১ম পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
সৃজনশীল প্রশ্ন ১ : শহরতলির বাসিন্দা মি. শফিক গ্রামীণ পরিবেশ, সড়কপথ, নদীপথ, বাজারের সান্নিধ্যসহ উৎপাদনের অন্যান্য উপকরণের সুযোগ সুবিধা পেয়ে পৈতৃক ৫ বিঘা জমিতে ১০টি পুকুর খনন করে মৎস্য খামার গড়ে তোলেন। কিন্তু মাছের খাবার ও অন্যান্য খরচ বেশি হওয়ায় উৎপাদিত মাছ বিক্রয় করে তিনি লাভবান হতে পারছেন না। তিনি পুকুরের ওপর পোলট্রি ফার্ম স্থাপন করে মুরগির বিষ্ঠা দ্বারা মাছের খাদ্যের ব্যবস্থা করেন। এ প্রক্রিয়ায় তিনি খুব লাভবান হন।
ক. ব্যয় সংকোচন কী?
খ. কাঁচামালের নৈকট্য ব্যবসায় অবস্থান নির্ধারণে কেন গুরুত্বপূর্ণ?
গ. মি. শফিকের ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে কোন উপাদানটির প্রভাব সৰ্বাধিক? ব্যাখ্যা করো।
ঘ. মি. শফিকের ব্যবসায় কেন্দ্রটি গ্রামীণ পরিবেশে অবস্থানের যৌক্তিকতা যুক্তিসহ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : রাজশাহীর ফাহিম সাহেব চাকরি থেকে অবসরের পর একটি আলু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। তিনি এ লক্ষ্যে আলু উৎপাদনের উপযোগী রাজশাহীর জেলার পদ্মার তীরে একখণ্ড জমি ক্লয় করে কারখানা স্থাপন করেন। এভাবে ব্যবসায় কার্যক্রম শুরুর মাধ্যমে তিনি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেন।
ক. বিকেন্দ্রীকরণ কী?
খ. পরিবর্তনশীল খরচ বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
গ. জনাব ফাহিম কোন বিষয়টি চিন্তা করে উদ্দীপকে উল্লিখিত স্থানে ব্যবসায়ের সিধান্ত নিলেন- ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়ের সঠিক অবস্থান উৎপাদন ব্যয় হ্রাস করতে পারে।— উক্তিটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মি. শফি সদ্য লেখাপড়া শেষ করে চাকরির আশায় বসে না থেকে সাভারে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। তার ফার্মে ১০টি গ আছে। এগুলো হতে তিনি দৈনিক ৫০ লিটার দুধ পান ফার্মের আশে পাশে স্থানীয় বাজারে গরুর দুধের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও তার এক বন্ধুর পরামর্শে গ্রাম্য মহাজন হতে তিনি অত্যন্ত উচ্চ সুদে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে ক্রেতার আধিক্যের কথা মাথায় রেখে ঢাকায় একটি মিষ্টির দোকান দেন। দোকানে বেচা কেনা মোটামুটি হচ্ছে, তবে ঋণ নিয়ে তিনি খুবই চিন্তিত।
ক. ব্যবসায়ের অবস্থান কী?
খ. ‘ব্যবসায়ের সফলতার জন্য অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ডেইরি ফার্ম স্থাপন কোন ধরনের ব্যবসায়ের অবস্থানের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঢাকায় মিষ্টির দোকান স্থাপন কতটুকু বাস্তবসম্মত হয়েছে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : মি. হাসান একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি ইক্ষু থেকে গুড় এবং চিনি তৈরির প্রকল্প হাতে নিলেন। ইক্ষু (আখ) উৎপাদনকারী * এলাকা নাটোরের বাগাতিপাড়ায় তিনি গুড় এবং চিনি তৈরির কারখানা স্থাপন করেন। গুড় এবং চিনি তৈরির প্রধান কাঁচামাল ইক্ষু তিনি সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করেন। কারখানায় উৎপাদিত গুড় ও চিনি তিনি পৃথকভাবে বাজারজাত করে বেশ সফলতা অর্জন করেন।
ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. ব্যবসায়ের অবস্থান কীভাবে ব্যয়কে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. হাসান বাগাতিপাড়ায় কারখানা স্থাপন করেন কেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. হাসানের সফলতায় কারখানার অবস্থান কতটা ভূমিকা রেখেছে? মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : মি. আতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি একটি পোল্ট্রি হ্যাচারি স্থাপনের জন্য বেশ কিছুদিন ধরে স্থান খুঁজছিলেন। অবশেষে ঢাকার সাভারে তার ফার্মের কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠানের আশেপাশে ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান থাকায় তিনি অল্প সময়ে ব্যবসায়ে সফলতা লাভে সক্ষম হন।
ক. শিল্প কেন্দ্রীকরণ কী?
খ. ব্যবসায়ের গ্রাম্য অবস্থানে কর অবকাশের সুযোগ বেশি – ব্যাখ্যা করো।
গ. মি. আতিকের ব্যবসায়ের অবস্থানটি কোন শ্রেণির? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো সেবা খাতের সুবিধার জন্য মি. আতিকের ব্যবসায়ে সফলতা আসে? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : রাধা নিজস্ব কারখানায় চামড়াজাত দ্রব্য উৎপাদন করে। তার প্রতিষ্ঠান সরকারের পৃষ্ঠপোষকতা পায়। এছাড়া উপকরণের সহজলভ্যতা ও যোগাযোগ ব্যবস্থাও তার প্রতিষ্ঠানের অনুকূলে রয়েছে। তার উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় ভোক্তাদের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভোক্তাদের বর্ধিত চাহিদা বিবেচনা করে এবং ভবিষ্যতে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার আশায় রাধা ব্যবসায় সম্প্রসারণ করতে আগ্রহী। এখন সে তার করণীয় সম্পর্কে ভাবছে।
ক. বিকেন্দ্রীকরণ কী?
