১০ম অধ্যায় ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর : বাংলার সাধারণ মানুষের অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৮৭৩ সালে বাকেরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন । তিনি কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলার কৃষক সমাজের ভাগ্যের উন্নয়নে তাঁর প্রচেষ্টা আজও এদেশের মানুষ স্মরণ করে। মহান এ রাজনীতিবিদ ১৯৬২ সালে মৃত্যুবরণ করেন।
১০ম অধ্যায় ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : সজল ও কাজল দুই ভাই। সজল লেখাপড়ায় আগ্রহী হলেও কাজলের পড়ালেখায় মন ছিল না। ওদের বাবা কাপড়ের ব্যবসায়ী ছিলেন। হঠাৎ বাবা মারা যাওয়ায় দুই ভাইকেই ব্যবসায় মন দিতে হয়। বিদেশি কাপড়ের ব্যবসায় লাভ বেশি বলে কাজলের আগ্রহ ছিল সেই দিকে, কিন্তু লাভ কম হলেও সজল দেশি কাপড়ের ব্যবসায় অধিক আগ্রহী ছিল।
ক. বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়?
খ. ইংরেজদের বিভেদ ও শাসননীতি বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ. সজল কোন আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে দেশি কাপড়ের ব্যবসায়ে আগ্রহী হয়? ব্যাখ্যা করো।
ঘ. “উক্ত আন্দোলনই গণসচেতনতা ও স্বাধীনতা অর্জনে জনগণকে আন্দোলিত করেছে” – বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : জনাব শাকিল একজন সমাজ সচেতন রাজনীতিবিদ। তিনি তার গ্রামের কৃষকদের ওপর জোতদারদের অত্যাচার, অত্যাচারের প্রতিবাদ করলে নিপীড়ন, উচ্চ সুদে ঋণ দান, ঋণ আদায়ে নির্যাতন ও বিভিন্ন অজুহাতে অর্থ আদায়ের বিষয়গুলোতে গভীরভাবে ব্যথিত হন। তিনি উপলব্ধি করলেন, এ অবস্থা থেকে কৃষকদের রক্ষা করতে হলে গ্রামের কৃষক ও মধ্যবিত্ত শ্রেণিকে সংঘবদ্ধ করতে হবে। সে অনুযায়ী তিনি গ্রামের কৃষক ও মধ্যবিত্ত শ্রেণিকে সংগঠিত করে একটি সংগঠন গড়ে তোলেন।
ক. ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক কে ছিলেন?
খ. লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল?
গ. জনাব শাকিল সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে কোন নেতার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নেতার কর্মকাণ্ড কি শুধু কৃষক আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : গ্রামের বৃদ্ধ করিম চাচা বিভাগ পূর্ববঙ্গেও কৃষক ছিলেন। করিম চাচা বলেন, আমার বাবাসহ আরও অনেক কৃষক তাদের রক্ত পানি করা শ্রম দিয়ে ফসল ফলাতো। আর কলকাতার দাদারা এসে সব ফসল নিয়ে যেত। সেটা ব্রিটিশ সরকারকে খাজনা হিসেবে দেওয়া হতো। তিনি আরও বলেন, তখন ঢাকায় কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান কোনো কিছুই ছিল না। কারণ সব উন্নতি হতো কলকাতাকে ঘিরে।
ক. মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
খ. তমদ্দুন মজলিশের ভূমিকা কী ছিল? ব্যাখ্যা করো।
গ. বঙ্গভঙ্গের পেছনে যে কারণগুলো ছিল তার কোন কারণটি করিম চাচার কথায় ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. করিম চাচার বর্ণিত কারণই কি বঙ্গভঙ্গ হওয়ার মূল কারণ বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : আঠারো শতকে সংঘটিত যুদ্ধে ‘ক’ দেশের নবাবের পতনের মধ্য দিয়ে দেশটিতে ঔপনিবেশিক শাসনের ভিত্তি রচিত হয়। এরপরের একশ বছর বিদেশিদের সেখানে উত্থানের পর্ব। তবে উনিশ শতকের একটি বিদ্রোহের প্রচণ্ড আঘাতে তাদের ক্ষমতার ভিত কেঁপে ওঠে। তাদের সরকার বুঝতে পারে, একটি সাধারণ বাণিজ্যিক কোম্পানির মাধ্যমে ভারতের মতো বিশাল অঞ্চল কার্যকরভাবে শাসন করা আর সম্ভব নয়। এজন্য পরে একটি আইনের মাধ্যমে দেশটিতে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে একে সরাসরি সরকারের শাসনের অন্তর্ভুক্ত করেন।
ক. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
খ. পর্তুগিজরা এদেশ ত্যাগে বাধ্য হয়েছিল কেন?
