উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি খাত হলো মৎস্য চাষ। বর্তমানে কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদনের চেষ্টাও করা হচ্ছে। অন্যান্য মাছ চাষের মতো সহজ না হলেও অবশেষে মৎস্য বিভাগ ইলিশের নিষিক্ত রেণু সংগ্রহ করে খাঁচায় উৎপাদন শুরু করেছে, যা মৌসুম ছাড়াও বাজারজাত করা যাবে।
ক. উৎপাদন কি?
খ. রূপগত উপযোগ কাকে বলে?
গ. কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
ঘ. খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বৃদ্ধিতে সহায়ক হবে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : টাঙ্গাইল শাড়ি বিতান’ প্রতিষ্ঠানটি বিখ্যাত টাঙ্গাইলের কাপড় নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে সারাদেশে সরবরাহ কে থাকে। ফলে অন্য এলাকায় এই কাপড়ের চাহিদা বাড়তে থাকে। এমনকি বিদেশ থেকেও ২ লক্ষ পিস কাপড়ের অর্ডার নেওয়া হয় এবং তা সরবরাহ করা হয়।
ক. রূপগত উপয়োগ কী?
খ. পণ্যের স্থানগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. টাঙ্গাইল শাড়ি বিতান কোন ধরনের উপযোগ সৃষ্টির সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ. অভাব মোচনে টাঙ্গাইল শাড়ি বিতান কীভাবে রাখবে- মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব কমল নওগাঁর একজন ধান উৎপাদনকারী উৎপাদন মৌসুমে ধানের সরবরাহ বেড়ে যাওয়ায় ধানের মূল্য কমে যায়। এতে জনাব কমলের লোকসান হয়। তাই তিনি উৎপাদন মৌসুমে ধান বিক্রয় না করে উপযুক্ত সময়ে বিয়ের সিদ্ধান্ত নেন। হয় মাস পর দেখা গেল নওগাঁর চেয়ে ঢাকায় ধানের মূল্য বেশি।
ক. সঞ্চয় কি?
খ. সার্বিক উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।
গ. উৎপাদন মৌসুমে ধান বিক্রয় না করে জনাব কমল পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. তোমার মতে কোন ধরনের উপযোগ সৃষ্টি জনাব কমলকে লাভবান করতে পারে? যুক্তিসহ লেখ।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব নিলয়ের রাজশাহীতে একটি বিশাল আমের বাগান আছে। প্রতি বছর তিনি আম বিক্রয় করে প্রচুর অর্থ উপার্জন করেন। গত বছর আমের বাম্পার ফলনের কারণে এর যোগান বৃদ্ধি পায়। এতে আমের মূল্য হ্রাস পায়। এ কারণে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে আম সরবরাহের ব্যবস্থা করেন। এর ফলে স্থানীয় বাজারে প্রতি কেজি আম ৪০ টাকা হলেও তিনি গড়ে ৫০ টাকায় তা সরবরাহ করতে সক্ষম হন। কিন্তু এরপরও তিনি ন্যায্যমূল্য হতে বঞ্চিত হন।
ক. উৎপাদন কী?
খ. উৎপাদনশীলতার ওপর মুনাফা নির্ভর করে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উপযোগের ধরন উল্লেখপূর্বক জনাব নিলয়ের সমস্যা সমাধানে করণীয় কী বলে তুমি মনে করো? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : সোনাপুর গ্রামের নয়ন একজন বেকার যুবক। দীর্ঘদিন বেকার থাকার পর সে ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজস্ব জমিতে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলে। এর আকার বৃদ্ধি পাওয়ায় নয়ন আরও কয়েকজন বেকার যুবককে তার প্রতিষ্ঠিত পোস্ট্রি ফার্মে নিয়োগ দেয়। ফলে তার পোলট্রি ফার্মের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এককপ্রতি উৎপাদন খরচ কমে যায় তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই এই ধরনের ব্যবসায়ের দিকে আগ্রহ দেখায় নয়ন মনে করে, কর্মসংস্থান সৃষ্টিতে উৎপাদনের কোনো বিকল্প নেই।
ক. উৎপাদনশীলতা কী?
