হিসাববিজ্ঞান ৫ম অধ্যায় : ব্যবসায়িক লেনদেনসমূহ সংঘটিত হওয়ার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলা হয়। একে কেউ কেউ হিসাবের প্রাথমিক বই, সহকারী বই, সাহায্যকারী বই, দৈনিক বই হিসেবেও অভিহিত করে থাকেন।
জাবেদার গুরুত্ব
প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাববিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা বিশেষ ভূমিকা পালন করে।
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়
লেনদেন লিপিবদ্ধকরণ : দৈনন্দিন সংঘটিত লেনদেনগুলোকে জাবেদায় তারিখের ক্রমানুসারে ধারাবাহিক আকারে লিপিবদ্ধ করা হয়। এ কারণে লেনদেনগুলো পরবর্তীতে খতিয়ানে অন্তর্ভুক্তকরণে কোন অসুবিধা না হয়।
লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা : জাবেদায় লেনদেন তারিখের ক্রমানুসারে লিখা হয় বলে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন ঘটেছে তা সহজেই জানা যায়। বিভিন্ন সময়ে মোট কত টাকার লেনদেন হয়েছে সেটির পরিমাণও জানা যায়।
দ্বৈত স্বত্বার প্রয়োগ নিশ্চিত : কোনো লেনদেন সংঘটিত হওয়া মাত্র দু’তরফা দাখিলা পদ্ধতি সূত্রমতে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে একটি হিসাবকে ডেবিট ও অন্য হিসাবকে ক্রেডিট করে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ফলে জাবেদা হতে দ্বৈত স্বত্বার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
লেনদেনের ব্যাখ্যা : প্রতিটি লেনদেনের উৎস ও প্রকৃতি নিরূপণের উদ্দেশ্যে তারিখ অনুযায়ী জাবেদাভুক্ত প্রতিটি লেনদেনের সপক্ষে প্রয়োজনীয়, প্রাসঙ্গিক ও সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করা হয়।
ভুলত্রুটি হ্রাস : লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তের পূর্বে জাবেদায় লিপিবদ্ধ করা হয় বলে হিসাবে ভুলত্রুটি এবং খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়।
ভবিষ্যৎ সূত্র : জাবেদায় লেনদেনসমূহকে তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয়। কারণ, ভবিষ্যৎ যেকোনো প্রয়োজনে জাবেদা দলিল বা প্রমাণস্বরূপ হিসেবে ব্যবহার করা যায়।
পাকা বহির সহায়ক : জাবেদা খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে বিধায়, খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়।
বিশেষ জাবেদা
১. ক্রয় জাবেদা : ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়।
২. বিক্রয় জাবেদা : বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়।
৩. ক্রয় ফেরত জাবেদা : বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
৪. বিক্রয় ফেরত জাবেদা : বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
৫. নগদ প্রাপ্তি জাবেদা : যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে (নগদ পণ্য বিক্রয়সহ) তা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
৬. নগদ প্রদান জাবেদা : যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রদান ঘটে (নগদ পণ্য ক্রয়সহ) তা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
প্রকৃত জাবেদা
সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সে সকল জাবেদা প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়।
১. সংশোধনী জাবেদা : লেনদেন লিপিবদ্ধকরণে কোন ভুল সংঘটিত হলে তা সংশোধন করতে হয়। ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই সংশোধনী জাবেদা।
২. সমন্বয় জাবেদা : আর্থিক বিবরণী প্রস্তুতের সময় অলিখিত এবং অসমন্বিত দফা অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রদান করা হয় তাই সমন্বয় জাবেদা।