গ. উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের প্রতিচ্ছবি ফুটে উঠেছে? এ যুদ্ধের ফলাফল ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে যে আইনের মাধ্যমে দেশটিতে কোম্পানি শাসনের অবসান ঘটে তার প্রেক্ষাপট বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ১৯৫৭ সালে টেংকু আব্দুর রহমানের নেতৃত্বে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয় ফেডারেশন। এ সময় সিংগাপুর ও মালয় ফেডারেশনের অন্তর্ভুক্ত ছিল। তবে প্রশাসনিক ও অন্যান্য সুবিধার্থে টেংকু আব্দুর রহমান ১৯৬৫ সালের দিকে মালয় ফেডারেশন থেকে সিংগাপুরকে আলাদা করে দেয়। ঠিক তেমনি ভারতবর্ষে ও ব্রিটিশ শাসনামলে একটি অঞ্চলকে প্রশাসনিক ও অন্যান্য সুবিধার্থে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। তবে মালয় ফেডারেশন থেকে সিংগাপুরের আলাদা হওয়ার ন্যায় ভারতবর্ষে ব্রিটিশদের উক্ত বিভাজন সফল হয়নি।
ক. ১৮৫৭ সালের সংগ্রাম প্রথম কোথায় শুরু হয়?
খ. ১৮৫৭ সালের স্বাধীনতার সংগ্রামের রাজনৈতিক কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে তোমার পঠিত কোন ঘটনার প্রতিচ্ছবি পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে শেষোক্ত উক্তিটির আলোকে উক্ত ঘটনা রোধের কারণগুলো বিশ্লেষণ করো।
১. সালেহপুর ইউনিয়নটি নদীর তীরবর্তী। গত বছর বন্যায় ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আয়তনে বড় হওয়ায় ত্রাণ তৎপরতাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সমস্যা সৃষ্টি হচ্ছিল। উক্ত সমস্যা সমাধানকল্পে এই ইউনিয়নকে দুইটি আলাদা ইউনিটে ভাগ করা হয়।
ক. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
খ. স্বত্ববিলোপ নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বঙ্গভঙ্গের কোন কারণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত কারণটিই কি বঙ্গভঙ্গের একমাত্র কারণ মনে কর? মতের সপক্ষে যুক্তি দাও।
২. কেয়া ও কণা দুই বোন ঈদের কেনাকাটা করতে বাজারে যায়। কেয়া তার পছন্দের তালিকায় বিদেশি পণ্য রাখলেও কণা বিদেশি পণ্যকে পরিত্যাগ করে দেশি পণ্য কেনার পক্ষে মত দেন। অবশেষে কণা তার বোন কেয়াকে দেশি পণ্য কেনার বিষয়টি বুঝাতে সক্ষম হয় এবং উভয়ে দেশি পণ্য ক্রয় করে বাসায় ফেরেন।
ক. দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন কে?
খ. ‘এনফিল্ড’ রাইফেল সৈন্যদের বিদ্রোহী করে তুলল কেন?
গ. কোন আন্দোলনের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কণা দেশি পণ্য কিনতে উৎসাহবোধ করেন? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর কেয়ার মত মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায়? যুক্তি দাও।
৩. দুর্গাপুর ও শেরপুর নিয়ে বিশাল জামালপুর ইউনিয়ন। চেয়ারম্যান সোহাগ হোসেন দুর্গাপুর অঞ্চলের অধিবাসী বলে ইউনিয়ন পরিষদ কার্যালয়, বাজার, বিভিন্ন এনজিও এবং শিক্ষাপ্রতিষ্ঠান সবই দুর্গাপুরে স্থাপন করেন। কিন্তু শেরপুরে তেমন কিছু গড়ে ওঠেনি। ফলে শেরপুরের অর্থনৈতিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। উপজেলা চেয়ারম্যান জামালপুর ইউনিয়নকে দুই ভাগে ভাগ করে দেন। এর ফলে শেরপুরের জনগণ খুশি হতে পারেনি।
ক. ফরায়েজি আন্দোলনের নেতা কে?
