কোর্সটিকায় এর আগের আলোচনায় আমরা হিসাববিজ্ঞানের সৃজনশীল অংশের সাজেশন প্রকাশ করেছিলাম। আজ আমরা তোমাদের জন্য আলাদা করে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান mcq সাজেশন শেয়ার করতে যাচ্ছি। আজকের এ পোস্টে তোমরা তোমাদের সর্বশেষ সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে সকল অধ্যায়ের পূর্ণাঙ্গ বহুনির্বাচনী প্রশ্নগুলোর সাজেশন পাবে।
নিচে আমরা তোমাদের জানার সুবিধার জন্য এ বছর গৃহীত অধ্যায়গুলো তুলে ধরেছি, যাতে তোমরা বুঝতে পারো, এ বছর কোন কোন অধ্যায় থেকে হিসাববিজ্ঞানের প্রশ্ন করা হবে। নিচে দেওয়া অধ্যায়গুলোর নামের ওপর ক্লিক করলে প্রতিটি অধ্যায় হতে বহুনির্বাচনী প্রশ্নের পূর্ণাঙ্গ সাজেশন সংগ্রহ করতে পারবে। তাহলে, চলো, শুরু করি।
হিসাববিজ্ঞান mcq সাজেশন
২য় অধ্যায়: লেনদেন
৩য় অধ্যায়: দুতরফা দাখিলা পদ্ধতি
৪র্থ অধ্যায়: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
৫ম অধ্যায়: হিসাব
৬ষ্ঠ অধ্যায়: জাবেদা
৭ম অধ্যায়: খতিয়ান
৯ম অধ্যায়: রেওয়ামিল
১০ম অধ্যায়: আর্থিক বিবরণী
হিসাববিজ্ঞান ২য় অধ্যায় mcq
১১২. লেনদেন হিসাববিজ্ঞানের
ক. কাঠি
খ. পিলার
ড়. মূলভিত্তি
ঘ. ব্যবসায়ের ভাষা
১১৩. লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
ক. ঘটনা থেকে
খ. আদান-প্রদান থেকে
ড়. অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
ঘ. অর্থসম্পর্কহীন ঘটনা থেকে
১১৪. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি
খ. ঘটনা
ড়. অর্থসম্পর্কিত ঘটনা
ঘ. দায়
১১৫. হিসাবরক্ষণের নিয়মকানুন জানার পূর্বে কোনটি জানা অপরিহার্য?
ড়. লেনদেন সম্পর্কে
খ. হিসাব সম্পর্কে
গ. রেওয়ামিল সম্পর্কে
ঘ. সবগুলোর সম্পর্কে
১১৬. যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই
ক. লেনদেন বলে
খ. খতিয়ান বলে
ড়. ঘটনা বলে
ঘ. রেওয়ামিল বলে
১১৭. দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের ফলে কী সৃষ্টি হয়?
ক. ব্যবসায়িক সম্পর্ক
খ. ব্যবসায়িক সমৃদ্ধি
গ. ব্যবসায়িক পরিবর্তন
ড়. ব্যবসায়িক লেনদেন
১১৮. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
ক. ক্রয়
খ. বিক্রয়
ড়. অবচয়
ঘ. বেতন
১১৯. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?
ক. হিসাবের দ্বৈতসত্তা
ড়. লেনদেন
গ. ব্যবসায়
ঘ. হিসাব
১২০. ‘Give and take’ শব্দের অর্থ কী?
ক. ঘটনা
খ. সেবা
ড়. দেওয়া ও নেওয়া
ঘ. ফরমায়েশ
১২১. হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রধান উপাদান কোনটি?
ড়. লেনদেন
খ. দুতরফা দাখিলা
গ. হিসাব
ঘ. জাবেদা
১২২. লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কোনটি?
ক. প্রতিদান
খ. সঞ্চয়পত্র
গ. ভাব-বিনিময়
ড়. গ্রহণ ও প্রদান
হিসাববিজ্ঞান ৩য় অধ্যায় mcq
২৫৩. যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. জাবেদা বই
গ. ক্রয় বই ও বিক্রয় বই
ড়. দুতরফা দাখিলা পদ্ধতি
২৫৪. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়-
ক. ক্রেডিটর
ড়. ডেটর
গ. নিট লাভ
ঘ. আয়ব্যয় হিসাব
২৫৫. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
ক. রিপোটিং পদ্ধতি
খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
ড়. ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি
২৫৬. দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে
বলা হয়-
ক. ডেটর
ড়. ক্রেডিটর
গ. মোট লাভ
ঘ. মোট লোকসান
২৫৭. কোনটি হিসাব সমীকরণকে প্রভাবিত করে?
