দশম শ্রেণি হিসাববিজ্ঞান ৮ম অধ্যায় mcq
৮৩৬. নগদান বইয়ের নগদ কলামের ক্রেডিট উদ্বৃত্ত ২০০ টাকা থাকলে আমরা মনে করব-
ক নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান ২০০ টাকা বেশি হয়েছে
খ হাতে নগদ ২০০ টাকা রয়েছে
ড় হিসাবরক্ষক ভুল করেছে
ঘ ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ২০০ টাকা
৮৩৭. নগদান বইয়ের ডেবিট দিকে কী লেখা হয়?
ক সকল নগদ প্রদান
ড় সকল নগদ প্রাপ্তি
গ সকল বকেয়া খরচ
ঘ সকল লেনদেন
৮৩৮. কোনো কোনো প্রতিষ্ঠানে নগদান বইকে কী বলে?
ক পেটি ক্যাশ বই
ড় জমা-খরচ বই
গ খতিয়ান বই
ঘ রেওয়ামিল
৮৩৯. নগদান বইতে লিপিবদ্ধ হবে-
র. মূলধন আনয়ন ৫০,০০০ টাকা
রর. জনতা ট্রেডার্সের নিকট বিক্রয় ২০,০০০ টাকা
ররর. মনিহারি দ্রব্যাদি ক্রয় ১,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
ড় র ও ররর
ক রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৪০. নগদান বইতে লিপিবদ্ধ করা হয়-
ক নগদ পরিশোধসমূহ
ড় নগদ প্রাপ্তি ও পরিশোধসমূহ
গ কেবল নগদ ক্রয়বিক্রয়
ঘ নগদ প্রাপ্তিসমূহ
৮৪১. নগদান বই কোনটি কখনও দেখাতে পারে না?
ক উভয় দিকের সমান যোগফল
খ ডেবিট মূলধনের পরিমাণ
গ ডেবিট ব্যালেন্স
ড় ক্রেডিট ব্যালেন্স
৮৪২. ব্যবসায়ের আয়তন ও নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদানপ্রদানের সহায়ক ভূমিকা পালন করে-
ক ব্যবস্থাপক
খ ক্রেতা
গ বিক্রেতা
ড় ব্যাংক
৮৪৩. একটি নির্দিষ্ট দিনে ব্যবসায়ে নগদ টাকা কত আছে তা কী দেখে জানা যায়?
ক মূলধন হিসাব
খ খতিয়ান বই
গ জাবেদা বই
ড় নগদান বই
৮৪৪. নিচের কোনটি নগদান বইয়ে পাওয়া যায়?
ক নিট মুনাফা
ড় ডেবিট উদ্বৃত্ত
গ ক্রেডিট উদ্বৃত্ত
ঘ ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত
৮৪৫. নগদান বই হলো-
র. প্রাথমিক বই
রর. দৈনন্দিন বই
ররর. খতিয়ান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ড় র, রর ও ররর
৮৪৬. নগদান বই সবসময়-
ক নিট মুনাফা প্রকাশ করে
খ ডেবিট এবং ক্রেডিট উভয় উদ্বৃত্ত প্রকাশ করে
গ ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে
ড় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে
৮৪৭. যে বইতে সর্বপ্রকার নগদ আদান-প্রদান, প্রাপ্তিপরিশাধসংক্রান্ত লেনদেন তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ প্রাথমিকভাবে লিপিবদ্ধ করে সময়ের শেষ ব্যালেন্স বের করা হয় তাকে বলা হয়-
র. জাবেদা বই
রর. নগদান বই
ররর. জমা-খরচের বই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
ড় রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৪৮. নগদান বই-
র. হিসাবের প্রাথমিক বই
রর. জাবেদার অন্যতম শাখা
ররর. খতিয়ানের অপরিহার্য অংশ
নিচের কোনটি সঠিক?
ড় র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৪৯ থেকে ৮৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব রফিকের একটি জেনারেল স্টোর আছে তার জেনারেল স্টোরটি ব্যস্ত মার্কেটে অবস্থিত হওয়ায় সবসময় খুব ভিড় থাকে। জনাব রফিক তার স্টোরটি কয়েকজন কর্মচারী দ্বারা পরিচালিত করেন। তিনি একদিন লক্ষ করলেন যে, তার স্টোরের কর্মচারী স্টোর থেকে চুরি করেছে। জনাব রফিক তৎক্ষণাৎ কর্মচারীকে বরখাস্ত করলেন।
৮৪৯. জনাব রফিকের স্টোরে সর্বাধিক কোন লেনদেন সংঘটিত হয়?