খ. ১৮৫৭ খ্রিষ্টাব্দের সংগ্রামকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন?
গ. উদ্দীপকে জামালপুর ইউনিয়নের বিভক্তি পাঠ্যবইয়ের কোন ঘটনার প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ঘটনাটি বাংলার হিন্দু মুসলমানদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া করেছিল? বিশ্লেষণ কর।
৪. সীমা ও রিমা একই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। রিমা তার দেশের একটি সংগ্রামের জন্য দেশটির তৎকালীন বিদেশি শাসনের সাম্রাজ্যবাদ নীতিকে দায়ী করে। অপরপক্ষে সীমা মনে করে এই সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল দেশের শিল্প ও কৃষি কারখানা ধ্বংস হওয়ার কারণে।
ক. প্রধানত ভারতের কোন অঞ্চলে সিপাহীদের নেতৃত্বে ব্যাপক সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয়?
খ. বঙ্গভঙ্গের কারণ ব্যাখ্যা কর।
গ. সীমার মতে ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতে ১৮৫৭ খ্রিষ্টাব্দের সংগ্রামের কোন কারণ প্রতিফলিত হয়েছে- ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সংগ্রামের গুরুত্ব বিশ্লেষণ কর।
৫. সুইটি সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী এক ব্যক্তিত্ব। সমাজের কুকর্ম, অন্যায়, অবিচারে তিনি তিক্ত হন। একপর্যায়ে তিনি বিপ্লবী কর্মকাণ্ডে মেতে যান এবং বৈষম্যে বাঁধা দিতে চেষ্টা করায় পুলিশের কাছে ধরা পড়ার আগেই আত্মহত্যার পথ বেছে নেন।
ক. ১৯৩৪ খ্রিষ্টাব্দে সংক্ষিপ্ত ট্রাইব্যুনালের বিচারে কাকে ফাঁসির আদেশ দেয়া হয়?
খ. প্রীতিলতা ওয়াদ্দেদায় শিক্ষা জীবনে কেমন শিক্ষার্থী ছিলেন?
গ. উদ্দীপকে উল্লিখিত চরিত্রের সাথে পাঠ্যবইয়ের কোন চরিত্রের মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত চরিত্র যে বিপ্লবী সংগঠনের সাথে জড়িত ছিলেন তার বিপ্লবী কার্যক্রম আলোচনা কর।
৬. ফাইজা, তারাননুম, আশিক, রাফি সবাই সকাল থেকে বিভিন্ন প্রকার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। কারণ আজ ২৬ মার্চ। ফাইজার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি সবাইকে ডেকে বললেন, এই দিবসের মানে বোঝ? এই দিন আমরা পাকিস্তানের অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক শোষণের হাত থেকে মুক্তিলাভের জন্য যুদ্ধ করি। কারণ শিক্ষার ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমরা ছিলাম অবহেলিত। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই ছিল আমাদের এই আন্দোলন।
ক. কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়?
খ. বঙ্গভঙ্গ কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়?
গ. ফাইজার বাবা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে প্রথম যে কারণটির কথা বলেছেন তার সাথে বঙ্গভঙ্গের উদ্দেশ্যের তুলনা কর।
ঘ. ফাইজার বাবা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যে সকল কারণ উল্লেখ করেছেন বঙ্গভঙ্গের ক্ষেত্রেও কি সে কারণগুলো বিদ্যমান ছিল? উত্তরের পক্ষে তোমার মতামত দাও।
৭. রোহিতপুর এলাকায় অনেক লোকের বসবাস। বিস্তীর্ণ এলাকা বলে এ এলাকাকে কাজের সুবিধার্থে দুই ভাগে ভাগ করা হয়। এ এলাকার এক অংশ হিন্দু এবং অন্য অংশ মুসলিম অধ্যুষিত ছিল। মুসলমানরা এ বিভাজনকে স্বাগত জানালেও হিন্দুরা বিক্ষোভে ফেটে পড়ে। ফলে উভয়পক্ষের মধ্যে বিশাল সংঘর্ষ সৃষ্টি হয় এবং অবশেষে আবার একত্রিত করা হয়।
ক. বঙ্গভঙ্গ কত খ্রিষ্টাব্দে রদ করা হয়?