খ. পণ্যের সময়গত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত নয়নের ব্যবসায়টি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো উদ্দীপকের পোলট্রি ফার্মটির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কর্মসংস্থানের ভূমিকা রয়েছে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : ক্রোকারিজ-এ বর্তমানে স্থির ব্যয় ও মজুরির মাধ্যমে ৪০ লক্ষ টাকার পণ্য উৎপাদন করা সম্ভব। জুন মাসে প্রতিষ্ঠানটি ৩০ লক্ষ টাকার ক্রোকারিজ তৈরি করে। উৎপাদনের সাথে সম্পৃক্ত খরচ নিচম্নরূপ: কাঁচামাল ৬ লক্ষ টাকা, বেতন ও মজুরি ৩ লক্ষ টাকা, অন্যান্য ১ লক্ষ টাকা।
ক. সেবাগত উপযোগ কী?
খ. স্থানগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. জুন মাসে উদ্দীপকের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির করণীয় কী? সুপারিশ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : পদ্মা ডোরস লি. ২০১৬ সালে ৬,০০০ টাকা মূল্যের ১,০০০ দরজা উৎপাদন করে, যার মূল্য ৬০,০০,০০০ টাকা দরজা উৎপাদনে ২০,০০,০০০ টাকার কাঁচামাল, ২,৪০,০০০ টাকার যন্ত্রপাতি এবং ২,৮০,০০০ টাকা শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হয় প্রতিষ্ঠানটির ২০১৫ সালের মোট উৎপাদনশীলতা ছিল ৩.২।
ক. স্বত্বগত উপযোগ কি?
খ. উৎপাদনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে পদ্মা ডোরস লিমিটেড-এর ২০১৬ সালের কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ২০১৬ সালের মোট উৎপাদনশীলতার সাথে ২০১৫ সালের উৎপাদনশীলতার তুলনামূলক মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : রাজশাহীর সাহেব বাজারে মি. আনছারের একটি খাবার হোটেল আছে। দোকানটিতে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ৮ জন কর্মচারী আছে। হোটেলের খাবারের মান ভাল এবং শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় গ্রাহকের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। খাবার হোটেল মানে আনহারের হোটেল এ কথা এখন সবার মুখে মুখে।
ক. স্থানগত উপযোগ কী?
খ. ‘সুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে’ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. আনহারের ব্যবসায়টি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. মি. আনহারের ব্যবসায়ের কলেবর বৃদ্ধির পেছনে কী কারণ থাকতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : বাবুলাল ঘোষ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন। ঐতিহ্য ও পূর্ব সুনামের কারণে তার মিষ্টি জাতীয় দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। অন্যদিকে একই শহরের মিষ্টি ব্যবসায়ী শ্রী জীবন ঘোষের সম্প্রতি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সমমানের মিষ্টান্ন তৈরি হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবিক্রীত থেকে যায়। এ সমস্যা নিরসন করার জন্য জীবন ঘোষ তার প্রতিষ্ঠানের মিষ্টান্ন দ্রব্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন।
ক. শ্রম উৎপাদনশীলতার সূত্রটি লেখো।
খ. উৎপাদনশীলতার সাথে ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বাবুলাল ঘোষ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন?
ঘ. সংকট নিরসনে শ্রী জীবন ঘোষের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : অলি একটি তৈরি পোশাক কারখানার মালিক। দক্ষভাবে পোশাক তৈরি করা ও সময়মত পণ্য সরবরাহ করার কারণে তিনি ব্যবসায় সুনাম অর্জন করেন। বর্তমানে তিনি লক্ষ করেন যে, তার প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাকের মান সঠিক হচ্ছে না। তাই তিনি ব্যবস্থাপকীয় ও কারিগরি উপাদানসমূহের আধুনিকায়নসহ সর্বস্তরের কর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সেজন্য পূর্বের তুলনায় তার উৎপাদিত পোশাকের মান বৃদ্ধি পায়।
ক. রূপগত উপযোগী?
খ. সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।
গ. অলির প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় উৎপাদনের কোন উপাদানটি মুখ্য ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অলির গৃহীত পদক্ষেপগুলো কি যথার্থ? বিশ্লেষণ করো।
►► অধ্যায় ১ : উৎপাদন
►► অধ্যায় ২ : উৎপাদনের উপকরণ
►► অধ্যায় ৩ : উৎপাদনের মাত্রা
►► অধ্যায় ৪ : সামষ্টিক পর্যায় উৎপাদন
►► অধ্যায় ৫ : উৎপাদন ব্যবস্থাপনা
►► অধ্যায় ৬ : পণ্য ডিজাইন
►► অধ্যায় ৭ : মান ব্যবস্থাপনা
►► অধ্যায় ৮ : উৎপাদন ক্ষমতা
►► অধ্যায় ৯ : ব্যবসায়ের অবস্থান
►► অধ্যায় ১০ : লে- আউট
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। HSC শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post