উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব সুমন ও তার বন্ধু সুজন কুমিল্লা শহরে শতরূপা নামে একটি তৈরি পোশাকের দোকান চালু করেন এবং অর্জিত মুনাফা সমানভাবে ভাগ করে নেন। অল্প সময়ের মধ্যে তারা ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন। সম্প্রতি তারা ‘রিয়া গার্মেন্টস লি. নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
ক. শ্রম বিভাগ কী?
খ “মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সুমন ও তার বন্ধু সুজনের উদ্যোগ গ্রহণের বিষয়টি কতটা যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে মতামত তুলে ধরো।
সৃজনশীল প্রশ্ন ২ : জনাব রাকিব ফরিদপুরে একটি পাটকল গড়ে তোলেন। উত্ত কারখানায় উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদন করা হয়। অল্পদিনের মধ্যেই তার উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যায়। এতে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানোর প্রয়োজন দেখা দেয় জনাব রাকিবের ব্যবস্থাপকীয় দক্ষতা ও ভূমির মূল্য কম থাকা সত্ত্বেও তিনি পাটকলটির আয়তন বাড়াতে পারছেন না।
ক. শ্রমের দক্ষতা কী?
খ. শ্রম বিভাগ যোগ্যতা অনুসারে কাজ বণ্টন করে ব্যাখ্যা করো।
গ. উৎপাদনের কোন উপকরণের অভাবে জনাব রাকিব তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন না? ব্যাখ্যা করো।
ঘ. ‘ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়’ – তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : মি. ‘A’ খুলনাতে একটি পাটকল স্থাপন করেন। উক্ত কারখানায় উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদিত হয়। অল্পদিনের মধ্যেই উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যায়। এতে উৎপাদন বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। মি. ‘A’ এর দক্ষতা, স্বল্পমূল্যের ভূমি ও সস্তা শ্রম থাকা সত্ত্বেও তিনি পাটকলটির পরিধি বাড়াতে পারছেন না।
ক. শ্রম বিভাগ কী?
খ. ভূমির উৎপাদন ব্যয় নাই ব্যাখ্যা করো।
গ. উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. ‘A’ তার পাটকল সম্প্রসারণ করতে পারছেন না? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো মি.’A’ এর কাজ আর শ্রমিকের কাজ এক? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব জামিল জেক্স ফ্যাশন’ নামক একটি গার্মেন্টসে সুপারভাইজার হিসাবে কর্মরত আছেন। দীর্ঘ তিন বছর চাকরি করার পর গার্মেন্টস শিল্পে সুপরিচিত ‘হক ফ্যাশন’-এ একই পদে যোগদান করেন। এই প্রতিষ্ঠানটি বিদেশে তাদের পোশাক রপ্তানি করে অত্যন্ত সুনাম অর্জন করেছে। জনাব জামিল দেখলেন, এই প্রতিষ্ঠানটি কর্মীদের দক্ষতার ব্যাপারে অত্যন্ত সচেতন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়ে থাকে।
ক. মূলধন কী?
খ. ভূমি অবিনশ্বর — ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব জামিল কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ‘হক ফ্যাশন’ শ্রম দক্ষতা বৃদ্ধিতে যে উপাদানটিকে প্রাধান্য দিয়েছেন তা কি যথেষ্ট? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব জাভেদ তার তিনজন বন্ধুকে সাথে নিয়ে একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করেন। এই বিষয়ে তারা নিজেদের মধ্যে একটি চুক্তিপত্র করেছেন, যার আলোকে প্রতিষ্ঠানটির যাবতীয় কাজ পরিচালিত হবে। অতি সম্প্রতি ভোজারা রেস্টুরেন্টের খাবার নিয়ে অভিযোগ করছে। তাদের মতে মূল্য একটু বেশি হলেও খাবার হতে হবে এমন, যা তাদের প্রত্যাশা পুরণ করবে। উক্ত সমস্যা বিবেচনায় জনাব জাভেদ কর্মরত কর্মচারীদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন।
ক. শ্রম দক্ষতা কী?
খ. মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো।
গ. মালিকানার ভিত্তিতে উদ্দীপকের সংগঠনটির ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব জাভেদ ভোক্তাদের প্রত্যাশা পূরণে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব সাজিদ তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে আলুর ব্যবসা আরম্ভ করেন। তিনি গ্রাম হতে আলু ক্রয় করে বাজারে বিক্রয় করেন। তার আয় হতে দুই বন্ধুকে মাসিক আট হাজার টাকা বেতন প্রদানের পর যে টাকা অবশিষ্ট থাকে তা তিনি সঞ্চয় করেন। সতি অর্থ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে তিনি আলু পরিবহনের জন্য ভ্যান ক্রয় করেন। প্রতিষ্ঠান সম্প্রসারণের প্রয়োজনে তার দুই বন্ধুকে ২ লক্ষ টাকা করে বিনিয়োগের প্রস্তাব করেন। এতে তারা সম্মতি জ্ঞাপন করেন।
ক. ব্যবসায় জোট ?
