উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : ‘RK ট্রেডার্স গম থেকে ময়দা উৎপাদন করে। বাজারে প্রতিষ্ঠানটির উৎপাদিত ময়দার বেশ চাহিদা আছে। উক্ত কারখানাতে শ্রমিক সংঘ যথেষ্ট শক্তিশালী। এ কারণে প্রায়ই উৎপাদন কাজ ব্যাহত হয়। ‘RK ট্রেডার্স কর্তৃপক্ষ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য শ্রমিক সংঘের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।
ক. পণ্য বৈচিত্র্যাকরণ কী?
খ. ‘উৎপাদন ক্ষমতা শ্রমিকদের অসহযোগিতার কারণে হ্রাস পায়’ -ব্যাখ্যা করো।
গ. কোন প্রভাব বিস্তারকারী উপাদান দ্বারা ‘RK. ট্রেডার্সের’ উৎপাদন প্রভাবিত হচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য “RK ট্রেডার্স’-এর গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : শিমুল ম্যানুফ্যাকচারিং একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতিদিন সর্বোচ্চ ৬০,০০০ একক পণ্য উৎপাদন করতে সক্ষম কিন্তু ২০১৫ সালে তারা মেশিনটি ভালো রাখার জন্য প্রতিদিন 80,000 একক পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করল। কিছু পরবর্তীতে চাহিদা বেড়ে যাওয়ায় জুলাই মাসে প্রতিষ্ঠানটি ৫০,০০০ একক পণ্য উৎপাদন করেছে। ২০১৫ সালে তাদের কার্যকর উৎপাদন ক্ষমতা ছিল ১১০%।
ক. উৎপাদন ক্ষমতা কী?
খ. ইজারা প্রদান কেন করা হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রথম পর্যায়ে কিসের ভিত্তিতে তাদের উৎপাদন ক্ষমতা পরিমাপ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠানটির ২০১৫ সালের উৎপাদনের সর্বোচ্চ সদ্ব্যবহারের হার নির্ণয়পূর্বক পণ্যের চাহিদা পূরণের সক্ষমতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মোহনা সু কোম্পানি বিভিন্ন উৎস থেকে উন্নতমানের কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বর্তমানে ২০,০০০ জোড়া জুতা তৈরি করে। কিন্তু বিগত সময়ে উত্ত কোম্পানিটি প্রতি মাসে ২৫,০০০ জোড়া জুতা তৈরি করে আসছিল। এ কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে আধুনিক যন্ত্রপাতি ব্রুয়ের সিদ্ধান্ত নিলেন।
ক. উৎপাদন ক্ষমতা ?
খ. কীভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়? ব্যাখ্যা করো।
গ. মোহনা সু কোম্পানির উৎপাদন ক্ষমতা ব্যবহারের হার নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব ইলাহি একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক তিনি সম্প্রতি ‘ক’ দেশ হতে একটি আধুনিক আইসক্রিম তৈরির যন্ত্র আমদানি করেন। যন্ত্রটির গায়ে দৈনিক উৎপাদন ক্ষমতা ১০,০০০ কেজি লেখা থাকলেও প্রকৃতপক্ষে দৈনিক ৮,০০০ কেলি উৎপাদন হচ্ছে। এমতাবস্থায় জনাব ইলাহি যন্ত্রটির উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে শ্রমঘণ্টা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করেন।
ক. সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কী?
খ. উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষ ব্যবস্থাপনা কি আবশ্যক? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব ইলাহির আইসক্রিম তৈরি যন্ত্রটির বর্তমান উৎপাদন ক্ষমতার নাম কী? ব্যাখ্যা করো।
ঘ. জনাব ইলাহি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে যে পরিকল্পনা গ্রহণ করেন তা কতটা যৌক্তিক বলে মনে কর? এ ব্যাপারে করণীয় বিষয়ে পরামর্শ দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : সাহিদা পারভীন নাটোরের বিসিক এলাকায় একটি বুটিক এন্ড টেইলার্স স্থাপন করেছেন। প্রতিষ্ঠানটিতে তিনি বছরে ২০,০০০ একক পণ্য উৎপাদন করেন। এজন্য তিনি কারখানার ভাড়া ২৫,000 টাকা, স্থায়ী বায় ৭৫,০০০ টাকা, কাঁচামাল 9,80,000 টাকা এবং মজুরি বাবদ ২,৩০,০০০ টাকা ব্যয় নির্বাহ করেন। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত উৎপাদনের কাছাকাছি অবস্থান করছে।
ক. সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কী?
খ. একটি নির্দিষ্ট সময়ের পরে যন্ত্রের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সাহিদা পারভীনের ‘বুটিক এন্ড টেইলার্স’ -এ কোন ধরনের উৎপাদন ক্ষমতা ব্যবহার হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে সাহিদা পারভীনের বুটিক এন্ড টেইলার্স এর এককপ্রতি উৎপাদন ব্যয় কত? মূল্য নির্ধারণে এককপ্রতি ব্যয় নির্ধারণ কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো?
