ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। এসব আধুনিক ভুগোলের আলোচ্য বিষয়।
সুতরাং, ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। এ অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব।
ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : সাদিয়া ‘ভূগোল ও পরিবেশ’ বইটি দেখছিল। বইটিতে মহাবিশ্ব, জনসংখ্যা, বায়মুণ্ডল, বাংলাদেশের সম্পদ প্রভৃতি আলোচনা করা হয়েছে। বইটি পড়ে সে জানতে পারলো- ‘প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়।’
ক. ভূগোল সম্পর্কিত কার্লরিটারের সংজ্ঞাটি লেখো।
খ. আধুনিক ভূগোলের পরিধি ব্যাখ্যা করো ।
গ. উক্ত বিষয়টি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বক্তব্যটির যথার্থতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ২ : মজনু মিয়া গ্রামের একজন অশিক্ষিত গরিব কৃষক। তিনি বর্গাচাষে অধিক ফসল ফলানোর জন্য মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করেন। ফলে জমির উর্বরা শক্তি হ্রাস পায়। আশানুরূপ ফসল না পাওয়ায় মজনু মিয়া এ পেশা ত্যাগ করে দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা খনিতে শ্রমিকের কাজ নেন।
ক. ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল’ সংজ্ঞাটি কোন ভূগোলবিদের?
খ. জীব উপাদান বলতে কী বোঝায়?
গ. ভূগোলের কোন উপশাখা সম্পর্কে জ্ঞান থাকলে মজনু মিয়া আশানুরূপ ফল পেতেন-ব্যাখ্যা করো।
ঘ. মজনু মিয়ার কাজগুলো ভূগোলের কোন উপশাখার বিষয়বস্তু— আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড় ধস ঘটে। ফলে যান চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এবং ভূপৃষ্ঠের কিছুটা পরিবর্তন সাধিত হয়।
ক. নগ্নীভবন প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
খ. ভৌত ও সামাজিক পরিবেশের মধ্যে দুইটি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকে আলোচিত পরিবর্তন ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা করো।
ঘ. এ শাখা পাঠের মাধ্যমে আর কী কী বিষয় সম্পর্কে অবগত হওয়া যায়— বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : আজ চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তানের দিবা-রাত্রির প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু কয়েকদিন থেকে চট্টগ্রামে একটানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, চট্টগ্রামে আজ সকালে আবহাওয়া ঠিক থাকলেও বিকালের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক. প্রাকৃতিক ভূগোল কী?
খ. জড় পরিবেশ বলতে কী বোঝায়?
গ. আবহাওয়াবিদদের ধারণাকৃত বিষয়টি প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়- ব্যাখ্যা করো।
ঘ. উক্ত শাখাটি পাঠের মাধ্যমে আমরা কোন কোন বিষয় সম্পর্কে ধারণা পেতে পারি- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : শিক্ষক ছাত্রকে একটি বিষয় সম্পর্কে বর্ণনা করতে বললেন যে বিষয়ের প্রধান কাজ কার্যকরণ উদঘাটন করা। বিষয়টি সকল প্রকৃতি বিজ্ঞানের জননী।
ক. Geography শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
খ. মানব ভূগোলের আলোচ্য বিষয় ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বিষয়টির মানবিক শাখাগুলো ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোচ্য বিষয়ের প্রধান কাজ কার্যকরণ উদঘাটন করা— যুক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো
ভূগোল কাকে বলে : যে শাস্ত্র স্থান ও কালের প্রেক্ষিতে পৃথিবীর জল, স্থল, পাহাড়, পর্বত, মৃত্তিকা, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি এবং এগুলো মানুষের কার্যক্রমকে কীভাবে নিয়ন্ত্রণ করছে এবং পরিবর্তিত হচ্ছে তার ব্যাখ্যা প্রদান করে তাকে ভূগোল বলে।