খ. বঙ্গভঙ্গ বলতে কী বোঝ?
গ. রোহিতপুরের মুসলিমদের প্রতিক্রিয়ার সাথে বঙ্গভঙ্গ পরবর্তী মুসলিমদের প্রতিক্রিয়ার সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ন্যায় বঙ্গভঙ্গ পরবর্তী সময়ে সমাজে কী ধরনের প্রভাব পরিলক্ষিত হয় বলে তুমি মনে কর? মতামত দাও।
৮. কাঞ্চননগর গ্রামে হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী লোক বাস করে। একাধিকবার হিন্দু চেয়ারম্যান ক্ষমতায় থাকায় এখানে হিন্দুরাই বেশি প্রাধান্য বিস্তার করে এবং তাদের অনেক উন্নতি সাধিত হয়। মুসলমানরা নিজেদের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তারা শিক্ষাদীক্ষা, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে নিজেদের অগ্রগতি নিশ্চিত করে।
ক. কত খ্রিষ্টাব্দে মুসলিম লীগ গঠিত হয়?
খ. বঙ্গভঙ্গ রদে মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল?
গ. মুসলমানদের স্বার্থে প্রতিষ্ঠিত কোন সংগঠনের সাথে উদ্দীপকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সংগঠনের মতোই “ব্রিটিশ ভারতীয় শাসনব্যবস্থায় একটি সংগঠন মুসলিম প্রতিনিধিত্বকে সুসংহত করেছিল” যুক্তিসহ মতামত দাও।
৯. লর্ড কার্জন ১৯০৫ খ্রিষ্টাব্দে শাসনতান্ত্রিক প্রয়োজনে বঙ্গভঙ্গ করলে তৎকালীন বাংলার কলকাতাকেন্দ্রিক শিক্ষিত শ্রেণি বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এ সময়েই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ রচনা করেন। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াস্বরূপ একটি আন্দোলন শুরু হয়। বিলেতি দ্রব্যে প্রকাশ্যে আগুন জ্বালানো হয়। ছাত্ররা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বর্জন করে। জাতীয় স্কুল ও কলেজ স্থাপনের ব্যবস্থা করা হয়। এরই মাঝে সশস্ত্র আন্দোলনের বিস্তার ঘটে। ১৯১১ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ রদ হলে এ ঘটনা স্তিমিত হয়।
ক. কোথায় বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেওয়া হয়?
খ. বঙ্গভঙ্গের পিছনে ব্রিটিশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ. কোন পটভূমির ওপর ভিত্তি করে উক্ত আন্দোলন সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কী মনে কর উদ্দীপকের ঘটনাগুলো বঙ্গভঙ্গ রদকে ত্বরানি¦ত করেছিল? মতামত দাও।
১০. আধুনিক ইউরোপীয় রাষ্ট্র তুরস্ক। সেদেশের রাজনৈতিক কর্মকা-ের সাথে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ব্যবধান যোজন যোজন। সর্বযুগেই এমনটি ছিল। এতদসত্ত্বেও প্রথম বিশ্বযুদ্ধের পর উদ্ভূত পরিস্থিতিতে ভারতবর্ষের রাজনীতি তুরস্কের পরিণতি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় এবং ভারতবর্ষে মুসলমানেরা এক নতুন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।
ক. খিলাফত কমিটি গঠনের জন্য কবে ঢাকা সভা অনুষ্ঠিত হয়?
খ. জালিয়ানওয়ালাবাগ হত্যাকা- কেন সংঘটিত হয়েছিল?
গ. উদ্দীপকে কোন আন্দোলন বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত আন্দোলনে বাংলার ভূমিকা বিশ্লেষণ কর।
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post