উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৩য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : বিদেশে চাকরি শেষে আগত অভিজ্ঞ লোক বাদশা মিয়া দশ কোটি টাকা বিনিয়োগ করে আশুলিয়ায় ‘ঝিলিক ফ্যাশন’ নামে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করেন। তার শিল্পে ৯০ জন শ্রমিক কাজ করে। বাদশা মিয়ার কারখানায় তৈরি পোশাক নিজম্ব পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট দোকানগুলোতে পৌঁছে দেয়া হয়। মানসম্মত পোশাক হওয়ায় এবং অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রয় করতে পারায় তিনি স্বল্প সময়ের মধ্যে ব্যবসায়ে সফলতা অর্জনে সক্ষম হন।
ক. উৎপাদন মাত্রা কী?
খ. কাম্য উৎপাদন মাত্রায় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় – ব্যাখ্যা করো।
গ. মাত্রা বিবেচনায় বাদশা মিয়ার শিল্পটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : মহিমা এম. এ. পাস করে মানসম্মত চাকরি না পেয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫০ জন শ্রমিক ও ৫ কোটি টাকা মূলধন নিয়ে নরসিংদীতে একটি হস্তশিল্প প্রতিষ্ঠা করেন। তার তৈরি হস্তশিল্প সামগ্রী জনপ্রিয় হওয়ায় ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে তিনি সক্ষম হন।
ক. ক্ষুদ্র শিল্প কী?
খ. উৎপাদনমাত্রা বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায় – ব্যাখ্যা করো।
গ. মহিমার ব্যবসায়টি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. শ্রম ও মূলধনের ওপর ব্যবসায়ের ধরন নির্ভরশীল উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মিসেস লোপা একজন নারী উদ্যোক্তা। তিনি ২০ কোটি টাকা বিনিয়োগ করে মীম ফেব্রিক্স নামের একটি পোশাক কারখানা স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে ১০০ জন শ্রমিক কর্মরত আছে মীম ফেব্রিক্স এর পণ্য উৎপাদন ব্যয় এককপ্রতি ১০০ টাকা। সম্প্রতি গ্রীষ্ম ফেব্রিক্স নামের আরেকটি প্রতিষ্ঠান বাজারে এসেছে, যার পণ্যের উৎপাদন ব্যয় এককপ্রতি ৮০ টাকা। এই উৎপাদন ব্যয়ের ওপর ১৫% মুনাফা ধরে পণ্য বিক্রয় করায় বাজারে মীম ফেব্রিক্সের তুলনায় জীষ্ম ফেব্রিক্সের বিক্রয়ের পরিমাণ বেড়েছে। বছর শেষে জীম ফেব্রিক্সের মুনাফা পাড়ায় ৬০ লক্ষ টাকা। মীম ফেব্রিক্সের মুনাফা পাড়ায় ২০ লক্ষ টাকা এবং তার অবিক্রীত পণ্যের পরিমাণ ১৫০০০ একক।
ক. উৎপাদন মাত্রা কী?
খ. মালিকানার ভিত্তিতে কোন ধরনের প্রতিষ্ঠানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব? ব্যাখ্যা করো।
গ. উল্লিখিত মীম ফেব্রিক্স কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
ঘ. ‘মাত্রাজনিত ব্যয় সংকোচনের মাধ্যমে মীম ফেব্রিক্স বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবে। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব মোরশেদ কলমের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি কলম উৎপাদনের কারখানা স্থাপন করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৭০ জন। প্রতিষ্ঠানটি প্রতিদিন ১,০০০টি কলম উৎপাদন করে। পরবর্তীতে একই যন্ত্রপাতি ও জনবল ব্যবহার করে প্রতিষ্ঠানটি ১১০০টি কলম উৎপাদন করে, যা এর গড় ব্যয় হ্রাস করে। এতে প্রতিষ্ঠানটি তাদের কলম উৎপাদন আরও বাড়িয়ে ১২০০ তে উন্নীত করে, কিন্তু এর ফলে প্রতিষ্ঠানটির গড় ব্যয় বৃদ্ধি পায়।
ক. পরিবর্তনশীল ব্যয় কী?
