক্রেডিট নোট
গ. বহির্মুখী ফেরত জাবেদা
ড়. অন্তর্মুখী ফেরত জাবেদা
৫৮১. কোন বইকে অন্তর্মুখী ফেরত জাবেদা বলা হয়?
ক. ক্রয় জাবেদা
খ. বিক্রয়জাবেদা
গ. ক্রয় ফেরত জাবেদা
ড়. বিক্রয় ফেরত জাবেদা
৫৮২. আমানপুর বিতানের কাছ থেকে নিম্নমানের কারণে ৪০ টাকা দরে ২০০ গজ কাপড় পাওয়া গেল। কারবারি বাট্টা ১০%। বিক্রয় ফেরতের পরিমাণ কত হবে?
ক. ৮,০০০ টাকা
খ. ৮,৮০০ টাকা
গ. ৮,৬০০ টাকা
ড়. ৭,২০০ টাকা
৫৮৩. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়-
ক. সকল পণ্য ক্রয়
খ. সকল নগদ পণ্য ক্রয়
গ. সকল ক্রয়
ড়. সকল বাকিতে পণ্য ক্রয়
৫৮৪. বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল-
ক ডেবিট নোট
ড় ক্রেডিট নোট
গ ডেবিট ভাউচার
ঘ ক্রেডিট ভাউচার
৫৮৫. জাবেদা থেকে সহজ হয়-
ড়. খতিয়ান করা
খ. ক্রয়বিক্রয় জাবেদা করা
গ. ক্রয় জাবেদা করা
ঘ. বিক্রয় জাবেদা করা
৫৮৬. ধারে ক্রয় করা পণ্য ফেরত দেয়া হলে-
ক. ক্রয় জাবেদায় লেখা হয়
খ. প্রকৃত জাবেদায় লেখা হয়
ড়. ক্রয় ফেরত বইতে লেখা হয়
ঘ. বিক্রয় জাবেদায় লেখা হয়
৫৮৭. যে সকল লেনদেন অন্য কোনো জাবেদা বা সহকারী বই-এ লিপিবদ্ধ করা যায় না সেগুলোকে কোন জাবেদায় লিখতে হয়?
ক. ক্রয় জাবেদায়
ড়. প্রকৃত জাবেদায়
গ. বিক্রয় জাবেদায়
ঘ. নগদ প্রাপ্তি জাবেদায়
৫৮৮. ক্রয় জাবেদা থেকে জানা যায়-
র. মোট ক্রয়ের পরিমাণ
রর. মোট ধারে ক্রয়ের পরিমাণ
ররর. মোট পাওনাদারের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
ড়. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫৮৯. ধারে মাল বিক্রয়সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয়?
ক. ক্রয় জাবেদা
ড়. বিক্রয় জাবেদা
গ. ক্রয় ফেরত জাবেদা
ঘ. বিক্রয় ফেরত জাবেদা
৫৯০. ক্রয় জাবেদায় সাধারণত কয়টি ঘর বা কলাম থাকে?
ড়. ছয়টি
খ. পাঁচটি
গ. সাতটি
ঘ. তিনটি
৫৯১. ক্রয় জাবেদার তৃতীয় ঘরে কোনটি থাকে?
ড়. শর্ত
খ. খতিয়ান পৃষ্ঠা
গ. সূত্র
ঘ. চালান নং
৫৯২. ক্রয় জাবেদার উৎস দলিল কোনটি?
ক. ডেবিট নোট
খ. ক্রেডিট নোট
গ. ভাউচার
ড়. চালান
৫৯৩. ডেবিট নোটের সাহায্যে লেখা হয়-
ক. ক্রয় জাবেদা
খ. বিক্রয় জাবেদা
ড়. ক্রয় ফেরত জাবেদা
ঘ. বিক্রয় ফেরত জাবেদা
৫৯৪. ধারে ক্রয়কৃত পণ্যের কিছু অংশ ফেরত পাঠানোর কারণ-
র. নমুনা মাফিক না হওয়া
রর. নিম্নমানের হওয়া
ররর. ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫৯৫. আর্থিক বিবরণী প্রস্তুতের জন্যে কোনটি প্রয়োজন?
ক. প্রারম্ভিক জাবেদা
খ. সমাপনী জাবেদা
ড়. সমন্বয় জাবেদা
ঘ. নগদ প্রদান জাবেদা
৫৯৬. কোনটি বিক্রয় জাবেদায় লেখা হয়?
ক. নগদে পণ্য বিক্রয়
ড়. ধারে পণ্য বিক্রয়
গ. ধারে ও নগদে পণ্য বিক্রয়
ঘ. সকল বিক্রয়
৫৯৭. পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এর জন্যে নিচের কোনটিকে ক্রেডিট করতে হবে?
ক. পুরাতন যন্ত্রপাতি হিসাব
খ. যন্ত্রপাতি বিক্রয় হিসাব
ড়. যন্ত্রপাতি হিসাব
ঘ. বিক্রয় হিসাব
৫৯৮. ধারে বিক্রীত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তা-
র. পাওনা চিঠি
রর. ক্রেডিট নোট
ররর. ডেবিট নোট
নিচের কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫৯৯. বিশেষ জাবেদাকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ড়. ৬ ভাগে
খ. ৫ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৩ ভাগে
৬০০. যেসব লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেসব লেনদেনগুলো লিপিবদ্ধ হয়-
ক. নগদ প্রাপ্তি জাবেদায়
ড়. নগদ প্রদান জাবেদায়
গ. বিক্রয় জাবেদায়
ঘ. ক্রয় জাবেদায়
৬০১. যেসব লেনদেন দ্বারা নগদে প্রাপ্তি ঘটে সেসব লেনদেনগুলো লিপিবদ্ধ হয়-
ক. নগদ প্রদান জাবেদায়
ড়. নগদ প্রাপ্তি জাবেদায়
গ. বিক্রয় জাবেদায়
ঘ. ক্রয় জাবেদায়
৬০২. কোনটি প্রকৃত জাবেদার আওতাভুক্ত?
ক. ক্রয় ফেরত জাবেদা
খ. বিক্রয় ফেরত জাবেদা
গ. নগদ প্রদান জাবেদা
ড়. সমাপনী জাবেদা
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। তোমার কোন সাবজেক্টের সলুশন লাগবে, তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post