আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন বিষয় কোড: ১৩২৫০৩। বিষয়: উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান।
ডিগ্রি হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের প্রধান তিনটি উদ্দেশ্য কি?
উত্তর: উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের প্রধান তিনটি উদ্দেশ্য হলো- ১. উৎপাদন ব্যয় নির্ণয়, ২. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও ৩. উৎপাদন ব্যয় বিশ্লেষণ।
২. প্রত্যেক্ষ ব্যয়কে কী কী ভাগে ভাগ করা হয়?
উত্তর: প্রত্যেক্ষ ব্যয়কে তিন ভাগে ভাগ করা হয়। যেমন- ১. প্রত্যেক্ষ কাঁচামাল, ২. প্রত্যেক্ষ শ্রম ও ৩. প্রত্যেক্ষ খরচ।
৩. ব্যয় বন্টন বলতে কী বুঝায়?
উত্তর: Garrison Noreen and Brewer এর মতে “Cost allocation is the process of distribution of costs among various supporting department”.
৪. মাল অধিযাচন পত্রের সংজ্ঞা দাও।
উত্তর: যে পাত্রের মাধ্যমে বিভিন্ন বিভাগের অধিকর্তাগণ তাদের বিভাগগুলোতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার কাঁচামাল ও অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য ক্রয় বিভাগের অধিকর্তাকে অনুরোধ জানানো হয় এরূপ পত্রকে ক্রয় চাহিদা পত্র বলে।
৫. ব্যয় খরচের মূল পার্থক্য কী?
উত্তর: ব্যয় হলো ত্যাগের অনতিবাহিত অংশ অপরদিকে খরচ হলো ত্যাগের অতিবাহিত অংশ।
৬. খরচ বলতে কী বুঝ?
উত্তর: খরচ হলো সব মেয়াদোত্তীর্ণ ব্যয় যা আয় হতে বাদযোগ্য।
৭. অদৃশ্যমান খরচ কী?
উত্তর: যে সকল খরচ সাধারণতঃ চোখে দেখা যায় না তাকে অদৃশ্যমান খরচ বলে। যেমন- ক্রয় বিভাগের ব্যয়, কারবারি বাট্টা, পরিমাণ বাট্টা, ধারক খরচ ইত্যাদি।
৮. ডুবন্ত বা নিমজ্জিত ব্যয় কী?
উত্তর: নিমজ্জিত বা ডুবন্ত ব্যয় হচ্ছে এমন একটি ব্যয় যা পূর্বেই ব্যয়িত হয়েছে এবং যা বর্তমান অথবা ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারা পরিবর্তন সম্ভব নয়?
৯. সমতুল্য উৎপাদন বিবরণী কী?
উত্তর: যে বিবরণীর মাধ্যমে অসম্পন্ন দ্রব্যের একককে উৎপাদনের ডিগ্রি বা পর্যায় ভিত্তিতে সম্পন্য দ্রব্যের এককে রূপান্তরিত করা হয় তাকে সমতুল্য উৎপাদন বিবরণী বলে।
১০. ব্যাচ ব্যয় হিসাবের সংজ্ঞা দাও।
উত্তর: যে সকল ক্ষেত্রে একই প্রকার বহুসংখ্যা ক্ষুদ্র ক্ষুদ্র দ্রব্য একসাথে উৎপাদন করা হয় সে সকল ক্ষেত্রে যে পদ্ধতিতে উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয় তাকে ব্যাচ ব্যয় হিসাব বলে।
১১. কার্যভিত্তিক পারিশ্রমিক পদ্ধতি কী?
উত্তর: শ্রমিক কর্তৃক উৎপাদিত পণ্য সংখ্যাকে একক প্রতি মজুরি হার দ্বারা গুণ করে যে মজুরি পাওয়া যায় তাকে কার্যভিত্তিক পারিশ্রমিক পদ্ধতি বলে।
১২. প্রকৃত ব্যয় হিসাবরক্ষণ কী?
উত্তর: অতীতে ঘটে গেছে এরকম ব্যয়কে প্রকৃত ব্যয় বলে।
১৩. খরচ কী?
উত্তর: খরচ হলো সব মেয়াদোত্তীর্ণ ব্যয় যা আয় হতে বাদযোগ্য।
১৪. প্রান্তিক ব্যয় কী?
উত্তর: উৎপাদন একক বৃদ্ধি করলে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে।
১৫. উৎপাদন ব্যয় হিসাবচক্রের ধাপগুলো কী কী?
উত্তর: উৎপাদন ব্যয় হিসাবচক্রের ধাপগুলো নি¤œরূপ- ১. ব্যয় লিপিদ্ধকরণ, ২. ব্যয় শ্রেণিবদ্ধকরণ, ৩. মোট ব্যয় নির্ধারণ, ৪. বিক্রয়মূল্য নির্ধারণ, ৫. ব্যয় নির্ধারণ, ৬. বাজেট ও পরিকল্পনা প্রণোয়ন এবং ৭. ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ।
১৬. লিড টাইম কী?
উত্তর: কাঁচামাল ক্রয়ের জন্য অর্ডার বা ফরমায়েশ প্রদানের পর হতে কাঁচামাল গুদামে আনার সময় পর্যন্ত যে সময় লাগে তাকে লিড টাইম বলে।
১৭. জব কার্ড কী?
উত্তর: যে কার্ডে কর্মচারীএকটি কাজে যে পরিমাণ সময়ের জন্য নিযুক্ত থাকে তা সেই কর্মচারী কর্তৃক লিপিবদ্ধ করা হয়, একে কার্য টিকিট বা জব কার্ড বলে।
১৮. ৫টি কারখানা উপরিব্যয়ের নাম লিখ।
উত্তর: ১. কারখানা ভাড়া, ২. কারখানা ব্যবস্থাপকের বেতন, ৩.কারখানা মেরামত ব্যয়, ৪. কারখানা টেলিফোন খরচ, ৫. যন্ত্রপাতি অপচয় ও, ৬. যন্তপাতি মেরামত ইত্যাদি।
১৯. মিশ্র ব্যয় বলতে কী বুঝ?
উত্তর: যে সকল ব্যয় সম্পূর্ণ পরিবর্তনশীল নয় আবার স্থায়ী ও নয় তাকে মিশ্র ব্যয় বলে।
২০. কোন কোন ক্ষেত্রে জব ব্যয় পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: আসবাবপত্র নির্মাতা, কারিগরি কারখানা, মেরামত কারখানা ইত্যাদি।
২১. অস্বাভাবিক লাভ কী?
উত্তর: যদি কোনো প্রক্রিয়ায় স্বাভাবিক ক্ষতির পরিমাণ কম হয় তবে যে বাড়তি উৎপাদন পাওয়া যায় তাকে অস্বাভাবিক মুনাফা বা লাভ বলে।
►► আরো দেখো: ডিগ্রি ৩য় বর্ষের উত্তরসহ অন্যান্য সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য এ সাজেশনটি একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। কোর্সটিকার ডিগ্রি হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post