খ. কোন মাত্রার উৎপাদন একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কলমের কারখানাটি কোন উৎপাদন মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত এন্টারপ্রাইজটি দেশের কলমের চাহিদা পূরণে ভূমিকা রাখে – ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : মি. নজরুল ২ কোটি টাকা ও ৫০ জন শ্রমিক নিয়ে একটি সাবান কারখানা স্থাপন করেন। বিদ্যমান জনবল ও যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার করে তিনি প্রতিদিন সর্বাধিক সাবান উৎপাদন করতে পারেন। ফলে ক্রেতাগণ উন্নতমানের সাবান সর্বনিম্ন মূল্যে ক্রয় করতে পারায় খুব খুশি হয়। বর্তমানে এই ব্যাপক চাহিদা পূরণ করার জন্য মি. নজরুল উৎপাদন বৃদ্ধির চিন্তা করছেন। কিন্তু এতে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে বলে তিনি চিন্তিত হয়ে পড়েছেন।
ক. পরিবর্তনশীল ব্যয় কী?
খ. কোন ধরনের এন্টারপ্রাইজে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত মি. নজরুলের প্রতিষ্ঠানটি কোন ধরনের উৎপাদন মাত্রার প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
ঘ. বর্ধিত চাহিদা পূরণ করতে মি. নজরুলের সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে? উৎপাদন মাত্রা বিবেচনা করে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব তাহেরের জুতা কারখানায় বর্তমানে ১৫০ জন শ্রমিক কর্মরত রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ ১০ কোটি টাকা। তাহেরের প্রতিষ্ঠানটির সাফল্য দেখে তার বন্ধু আজিম কতিপয় বন্ধুসহ একই স্থানে অন্য একটি জুতা কারখানা স্থাপন করেন। তাদের শিল্পে বিনিয়োগের পরিমাণ ২৫ কোটি টাকা। ৩৫০ জন শ্রমিক নিয়োগের মাধ্যমে আজিমের ব্যবসায়টিও সফলতার সাথে এগিয়ে চলছে।
ক. মাত্রাজনিত ব্যয় সংকোচন কী?
খ. কাম্য মাত্রায় উৎপাদন বায় সর্বনিম্ন হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সংগঠনটি মাত্রা অনুযায়ী কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে দেশের জাতীয় অর্থনীতিতে কোনটির ভূমিকা অধিক? ধরন উল্লেখপূর্বক মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : মি. ‘X’ ৯০ লক্ষ টাকা এবং ১৫ জন শ্রমিক নিয়ে রংপুরে X ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করেন সেবার মান ভালো হওয়ায়, চারদিকে এর সুনাম ছড়িয়ে পড়ে এবং তিনি লাভবান হন। ব্যবসায়টি বিভিন্ন শহরে সম্প্রসারণের জন্য তিনি তার ছোট ভাই এর সাথে পরামর্শ করেন এবং অর্থ সহায়তা চান। তার ভাই তাকে দুই কোটি টাকা মূলধন হিসেবে দিতে রাজি হয়। কিন্তু বর্তমান কাঠামো বিবেচনায় মি. X চিন্তিত।
ক. উৎপাদন মাত্রা কী?
খ. মাত্রাজনিত ব্যয় সংকোচন বলতে কী বোঝ?
গ. উৎপাদনমাত্রার ভিত্তিতে মি. X-এর প্রতিষ্ঠানটি ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. মি. X এর ব্যবসায় কাঠামো পরিবর্তনই হলো বর্তমান সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : মি. মনির ৩ কোটি টাকা নিয়ে রাজশাহী বিসিকে সিল্কের কাপড়ের কারখানা স্থাপন করেন। ২৫ জন শ্রমিক সেখানে কর্মরত আছে। জাপানপ্রবাসী ভাই তার ব্যবসায়ে ৫ কোটি টাকা বিনিয়োগ করেন। বর্তমানে তিনি বার্ষিক ৫০ হাজার শাড়ি উৎপাদন করেন। গুণগতমানের কারণে তার পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। ২০১৫ সালের জানুয়ারি মাসে তিনি ৫ লক্ষ শাড়ির ফরমায়েশ পান, যা ডিসেম্বরের মধ্যে সরবরাহ করতে হবে। এ ফরমায়েশ বাস্তবায়নের জন্য তার চাচা প্রয়োজনীয় মূলধন সরবরাহের প্রস্তাব দেন। কিন্তু বর্তমান কাঠামো বিবেচনায় মি. মনির চিহ্নিত।
ক. উৎপাদনের মা?