ড় নগদ
খ ধারে
গ আংশিক নগদে
ঘ আংশিক ধারে
৮৫০. জনাব রফিক তার স্টোরের নগদ তহবিলের পরিমাণ কতদিন পর জানতে পারেন?
ক এক বছর পর
খ ছয় মাস পর
গ প্রতিমাসে
ড় প্রতিদিন
৮৫১. জনাব রফিক কীভাবে বুঝতে পারলেন তার কর্মচারী চুরি করেছে?
ক তার দক্ষতা দিয়ে
ড় নগদ তহবিল ও নগদ ব্যালেন্স মিলিয়ে
গ আর্থিক অবস্থা পর্যালোচনা করে
ঘ গাণিতিক শুদ্ধতা যাচাই করে
৮৫২. নগদান বই অসম্পূর্ণ অবস্থায় রাখা যায় না, কারণ-
ড় নগদান বইয়ের জেরের সাথে নগদ তহবিল মিলানো হয়
খ এটা অসম্পূর্ণ রাখলে হিসাব জটিল ও কঠিন হয়
গ নগদান বই অসম্পূর্ণ রাখা আইনগত নিষিদ্ধ
ঘ নগদান বই অসম্পূর্ণ রাখা ক্যাশিয়ারের অপরিহার্য কর্তব্য
৮৫৩. নগদান বই জাবেদা না খতিয়ান-
ক জাবেদা
খ খতিয়ান
ড় উভয়ই
ঘ কোনোটিই নয়
৮৫৪. নগদান বই খতিয়ান হওয়ার কারণ-
ক এটি লেনদেন লেখার প্রাথমিক হিসাবের বই
খ তারিখের ক্রমানুসারে লেনদেন লিপিবদ্ধ করতে হয়
ড় খতিয়ান হিসাবের মতো নগদান বইয়েরও উদ্বৃত্ত নির্ণয় করা হয়
ঘ নগদান বই থেকে খতিয়ান হিসাবে তোলা হয়
৮৫৫. একজন হিসাবরক্ষক প্রতিদিনের নগদ লেনদেন নগদান বইয়ের মাধ্যমে সংরক্ষণ করেন। ভুলত্রুটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তার করণীয় হলো-
ড় নগদান বইয়ের ব্যালেন্সের সাথে হাতে নগদ মেলানো
খ জাবেদা বই ভালোভাবে পরীক্ষা করা
গ খতিয়ান বই পরীক্ষা করা
ঘ প্রতিদিন রেওয়ামিল প্রস্তুত করা
৮৫৬. ব্যালেন্স নির্ণয় করে নগদ তহবিল মিলিয়ে দেখা ক্যাশিয়ারের অপরিহার্য-
ক দায়িত্বহীনতা
খ দায়িত্ববোধ
গ দায়িত্ব
ড় কর্তব্য
৮৫৭. নগদান বইয়ের ব্যালেন্সের সাথে হাতে নগদ তহবিল মেলানোর ফলে-
ক কারবারের জমা-খরচের পরিমাণ জানা যায়
ড় তহবিল তছরুপ ও ভুলভ্রান্তি সহজে ধরা পড়ে
গ নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পায়
ঘ ক্যাশ বাক্সে নগদ অর্থ রাখতে হয় না
৮৫৮. যদি হিসাবরক্ষক ও ক্যাশ বাক্স আলাদা হয় তাহলে নগদান হিসাবের মাধ্যমে হিসাবরক্ষক ও ক্যাশিয়ারের মাধ্যমে
ক কাজের গুরুত্ব জানা যায়
ড় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়
গ যোগ্যতার প্রমাণ পাওয়া যায়
ঘ পারস্পরিক দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি হয়
৮৫৯. নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ব্যতীত ব্যবসায়েরব্যাহত হয়
ক স্বাভাবিক গতি
ড় স্বাভাবিক কার্যক্রম
গ সুনাম
ঘ সুখ্যাতি
৮৬০. নগদান বই জাবেদা ও খতিয়ানের সুবিধা ভোগ করে। ফলে-
ক কাজের পরিধি বৃদ্ধি পায়
খ জড়িত কর্মকর্তা ও কর্মচারী কর্মবিমুখ হয়
গ প্রচুর সময় ও শ্রম লাগে
ড় প্রচুর সময় ও শ্রম বাঁচে
৮৬১. নগদান বই তৈরি করার প্রধান কারণ কী?