৩. সমাপনী জাবেদা : কোন নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবসমূহ বন্ধ করার জন্য যে জাবেদা প্রদান করা হয় তাই সমাপনী জাবেদা।
৪. প্রারম্ভিক জাবেদা : ব্যবসায় প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরের হিসাবকালের শেষ দিনের সম্পদ, দায় ও স্বত্বাধিকারের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়।
বাট্টা ও বাট্টার প্রকারভেদ
সাধারণ অর্থে, কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে, যতটুকু মূল্য কম পরিশোধ করা হল, তাই বাট্টা। ব্যবসায় প্রতিষ্ঠানে এই বাট্টা দেওয়া ও পাওয়া উভয়ই হয়ে থাকে।
কারবারি বাট্টা : বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে। বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তা কারবারি বাট্টা হিসেবে গণ্য করা হয়। কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা এবং ক্রেতার জন্য ক্রয় বাট্টা।
নগদ বাট্টা : ক্রেতা-বিক্রেতার মাঝে দেনা-পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই নগদ বাট্টা। এই বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা। উভয়পক্ষ তাদের হিসাবের বইতে এই বাট্টা লিপিবদ্ধ করে থাকে।
গাণিতিক সূত্রাবলি
১. সমাপনী ব্যাংক জমা/ব্যাংক উদ্বৃত্ত = প্রারম্ভিক ব্যাংক জমা + যেসব লেনদেনের জন্য ব্যাংকের অর্থ বৃদ্ধি পায় সেসব লেনদেন + সকল প্রকার ব্যাংক জমা ব্যাংক হতে উত্তোলন – যেসব লেনদেনের জন্য ব্যাংক হতে অর্থ কমে বা হ্রাস পায় সেসব লেনদেন।
২. প্রারম্ভিক মূলধন = ব্যবসায় শুরুতে প্রতিষ্ঠানে মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে প্রদত্ত নগদ টাকা, ব্যাংক জমা, পণ্য দ্রব্য, অন্যান্য সম্পত্তির সমষ্টি বা যোগফল।
৩. মূলধনের পরিমাণ = প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন – উত্তোলন – আয়কর – জীবন বিমা প্রিমিয়াম।
৪. মোট মূলধনের পরিমাণ = প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন + মালিকের অর্থ দ্বারা কারবারের জন্য সম্পত্তি ক্রয় + মালিকের অর্থ দ্বারা কর্মচারীর বেতন প্রদান বা যেকোনো খরচ প্রদান দ্বারা ইত্যাদি।
৫. ধারে ক্রয় = ধারে ক্রয়কৃত পণ্যের পরিমাণের সমষ্টি – ক্রয় বাট্টা (যদি থাকে)।
৬. মোট ক্রয় = নগদে ক্রয় + চেকে ক্রয় + বিলে ক্রয় + বাকিতে ক্রয় – ক্রয় বাট্টা (যদি থাকে)।
৭. ক্রয়/নিট ক্রয়/প্রকৃত ক্রয় = মোট ক্রয় – ক্রয় ফেরত – ক্রয় হ্রাস করে এমন সমন্বয় (মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ভোক্তাদের/শ্রমিকের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, মুনাফাবিহীন বিক্রয় ইত্যাদি)।
৮. ধারে বিক্রয় = ধারে / বাকিতে বিক্রয় + অলিখিত বিক্রয়।
৯. মোট বিক্রয় = নগদ বিক্রয় + চেকে বিক্রয় + বিলে বিক্রয় + ধারে বিক্রয় + কার্ডে বিক্রয় বিক্রয় বাট্টা অন্য কোনো হিসাব বিক্রয়ের অন্তর্ভুক্ত থাকলে।
১০. ক্রয় বাট্টার পরিমাণ = পণ্য ক্রয়ের সময় যে কারবারি বাট্টা তার সমষ্টি।
১১. বিক্রয় বাট্টা = পণ্য বিক্রয়ের সময় যে কারবারি বাট্টা তার সমষ্টি।
১২. মোট কারবারি বাট্টার পরিমাণ = ক্রয় বাট্টা + বিক্রয় বাট্টার সমষ্টি।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন
৩৯. হিসাবচক্রের প্রথম ধাপ কোনটি?
ক. খতিয়ান
● জাবেদা
গ. রেওয়ামিল
ঘ. চূড়ান্ত হিসাব
৪০. ব্যবসায় প্রতিষ্ঠানের ঘটনাসমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
৪১. আর্থিক লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করতে কী চিহ্নিত করতে হয়?
ক. ক্রেতা ও বিক্রেতা পক্ষ
খ. মালিক ও তৃতীয় পক্ষ
গ. দেনাদার ও পাওনাদার পক্ষ
● ডেবিট ও ক্রেডিট পক্ষ
৪২. সংরক্ষিত হিসাবের গ্রহণযোগ্যতা কীভাবে বৃদ্ধি পাবে?