ক. প্রতিটি ঘটনা
ড়. প্রতিটি লেনদেন
গ. প্রতিটি চুক্তি
ঘ. প্রতিটি ব্যবসায়িক কাজ
২৫৮. হিসাববিজ্ঞানের সাথে দুতরফা দাখিলা পদ্ধতির সম্পর্ক কীরূপ?
ক. একটি হিসাবখাত দ্বারা
ড়. দুটি হিসাবখাত দ্বারা
গ. দু তারিখের দুটি হিসাবখাত দ্বারা
ঘ. দু তারিখের একটি হিসাবখাত দ্বারা
২৫৯. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব এবং নিখুঁত ফলাফল পেতে হলে কোন পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন?
ক. একতরফা দাখিলা পদ্ধতিতে
খ. জমাখরচ লেখার পদ্ধতিতে
ড়. দুতরফা দাখিলা পদ্ধতিতে
ঘ. চূড়ান্ত হিসাবের মাধ্যমে
২৬০. দুতরফা দাখিলা পদ্ধতিতে কয়টি হিসাবখাত দ্বারা লেনদেন প্রভাবিত হয়?
ক. একটি হিসাবখাত দ্বারা
ড়. দুটি হিসাবখাত দ্বারা
গ. দুটি তারিখের হিসাবখাত দ্বারা
ঘ. কোনো হিসাবখাত দ্বারা নয়
২৬১. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত
পদ্ধতি। কারণ-
ক. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়
ড়. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়
গ. সম্পদ ও দায়-দেনার সঠিক পরিমাণ জানা যায়
ঘ. নিট আয়ের পরিমাণ জানা যায়
২৬২. দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি-
ক. দ্বিগুণ কাজের হিসাব পদ্ধতি
খ. একটি আংশিক হিসাবরক্ষণ পদ্ধতি
ড়. একটি পরিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি
ঘ. মোটেই বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়
২৬৩. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ-
i. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা হয়
ii. এতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করা হয়
iii. এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
ড়. ii ও iii
ঘ. i, ii ও iii
হিসাববিজ্ঞান ৪র্থ অধ্যায় mcq
৩৬৪. যে সমস্ত লেনদেন নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় তা হলো-
ক. মূলধনজাতীয়
ড়. মুনাফাজাতীয়
গ. অনিয়মিত
ঘ. সাময়িক
৩৬৫. মুনাফাজাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?
ড়. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩৬৬. কোন জাতীয় লেনদেনটি নিয়মিত সংঘটিত হয়?
ড়. মুনাফাজাতীয় লেনদেন
খ. মূলধনজাতীয় লেনদেন
গ. বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেন
ঘ. সম্পত্তিবাচক লেনদেন
৩৬৭. মূলধনজাতীয় লেনদেন-
ড়. কম্পিউটার ক্রয়
খ. পণ্য ক্রয়
গ. বেতন প্রদান
ঘ. ভাড়া প্রদান
৩৬৮. আয়ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ড়. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
৩৬৯. ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?
ড়. মূলধনজাতীয় লেনদেন
খ. মুনাফাজাতীয় লেনদেন
গ. সম্পত্তিবাচক লেনদেন
ঘ. আয়ব্যয় লেনদেন
৩৭০. যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে
যায় তাকে বলে-
ক. মূলধনজাতীয় খরচ
ড়. মুনাফাজাতীয় খরচ
গ. মোট খরচ
ঘ. নিট খরচ
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৭১ ও ৩৭২ নং প্রশ্নের উত্তর দাও :
বিক্রয় ১,০০,০০০ টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ ৪০,০০০ টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় ২০,০০০ টাকা, কমিশন প্রাপ্তি ৫,০০০ টাকা, মূলধন ৮০,০০০ টাকা।
৩৭১. এখানে মূলধনজাতীয় প্রাপ্তি কত?
ক. ৬০,০০০ টাকা
ড়. ১,৪০,০০০ টাকা
গ. ১,২৫,০০০ টাকা
ঘ. ১,২০,০০০ টাকা
৩৭২. এখানে মুনাফাজাতীয় আয় কত?
ক. ১,০০,০০০ টাকা
ড়. ১,০৫,০০০ টাকা
গ. ১,২৫,০০০ টাকা
ঘ. ১,২০,০০০ টাকা
৩৭৩. মালিক কর্তৃক ব্যবসায় প্রদত্ত মূলধন-
ক. মূলধনজাতীয় আয়
ড়. মূলধনজাতীয় প্রাপ্তি
গ. মূলধনজাতীয় ব্যয়
ঘ. মুনাফাজাতীয় আয়
৩৭৪. পুরোনো আসবাবপত্র বিক্রয়লব্ধ মুনাফা?