ক ব্যবসায়ের লাভ-লোকসান নির্ধারণ করা
খ খতিয়ানের ভুল উদঘাটন করা
ড় ব্যবসায়ের নগদ লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করা
ঘ ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করা
৮৬২. প্রতিষ্ঠানের জন্যে স্থায়ী সম্পদ ক্রয় ও নিয়মিত খরচ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা তা কিসের মাধ্যমে জানতে পারবে?
ক আয় বিবরণী
খ রেওয়ামিল
ড় নগদান বই
ঘ আর্থিক অবস্থার বিবরণী
৮৬৩. জাবেদা ও খতিয়ান উভয়ের কাজ সম্পাদন করে-
ক প্রকৃত জাবেদা
খ উদ্বর্তপত্র
ড় নগদান বই
ঘ রেওয়ামিল
৮৬৪. জাবেদা ও নগদান বহির ছকে নিচের কোনটির মিল পাওয়া যায়?
ক ভাউচার নং
খ চালান নং
ড় খতিয়ান পৃষ্ঠা
ঘ রসিদ নং
৮৬৫. জাবেদার ছকে এবং নগদান বইয়ে ছকে লেখার মধ্য দিয়ে উভয়ের কোন অন্তমিলটি ফুটে ওঠে?
ক উভয়ই একই প্রকৃতির
খ উভয়ই এক ও অভিনড়ব
ড় উভয়ই খতিয়ানের সাথে সংশ্লিষ্ট
ঘ উভয়ের উৎপত্তিস্থান একই
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৬৬ ও ৮৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব সৈকত একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে নগদান বই তৈরি করেন, একঘরা নগদান বইয়ের ভিত্তিতে। জনাব সৈকত প্রতিষ্ঠানে নগদ লেনদেন ছাড়াও চেকের মাধ্যমে লেনদেন সংঘটিত হয়।
৮৬৬. নগদান বই বিভিন্ন ধরনের হয় কেন?
ক চুরি ও জালিয়াতি রোধ করার জন্য
খ মালিকের ইচ্ছা অনুযায়ী
গ নগদ তহবিলের বিভিনড়বতার জন্য
ড় কারবারের প্রকৃতি, আয়তন ও প্রয়োজনের জন্য
৮৬৭. নগদান বই জাবেদা ও খতিয়ানের সুবিধা ভোগ করে। ফলে-
র. ভুলভ্রান্তি ও তছরূপ ধরা পড়ে
রর. প্রচুর সময় ও শ্রম লাগে
ররর. প্রচুর সময় ও শ্রম বাঁচে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
ড় র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৬৮. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয়-
ক আসবাবপত্র বিক্রয়
খ দেনাদার হতে প্রাপ্তি
ড় ঋণ পরিশোধ
ঘ পণ্য বিক্রয়
৮৬৯. একঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে-
ক পণ্য ক্রয় বাবদ চেক প্রদান ৪,০০০ টাকা
ড় আসবাবপত্র ক্রয় ৬,০০০ টাকা
গ পণ্য উত্তোলন ১,০০০ টাকা
ঘ পণ্য ফেরত প্রদান ৫০০ টাকা
৮৭০. একঘরা নগদান বই সর্বদা প্রকাশ করে-
ড় ডেবিট উদ্বৃত্ত
খ ক্রেডিট উদ্বৃত্ত
গ ব্যবসায়ের মুনাফা
ঘ ব্যবসায়ের ক্ষতি
৮৭১. জনাব রহমান ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করে চেক পেলেন তা গণ্য হবে-
ক বাহক চেক
খ হুকুম চেক
ড় দাগকাটা চেক
ঘ খোলা চেক
৮৭২. কন্ট্রা এন্ট্রি ক্ষেত্রে লেখা হয়-
ক এ
খ বি
ড় সি
ঘ ডি
৮৭৩. কন্ট্রা এন্ট্রি হবে-
র. নগদ অর্থ ব্যাংকে জমাদান
রর. দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমাদান
ররর. অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
ড় র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৭৪. কোন বাট্টা তিনঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয়?
ক ক্রয় বাট্টা
ড় প্রদত্ত বাট্টা
গ বিμয় বাট্টা
ঘ কারবারি বাট্টা
৮৭৫. নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে-
র. নগদে পণ্য ক্রয়
রর. নগদে পণ্য বিক্রয়
ররর. দেনাদার হতে প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
ড় রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৭৬. নগদান বইতে ক্রেডিট ব্যালেন্স হতে পারে না কেন?
