ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : বাংলাদেশের সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। এদেশের উপর দিয়ে নদ-নদী জালের মতো বিস্তৃত। এ নদীগুলো বিস্তৃত প্লাবন ভূমি সৃষ্টি করেছে। দেশের প্রধান নদীসমূহ পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সমভূমি ছাড়াও বাংলাদেশে সামান্য পরিমাণে উচ্চভূমি রয়েছে। ভূপ্রকৃতির ভিন্নতা অনুসারে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা— টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : ‘ক’ দেশটির তিনদিকে ভারত, একপাশে মিয়ানমার অবস্থিত। এর মহীসোপানের দৈর্ঘ্য ৩৫০ নটিক্যাল মাইল।
ক. হাওড় কাকে বলে?
খ. বাংলাদেশে ভূপ্রকৃতিতে নানান বৈচিত্র্য এসেছে কীভাবে?
গ. ‘ক’ দেশটির অবস্থান ব্যাখ্যা করো।
ঘ. ‘ক’ দেশটির আয়তন বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : সিফাত বিকাল বেলায় পদ্মার চরে ঘুরতে গেল। পেপার পড়ে সে জানতে পারে গঙ্গা নদীতে বাঁধ দেওয়ায় পদ্মার পানি সব সময় এক রকম থাকে এবং কিছু শাখা নদী ভরাট হয়ে গেছে।
ক. বাংলাদেশের উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে নামে পরিচিত?
খ. বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয় কেন?
গ. পদ্মা নদীর গতিপথ বর্ণনা কর।
ঘ. নদীগুলো ভরাটের কারণ, প্রভাব ও প্রতিকার ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৩ :
দৃশ্যকল্প-১: অনেক দিন বৃষ্টিহীন। হঠাৎ একদিন বিকালে ঈষাণ কোণে মেঘের ঘনঘটা দেখা গেলো। প্রবল ঝড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হলো, যার স্থায়িত্ব ছিল প্রায় ২ ঘণ্টা। এই বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক হলো।
দৃশ্যকল্প-২: কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আকাশে ঘন কালো মেঘের উপস্থিতি। এভাবে প্রায় ৩/৪ মাস থেমে থেমে বৃষ্টি চলছে।
ক. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
খ. বাংলাদেশে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেশি হবার কারণ কী?
গ. দৃশ্যকল্প-১ এ নির্দেশিত বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ জলবায়ুগত যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তার তুলনামূলক বিবরণ দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : সাকিব, নাঈম, তনয় তিন বন্ধু। সাকিব এর বাড়ি পার্বত্য চট্টগ্রামে। নাঈমের নিজবাড়ি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। সে তনয় এর বাড়ি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বেড়াতে গিয়ে এক বিশেষ প্রকৃতির ভূমিরূপ দেখতে পেল।
ক. নদীমাতৃক দেশ কাকে বলে?
খ. একই জমিতে বিভিন্ন ধরনের শস্য আবাদ করার প্রক্রিয়া ব্যাখ্যা করো।
গ. নাঈমের নিজ এলাকায় কোন ধরনের ভূপ্রকৃতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. সাকিব ও তনয়ের এলাকায় ভূপ্রকৃতির মধ্যে কোনটি কৃষিকাজের জন্য অনুকূল? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : রহিম ঈদের ছুটিতে পাটুরিয়া গোয়ালন্দ ঘাট দিয়ে বাড়ি যাওয়ার সময় জ্যামে পড়ল। সে দেখল নাব্যতার অভাবে ফেরী মাঝ নদীতে আটকে আছে এবং ড্রেজিং করা হচ্ছে। সে বইয়ে পড়েছে এর জন্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ দায়ী। স্থানীয় লোকের কাছ থেকে জানল এর ফলে বন্যা ও ফসলের ক্ষতি হয়।
ক. ভাওয়ালের গড় অবস্থিত কোন জেলায়?
খ. বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন?
গ. নদীতে ফেরী আটকিয়ে থাকার পেছনে যে কারণ সক্রিয় তা ব্যাখ্যা করো।
ঘ. যে কারণে ঘাটে জ্যাম সৃষ্টি হয়েছে তা কীভাবে প্রতিরোধ করা যায়? বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর : বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
প্রশ্ন ॥ ২ ॥ বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত?
