দশম শ্রেণি হিসাববিজ্ঞান ৭ম অধ্যায় mcq
৬৯৯. কারবারের যাবতীয় লেনদেনগুলোকে সংক্ষিপ্তকারে বিভিন্ন শিরোনামে বিভক্ত করে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করাকে কী বলে?
ক. জাবেদা
ড়. খতিয়ান
গ. হিসাব
ঘ. বিবৃতি
৭০০. খতিয়ানের হিসাবের-
র. প্রাথমিক বই
রর. পাকা বই
ররর. স্থায়ী বই
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
ড়. রর ও ররর
ঘ. র, রর ও রর
৭০১. কীভাবে লেনদেনগুলোকে খতিয়ানে লেখা হয়?
ক. সারিবদ্ধভাবে
খ. আলাদাভাবে
ড়. সারিবদ্ধ এবং শ্রেণিবদ্ধভাবে
ঘ. তারিখের ক্রমানুসারে
৭০২. লেনদেনগুলোকে সংক্ষিপ্ত, সুশৃঙ্খল ও শ্রেণিবদ্ধভাবে খতিয়ানে লিখলে এর মাধ্যমে-
র. এক নজরে সকল তথ্য জানা যায়
রর. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়
ররর. আর্থিক ফলাফল সম্পর্কে অবগত হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৭০৩. ব্যবসায় পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়-
ক. জাবেদা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
ড়. খতিয়ান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
গ. রেওয়ামিল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
ঘ. নগদান বই থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
৭০৪. খতিয়ান হলো-
র. হিসাবের স্থায়ি ভাণ্ডার
রর. লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল
ররর. লেনদেনের শ্রেণিবিন্যাসকরণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৭০৫. খতিয়ানের মুখ্য উদ্দেশ্য হলো-
ক. ব্যাখ্যাসহকারে লেনদেনসমূহ লিপিবদ্ধ করা
ড়. লেনদেনের সামগ্রিক ফলাফল, দেনা পাওনা নির্ণয় করা
গ. ভিন্ন ভিন্ন শিরোনামে হিসাব লিপিবদ্ধকরণ
ঘ. সংক্ষিপ্তাকারে হিসাব সংরক্ষণ করা
৭০৬. খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি?
ক. পাঁচটি
ড়. ছয়টি
গ. সাতটি
ঘ. আটটি
৭০৭. খতিয়ান বই তৈরি করার সময় কোনটি উল্লেখ করতে হয়?
ক. খতিয়ান পৃ.
ড়. জাবেদা পৃ.
গ. ভাউচার নং.
ঘ. চালান নং
৭০৮. খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
র. ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয়
রর. হিসাবের ভুলত্রুটি ধরা ও তা সংশোধন করা
ররর. হিসাবের স্থায়ী সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৭০৯. জাবেদা দাখিলাসমূহ কীভাবে খতিয়ানে স্থানান্তর করা উচিত?
ক. হিসাব নম্বর অনুযায়ী
খ. বর্ণের ক্রমিক অনুসারে
ড়. সময়ানুক্রমিক বিন্যাসে
ঘ. টাকার পরিমাণ অনুসারে
৭১০. খতিয়ানের বৈশিষ্ট্য হলো-
র. পৃক শিরোনাম
রর. শ্রেণিবদ্ধকরণ
ররর. উদ্বৃত্তকরণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭১১ থেকে ৭১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
খতিয়ান হলো হিসাবের পাকা বই। এর ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স হয়। হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করে চূড়ান্ত ফলাফল নির্ণয় করা যায়।
৭১১. খতিয়ান হিসাবের হয়-
ক. ডেবিট ব্যালেন্স
খ. ক্রেডিট ব্যালেন্স
গ. ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স
ড়. ডেবিট অথবা ক্রেডিট ব্যালেন্স
৭১২. কয়টি ছক খতিয়ান তৈরির জন্য প্রচলিত আছে?
