শর্ট সিলেবাসের ভিত্তিতে আজ আমরা এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান শর্ট সাজেশন শেয়ার করতে যাচ্ছি। তোমরা জানো, তোমাদের অন্যান্য বিষয়ের সিলেবাসের মত হিসাববিজ্ঞানেও বেশ পরিবর্তন এসেছে। তাই এখন উচিত নতুন সিলেবাসের আলোকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া। আমাদের এ শর্ট সাজেশনটি তোমাকে তা করতে সাহায্য করবে।
তোমাদের হাতে কিন্তু তেমন সময় নেই। তাই অল্প সময়ে হিসাববিজ্ঞানে ১০০% প্রস্তুতির জন্য আমরা সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নোত্তরের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের এই সাজেশনটি। হিসাববিজ্ঞান পরীক্ষায় তাই ভাল করতে হলে শেষ মূহুর্তের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে এই সাজেশনে দেয়া প্রশ্নগুলো ভালভাবে অনুশীলন করবে।
হিসাববিজ্ঞান শর্ট সাজেশন
- ২য় অধ্যায়: লেনদেন
- ৩য় অধ্যায়: দুতরফা দাখিলা পদ্ধতি
- ৪র্থ অধ্যায়: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
- ৫ম অধ্যায়: হিসাব
- ৬ষ্ঠ অধ্যায়: জাবেদা
- ৭ম অধ্যায়: খতিয়ান
- ৯ম অধ্যায়: রেওয়ামিল
- ১০ম অধ্যায়: আর্থিক বিবরণী
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. লেনদেন হিসাববিজ্ঞানের
ক. কাঠি
খ. পিলার
● মূলভিত্তি
ঘ. ব্যবসায়ের ভাষা
২. লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
ক. ঘটনা থেকে
খ. আদান-প্রদান থেকে
● অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
ঘ. অর্থসম্পর্কহীন ঘটনা থেকে
৩. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি
খ. ঘটনা
● অর্থসম্পর্কিত ঘটনা
ঘ. দায়
৪. হিসাবরক্ষণের নিয়মকানুন জানার পূর্বে কোনটি জানা অপরিহার্য?
● লেনদেন সম্পর্কে
খ. হিসাব সম্পর্কে
গ. রেওয়ামিল সম্পর্কে
ঘ. সবগুলোর সম্পর্কে
৫. যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই
ক. লেনদেন বলে
খ. খতিয়ান বলে
● ঘটনা বলে
ঘ. রেওয়ামিল বলে
৬. দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের ফলে কী সৃষ্টি হয়?
ক. ব্যবসায়িক সম্পর্ক
খ. ব্যবসায়িক সমৃদ্ধি
গ. ব্যবসায়িক পরিবর্তন
● ব্যবসায়িক লেনদেন
৭. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
ক. ক্রয়
খ. বিক্রয়
● অবচয়
ঘ. বেতন
৮. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?
ক. হিসাবের দ্বৈতসত্তা
● লেনদেন
গ. ব্যবসায়
ঘ. হিসাব
৯. যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. জাবেদা বই
গ. ক্রয় বই ও বিক্রয় বই
● দুতরফা দাখিলা পদ্ধতি
১০. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়-
ক. ক্রেডিটর
● ডেটর
গ. নিট লাভ
ঘ. আয়ব্যয় হিসাব
১১. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
ক. রিপোটিং পদ্ধতি
খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
● ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি
১২. দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে বলা হয়-
ক. ডেটর
● ক্রেডিটর
গ. মোট লাভ
ঘ. মোট লোকসান
১৩. কোনটি হিসাব সমীকরণকে প্রভাবিত করে?
ক. প্রতিটি ঘটনা
● প্রতিটি লেনদেন
গ. প্রতিটি চুক্তি
ঘ. প্রতিটি ব্যবসায়িক কাজ
১৪. যে সমস্ত লেনদেন নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় তা হলো-
ক. মূলধনজাতীয়
● মুনাফাজাতীয়
গ. অনিয়মিত
ঘ. সাময়িক
১৫. মুনাফাজাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৬. কোন জাতীয় লেনদেনটি নিয়মিত সংঘটিত হয়?