উত্তর : বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন ৯,৪০৫ বর্গকিলোমিটার।
প্রশ্ন ॥ ৩ ॥ বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উত্তর : বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
প্রশ্ন ॥ ৪ ॥ বাংলাদেশের অর্থনৈতিক একান্ত অঞ্চল কত নটিক্যাল মাইল?
উত্তর : বাংলাদেশের অর্থনৈতিক একান্ত অঞ্চল ২০০ নটিক্যাল মাইল।
প্রশ্ন ॥ ৫ ॥ বাংলাদেশ ২০০৯ সালে কোথায় জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মায়ানমারের বিপক্ষে মামলা করে?
উত্তর : বাংলাদেশ ২০০৯ সালে জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জার্মানির হামবুর্গ আদালতে মায়ানমারের বিপক্ষে মামলা করে।
প্রশ্ন ॥ ৬ ॥ বাংলাদেশ কত সালে জলসীমা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে ভারতের বিপক্ষে মামলা করে?
উত্তর : বাংলাদেশ ১৪ই ডিসেম্বর, ২০০৯ সালে জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে মায়ানমারের বিপক্ষে মামলা করে।
প্রশ্ন ॥ ৭ ॥ কোন তারিখে বাংলাদেশের জলসীমা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জার্মানির হামবুর্গ আদালত মায়ানমারের বিপক্ষে দায়েরকৃত মামলার রায় প্রদান করে?
উত্তর : ১৪ই মার্চ, ২০১২ সালে জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জার্মানির হামবুর্গ আদালত মায়ানমারের বিপক্ষে বাংলাদেশের দায়েরকৃত মামলার রায় প্রদান করে।
প্রশ্ন ॥ ৮ ॥ মায়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল রাষ্ট্রাধীন সমুদ্র এলাকা লাভ করে?
উত্তর : মায়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ ১২ নটিক্যাল মাইল রাষ্ট্রাধীন সমুদ্র এলাকা লাভ করে।
প্রশ্ন ॥ ৯ ॥ মায়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল একান্ত অর্থনৈতিক অঞ্চল লাভ করে?
উত্তর : মায়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা একান্ত অর্থনৈতিক অঞ্চল লাভ করে।
প্রশ্ন ॥ ১০ ॥ উপকূল থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত সাগরের তলদেশে বাংলাদেশের মহীসোপান রয়েছে?
উত্তর : উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত সাগরের তলদেশে বাংলাদেশের মহীসোপান রয়েছে।
প্রশ্ন ॥ ১১ ॥ ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত?
উত্তর : ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
প্রশ্ন ॥ ১২ ॥ বাংলাদেশ-মায়ানমার সীমারেখার দৈর্ঘ্য কত?
উত্তর : বাংলাদেশ-মায়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার।
প্রশ্ন ॥ ১৩ ॥ বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?
উত্তর : বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
প্রশ্ন ॥ ১৪ ॥ ভূপ্রকৃতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
উত্তর : ভূপ্রকৃতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা : ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ; ২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ও ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
প্রশ্ন ॥ ১৫ ॥ টারশিয়ারি যুগের পাহাড়সমুহকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : টারশিয়ারি যুগের পাহাড়সমুহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা : ক. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং খ. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
প্রশ্ন ॥ ১৬ ॥ কিওক্রাডং পাহাড়ের উচ্চতা কত?
উত্তর : কিওক্রাডং পাহাড়ের উচ্চতা ১,২৩০ মিটার।
প্রশ্ন ॥ ১৭ ॥ তাজিনডং (বিজয়) পাহাড়ের উচ্চতা কত?
উত্তর : তাজিনডং (বিজয়) পাহাড়ের উচ্চতা ১,২৩১ মিটার।
প্রশ্ন ॥ ১৮ ॥ তাজিনডং পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তর : তাজিনডং পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত।
প্রশ্ন ॥ ১৯ ॥ বাংলাদেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের উচ্চতা কত?
উত্তর : বাংলাদেশে উত্তর-উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের উচ্চতা ৩০ থেকে ৯০ মিটার।
প্রশ্ন ॥ ২০ ॥ ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?
উত্তর : ভাওয়ালের গড় টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় অবস্থিত।
এছাড়াও এসএসসি অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ভূগোল সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post