ড়. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭১৩. শুধু খতিয়ান উদ্বৃত্তগুলোর সাহায্যেই হিসাবের চূড়ান্ত ফলাফল নির্ণয় করা যায়। কথাটি-
ড়. সম্পূর্ণ সত্য
খ. আংশিক সত্য
গ. সত্য নয়
ঘ. কোনো কোনো ক্ষেত্রে সত্য
৭১৪. খতিয়ান উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে?
ক. চূড়ান্ত হিসাবে
ড়. রেওয়ামিলে
গ. দুতরফা দাখিলায়
ঘ. একতরফা দাখিলায়
৭১৫. ব্যবসায় খতিয়ান হিসাব তৈরির প্রয়োজনীয়তা অন্যান্য সকল হিসাব বই তৈরির তুলনায় অধিক কেন?
ক. হিসাবের পাকা বই তাই
খ. সংক্ষিপ্ত ও শ্রেণিবদ্ধভাবে লেখার জন্য
গ. ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি সহজ হয়
ড়. নির্ভরযোগ্য ও সঠিক তথ্য জানা যায়
৭১৬. খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, কারণ লেনদেনগুলো-
ক. প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়
ড়. শ্রেণিবিন্যাস করে চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয়
গ. আংশিক খসড়া ও আংশিক চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয়
ঘ. ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়
৭১৭. খতিয়ানকে হিসাবের পাকা বই বলার মূল কারণ হলো –
ক. খতিয়ান হলো লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল
ড়. খতিয়ানে লেনদেনগুলোকে স্থায়িভাবে সংরক্ষণ করা হয়
গ. আর্থিক অবস্থা নির্ণয় করা যায় বলে
ঘ. ভিন্ন ভিন্ন শিরোনামে হিসাব লিপিবদ্ধ করা হয় বলে
৭১৮. নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের মোট ক্রয়বিক্রয়, লাভ-ক্ষতি, সম্পদ, দায় ও দেনা-পাওনা ইত্যাদি কার মাধ্যমে জানা যায়?
ক. লেনদেনের
খ. লেনদেনকে শ্রেণিবিন্যাস করে
ড়. লেনদেনের শ্রেণিবিন্যাস করে ও বিবরণী প্রস্তুত করে
ঘ. লেনদেনের বিবরণী তৈরি করে
৭১৯. কোন হিসাব থেকে রেওয়ামিল তৈরি করা যায়?
ড়. খতিয়ান
খ. জাবেদা
গ. প্রকৃত জাবেদা
ঘ. নগদান বই
৭২০. খতিয়ানকে সকল বইয়ের রাজা বলার কারণ-
র. এর মাধ্যমে লেনদেনের প্রকৃত ফলাফল জানা যায়
রর. এর মাধ্যমে প্রতিটি হিসাবের মোট পরিমাণ জানা যায়
ররর. এর মাধ্যমে কারবারের সার্বিক আর্থিক অবস্থা জানা যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৭২১. কোন বইকে হিসাব বইয়ের রাজা বলা হয়?
ক. জাবেদা বই
খ. নগদান বই
ড়. খতিয়ান বই
ঘ. আর্থিক বিবরণী
৭২২. খতিয়ানের সুবিধা হলো-
র. ভুলত্রুটি সহজে ধরা পড়ে
রর. ব্যবসায়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়
ররর. ভুলত্রুুটি সংশোধন করা সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৭২৩. কোনটি লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল?
ক জাবেদা
খ রেওয়ামিল
গ আর্থিক বিবরণী
ড় খতিয়ান
৭২৪. কোনটি হতে ব্যবসায় মোট আয়, মোট দায়, মোট ব্যয় ও মোট সম্পদের পরিমাণ জানা যায়?