ভূগোল কথাটির উৎপত্তি : প্রাচীন গ্রিক পণ্ডিত ইরাটসথেনিস সর্বপ্রথম ‘Geography’ শব্দটি ব্যবহার করেন। ‘Geo’ ও ‘graphy’ শব্দ দুটি মিলে হয়েছে ‘Geography’। ‘Geo’ শব্দটির অর্থ ‘ভূ’ বা পৃথিবী এবং ‘graphy’ শব্দের অর্থ ‘বর্ণনা’। সুতরাং ‘Geography’ শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা।
ভূগোলের ধারণা : ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। অধ্যাপক ম্যাকনি (Professor E. A. Macnee) মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের (উঁফষবু ঝঃধসঢ়) মতে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক কার্ল রিটার (Professor Carl Ritter) ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান।
পরিবেশের ধারণা : সাধারণ অর্থে কোনো স্থানের পারিপার্শ্বিক অবস্থাকে সেই স্থানের পরিবেশ বলে। কোনো স্থানের মানুষের উপজীবিকা ও অর্থনৈতিক জীবন প্রণালির ওপর পরিবেশের প্রভাব সুস্পষ্টরূপে বিদ্যমান। পরিবেশ প্রধানত দু প্রকার। যথা : ১. ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবং ২. সামাজিক পরিবেশ।
ভূগোলের পরিধি : আধুনিক বিশ্বে একটি গতিশীল বিষয় হিসেবে ভূগোলের স্থান নির্ধারিত হয়েছে। প্রতি মুহূর্তে এর উপাদানগুলোর বৈশিষ্ট্য, প্রকৃতি ও কার্যাবলি পরিবর্তিত হচ্ছে। তাছাড়া জ্ঞান-বিজ্ঞানের পরিধি বৃদ্ধির সাথে সাথে আধুনিক ভূগোল নানা শাখাপ্রশাখায় বিভক্ত হচ্ছে। আধুনিক ভূগোলবিদগণ ভূগোলকে প্রধান ২টি শাখায় ভাগ করেছেন। যথা : ক. প্রাকৃতিক ভূগোল ও খ. মানব ভূগোল।
ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব : ভূগোল হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পৃথিবী ও পৃথিবীর মানুষ সম্পর্কে আলোচনা করা হয়। আবার বর্তমান বিশ্বে বহুল আলোচিত বিষয় হচ্ছে পরিবেশ। মানুষের উপজীবিকা ও অর্থনৈতিক জীবন প্রণালির ওপর পরিবেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব অপরিসীম।
অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের উত্তর
১. মাসুম তার বাবা ভূগোল বিষয়ের শিক্ষক জনাব আনিসুজ্জামানের কাছে ভূগোল পাঠের উপকারিতা জানতে চাইলে তিনি বললেন, ‘ভূগোল পাঠ মানেই বিশ্বের সমস্ত তথ্য হাতের মুঠোয় থাকা।’ তিনি ভূগোল বিষয় বেশি পাঠ করতে বললেন। মাসুম তখন তার পাঠ্যবইয়ে উল্লিখিত মনীষীদের বক্তব্য থেকে তার বাবার উক্তির যথার্থতা অনুধাবন করে।
ক. ভূগোলের আলোচ্য বিষয় কী?
খ. ভূগোলের পরিধি সম্প্রসারিত হয়েছে কেন?
গ. মাসুম পাঠ্যবই থেকে মনীষীদের যেসব বক্তব্য জানতে পারে তা ব্যাখ্যা কর।
ঘ. মাসুমের বাবার উক্তির সপক্ষে মতামত দাও।
২. নয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে অনার্স কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাই নয়ন কলেজের ভূগোল শিক্ষক জনাব মনজুর মোর্শেদের সাথে দেখা করে। তিনি একটি সার্বিক, ব্যাপক, সমষ্টিগত বিষয় হিসেবে তাকে ভূগোল বিষয়ে পড়াশোনার পক্ষে যুক্তি দেন। তিনি আরও বলেন ভূগোল প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়। নয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়।
ক. সামাজিক পরিবেশ কাকে বলে?
খ. প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোলের দুটি পার্থক্য লিখ।
গ. জনাব মনজুর মোর্শেদ নয়নকে ভূগোল বিষয়ে পড়াশুনার পক্ষে কেন যুক্তি দেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব মনজুর মোর্শেদ ভূগোলকে প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয় বলার কারণ মূল্যায়ন কর।
৩. এলিনার বাবা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে এলিনা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে। বিশ্বের দেশগুলোর জনসংখ্যা, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে জানার তার প্রবল আগ্রহ সৃষ্টি হয়। এলিনা ভবিষ্যতে ভূগোল বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি নিতে চায়।
ক. কোন ভূগোলবিদ ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন?
খ. ভূগোলের প্রধান কাজ কী?