ক. লেনদেন বিশ্লেষণের মাধ্যমে
খ. লেনদেন ব্যাখ্যাকরণের মাধ্যমে
● লেনদেনের প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে
ঘ. দু’তরফা দাখিলা পদ্ধতির প্রয়োগের মাধ্যমে
৪৩. জাবেদা বলতে কী বোঝায়?
ক. একটি পূর্ণ হিসাব
খ. একটি সংক্ষিপ্ত হিসাব
● লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
ঘ. চূড়ান্ত হিসাব
৪৪. জাবেদায় কিসের বিশদ বিবরণ লিপিবদ্ধ করা হয়?
ক. ঘটনার
খ. হিসাবের গুরুত্বের
● লেনদেনের
ঘ. ব্যবসায়ের লাভ-ক্ষতির
৪৫. হিসাব প্রক্রিয়ায় জাবেদার কাজ কী?
ক. শ্রেণিবিন্যাসকরণ
খ. সংক্ষিপ্তকরণ
● লিপিবদ্ধকরণ
ঘ. শুদ্ধিকরণ
৪৬. কোথায় ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুযায়ী ব্যাখ্যা দিতে হয়?
ক. খতিয়ান
● জাবেদায়
গ. রেওয়ামিলে
ঘ. নগদানে
৪৭. লেনদেনগুলোকে কীভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়?
ক. মাস অনুসারে সংক্ষিপ্ত আকারে
খ. গুরুত্ব অনুসারে বিশদ আকারে
● তারিখ অনুসারে ব্যাখ্যা সহকারে
ঘ. তারিখ অনুসারে সংক্ষিপ্ত আকারে
৪৮. লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করা হয়?
● জাবেদায়
খ. খতিয়ানে
গ. নগদানে
ঘ. রেওয়ামিলে
৪৯. জাবেদাকে হিসাবের কোন ধরনের বই বলা হয়?
● প্রাথমিক
খ. সংক্ষিপ্ত
গ. স্থায়ী
ঘ. চূড়ান্ত
৫০. জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? (অনুধাবন)
● জাবেদায় লেনদেনগুলো প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় বলে
খ. জাবেদায় লেনদেনগুলো স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় বলে
গ. জাবেদায় লেনদেনগুলো ব্যাখ্যাসহকারে লিপিবদ্ধ করা হয় বলে
ঘ. জাবেদায় লেনদেনগুলোকে নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হয় বলে
৫১. কোন বই প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে?
● খতিয়ান
খ. নগদান
গ. রেওয়ামিল
ঘ. কার্যপত্র
৫২. জাবেদা কীভাবে সহায়ক বই হিসেবে কাজ করে? (অনুধাবন)
ক. রেওয়ামিল প্রস্তুতে সহায়তা করে
● খতিয়ান প্রস্তুতে সহায়তা করে
গ. লেনদেনের সংখ্যা জানতে সহায়তা করে
ঘ. লেনদেনের ফলাফল জানতে সহায়তা করে
৫৩. লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে হিসাবরক্ষক সর্বপ্রথম নিচের কোন কাজটি করবেন?
● লেনদেনটি ব্যাখ্যাসহ প্রাথমিক বইতে লিপিবদ্ধ করবেন
খ. লেনদেনটি সংক্ষিপ্ত আকারে খতিয়ানভুক্ত করবেন
গ. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে রেওয়ামিল তৈরি করবেন
ঘ. লেনদেনের লাভ/ক্ষতি নির্ণয় করতে আর্থিক বিবরণী তৈরি করবেন
৫৪. হিসাব রাখার সুবিধার্থে মি. সুমন একজন হিসাবরক্ষক হিসেবে নিচের কোন বইটি প্রস্তুত করে থাকেন?
● জাবেদা
খ. খতিয়ান
গ. রেওয়ামিল
ঘ. নগদান
৫৫. জাবেদাকে যে কোনো প্রতিষ্ঠানের দৈনিক বই বলার কারণ কোনটি?