খ. ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে সামাজিক পরিবেশের প্রভাব কীরূপ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক অনুযায়ী রাধার কারখানাটির অবস্থান ব্যাখ্যা করো।
ঘ. অবস্থান নির্বাচনের ওপর ব্যবসায়ের ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা কতটুকু নির্ভরশীল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : রবি একজন কৃষকের ছেলে। লেখাপড়া শেষে সে বাড়িতে একটি বেত ও বাঁশের কারখানা স্থাপন করে। দক্ষ পরিচালনার কারণে সে অল্প সময়ে লাভবান হয়। এখন সে আরও একটি কারখানা শহরে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
ক. বিকেন্দ্রীকরণ কী?
খ. শিল্প এলাকা বলতে কী বোঝায়?
গ. রবির ব্যবসায় অবস্থানকে কোন ধরনের অবস্থান বলা হয়? ব্যাখ্যা করো।
ঘ. শহরে কারখানা স্থাপনের সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব তামিমের নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস কারখানা আছে। তিনি নতুন আরেকটি কারখানা স্থাপনের জন্য তিনটি বিকল্প স্থানকে বিবেচনা করছেন। এগুলো হলো সাভার, টঙ্গী ও নারায়ণগঞ্জ। তিনি তথ্য নিয়ে দেখেছেন তিনটি স্থানেই সহজে গার্মেন্টসকর্মী পাওয়া যায়। তবে সাভার ও টঙ্গী বিদেশি ক্রেতাদের জন্য উপযুক্ত। আবার নারায়ণগঞ্জে সাভার ও টঙ্গীর চেয়ে বিদ্যুৎ বিভ্রাট কম। তাছাড়া গুলশানে তামিম সাহেবের একটি শোরুম আছে, যেখানে বিদেশি ক্রেতাদের ফরমায়েশ গ্রহণ করেন।
ক. অবকাঠামোগত সুবিধা কী?
খ. উৎপাদন ব্যবস্থার উন্নয়নে ব্যবসায়ের অবস্থান গুরুত্বপূর্ণ’ ব্যাখ্যা করো।
গ. গার্মেন্টস কারখানা স্থাপনের জন্য জনাব তামিম কোন ধরনের ব্যবসায়ের অবস্থান বিবেচনা করছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের তথ্যের আলোকে জনাব তামিমের উপযুক্ত ব্যবসায় অবস্থান সুপারিশ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : মুন্সীগঞ্জের মনোরঞ্জন ঘোষ একজন আলু ব্যবসায়ী। তিনি শহরের প্রাণকেন্দ্রে নতুন একটি হিমাগার স্থাপনের বিষয়ে বন্ধুর সাথে আলোচনা করেন। মুন্সীগঞ্জ জেলায় নদীপথের সুযোগ-সুবিধা থাকায় তার বন্ধু নদীর তীরবর্তী স্থানে হিমাগার স্থাপনের পরামর্শ দেন। বন্ধুর পরামর্শ অনুযায়ী মনোরঞ্জন নদীর তীরবর্তী হিমাগার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. ব্যবসায়ের অবস্থান কী?
খ. ‘ব্যবসায় প্রতিষ্ঠানের সঠিক অবস্থান ব্যবসায়ের সফলতার নির্ধারক’— ব্যাখ্যা করো।
গ. নদীর তীরবর্তী স্থানে হিমাগার স্থাপনের প্রধান কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. ‘ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণ করতে হয়’ উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব নাফিস রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আম সংগ্রহ করে স্থানীয় বাজারসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রয় করেন খুলনা ও যশোরে আমের পাশাপাশি আমের জুসের চাহিদা রয়েছে। চাহিদার কথা বিবেচনা করে তিনি ২০১৫ সালে রাজশাহীতে একটি ম্যাঙ্গো স ফ্যাক্টরি’ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত জুসের মূল্য তুলনামূলকভাবে একটু বেশি। উৎপাদিত জুস মানসম্মত হওয়া সত্ত্বেও তিনি জুস ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারছেন না।
ক. উৎপাদন মাত্রা কী?
খ. পরিবর্তনশীল খরচ বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
গ. জনাব নাফিস ‘ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি’ স্থাপনে ব্যবসায় অবস্থানের কোন উপাদানকে অধিক গুরুত্ব প্রদান করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব নাফিসের প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো।
►► অধ্যায় ১ : উৎপাদন
►► অধ্যায় ২ : উৎপাদনের উপকরণ
►► অধ্যায় ৩ : উৎপাদনের মাত্রা
►► অধ্যায় ৪ : সামষ্টিক পর্যায় উৎপাদন
►► অধ্যায় ৫ : উৎপাদন ব্যবস্থাপনা
►► অধ্যায় ৬ : পণ্য ডিজাইন
►► অধ্যায় ৭ : মান ব্যবস্থাপনা
►► অধ্যায় ৮ : উৎপাদন ক্ষমতা
►► অধ্যায় ৯ : ব্যবসায়ের অবস্থান
►► অধ্যায় ১০ : লে- আউট
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। HSC শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post