উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : ২০১৬ সালে ‘ত’ দেশের জাতীয় আয়ের পরিমাণ ছিল ৬৫,০০০ কোটি মার্কিন ডলার এবং মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি। উক্ত বছরে দেশের মোট ভোগ ব্যয় ১৫,০০০ কোটি মার্কিন ডলার, মোট বিনিয়োগ ১২,০০০ কোটি মার্কিন ডলার এবং সরকারি ব্যয় ৩,৫০০ কোটি মার্কিন ডলার। উল্লেখ যে, ২০১৫ সালে দেশটির মাথাপিছু আয় ছিল ৩,০০০ মার্কিন ডলার।
ক. মাথাপিছু আয় কী?
খ. ‘মোট জাতীয় আয়ের মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান সম্পর্কে জানা যায়’ -ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত তথ্যের সাহায্যে দেশটির ২০১৬ সালের জিডিপির পরিমাণ নির্ণয় করো।
ঘ. ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ‘ক’ দেশটির জনগণের জীবনযাপনের মান উন্নত হয়েছে। মাথাপিছু আয়ের ভিত্তিতে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : ২০১৬ সালে ‘মা’ দেশের জনসংখ্যা ছিল ২ কোটি। ঐ দেশের মোট ভোগ ব্যয় ৯০০ কোটি টাকা, বিনিয়োগ বায় ৭০০ কোটি টাকা, সরকারি বায় ৩০০ কোটি টাকা, রপ্তানি আয় ১,৬০০ কোটি টাকা, আমদানি ব্যয় ১,০০০ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৫ সালে ‘মা’ দেশের মাথাপিছু আয় ছিল ১,০০০ টাকা।
ক. সামষ্টিক পর্যায়ে উৎপাদন কী?
খ. ‘রপ্তানি বৃদ্ধি নিট জাতীয় উৎপাদনকে প্রভাবিত করে’ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ‘মা’ দেশের জাতীয় আয় নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে ২০১৬ সালের মাথাপিছু আয় নির্ণয়পূর্বক ‘মা’ দেশের গতি প্রকৃতি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : ২০১৩ সালে ‘ক’ দেশের মোট জনসংখ্যা ছিল ১২ কোটি এবং মোট জাতীয় আয় ছিল ৭.৫ লক্ষ কোটি টাকা। ২০১৪ সালে দেশটির অর্থনৈতিক কার্যক্রমের চিত্র ছিল নিম্নরূপ মোট জাতীয় উৎপাদন ৯ লক্ষ কোটি টাকা হস্তান্তর পাওনা ১০,০০০ কোটি টাকা, অবচয় ২৫,০০০ কোটি টাকা, পরোক্ষ কর ৫০,০০০ কোটি টাকা, সরকারের অর্জিত মুনাফা ২৫,০০০ কোটি টাকা, সরকারের ভর্তুকি ১০,০০০ কোটি টাকা; ২০১৪ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৩.৫ কোটি।
ক. নিট দেশজ উৎপাদন কী?
খ. GDP কীভাবে পরিমাপ করা হয়? ব্যাখ্যা করো।
গ. ২০১৪ সালে ‘ক’ দেশের জাতীয় আয় নির্ণয় করো।
ঘ. ‘জাতীয় আয়ের বৃদ্ধি মানেই মাথাপিছু আয় বৃদ্ধি নয়’ উদ্দীপকের আলোকে উত্তিটির যথার্থতা বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ‘ক’ নামক দেশের ২০১৩ সালের মোট জাতীয় উৎপাদন ১,০০০ কোটি টাকা। ঐ বছরে দেশটি প্রত্যক্ষ কর ৪৫ কোটি এবং পরোক্ষ কর আদায় করে ৫৫ কোটি টাকা। দেশটির অবচয় ২৫ কোটি টাকা এবং অর্জিত মুনাফা ১৫ কোটি টাকা। দেশটির সরকার উত্ত অর্থবছরে জ্বালানি খাতে ভর্তুকি দিয়েছে ২৫ কোটি টাকা।
ক. G.N.P. কী?
খ. মাথাপিছু আয় কাকে বলে?
গ. ‘ক’ দেশের মোট জাতীয় আয় নির্ণয় করো।
ঘ. ‘ক’ দেশের জাতীয় আয়ের ওপর তোমার মতামত উপস্থাপন করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ‘X’ দেশের ২০১৫-২০১৬ অর্থবছরে মোট ভোগ ব্যয় ৯০০ কোটি টাকা, মোট বিনিয়োগ ব্যয় ৩০০ কোটি টাকা, মোট সরকারি ব্যয় ৩৫০ কোটি টাকা, রপ্তানি আয় ২০০ কোটি টাকা এবং আমদানি ব্যয় ২৮০ কোটি টাকা। দেশটির জনগণ সৃষ্ট উৎপাদনের পরিমাণ ১,০৫০ কোটি টাকা এবং বিদেশিদের উৎপাদনের পরিমাণ ৫০ কোটি টাকা। এক্ষেত্রে চালের ও গামের উৎপাদন এবং পাউরুটির উৎপাদনের পরিমাণ পৃথকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
ক. জাতীয় আয় কী?