ক. জাবেদা
খ. রেওয়ামিল
ড়. খতিয়ান
ঘ. নগদান বই
৭২৫. লেনদেনগুলো শ্রেণিবিন্যাস করে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয়-
ক. জাবেদায়
ড়. খতিয়ানে
গ. নগদান বইতে
ঘ. রেওয়ামিলে
৭২৬. খতিয়ান লেনদেনের-
ড়. স্থায়ী ভাণ্ডার
খ. অস্থায়ী ভাণ্ডার
গ. নকল ভাণ্ডার
ঘ. প্রাথমিক ভাণ্ডার
৭২৭. খতিয়ান হতে বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত সহায়তা করে-
ক. মালিকানাস্বত্ব নির্ণয়ে
খ. বিশদ আয় বিবরণী প্রস্তুতে
ড়. গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে
ঘ.নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে
নিচের উদ্দীপকটি পড় এবং ৭২৮ থেকে ৭৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিসেস আনোয়ারা হোসেন একজন ব্যবসায়ী। তিনি প্রতিষ্ঠানে সংঘটিত সকল লেনদেন স্থায়িভাবে লিপিবদ্ধ করেন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি সকল লিপিবদ্ধকৃত লেনদেনের ফলাফল পর্যবেক্ষণ করেন। তার প্রতিষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ :
জানু. ১, মূলধনের উদ্বৃত্ত ১০,০০০ টাকা।
জানু. ৪, বাকিতে ক্রয় ১৫,০০০ টাকা।
জানু. ২০, অতিরিক্ত মূলধন আনয়ন ৫,০০০ টাকা।
৭২৮. জানু. ৪ তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবগুলো কোন জের প্রকাশ করে?
ক. প্রথমটি ক্রেডিট, পরেরটি ডেবিট
খ. উভয়ই ডেবিট
ড়. প্র মটি ডেবিট পরেরটি ক্রেডিট
ঘ. উভয়ই ক্রেডিট
৭২৯. প্রতিষ্ঠানের খতিয়ান বইতে মিসেস আনোয়ারা হোসেন সকল লেনদেন লিপিবদ্ধ করেন কেন?
ক. সুন্দরভাবে সাজিয়ে রাখতে
ড়. সার্বিক ফলাফল সম্পর্কে জেনে সিদ্ধান্ত গ্রহণের জন্যে
গ. জাবেদা বই সংরক্ষণ হতে বিরত থাকার জন্যে
ঘ. এখানে একাধিক টাকার ঘর থাকে তাই
৭৩০. ৩১ জানুয়ারিতে মিসেস আনোয়ারা হোসেনের মূলধনের উদ্বৃত্ত কত?
ক. ৫,০০০ টাকা
খ. ১০,০০০ টাকা
ড়. ১৫,০০০ টাকা
ঘ. ৩০,০০০ টাকা
৭৩১. বিক্রয় জাবেদায় প্রতিটি এন্ট্রির জন্য প্রয়োজন হয়-
র. প্রাপ্য হিসাব খতিয়ান
রর. প্রদেয় হিসাব খতিয়ান
ররর. সহকারী খতিয়ান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৭৩২. খতিয়ানের উদ্বৃত্তসমূহ দ্বারা প্রস্তুত করা হয়-
ক. ক্রয় জাবেদা
খ. বিক্রয় জাবেদা
ড়. রেওয়ামিল
ঘ. নগদান বই
৭৩৩. খতিয়ানকে কী বলে অভিহিত করা হয় না?
ক. হিসাবের পাকা বই
খ. হিসাবের প্রধান বই
ড়. বিশেষ হিসাব বই
ঘ. সকল বইয়ের রাজা
৭৩৪. লেনদেনের সামগ্রিক ফলাফল জানা যায় কোন হিসাবের মাধ্যমে?
ড় খতিয়ান
খ নগদান
গ দৈনিক ক্রয় বই
ঘ দৈনিক বিক্রয় বই
৭৩৫. জাবেদা কোনটির সহকারী বই?
ক. রেওয়ামিল
খ. নগদান বই
গ. চূড়ান্ত হিসাব
ড়. খতিয়ান
৭৩৬. জাবেদা পৃষ্ঠার সাহায্যে সম্ভব হয়-
র. লেনদেনের উৎস সম্পর্কে জানা
রর. সমস্যা বা ভুল হলে তার কারণ অনুসন্ধান
ররর. লেনদেন সম্পর্কে চূড়ান্ত ধারণা লাভ
নিচের কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৭৩৭. খতিয়ানকে কী বলে আখ্যায়িত করা হয় না?
