১ম অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন : বিশ্বায়ন প্রক্রিয়ার চালিকাশক্তি হিসেবে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ যারা এ প্রযুক্তিকে পূর্ণাঙ্গরূপে কাজে লাগাতে পারছে তাঁরাই সাফল্যের চরম শিখরে আরোহণ করছে। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয় বিষয়বস্তুসমূহ সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়টি বিবেচনা করেই বর্তমান সরকার প্রথমবারের মতো ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিচ্ছে, এগুলো হলো- মানবসম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার।
সরকারের আগ্রহের কারণে দেশে নানা ধরনের তথ্যপ্রযুক্তির অবকাঠামো গড়ে উঠছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার এ প্রচেষ্টায় আমাদের সকলেরই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
১ম অধ্যায় আইসিটি নবম দশম শ্রেণি বহুনির্বাচনি প্রশ্ন
১. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩
খ. ১৮৪২
গ. ১৯৫৩
ঘ. ১৯৯১
২. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব?
ক. চার্লজ ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. জগদীশ চন্দ্র বসু
৩. ফেসবুকের নির্মাতা কে?
ক. স্টিভ জবস
খ. বিলগেটস
গ. মার্ক জুকারবার্গ
ঘ. টিম বার্নার্স লি
৪. একুশ শতকের সম্পদ হলো-
ক. কৃষি
খ. শিল্প-বাণিজ্য
গ. জ্ঞান
ঘ. খনিজ সম্পদ
৫. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
ক. Industrialization
খ. E-mail
গ. Internationalization
ঘ. Internet
৬. মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার কারণ কী?
ক. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
খ. অর্থের ব্যবহার
গ. ইন্টরনেট
ঘ. তথ্যের ক্রমবিকাশ
৭. শিল্প বিল্পব কবে সংঘটিত হয়েছিল?
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশের শেষে
ঘ. বিংশ শতাব্দীতে
৮. মানুষ কোনটির উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?
ক. জ্ঞানের উপর
খ. ইচ্ছার উপর
গ. যন্ত্রের উপর
ঘ. তথ্যের উপর
৯. আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. স্টিভ জবস
খ. অ্যাডা লাভলেস
গ. চার্লজ ব্যাবেজ
ঘ. জগদীশ চন্দ্র বসু
১০. চার্লস ব্যাবেজ ছিলেন একজন-
ক. প্রকৌশলী ও গণিতবিদ
খ. চিত্রকর
গ. গবেষক
ঘ. শিক্ষক
১১. চার্লস ব্যাবেজের জন্ম সাল কোনটি?
ক. ১৭৯১
খ. ১৭৯৩
গ. ১৭৯২
ঘ. ১৭৯৪
১২. চার্লজ ব্যাবেজের মৃত্যু সাল কোনটি?
ক. ১৮৬৯
খ. ১৮৭০
গ. ১৮৭১
ঘ. ১৮৭৪
১৩. বেতার কেন্দ্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়?
ক. ম্যাক্সওয়েল
খ. মার্ক জুকারবার্গ
গ. অ্যাডা লাভলেস
ঘ. গুগলিয়েলমো মার্কনি
১৪. কোন শতকে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি হয়?
ক. আঠোরো
খ. উনিশ
গ. বিশ
ঘ. একুশ
১৫. কোন কোম্পানি প্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে?
ক. আইবিএম
খ. গুগল
গ. মাইক্রোসফট
ঘ. এ্যাডোবি
১৬. আরপানেট কোন প্রটোকল ব্যবহারে তৈরি?
ক. নেটওয়ার্ক
খ. ইন্ট্রানেট
গ. ইন্টারনেট
ঘ. এক্সট্রানেট
১৭. আরপানেট কী?
ক. একটি নেটওয়ার্কের নাম
খ. ইন্টারনেট
গ. প্রোগ্রাম
ঘ. মাইক্রোসফট
১৮. নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়?
ক. ই-মেইল
খ. ইন্টারনেট
গ. আন্তঃসংযোগ
ঘ. কোনোটিই নয়
১৯. রেমন্ড স্যামুয়েল টমলিনসন এর পরিচয় কোনটি?
ক. গণিতবিদ
খ. চিকিৎসক
গ. প্রোগ্রামার
ঘ. বিজ্ঞানী
২০. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ জবস
খ. স্টিভ জজনায়িক
গ. রোন্নড ওয়েন
ঘ. সবগুলো
►► আইসিটি : ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
►► আইসিটি : ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post