ড় নগদ টাকা প্রাপ্তির চেয়ে নগদ টাকা পরিশোধ বেশি হতে পারে না
খ নগদ আয়ের চেয়ে নগদ ব্যয় বেশি হতে পারে না
গ নগদ মাল বিμয়ের চেয়ে নগদ মাল ক্রয় বেশি হতে পারে
ঘ নগদ টাকার পরিমাণ মূলধনের পরিমাণ হতে বেশি হতে পারে না
৮৭৭. একঘরা নগদান বই প্রস্তুত করেন যারা-
র. ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন
রর. ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন করেন না
ররর. শুধু নগদ অর্থে লেনদেন করেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
ড় রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৭৮. যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয়দিকে মাত্র একটি করে টাকার পরিমাণের ঘর থাকে, তাকে কী বলা হয়?
ক দুঘরা নগদান বই
ড় একঘরা নগদান বই
গ রেওয়ামিল
ঘ বিপরীত দাখিলা
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৭৯ থেকে ৮৮১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব সালাহউদ্দিন ২০১৪ সালের জুলাই ১০ তারিখে ব্যবসায় হতে ব্যাংক হিসাবে নগদ ১০,০০০ টাকা জমা দিলেন, পাওনাদার সামিনাকে ১২,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে ১১,৫০০ টাকার চেক প্রদান করলেন এবং দেনাদার মাহবুবের কাছ থেকে ১৫,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,০০০ টাকার চেক পেলেন।
৮৭৯. ১০ জুলাই ২০১৪ তারিখের লেনদেনসমূহ লিপিবদ্ধের জন্য কোন নগদান বই উপযুক্ত?
ক একঘরা
খ দুইঘরা
ড় তিনঘরা
ঘ নগদ প্রাপ্তি জাবেদা
৮৮০. কোন লেনদেনের বিপরীত দাখিলা হবে?
ড় ব্যাংকে জমা দান
খ সামিনাকে পরিশোধ
গ মাহবুব হতে প্রাপ্তি
ঘ সামিনাকে পরিশোধ ও মাহবুব হতে প্রাপ্তি
৮৮১. কন্ট্রা এন্ট্রির দ্বারা প্রভাবিত হয়-
র. মূলধন হিসাব
রর. নগদান হিসাব
ররর. ব্যাংক হিসাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
ড় রর ও ররর
খ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৮২ ও ৮৮৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব হাবিব প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইয়ে লিপিবদ্ধ করে থাকেন। ২০১৪ সালের মার্চ ১০ তারিখে মোট ২০,০০০ টাকার পণ্য ক্রয় করে ১৫,০০০ টাকা পরিশোধ করেন। মার্চ ২৮ তারিখে রবির নিকট হতে ১০,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা পাওয়া গেল।
৮৮২. জনাব হাবিবের প্রকৃত দেনার পরিমাণ কত?
ক ৩৫,০০০ টাকা
খ ২০,০০০ টাকা
গ ১৫,০০০ টাকা
ড় ৫,০০০ টাকা
৮৮৩. মার্চ ২৮ তারিখের লেনদেনটি জনাব হাবিবের লিপিবদ্ধ করা উচিত-
ক একঘরা নগদান বইতে
খ দু ঘরা নগদান বইতে
ড় তিন ঘরা নগদান বইতে
ঘ খুচরা নগদান বইতে
৮৮৪. নগদান বইয়ের পৃষ্ঠাকে সমান কয়ভাগে ভাগ করা হয়?
ড় দুভাগে
খ চার ভাগে
গ আট ভাগে
ঘ দশ ভাগে
৮৮৫. নগদান বইকে কয়টি সমান অংশে ভাগ করতে হয়?
ড় দুইটি
খ তিনটি
গ পাঁচটি
ঘ আটটি
৮৮৬. দীর্ঘদিন থেকে প্রচলিত আছে এরূপ নগদান বইয়ের সংখ্যা-
ক ১টি
খ ২টি
গ ৩টি
ড় ৪টি
৮৮৭. ব্যবসায় প্রতিষ্ঠানে সাধারণত কয় প্রকারের নগদান বই দেখতে পাওয়া যায়?
ক এক প্রকারের
খ দুই প্রকারের
গ তিন প্রকারের
ড় চার প্রকারের
৮৮৮. চেক পাওয়া গেলে তা দুঘরা নগদান বইয়ের কোথায় বসে?