● মুনাফাজাতীয় লেনদেন
খ. মূলধনজাতীয় লেনদেন
গ. বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেন
ঘ. সম্পত্তিবাচক লেনদেন
১৭. মূলধনজাতীয় লেনদেন-
● কম্পিউটার ক্রয়
খ. পণ্য ক্রয়
গ. বেতন প্রদান
ঘ. ভাড়া প্রদান
১৮. আয়ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
১৯. ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?
● মূলধনজাতীয় লেনদেন
খ. মুনাফাজাতীয় লেনদেন
গ. সম্পত্তিবাচক লেনদেন
ঘ. আয়ব্যয় লেনদেন
২০. ‘দেনাদার’-কোন শ্রেণির হিসাব?
● সম্পদ
খ. দায়
গ. মালিকানাস্বত্ব
ঘ. রেভিনিউ
২১. হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব-
ক ৩ প্রকার
খ ৪ প্রকার
● ৫ প্রকার
ঘ ৬ প্রকার
২২. হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত-
ক. তিন শ্রেণিতে ভাগ করা হয়
খ. দুই শ্রেণিতে ভাগ করা হয়
● পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়
ঘ. চার শ্রেণিতে ভাগ করা হয়
২৩. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
ক ব্যয় নিয়ন্ত্রণ
খ বাজেট প্রণয়ন
● আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ করা
ঘ সবগুলো উদ্দেশ্য সাধিত হয়
২৪. কোনটি ‘চলমান জের’ ছকের বৈশিষ্ট্য?
ক. হিসাবের ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত
খ. উভয় অংশে চারটি করে মোট আটটি ঘর থাকে
● টাকার কলাম মোট ৪টি
ঘ. ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত
২৫. জাবেদা আসলে কী?
ক. হিসাবের প্রাথমিক বই
খ. পাকা খাতা
গ. সহকারী বই
● হিসাবের প্রাথমিক ও সহকারী বই
২৬. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
● জাবেদা বই
খ. খতিয়ান বই
গ. নগদান বই
ঘ. রেওয়ামিল
২৭. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
ক. মাসিক
খ. বাৎসরিক
গ. সাপ্তাহিক
● দৈনিক
২৮. কারবারের যাবতীয় লেনদেনগুলোকে সংক্ষিপ্তকারে বিভিন্ন শিরোনামে বিভক্ত করে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করাকে কী বলে?
ক. জাবেদা
● খতিয়ান
গ. হিসাব
ঘ. বিবৃতি
২৯. রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
ক. শুদ্ধতা
খ. নির্ভুলতা
● ভুল
ঘ. নির্দিষ্টতা
৩০. রেওয়ামিল প্রস্তুতে কোনটি বিবেচনা করা হয়?
ক. পরিপূর্ণ হিসাবরক্ষণ
খ. জাবেদার শিরোনাম
● হিসাব সংরক্ষণের ভুল
ঘ. ব্যাংক বিবরণী
►► আরো দেখো: এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার ২০২২
প্রিয় পরীক্ষার্থীরা, কোর্সটিকা ওয়েবসাইটে প্রকাশিত সাজেশনগুলোর সবথেকে ভালো দিক হচ্ছে, তোমরা এ সাজেশনগুলো উত্তরসহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। যা অন্য কোন ওয়েবসাইটে দেওয়া হয় না। তাই ওপরে দেওয়া লিংকগুলোতে ক্লিক করে হিসাববিজ্ঞান শর্ট সাজেশন 2022 PDF ডাউনলোড করে নাও। তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য এ সাজেশটি দিয়ে প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরী।
কোর্সটিকায় তোমরা এসএসসি ২০২২ সকল বিষয়ের সাজেশন পাবে। যা তোমরা PDF ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post