সৃজনশীল প্রশ্ন ৬ : আফতাব ফুড প্রোডাক্টস একটি বিখ্যাত পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি শুরুতে দৈনিক এক হাজার ব্যাগ পোলট্রি ফিড উৎপাদন করত। কিন্তু একই সময় ও শ্রম ব্যয় করে বর্তমানে দৈনিক নয়শত পঞ্চাশ ব্যাগ খাদ্য উৎপাদন করে। একই সময় ও শ্রমে কম খাদ্য উৎপাদনের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এ প্রতিষ্ঠানটি উৎপাদন বৃদ্ধি করতে আগ্রহী।
ক. উৎপাদন ক্ষমতা কী?
খ. মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে কী বোঝায়?
গ. ‘আফতাব ফুড প্রোডাক্টস’ কোন ধরনের উৎপাদন ক্ষমতা অনুসরণ করে? ব্যাখ্যা করো।
ঘ. ‘আফতাব ফুড প্রোডাক্টস’ কর্তৃক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : ‘ক’ ফার্ম স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন ১০০ একক পণ্য উৎপাদন করে। দৈনিক ৭০ একক পণ্য উৎপাদিত হলে মিতব্যয়িতা অর্জিত হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৫০ একক পণ্য উৎপাদন করে। ফলে থাকছে। প্রতিষ্ঠানটির মালিক এ সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতিষ্ঠানে পাঁচটি মেশিন অব্যবহৃত খুঁজছেন।
ক. উৎপাদন ক্ষমতা কী?
খ. উদাহরণসহ গড় ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো।
গ. ‘ক’ প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো।
ঘ. ‘ক’ প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।
সৃজনশীল প্রশ্ন ৮ : কামাল গার্মেন্টস লি. প্রতিষ্ঠানটিতে কর্মীদের জন্য সব সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তার প্রযুক্তিগত দিক আধুনিকীকরণের জন্য জাপান থেকে উন্নতমানের যন্ত্রপাতি সংগ্রহ করেছে, যার উৎপাদন ক্ষমতা দৈনিক ৮ হাজার মিটার। কিন্তু দক্ষ লোকবলের অভাবে ৫ হাজার মিটারের বেশি উৎপাদন হচ্ছে না। এতে কর্তৃপক্ষ চিন্তিত।
ক. প্রকৃত উৎপাদন ক্ষমতা কী?
খ. কীভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের উৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উৎপাদনের কোন উপাদানের দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : কোহিনুর ম্যানুফ্যাকচারিং কোম্পানির কর্ণধার মিস কোহিনুর প্রতিষ্ঠানে নিয়োজিত মেশিনপত্রের উৎপাদন ক্ষমতার আলোকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করলেন। তবে তিনি বিশ্বাস করেন অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে স্বাভাবিক পরিস্থিতিতে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ উৎপাদন কার্য পরিচালনা করে তাকেও তা করতে হবে। এতে অর্থনৈতিকভাবে সর্বোচ্চ লাভজনক উৎপাদন নিশ্চিত করা যাবে।
ক. প্রকৃত উৎপাদন ক্ষমতা কী?
খ. কার্যকর উৎপাদন ক্ষমতা বলতে কী বোঝায়?
গ. মিস কোহিনুর কর্তৃক নির্ধারিত উৎপাদন ক্ষমতাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. মিস কোহিনুরের যে মাত্রায় উৎপাদন কার্য পরিচালনা করা উচিত বলে বিশ্বাস করেন, সর্বোচ্চ লাভজনক উৎপাদনে তার যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : শাহিন জুট মিলে প্রতি বছর ৮:০০,০০০ কার্পেট উৎপাদন করা যায়। ২০১৭ সালে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল প্রতি বছর যদি ৪,০০,০০০ কার্পেট উৎপাদন করা যায় তাহলে দীর্ঘমেয়াদে লাভ করা সম্ভব হবে। এমতাবস্থায় উক্ত জুট মিলে ২০১৭ সালে ৬,০০,০০০ কার্পেট উৎপাদন করা হয়। উল্লেখ্য ২০১৬ সালে শাহিন জুট মিলের সর্বোচ্চ সদ্ব্যবহার ছিল ৭০%।
ক. উৎপাদন ক্ষমতা ?
খ. “নিম্ন উৎপাদন ক্ষমতা বিক্রয় ও মুনাফা হ্রাস করে” ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত তথ্যের সাহায্যে শাহিন জুট মিলের ২০১৭ সালের কার্যকর সদ্ব্যবহার নির্ণয় করো।
ঘ. শাহিন জুট মিলের ২০১৭ সালের সর্ব্বে সম্ব্যবহার নির্ণয় করো এবং তোমার মতামত ব্যক্ত করো।
►► অধ্যায় ১ : উৎপাদন
►► অধ্যায় ২ : উৎপাদনের উপকরণ
►► অধ্যায় ৩ : উৎপাদনের মাত্রা
►► অধ্যায় ৪ : সামষ্টিক পর্যায় উৎপাদন
►► অধ্যায় ৫ : উৎপাদন ব্যবস্থাপনা
►► অধ্যায় ৬ : পণ্য ডিজাইন
►► অধ্যায় ৭ : মান ব্যবস্থাপনা
►► অধ্যায় ৮ : উৎপাদন ক্ষমতা
►► অধ্যায় ৯ : ব্যবসায়ের অবস্থান
►► অধ্যায় ১০ : লে- আউট
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। HSC শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post