খ. কাম্য মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক’ ব্যাখ্যা করো।
গ. উৎপাদন মাত্রার ভিত্তিতে মি. মনিরের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা করো।
ঘ. মি. মনিরের প্রতিষ্ঠানটির কাঠামোগত পরিবর্তনই হলো বর্তমান সমস্যা সমাধানের উপায় তুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব দেব কুমার ঘোষ সাভারে একটি পেন্ট্রি ফার্ম পরিচালনা করেন। সম্প্রতি তিনি পোন্ট্রি ফার্মের সাথে একটি গভীর খামার গড়ে তুলেছেন। তিনি নিজের এবং ব্যাংক ঋণ মিলিয়ে প্রায় ২ কোটি টাকা বিনিয়োগ করেছেন। তার ফার্মে ৬০ জন কর্মী নিয়মিত ভাবে কাজ করছে। দীর্ঘদিন এ ব্যবসায় করার কারণে তিনি অনেক কিছু শিখে গেছেন। প্রতিটি ক্ষেত্রে তিনি কর্মীদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন এবং কর্মীদের হাতে কলমে শেখান। এতে তার ফার্মে মুরগি কম মারা যায় এবং মুনাফা বেশি হয়। কিছুদিন পূর্বে পারিবারিক সম্পত্তি বিক্রয় থেকে তিনি ১০ কোটি টাকা পেয়েছেন। এখন তিনি এ টাকা কাজে লাগিয়ে একটি মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে চান। উৎপাদিত মাংস বিদেশে রপ্তানির চিন্তা তার আছে।
ক. সেবার ক্ষেত্রে বৃহৎ শিল্প কী?
খ. মূলধনের দিক থেকে ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের পার্থক্য কী?
গ. উদ্দীপকে উল্লিখিত দেব কুমার ঘোষ-এর পোল্ট্রি ফামটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. “শিল্প সম্প্রসারণে মূলধন সহায়ক” উদ্দীপকের আলোকে উক্তিটির যৌক্তিকতা বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব মতিন দেশে সাবানের ব্যাপক চাহিদা দেখে নকল সুযোগ-সুবিধা সম্বলিত একটি সাবান শিল্প স্থাপনের উদ্যোগ নেন। তার এ উদ্যোগে সাড়া দিয়ে প্রাইম ব্যাংক লিমিটেড মূলধন যোগানে এগিয়ে আসে। তবে তিনি চাহিদা অতিরিক্ত উৎপাদন না করার সিদ্ধান্ত নেন।
ক. উৎপাদনের মাত্র?
খ. মাত্রাজনিত ব্যয় সংকোচন কী?
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব মতিন কী ধরনের এন্টারপ্রাইজ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে চাহিদাতিরিক্ত উৎপাদনের ঝুঁকির যথার্থতা মূল্যায়ন করো।
►► অধ্যায় ১ : উৎপাদন
►► অধ্যায় ২ : উৎপাদনের উপকরণ
►► অধ্যায় ৩ : উৎপাদনের মাত্রা
►► অধ্যায় ৪ : সামষ্টিক পর্যায় উৎপাদন
►► অধ্যায় ৫ : উৎপাদন ব্যবস্থাপনা
►► অধ্যায় ৬ : পণ্য ডিজাইন
►► অধ্যায় ৭ : মান ব্যবস্থাপনা
►► অধ্যায় ৮ : উৎপাদন ক্ষমতা
►► অধ্যায় ৯ : ব্যবসায়ের অবস্থান
►► অধ্যায় ১০ : লে- আউট
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। HSC শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post