খ. কুটির শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ব্র্যাকৃত ভ্যানটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো গৃহীত সিদ্ধান্তের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন হবে? যুক্তিসহ মতামত প্রদান করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব রাহি নিজস্ব তত্ত্বাবধানে নিজের বাগানের উৎপাদিত ফুল শহরের বিভিন্ন দোকানে বিক্রয় করেন। সম্প্রতি বাজারে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কয়েকজন শ্রমিক নিয়োগ দিয়ে যোগ্যতা অনুযায়ী তাদের মাঝে দায়িত্ব বণ্টন করে দেন। কিন্তু পর্যাপ্ত সংরক্ষণ ও যানবাহনের অভাবে সময়মত ফুল সরবরাহে বিঘ্ন ঘটে। তাই তিনি উত্ত সমস্যা উত্তরণে ব্যাংক ঋণের কথা ভাবছেন।
ক. শ্রম বিভাগ কী?
খ. ভূমি উৎপাদনের মূল ভিত্তি – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব রাহি উৎপাদনের কোন উপকরণ হিসেবে কাজ করছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব রাহি উদ্ভূত সমস্যা সমাধানে উৎপাদনের কোন উপকরণ অধিক কার্যকরি বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : অভি, রাহি ও তাদের ১৭ জন বন্ধু মিলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সাভারে ‘দ্য ফ্যাশন’ নামে গার্মেন্টস ব্যবসায় শুরু করেন। চুক্তি মোতাবেক তারা লাভ-লোকসান বণ্টন করে নেয়। বর্তমানে তাদের ব্যবসায়ের অবস্থা তেমন ভালো না হওয়ায় ব্যাংক ব্যবসায় শুরু করতে চায়। কিন্তু আইনগত জটিলতার কারণে তারা ব্যাংক ব্যবসায় শুরু করতে পারছে না। তাই তারা সীমিত দায়সম্পন্ন ও নিবন্ধিত ব্যবসায় সংগঠনের মাধ্যমে ব্যাংক ব্যবসায় শুরু করার চিন্তাভাবনা করেন।
ক. ব্যবসায় জোট কী?
খ. ‘ভূমি অবিনশ্বর’ ব্যাখ্যা করো।
গ. আলোচ্য উদ্দীপকে ‘লুনা ফ্যাশন’ কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ব্যাংক ব্যবসায় গঠনকল্পে নতুন ব্যবসায় সংগঠনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে সে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।
ক. শ্রম কী?
খ. ‘ভূমি প্রকৃতির দান’- ব্যাখ্যা করো।
গ. মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টির ধরন বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব লিটন সিরাজগঞ্জের কাশিপুর চরাঞ্চলে একটি দুগ্ধখামার স্থাপন করেন। সেখানে গো-খাদ্য সহজলভ্য হওয়ায় অনেকগুলো দুগ্ধখামার রয়েছে তার খামারের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বছরে দুধ উৎপাদন ও উৎপাদন খরচ যথাক্রমে ১,০০০; ১,৫০০; ১,৮০০ ও ২,০০০ লিটার এবং ৫০,০০০; ১,০০,০০০; ১,৫০,০০০ ও ২,০০,০০০ টাকা। জনাব লিটন তার খামারের উৎপাদিত দুধ বিক্রয় করতে গেলে বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ন্যায্যমূল্য পান না। এই প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া জন্য জনাব লিটন প্রচলিত আইন অনুযায়ী কাশিপুর চরাঞ্চলের দুগ্ধখামারিদের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দেন, যা তাদের অর্থনৈতিক ও সামাজিক | কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক. উলম্ব গতিশীলতা কী?
খ. শ্রমের দক্ষতা বৃদ্ধিতে মূলধনের ভূমিকা ব্যাখ্যা করো।
গ. জনাব লিটনের দুগ্ধখামারে উৎপাদনের কোন বিধিটি পরিলক্ষিত হয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য জনাব লিটনের প্রস্তাবটি কী গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
►► অধ্যায় ১ : উৎপাদন
►► অধ্যায় ২ : উৎপাদনের উপকরণ
►► অধ্যায় ৩ : উৎপাদনের মাত্রা
►► অধ্যায় ৪ : সামষ্টিক পর্যায় উৎপাদন
►► অধ্যায় ৫ : উৎপাদন ব্যবস্থাপনা
►► অধ্যায় ৬ : পণ্য ডিজাইন
►► অধ্যায় ৭ : মান ব্যবস্থাপনা
►► অধ্যায় ৮ : উৎপাদন ক্ষমতা
►► অধ্যায় ৯ : ব্যবসায়ের অবস্থান
►► অধ্যায় ১০ : লে- আউট
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। HSC শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post