● এতে দৈনন্দিন লেনদেনসমূহ প্রাথমিকভাবেই লিপিবদ্ধ করা হয়
খ. এটি হিসাবের পাকা বই খতিয়ানকে সাহায্যে করে থাকে
গ. এতে লেনদেনের ডেবিট-ক্রেডিট দেখিয়ে তারিখ অনুসারে লিপিবদ্ধ করা হয়
ঘ. এতে লেনদেনসমূহ বিস্তারিত ব্যাখ্যাসহ তারিখ অনুসারে লেখা হয়
৫৬. ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে কোন বইটি বাধ্যতামূলকভাবে প্রস্তুত করা হয় না?
ক. ক্রয়
খ. বিক্রয়
● জাবেদা
ঘ. খতিয়ান
৫৭. জাবেদা বই সংরক্ষণের কারণ কোনটি?
ক. জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক
খ. জাবেদা ছাড়া হিসাব সংরক্ষণ করা অসম্ভব
গ. জাবেদা ছাড়া আর্থিক ফলাফল নির্ণয় অসম্ভব
● জাবেদা হিসাব সংরক্ষণে সুবিধা প্রদান করে
৫৮. কীভাবে হিসাব বাদপড়া ও ভুল হওয়া হ্রাস পায়?
ক. চালানে হিসাবভুক্তির জন্য
● জাবেদায় হিসাবভুক্তর জন্য
গ. খতিয়ানে হিসাবভুক্তির জন্য
ঘ. রেওয়ামিল হিসাবভুক্তির জন্য
৫৯. সঠিক হিসাব তৈরির সুবিধার্থে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক. চালান
খ. ভাউচার
● জাবেদা
ঘ. খতিয়ান
৬০. হিসাবে লেনদেন বাদ পড়ার সম্ভাবনা কীভাবে হ্রাস করা যায়?
● লেনদেনগুলো সংঘটিত হওয়ার সাথে সাথে জাবেদাভুক্ত করে
খ. লেনদেনগুলো সংঘটিত হওয়ার সাথে সাথে নগদানভুক্ত করে
গ. লেনদেনগুলো সংঘটিত হলে প্রমাণপত্রগুলো সংরক্ষণ করে
ঘ. লেনদেনগুলো সংঘটিত হলে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে
৬১. কোনো লেনদেন যাতে খতিয়ানে বাদ না পড়ে সেজন্য একজন হিসাবরক্ষক নিচের কোন কাজটি করবেন?
ক. লেনদেন সংঘটিত হলেই খতিয়ানভুক্ত করবেন
● লেনদেন সংঘটিত হলেই জাবেদাভুক্ত করবেন
গ. লেনদেন সংঘটিত হলেই রেওয়ামিল তৈরি করবেন
ঘ. লেনদেন সংঘটিত হলেই কার্যপত্র প্রস্তুত করবেন
৬৫. প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব বই কিরূপ হওয়া আবশ্যক?
ক. নির্ভুল ও জটিল
খ. স্বচ্ছ ও সুন্দর
● নির্ভুল ও স্বচ্ছ
ঘ. ভুলযুক্ত ও আকর্ষণীয়
৬৬. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ হিসাববিজ্ঞানের কী ধরনের উদ্দেশ্য?
ক. সহায়ক
● মুখ্য
গ. ঐচ্ছিক
ঘ. বিশেষ
৬৭. হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করা
খ. ব্যবসায়ের ব্যয় নিয়ন্ত্রণ করা
● ব্যবসায়ের সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা
ঘ. ব্যবসায়ের লেনদেনের শুদ্ধতা যাচাই করা
৬৮. খতিয়ান প্রস্তুতের কাজকে কীভাবে সহজ করা যায়?
ক. খতিয়ানের পূর্বে রেওয়ামিল প্রস্তুত করে
● খতিয়ানের পূর্বে জাবেদা প্রস্তুত করে
গ. খতিয়ানের পূর্বে নগদান বই প্রস্তুত করে
ঘ. খতিয়ানের পূর্বে লেনদেন চিহ্নিত করে
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়
৬৯. জাবেদা প্রস্তুত না করেও হিসাবের প্রধান বই খতিয়ান প্রস্তুত করা যায় তথাপি লেনদেনগুলোকে সর্বপ্রথম জাবেদাভুক্ত করা হয় কেন?