ক. মূলধনজাতীয় প্রাপ্তি
খ. মুনাফাজাতীয় আয়
গ. মোট আয়
ড়. মূলধনজাতীয় আয়
হিসাববিজ্ঞান ৫ম অধ্যায় mcq
৪৯১. প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়?
ড়. হিসাব
খ. জাবেদা
গ. খতিয়ান
.ঘ রেওয়ামিল
৪৯২. লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয়
ড়. হিসাব
খ. জাবেদা
গ. খতিয়ান
ঘ. রেওয়ামিল
৪৯৩. হিসাব হলো একটি
র. ছক
রর. নমুনা
ররর. বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
ড় র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৯৪. চলমান জের ছকের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
র. এতে হিসাবের একটি শিরোনাম থাকে
রর. এটি ডেবিট ও ক্রেডিট অংশে বিভক্ত
ররর. এর অপর নাম চারঘরা খতিয়ান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪৯৫. প্রতিষ্ঠানের প্রতিটি খাতের অবস্থা কোথায় প্রকাশিত হয়?
ড়. হিসাব ছকে
খ. আর্থিক অবস্থার বিবরণীতে
গ. মালিকানাস্বত্ব বিবরণীতে
ঘ. বিশদ আয় বিরণীতে
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯৬ ও ৪৯৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শ্যামলী ট্রেডার্সের স্বত্বাধিকার জনাব সোহেল ১.১.২০১৪ তারিখে ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। তার লেনদেনগুলো নিম্নরূপ :
জানু ১, অফিসে ব্যবহারের জন্যে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা।
জানু. ১২, নগদে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।
জানু. ২৩, জনাব সোহেল নিজস্ব তহবিল থেকে
ব্যবসায়ের জন্যে ফটোকপি মেশিন ক্রয় করেন
২৫,০০০ টাকা।
৪৯৬. জনাব সোহেলের অফিস সরঞ্জামের মূল্য কত হবে?
ক. ১০,০০০ টাকা
ড়. ২৫,০০০ টাকা
গ. ৩৫,০০০ টাকা
ঘ. ৫৫,০০০ টাকা
৪৯৭. জনাব সোহেলের মোট মূলধনের পরিমাণ কত?
ক ১,০০,০০০ টাকা
খ ১,১০,০০০ টাকা
ড় ১,২৫,০০০ টাকা
ঘ ১,৩৫,০০০ টাকা
৪৯৮. ডেবিট এবং ক্রেডিট সঠিকভাবে নির্ধারণের জন্য প্রয়োজন-
ক. হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি জানা
খ. হিসাবের স্বর্ণসূত্র জানা
ড়. হিসাবের শ্রেণিবিভাগ জানা
ঘ. সম্পদ ও দায়ের পরিমাণ জানা
৪৯৯. ‘দেনাদার’-কোন শ্রেণির হিসাব?
ড়. সম্পদ
খ. দায়
গ. মালিকানাস্বত্ব
ঘ. রেভিনিউ
৫০০. হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব-
ক ৩ প্রকার
খ ৪ প্রকার
ড় ৫ প্রকার
ঘ ৬ প্রকার
৫০১. হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত-
ক. তিন শ্রেণিতে ভাগ করা হয়
খ. দুই শ্রেণিতে ভাগ করা হয়
ড়. পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়
ঘ. চার শ্রেণিতে ভাগ করা হয়
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq
৫৫১. জাবেদা আসলে কী?
ক. হিসাবের প্রাথমিক বই
খ. পাকা খাতা
গ. সহকারী বই
ড়. হিসাবের প্রাথমিক ও সহকারী বই
৫৫২. দুতরফা দাখিলা পদ্ধতির প্রম ধাপ কোনটি?
ড়. জাবেদা বই
খ. খতিয়ান বই
গ. নগদান বই
ঘ. রেওয়ামিল
৫৫৩. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
ক. মাসিক
খ. বাৎসরিক
গ. সাপ্তাহিক
ড়. দৈনিক
৫৫৪. জাবেদা বহিকে অভিহিত করা হয়-
র. হিসাবের প্রাথমিক বই
রর. হিসাবের সহকারী বই
ররর. হিসাবের দৈনিক বই
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৫৫৫. জাবেদাকে বলা হয়-
র. প্রাথমিক বই
রর. সহকারী বই
ররর. স্থায়ী বই
নিচের কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫৫৬. হিসাব সংরক্ষণে লেনদেনসমূহ সংরক্ষিত হয়-
ড়. দুটি পর্যায়ে
খ. তিনটি পর্যায়ে
গ. চারটি পর্যায়ে
ঘ. পাঁচটি পর্যায়ে
৫৫৭. লেনদেনগুলো প্রমে লেখা হয়-
ক. বিশদ আয় বিবরণীতে
খ. আর্থিক বিবরণীতে
গ. খতিয়ানে
ড়. জাবেদায়
৫৫৮. জাবেদা ছকের বিবরণ শব্দটির পরিবর্তে আর কী লেখা যায়?