ড় লেনদেনের মুখ্য দলিল
খ লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল
গ সকল বইয়ের রাজা
ঘ হিসাবের পাকা বই
৭৩৮. খতিয়ান হিসাবের কোন ধরনের বই?
ক. প্রাথমিক
খ. খসড়া
ড়. প্রধান বই
ঘ. প্রাথমিক ও খসড়া
৭৩৯. হিসাবের প্রধান বই বলা হয়-
ক. জাবেদাকে
খ. রেওয়ামিলকে
গ. আর্থিক বিবরণীকে
ড়. খতিয়ানকে
৭৪০. কোনটি প্রাথমিক বই নয়?
ড়. খতিয়ান
খ. বিক্রয় বই
গ. ক্রয় বই
ঘ. প্রকৃত জাবেদা
৭৪১. লেনদেন প্রমে জাবেদায় লিপিবদ্ধ না করেও সরাসরি লেখা যায়।
ক. আর্থিক বিবরণীতে
খ. রেওয়ামিলে
ড়. খতিয়ানে
ঘ. কোথাও না
৭৪২. জাবেদা থেকে দাখিলাসমূহ পৃ কভাবে খতিয়ানের হিসাবসমূহে স্থানান্তরিত করার কাজকে কী বলা হয়?
ক. জাবেদায়ন
খ. সংক্ষিপ্তকরণ
গ. লিপিবদ্ধকরণ
ড়. খতিয়ানভুক্তকরণ
৭৪৩. খতিয়ান প্রস্তুতের জন্য-
র. জাবেদা দাখিলা অত্যাবশ্যক
রর. জাবেদা দাখিলা অত্যাবশ্যক নয়
ররর. নির্দিষ্ট ছক অনুসরণ প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
ড়. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৭৪৪. ব্যবসায়ের যাবতীয় হিসাব সংরক্ষণ করা হয়-
ক. জাবেদায়
খ. নগদান বইতে
ড়. খতিয়ানে
ঘ. আর্থিক বিবরণীতে
৭৪৬. খতিয়ানের T ছকে কয়টি ঘর থাকে?
ক. পাঁচটি
ড়. আটটি
গ. সাতটি
ঘ. দশটি
৭৪৭. হিসাবের T ছকে প্রত্যেক দিকে কয়টি করে ঘর থাকে?
ক. তিনটি
খ. দুটি
ড়. চারটি
ঘ. পাঁচটি হিসাবের জের টানা বা ব্যালেন্সিং
৭৪৮. হিসাবের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফলের অন্তরকে কী বলা হয়?
ড়. জের
খ. ক্রেডিট করা
গ. ডেবিট করা
ঘ. হিসাব বন্ধ করা
৭৪৯. ব্যালেন্সিং কী?
ক. হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত
খ. হিসাবের পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট নির্ণয়
ড়. হিসাবের পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয়
ঘ. রেওয়ামিলের দুদিকের পার্থক্য নির্ণয়
৭৫০. ব্যয় হিসাব সবসময় জের প্রকাশ করে-
ড়. ডেবিট
খ. ক্রেডিট
গ. ডেবিট অথবা ক্রেডিট
ঘ. ডেবিট ও ক্রেডিট উভয়
৭৫১. হিসাবের ডেবিট দিকের যোগফল, ক্রেডিট দিক অপেক্ষা বেশি হলে- প্রকাশ করবে?
ড়. ডেবিট উদ্বৃত্ত
খ. ক্রেডিট উদ্বৃত্ত
গ. সম্পদ
ঘ. খরচ
৭৫২. সি/ডি বলতে বোঝায়-
ক. সম্মুখে নীত
খ. উপর থেকে আনীত
ড়. নিচে নীত
ঘ. পেছন থেকে আনীত
৭৫৩. খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে-
র. সম্পদ
রর. খরচ
ররর. আয়
নিচের কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। তোমার কোন সাবজেক্টের সলুশন লাগবে, তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post