গ. এলিনার আগ্রহের বিষয়াদি ভূগোলের যেসব শাখায় আলোচ্য তা ব্যক্ত কর।
ঘ. ভূগোল পাঠে এলিনা উক্ত শাখা ব্যতীত মানব ভূগোলের আর কোন কোন বিষয় জানতে পারবে? পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা কর।
৪. দুলাল ও মালতী তাদের ভূগোল পাঠ্যবই নিয়ে আলোচনা করছিল। দুলাল বলল, ‘ভূগোল সারা পৃথিবীর মানুষের কার্যকলাপ নিয়ে আলোচনা করে বলেই ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ মালতী দুলালের কথায় সম্মতি দিয়ে বলল, ‘মানুষের বেঁচে থাকার সংগ্রাম সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল।’
ক. যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা?
খ. পরিবেশ বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে দুলালের করা উক্তিটির ব্যাখ্যা কর।
ঘ. দুলাল ও মালতীর আলোচনা থেকে ভূগোলের সংজ্ঞা নির্ধারণ কর।
৫. রফিক সাহেব একজন সফল ব্যবসায়ী। ব্যবসার কাজ সঠিকভাবে পরিচালনা করতে হলে ভূগোল ও পরিবেশের জ্ঞান থাকতে হয়। এজন্য তিনি ভূগোল ও পরিবেশ বিষয়ক বিভিন্ন বইপুস্তক, ম্যাগাজিন সর্বদা পাঠ করেন। এতে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তের কৃষি, শিল্প, খনিজ, অর্থনৈতিক কর্মকাণ্ড প্রভৃতি সম্বন্ধে সর্বশেষ ধারণা পেয়ে থাকেন।
ক. জড় পরিবেশ কী?
খ. মানুষের ক্রিয়াকলাপ পরিবেশের কিরূপ পরিবর্তন ঘটায়?
গ. ভূগোল ও পরিবেশ পাঠে রফিক সাহেব কীভাবে উপকৃত হন তা নিজের ভাষায় বর্ণনা কর।
ঘ. রফিক সাহেবের মতো একজন সফল ব্যক্তির ভূগোল ও পরিবেশ বিষয়ের জ্ঞান লাভের যথার্থতা নিরূপণ কর।
৬. অরিন্দম চক্রবর্তী ১৯৭৩ সাল থেকে ঢাকার নারিন্দা অঞ্চলের বাসিন্দা। আজ ২০১৬ সালে দাঁড়িয়ে তিনি ভাবছেন অতীতের কথা। পরিবেশের উপাদানগুলো কত দ্রুতই না পরিবর্তন হয়েছে। আজ তিনি তার এলাকায় দেখতে পাচ্ছেন এক নতুন ধরনের পরিবেশ।
ক. পরিবেশ কাকে বলে?
খ. মানুষের অর্থনৈতিক কার্যাবলির ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব উল্লেখ কর।
গ. অরিন্দম চক্রবর্তী যে উপাদানগুলোর পরিবর্তন লক্ষ্য করছেন তার শ্রেণিবিভাগ কর।
ঘ. অরিন্দম চক্রবর্তী এক নতুন ধরনের পরিবেশের সম্মুখীন। স্থান ও কালের পরিবর্তনে এর স্বরূপ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
৭. রূপনগর গ্রামে সম্প্রতি একটি শিল্প-কারখানা স্থাপন করা হয়েছে। এই কারখানাকে কেন্দ্র করে বহু লোকের কর্মসংস্থান হওয়ায় দূরবর্তী স্থানের বহু মানুষ এই গ্রামে বসতি স্থাপন করেছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কারণে এলাকার বনভূমি কেটে একটি স্কুল ও কলেজ নির্মাণ করা হচ্ছে।
ক. মানুষ কোথায় বাস করে?
খ. ভূগোলের প্রধান কাজ কী ব্যাখ্যা কর।
গ. রূপনগর গ্রামে উল্লিখিত কর্মকাণ্ডের জন্য মানুষ ও পরিবেশের মধ্যে মিথষ্ক্রিয়ার যে সম্বন্ধ রচিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘রূপনগর গ্রামের কর্মকাণ্ড মানুষের বেঁচে থাকার সংগ্রাম’ – যুক্তিপূর্ণ আলোচনা কর।
এছাড়াও এসএসসি অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ভূগোল সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post