ক. হিসাবের ব্যাখ্যা ও ধরন
খ. হিসাবের নাম ও তারিখ
গ. হিসাবের ধরন ও তারিখ
ড়. হিসাবের নাম ও ব্যাখ্যা
৫৫৯. জাবেদার বিকল্প নাম কী?
ক. শনাক্তকরণ
ড়. লিপিবদ্ধকরণ
গ. শ্রেণিবদ্ধকরণ
ঘ. সংক্ষিপ্তকরণ
৫৬০. কোনটিতে লেনদেনগুলো প্রম লেখা হয়?
ড়. জাবেদায়
খ. খতিয়ানে
গ. রেওয়ামিলে
ঘ. আর্থিক বিবরণীতে
৫৬১. জাবেদাকে বলা হয়-
ক. হিসাবের পাকা বই
ড়. হিসাবের প্রাথমিক বই
গ. হিসাবের চূড়ান্ত বই
ঘ. লেনদেনের সপক্ষে দলিল
হিসাববিজ্ঞান ৭ম অধ্যায় mcq
৬৯৯. কারবারের যাবতীয় লেনদেনগুলোকে সংক্ষিপ্তকারে বিভিন্ন শিরোনামে বিভক্ত করে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করাকে কী বলে?
ক. জাবেদা
ড়. খতিয়ান
গ. হিসাব
ঘ. বিবৃতি
৭০০. খতিয়ানের হিসাবের-
র. প্রাথমিক বই
রর. পাকা বই
ররর. স্থায়ী বই
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
ড়. রর ও ররর
ঘ. র, রর ও রর
৭০১. কীভাবে লেনদেনগুলোকে খতিয়ানে লেখা হয়?
ক. সারিবদ্ধভাবে
খ. আলাদাভাবে
ড়. সারিবদ্ধ এবং শ্রেণিবদ্ধভাবে
ঘ. তারিখের ক্রমানুসারে
৭০২. লেনদেনগুলোকে সংক্ষিপ্ত, সুশৃঙ্খল ও শ্রেণিবদ্ধভাবে খতিয়ানে লিখলে এর মাধ্যমে-
র. এক নজরে সকল তথ্য জানা যায়
রর. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়
ররর. আর্থিক ফলাফল সম্পর্কে অবগত হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৭০৩. ব্যবসায় পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়-
ক. জাবেদা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
ড়. খতিয়ান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
গ. রেওয়ামিল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
ঘ. নগদান বই থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
৭০৪. খতিয়ান হলো-
র. হিসাবের স্থায়ি ভাণ্ডার
রর. লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল
ররর. লেনদেনের শ্রেণিবিন্যাসকরণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৭০৫. খতিয়ানের মুখ্য উদ্দেশ্য হলো-
ক. ব্যাখ্যাসহকারে লেনদেনসমূহ লিপিবদ্ধ করা
ড়. লেনদেনের সামগ্রিক ফলাফল, দেনা পাওনা নির্ণয় করা
গ. ভিন্ন ভিন্ন শিরোনামে হিসাব লিপিবদ্ধকরণ
ঘ. সংক্ষিপ্তাকারে হিসাব সংরক্ষণ করা
৭০৬. খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি?
ক. পাঁচটি
ড়. ছয়টি
গ. সাতটি
ঘ. আটটি
৭০৭. খতিয়ান বই তৈরি করার সময় কোনটি উল্লেখ করতে হয়?
ক. খতিয়ান পৃ.
ড়. জাবেদা পৃ.
গ. ভাউচার নং.
ঘ. চালান নং
৭০৮. খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
র. ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয়
রর. হিসাবের ভুলত্রুটি ধরা ও তা সংশোধন করা
ররর. হিসাবের স্থায়ী সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৭০৯. জাবেদা দাখিলাসমূহ কীভাবে খতিয়ানে স্থানান্তর করা উচিত?
ক. হিসাব নম্বর অনুযায়ী
খ. বর্ণের ক্রমিক অনুসারে
ড়. সময়ানুক্রমিক বিন্যাসে
ঘ. টাকার পরিমাণ অনুসারে
৭১০. খতিয়ানের বৈশিষ্ট্য হলো-
র. পৃক শিরোনাম
রর. শ্রেণিবদ্ধকরণ
ররর. উদ্বৃত্তকরণ
Discussion about this post