খ. মাথাপিছু আয় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ‘X’ নামক দেশটির মোট জাতীয় উৎপাদন নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘X’ দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদনের সঠিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : ২০১৬ সালে ‘ক’ নামক দেশের বাজেট থেকে নিম্নরূপ অর্থনৈতিক তথ্য পাওয়া যায়। খাজনা ৭,০০০ কোটি ডলার, মজুরি ও বেতন ৮,০০০ কোটি ডলার, ডোগ ব্যয় ১২,০০০ কোটি ডলার, সুদ ২,০০০ কোটি ডলার, সরকারি বায় ৫,০০০ কোটি ডলার, মুনাফা ৫,০০০ কোটি ডলার বিনিয়োগ ব্যয় ৩,০০০ কোটি ডলার এবং স্থায়ী সম্পত্তির অবচয় ২,০০০ কোটি ডলার। উল্লেখ্য ২০১৫ সালে ক’ দেশের NNP ছিল ১৯,৫০০ কোটি ডলার।
ক. হস্তান্তর পাওনা কী?
খ. দ্বৈতগণনার সমস্যা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. ২০১৬ সালে ‘ক’ দেশের নিট দেশজ উৎপাদন নির্ণয় করো।
ঘ. ২০১৬ সালে ‘ক’ দেশের নিট জাতীয় উৎপাদনের উপর তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : ধরা যাক একটি দেশের জনগণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যবহার করে সারা বছর বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী উৎপাদন করে। এতে উৎপাদনের এসব উপকরণের ক্ষয়ক্ষতি হয়।
ক. মাথাপিছু আয় কী?
খ. হস্তান্তরযোগ্য পাওনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত দেশটির সরকার কীভাবে নিট জাতীয় উৎপাদন পরিমাপ করবে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো উল্লিখিত দেশটির সরকার আয়ের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ করতে পারবে? যুক্তিসহ লেখ।
সৃজনশীল প্রশ্ন ৮ : ২০১৬ সালে ভুটানের জনসংখ্যা ২ কোটি, সে দেশের মোট ভোগ ব্যয় ৯০০ কোটি টাকা বিনিয়োগ বায় ৭০০ কোটি টাকা, সরকারি ব্যয় ৩০০ কোটি টাকা, রপ্তানি আয় ১,৬০০ কোটি টাকা, আমদানি ব্যয় ১,০০০ কোটি টাকা, অবচয় ব্যয় ৫০০ কোটি টাকা ও পরোক্ষ কর ১০০ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৫ সালে ঐ দেশের মাথাপিছু আয় ছিল ১০০ টাকা।
ক. সামষ্টিক পর্যায়ে উৎপাদন কী?
খ. রপ্তানি বৃদ্ধি নিট জাতীয় উৎপাদনকে প্রভাবিত করে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ভুটানের জাতীয় আয় নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে ভুটানের ২০১৬ সালের মাথাপিছু আয় নির্ণয়পূর্বক ২০১৫ সালের মাথাপিছু আয়ের সাথে তুলনা করে মন্তব্য করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : একটি দেশের মোট জনসংখ্যা ৩০ কোটি ২০১২ সালে দেশেটির জাতীয় আয় ছিল ৬০,০০০ কোটি মার্কিন ডলার। উত্ত বছরে দেশটির মোট ভোগ ব্যয় ছিল ৫০০ কোটি মার্কিন ডলার এবং মোট সরকারি ব্যয় ছিল ৩,০০০ কোটি মার্কিন ডলার। ২০১৩ সালে মাথাপিছু আয় ছিল ২,৫০০ মার্কিন ডলার।
ক. নিট জাতীয় উৎপাদন কী?
ঘ. মাথাপিছু আয় কীভাবে নির্ণয় করা হয়?
গ. উদ্দীপকের তথ্যের সাহায্যে ২০১২ সালে দেশটির GDP এর পরিমাণ নির্ণয় করো।
ঘ. ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে জনগণের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে’ মাথাপিছু আয় বিবেচনা করে উক্তিটি ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : ২০১৪ সালে দেশের মোট জনসংখ্যা ছিল ১০ কোটি এবং মোট জাতীয় আয় ছিল ৭,০০,০০০ কোটি টাকা। ২০১৫ সালে দেশটির অর্থনৈতিক কার্যক্রমের চিত্র ছিল নিম্নরূপ মোট জাতীয় উৎপাদন ৯ লক্ষ কোটি টাকা হস্তান্তর পাওনা ১০,০০০ কোটি টাকা, অবচয় ২৫,০০০ কোটি টাকা, সরকারের অর্জিত মুনাফা ২৫,০০০ কোটি টাকা, সরকারের ভর্তুকি ১০,০০০ কোটি টাকা; জনসংখ্যা ছিল ১১.৫ কোটি বাংলাদেশ নৌবাহিনী এক চট্ট
ক. GDP কী?
খ. GNP কীভাবে পরিমাপ করা হয়? ব্যাখ্যা করো।
গ. ২০১৫ সালের ‘ক’ দেশের জাতীয় আয় নির্ণয় করো।
ঘ. “জাতীয় আয়ের বৃদ্ধি মানেই মাথাপিছু আয় বৃদ্ধি নয় উদ্দীপকের আলোকে উত্তিটির যথার্থতা বিচার করো।
►► অধ্যায় ১ : উৎপাদন
►► অধ্যায় ২ : উৎপাদনের উপকরণ
►► অধ্যায় ৩ : উৎপাদনের মাত্রা
►► অধ্যায় ৪ : সামষ্টিক পর্যায় উৎপাদন
►► অধ্যায় ৫ : উৎপাদন ব্যবস্থাপনা
►► অধ্যায় ৬ : পণ্য ডিজাইন
►► অধ্যায় ৭ : মান ব্যবস্থাপনা
►► অধ্যায় ৮ : উৎপাদন ক্ষমতা
►► অধ্যায় ৯ : ব্যবসায়ের অবস্থান
►► অধ্যায় ১০ : লে- আউট
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। HSC শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post