ক ডেবিট দিকে নগদ ঘরে
ড় ডেবিট দিকে ব্যাংক ঘরে
গ ক্রেডিট দিকে নগদ ঘরে
ঘ ক্রেডিট দিকে ব্যাংক ঘরে
৮৮৯. মি. জামাল-এর কাছ থেকে চেক পেয়ে মি. কামালকে প্রদান। দুঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে-
ক ডেবিট দিকে নগদের ঘরে
খ ডেবিট দিকে ব্যাংকের ঘরে
গ ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে
ড় উভয় দিকে নগদের ঘরে
৮৯০. বিপরীত দাখিলা কখন হয় না?
ক অফিসের জন্য ব্যাংক থেকে টাকা তুললে বা
ব্যাংকে টাকা জমা দিলে
খ ব্যাংকে টাকা জমা দিলে
গ ব্যাংক থেকে টাকা তুললে
ড় ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুললে
৮৯১. কোন ধরনের প্রতিষ্ঠানে এক ঘরা নগদন বই প্রস্তুত করে?
ক বড় প্রতিষ্ঠান
ড় ছোট প্রতিষ্ঠানে
গ একমালিকানা
ঘ অংশীদারি
৮৯২. একঘরা নগদান বই সর্বদা কোনটি প্রকাশ করে?
ড় ডেবিট উদ্বৃত্ত
খ ক্রেডিট উদ্বৃত্ত
গ ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত
ঘ কোনোটিই নয়
৮৯৩. প্রারম্ভিক নগদ তহবিল নগদান বইয়ের-
ক কোনো দিকেই লেখা হয় না
খ μেডিট দিকে লেখা হয়
গ একেবারে পরে লেখা হয়
ড় ডেবিট প্রমে লেখা হয়
৮৯৪. ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?
ড় ডেবিট দিকে
খ ক্রেডিট দিকে
গ ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে
ঘ কোনো দিকে নয়
৮৯৫. ব্যাংকে জমা দেয়া হলে একঘরা নগদান বইয়ের কোনদিকে বসে?
ক ডেবিট দিকে
ড় ক্রেডিট দিকে
গ ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
ঘ কোনোদিকে বসে না
৮৯৬. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ একঘরা নগদান বইয়ের কোথায় লিপিবদ্ধ করা হয়?
ক ডেবিট দিকে লেখা হয়
খ ক্রেডিট দিকে লেখা হয়
গ ডেবিট ও ক্রেডিট উভয় দিকে লেখা হয়
ড় কোনোদিকে লেখা হয় না
৮৯৭. নগদ এবং ব্যাংকসংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে নগদান বই তৈরি করা হয় তাকে কী বলা হয়?
ক নগদান বই
খ ব্যাংক বই
গ বহুঘরা নগদান বই
ড় দুঘরা নগদান বই
৮৯৮. দুইঘরা নগদান বইয়ে-
র. ঘর সংখ্যা ১২টি
রর. বাট্টা কলাম নেই
ররর. কোনো কলামে ক্রেডিট ব্যালেন্স হয় না
নিচের কোনটি সঠিক?
ড় র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৯৯. দুঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ক্রেডিট উদ্বৃত্ত-
ক নিট মুনাফা নির্দেশ করে
খ মূলত কোনো কিছুই নির্দেশ করে না
গ ব্যাংকে জমা টাকার পরিমাণ নির্দেশ করে
ড় ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে
৯০০. ব্যাংক কলামের ক্রেডিট জের কী নির্দেশ করে?
ড় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
খ ব্যাংক জমার উদ্বৃত্ত
গ ব্যাংক জমা
ঘ ব্যাংক কলামের ডেবিট উদ্বৃত্ত
৯০১. তিনঘরা নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক ব্যাংক থেকে উত্তোলন
খ ব্যাংক উদ্বৃত্ত
গ ব্যাংক চার্জ
ড় ব্যাংক জমাতিরিক্ত
৯০২. দুঘরা নগদান বইয়ের মোট কলাম সংখ্যা কতটি?
ক ৮টি
খ ১০টি
ড় ১২টি
ঘ ১৪টি
৯০৩. কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা দুঘরা ও তিনঘরা নগদানের উভয় দিকে লেখার উদ্দেশ্য কী?