ক. হিসাবের উপর নিয়ন্ত্রণের জন্য
খ. লেনদেনের বিশ্লেষণ সহজ করার জন্য
গ. লেনদেন সংক্রান্ত ধারণা পাওয়ার জন্য
● খতিয়ান প্রস্তুত সহজ করার জন্য
৭০. নির্দিষ্ট দিনে সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংঘটিত হয় তা কোন বই থেকে জানা যায়?
ক. খতিয়ান
খ. চালান বই
● জাবেদা
ঘ. রেওয়ামিল
৭১. জাবেদায় লেনদেনগুলোকে কীভাবে লিখে রাখা হয়?
ক. দিনের ক্রমানুসারে জটিলভাবে
খ. মাসের ক্রমানুসারে নির্ভুলভাবে
গ. দিনের ক্রমানুসারে নির্ভুলভাবে
● তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে
৭২. একটি ব্যবসায়ের যাবতীয় হিসাব সংরক্ষণ করা হয় কোথায়?
● জাবেদায়
খ. রেওয়ামিলে
গ. খতিয়ানে
ঘ. আর্থিক বিবরণীতে
৭৩. প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ের মোট লেনদেনের পরিমাণ জানার মাধ্যম কোনটি?
ক. খতিয়ান
খ. রেওয়ামিল
● জাবেদা
ঘ. আর্থিক বিবরণী
৭৪. ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হয় কোন পদ্ধতিতে?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
● দু’তরফা দাখিলা পদ্ধতি
গ. বহুঘরা দাখিলা পদ্ধতি
ঘ. বেদাখিলা পদ্ধতি
৭৫. জাবেদা বই হতে নিচের কোনটির প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়?
ক. হিসাব শ্রেণির
● দ্বৈত স্বত্বার
গ. ব্যবসায়িক স্বত্বার
ঘ. মালিক স্বত্বার
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়
৭৬. দ্বৈত স্বত্বা নিশ্চিত হওয়া যায় কোনটিতে?
ক. ভাউচারে
খ. চালানে
গ. ক্যাশমেমোতে
● জাবেদায়
৭৭. লেনদেনের ব্যাখ্যা প্রাপ্তির মাধ্যম কোনটি? (জ্ঞান)
ক. খতিয়ান
● জাবেদা
গ. রেওয়ামিল
ঘ. আয় বিবরণী
৭৮. জাবেদায় লেনদেন সংঘটিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ থাকায় পরবর্তীতে কোন সুবিধাটি পাওয়া যায়?
ক. এর মাধ্যমে লেনদেনের ফলাফল নির্ণয় সম্ভব হয়
● এর মাধ্যমে লেনদেন সম্পর্কিত সন্দেহ দূর করা সম্ভব হয়
গ. এর মাধ্যমে লেনদেনগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব হয়
ঘ. এর মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়
৭৯. জাবেদা লেনদেনের ভবিষ্যৎ রেফারেন্স হিসাবে কাজ করে কীভাবে?
ক. লেনদেনের দ্বৈত স্বত্বার বিশ্লেষণের মাধ্যমে
খ. ডেবিট-ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে
● লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করে
ঘ. কারণসহ ব্যাখ্যা প্রদান করে
৮০. নিচের কোন বইকে প্রয়োজনে দলিল স্বরূপ ব্যবহার করা যায়?
● জাবেদা
খ. খতিয়ান
গ. রেওয়ামিল
ঘ. চূড়ান্ত হিসাব
৮১. জাবেদার উপর ভিত্তি করে কোনটি প্রস্তুত করা হয়?
ক. রেওয়ামিল
● খতিয়ান
গ. বিক্রয় বাট্টা
ঘ. নগদান হিসাব
৮২. খতিয়ান প্রস্তুতকরণের কাজকে সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল করতে কোন বইয়ের সহায়তা নেয়া হয়?
ক. ক্রয়
খ. ক্যাশ
গ. নগদান
● জাবেদা
৮৩. কোনটি থেকে প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনের পক্ষসমূহের মধ্যে ভুল বোঝাবুঝির চূড়ান্ত সমাধান পাওয়া সম্ভব?
ক. আর্থিক বিবরণী হতে
● হিসাবের সহকারী বই হতে
গ. হিসাবের পাকা বই হতে
ঘ. রেওয়ামিল হতে
►► আরো দেখো: হিসাববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৯ম ও ১০ম শ্রেণির হিসাববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post