ক নগদ টাকার পরিমাণ দ্বিগুণ করা
খ ব্যাংকে জমার পরিমাণ বেশি দেখানো
ড় ব্যাংক ও নগদান হিসাবের সঠিকতা যাচাই করা
ঘ নগদ টাকার পরিমাণ ঠিক রাখার জন্য
৯০৪. তিনঘরা নগদান বইতে মোট ঘরের সংখ্যা-
ক ষোলোটি
ড় চৌদ্দটি
গ বারোটি
ঘ দশটি
৯০৫. তিনঘরা নগদান বই থেকে কয় ধরনের তথ্য জানা যায়?
ক তিন
ড় চার
গ পাঁচ
ঘ বহু ধরনের
৯০৬. একঘরা নগদান বই ও তিনঘরা নগদান বইয়ের ছকে মোট কয়টি ঘরের পার্থক্য হয়?
ক ২টি
ড় ৪টি
গ ৬টি
ঘ ৮টি
৯০৭. ২,০০০ টাকা ব্যাংকে জমা দেয়া হলো। এটি নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ করতে হবে?
ক ডেবিট দিকে ব্যাংক কলামে ২,০০০ টাকা বসবে
খ ক্রেডিট দিকে ব্যাংক কলামে ২,০০০ টাকা বসবে
ড় ডেবিট দিকে ব্যাংক কলামে ২,০০০ টাকা বসবে এবং ক্রেডিট দিকে নগদ কলামে ২,০০০ টাকা বসবে
ঘ ডেবিট দিকে নগদ কলামে ২,০০০ টাকা বসবে এবং ক্রেডিট দিকে ব্যাংক কলামে ২,০০০ টাকা বসবে
৯০৮. নগদান বইতে ক্রেডিট ব্যালেন্স হতে পারে না কেন?
ড় নগদ টাকা প্রাপ্তির চেয়ে নগদ টাকা পরিশোধ বেশি হতে পারে না
খ নগদ আয়ের চেয়ে নগদ ব্যয় বেশি হতে পারে না
গ নগদ মাল বিক্রয়ের চেয়ে নগদ মাল ক্রয় বেশি হতে পারে
ঘ নগদ টাকার পরিমাণ মূলধনের পরিমাণ হতে বেশি হতে পারে না
৯০৯. একঘরা নগদান বই প্রস্তুত করেন যারা-
র. ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন
রর. ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন করেন না
ররর. শুধু নগদ অর্থে লেনদেন করেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
ড় রর ও ররর
ঘ র, রর ও ররর
৯১০. তিনঘরা নগদান বইতে কোনসংক্রান্ত লেনদেনের জের টানা হয় না?
ক ব্যাংকসংক্রান্ত
খ নগদসংক্রান্ত
ড় বাট্টাসংক্রান্ত
ঘ সবগুলো
৯১১. নগদান বইয়ের ‘কন্ট্রা’ শব্দটি দ্বারা বোঝায়-
র. চেকের মাধ্যমে টাকা গ্রহণ করা
রর. ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন
ররর. ব্যাংকে টাকা জমাদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
ড় রর ও ররর
ঘ র, রর ও ররর
৯১৩. কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কোন বইতে লিখা হয়?
ক একঘরা নগদান বইতে
খ দু’ঘরা নগদান বইতে
গ তিনঘরা নগদান বইতে
ড় দু’ঘরা ও তিনঘরা নগদান বইতে
৯১৪. বিপরীত দাখিলা হবে-
র. ব্যাংকে নগদ জমা ৫,০০০ টাকা
রর. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ২,০০০ টাকা
ররর. ব্যাংক হতে উত্তোলন ১,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
ড় র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৯১৫. ব্যাংক থেকে টাকা উত্তোলন দুঘরা/তিনঘরা নগদান বই-এর জন্য একটি
ড় কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা
খ ডেবিট দাখিলা
গ ক্রেডিট দাখিলা
ঘ সমজাতীয় দাখিলা
৯১৬. জনাব জামালকে ১০,০০০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তিতে ৯,৫০০ টাকা প্রদান করা হলো এবং ৫০০ টাকা বাট্টা পাওয়া গেল। এ প্রাপ্ত বাট্টা নগদান বইয়ের কোন দিকে লিখতে হবে?
ড় ক্রেডিট দিকে
খ ডেবিট দিকে
গ ডেবিট ক্রেডিট উভয় দিকে
ঘ কোনো দিকেই নয়
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। তোমার কোন সাবজেক্টের সলুশন লাগবে, তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post